Chapter--13
অস্ত্রের বিরুদ্ধে গান-জয় গোস্বামী
(ক) বাবরের প্রার্থনা
(খ) অগ্নিবীণা
(গ) রূপসী বাংলা
(ঘ) পাতার পোশাক
উওব়: (খ) কোকিল
২. “গান বাঁধবে সহস্র উপায়ে”-কে গান বাঁধবে?-
(ক) চিল
(খ) কোকিল
(গ) শকুন
(ঘ) ময়ূর
উওব়: (ক) চিল
৩. 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন-
(ক) ঋষি বালকের পায়ে
(খ) নদীতে
(গ) দেশগাঁয়ে
(ঘ) গানের দুটি পায়ে
উওব়: (ঘ) গানের দুটি পায়ে
৪. "বর্ম খুলে দ্যাখো..." বর্ম খুলে আদুড় গায়ে দাঁড়িয়ে থাকে-
(ক) ঋষিবালক
(খ) শিশু
(গ) ভিখিরি
(ঘ) মুনি
উত্তর: (ক) ঋষিবালক
৫. "তোমায় নিয়ে বেড়াবে গান"-উদ্দিষ্ট ব্যক্তিকে গান নিয়ে বেড়াবে-
(ক) রণভূমিতে
(খ) মৃত্যুদীর্ণ সমভূমিতে
(গ) উন্মুক্ত আকাশে
(ঘ) নদীতে, দেশগাঁয়ে
উত্তর: (ঘ) নদীতে, দেশগাঁয়ে
৬. 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় স্তবকের সংখ্যা-
(ক) তিনটি
(খ) চারটি
(গ) দুটি
(ঘ) পাঁচটি
উত্তর: (ক) তিনটি
৭. 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় পঙ্ক্তির মোট সংখ্যা-
(ক) ১৫টি
(খ) ১৭টি
(গ) ১৮টি
(ঘ) ২০টি
উত্তর: (গ) ১৮টি
৮." নাড়িয়ে বুলেট তাড়াই"।
(ক) হাত-পা
(খ) হাত
(গ) গান
(ঘ) মাথা
উত্তর: (খ) হাত
৯. 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতার তিনটি স্তবকে পঙ্ক্তি বিন্যাসটি হল-
(ক) ৩-৪-৫
(খ) ৫-৬-৭
(গ) ৪-৮-১২
(ঘ) ৪-৫-৮
উত্তর: (খ) ৫-৬-৭
১০. বর্ম খুলে যেভাবে গানকে দেখা যাবে ঋষিবালক হিসেবে-
(ক) খোলা মনে
(খ) খোলা চোখে
(গ) আদুড় গায়ে
(ঘ) হালকা ভাবে
উত্তর: (গ) আদুড় গালে
১১. ঋষিবালকের মাথায় কী গোঁজা?
(ক) বুনো ফুল
(খ) আমের পাতা
(গ) ধানের গোছা
(ঘ) ময়ূরপালক
উত্তর: (ঘ) ময়ূরপালক
১২. গানকে কবি কার মতো দাঁড়াতে দেখেছেন?-
(ক) ঋষিবালক
(খ) ফুল
(গ) বীর
(ঘ) জ্ঞানী
উত্তর: (ক) ঋষিবালক
১৩. "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো -দুটি পায়ে"।
(ক) আমার
(খ) দেশের
(গ) মায়ের
(ঘ) গানের
উত্তর: (ঘ) গানের
১৪. কবির শুধু কী আছে?-
(ক) একটা কোকিল
(খ) একটা মানুষ
(গ) একটা ঘর
(ঘ) একটা গাছ
উত্তব়: (ক) একটা কোকিল
১৫. 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় কোকিল কীভাবে গান বাঁধে?-
(ক) সহস্র উপায়ে
(খ) লাখো উপায়ে
(গ) একটি সুরে
(ঘ) লক্ষ সুরে
উত্তব়: (ক) সহস্র উপায়ে
১. "বর্ম খুলে। দ্যাখো.." বর্ম খুললে কী দেখা যায়?
উত্তর: কবির কথা অনুযায়ী, বর্ম খুললে দেখা যায় গান ঋষিবালকের মতো দাঁড়িয়ে আছে।
২.“গান দাঁড়াল ঋষিবালক” –এ কথা বলার অর্থ কী?
উত্তর: গান শুধু প্রতিবাদের বাহন নয়, যুদ্ধের শেষে গানের মধ্যে স্নিগ্ধতা ও শান্তিও খুঁজে পাওয়া যায়। আর তখন গান হয়ে যায় 'ঋষিবালক'-এর মতো স্নিগ্ধ ও শান্ত।
৩. "গান দাঁড়াল ঋষিবালক”-ঋষিবালকের মাথায় কী ছিল?
