বাংলা ভাষায় বিজ্ঞান

MCQs


১. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা বাংলা প্রবন্ধ লেখা হয়, তাদের প্রথম শ্রেণিটি-


(ক) ইংরেজি ভাষায় দক্ষ 

(খ) বাংলা ভাষায় দক্ষ 

(গ ইংরেজি জানে না বা অতি অল্প জানে 

(ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্লাধিক বিজ্ঞান পড়েছে

উত্তর: (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে


২. Sensitized Paper-এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? 


(ক) স্পর্শকাতর কাগজ

(খ) সুবেদী কাগজ

(গ) সুগ্রাহী কাগজ

(ঘ) ব্যথাপ্রবণ কাগজ       

উত্তর: (গ) সুগ্রাহী কাগজ


৩. রাজশেখর বসুর ছদ্মনাম-


(ক) বনফুল 

(খ) শ্রীপান্থ 

(গ) পরশুরাম

(ঘ) রূপদর্শী        

উত্তর: (গ) পরশুরাম


৪. "বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ” প্রসঙ্গে প্রাবন্ধিক কোন্ প্রবাদের উল্লেখ করেছেন?- 

(ক) অরণ্যে রোদন 

(খ) অল্পবিদ্যা ভয়ংকরী 

(গ) হাতের পাঁচ 

(ঘ) হ-য-ব-র-ল       

উত্তর: (খ) অল্পবিদ্যা ভয়ংকরী


৫. 'হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড' উক্তিটি-


(ক) রবীন্দ্রনাথের 

(খ) বঙ্কিমচন্দ্রের 

(গ) কালিদাসের 

(ঘ) বিদ্যাসাগরের        

উত্তর: (গ) কালিদাসের


৬. Sensitized paper-এর বাংলা অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক-


(ক) স্পর্শকাতর কাগজ 

(খ) সুগ্রাহী কাগজ 

(গ) সুবেদী কাগজ 

(ঘ) ব্যথাপ্রবণ কাগজ

   

উত্তর: (খ) সুগ্রাহী কাগজ

৭. শব্দের 'ত্রিবিধ' অর্থের প্রথমটি- 


(ক) আভিধানিক অর্থ প্রকাশ করে

(খ) লক্ষণা অর্থ প্রকাশ করে

(গ) ব্যঞ্জনা প্রকাশ করে

(ঘ) শুধু বর্ণনা দেয়


উত্তর: (ক) আভিধানিক অর্থ প্রকাশ করে


৮. 'অরণ্য' শব্দটির আভিধানিক অর্থ- 


(ক) নদী 

(খ) বন 

(গ) গাছ 

(ঘ) পাহাড়


উত্তর: (খ) বন


৯. 'অরণ্যে রোদন' ব্যঞ্জনাটির অর্থ-


(ক) খুব রাগ 

(খ) নিষ্ফল খেদ 

(গ) খুব কষ্ট 

(ঘ) খুব ক্ষোভ


উত্তর: (খ) নিষ্ফল খেদ


১০. বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে কোন্ কোন্ অলংকার কিছু কিছু ব্যবহার করা যেতে পারে


(ক) উপমা এবং রূপক

(খ) উৎপ্রেক্ষা

(গ) অতিশয়োক্তি

(ঘ) ব্যজস্তুতি


উত্তর: (ক) উপমা এবং রূপক


১১. বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা অত্যন্ত-


(ক) কঠিন হওয়া উচিত

(খ) সরল ও স্পষ্ট হওয়া উচিত