উত্তর: যে গানকে কবি জয় গোস্বামী 'ঋষিবালক'-এর সঙ্গে তুলনা করেছেন, তার মাথায় ময়ূরপালক গোঁজা ছিল।
৪. "তোমায় নিয়ে বেড়াবে গান"-কোথায় বেড়াবে?
উত্তর: নদীতে এবং দেশ-গ্রামে গানের সঙ্গে শ্রোতার বেড়ানোর কথা কবি উল্লেখ করেছেন। এর মধ্য দিয়ে গান ও তার সুরের আন্তর্জাতিক বিস্তারের কথা বলা হয়েছে।
৫. "তোমায় নিয়ে বেড়াবে গান"-কথাটির অর্থ কী?
উত্তর: গানের কথা ও সুরের হাত ধরেই শ্রোতা সারা বিশ্বের সাথে পরিচিত হন,-এ-কথাই বোঝানো হয়েছে উদ্ধৃত পঙক্তিতে
৬. "তোমায় নিয়ে বেড়াবে গান/নদীতে, দেশগাঁয়ে"-কীভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তুমি মনে করো?
উত্তর: পৃথিবীতে যুদ্ধের অবসান ঘটলে গান আর প্রতিবাদের বাহন নয়, মানুষের মানসিক বিস্তারের ও শুদ্ধতার বাহক হয়ে ওঠে, তখনই গানের হাত ধরে মানুষ দেশের সীমা অতিক্রম করে বিশ্বনাগরিক হয়ে ওঠে।
৭. 'অস্ত্র' ও 'গান' শব্দ দুটি কবিতায় কতবার করে আছে?
উত্তর: কবি জয় গোস্বামী তাঁর 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় 'অস্ত্র' শব্দটি ছ- বার এবং 'গান' শব্দটি সাতবার ব্যবহার করেছেন।
৮."অস্ত্র রাখো, অস্ত্র ফ্যালো পায়ে"-কার উদ্দেশ্যে কবির কেন এই আবেদন?
উত্তর:
৯. "গান দাঁড়াল ঋষিবালক”-গানের সঙ্গে ঋষিবালকের উপমাটি ব্যাখ্যা করো।
উত্তর:
১১. "মাথায় গোঁজা ময়ূরপালক" কার মাথায় ময়ূরপালক গোঁজা? এখানে ময়ূরপালক গোঁজা চিত্রকল্পের তাৎপর্য কী?
উত্তর: কবির অনুভবে গানরূপী ঋষিবালকের মাথায় ময়ূরপালক গোঁজা।
অস্ত্রের বিরুদ্ধে গানকে প্রতিবাদের হাতিয়ার করে কবি এগিয়ে যেতে চেয়েছেন। গানকে কবি ঋষিবালকের চিত্রকল্পে তুলে ধরে অন্য বার্তা দিয়েছেন। ঋষিবালক পবিত্রতার প্রতীক। তার মাথায় ময়ূরপালক গোঁজার মধ্য দিয়ে কৃষ্ণের রূপকল্প নিয়ে আসা হয়েছে, যা শাশ্বত মানবপ্রেমের ইঙ্গিত দেয়। হিংসার বিরুদ্ধে হিংসা নয়, হিংসাকে জয় করতে হবে হৃদয়ের পবিত্রতা দিয়ে। উক্তিটির মধ্য দিয়ে সেই সত্যই প্রকাশিত।
১২. "তোমায় নিয়ে বেড়াবে গান"-এই কথার তাৎপর্য কী?
উত্তর: গান এবং সুরের হাত ধরে গোটা বিশ্বের সাথে মানুষের পরিচয় ঘটে। গান বস্তুত হৃদয়ের এক আশ্চর্য বিস্তার ঘটায়। গানের মাধ্যমেই সম্ভব হয় প্রকৃতির সঙ্গে সংযোগ, মানুষের কাছাকাছি পৌঁছোনো। তাই কবি যখন বলেন-"তোমায় নিয়ে বে ড়াবে গান/নদীতে, দেশগাঁয়ে"-তখন আসলে গানের এই শক্তি এবং সীমাহীন বিস্তারের দিকেই ইঙ্গিত করা হয়।
১৩. "অস্ত্র ফেলো, অস্ত্র রাখো"-কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তাঁর এ কথা বলার কারণ কী?
উত্তর:.
👉Paid Answer (For Membership User)
Editing By- Lipi Medhi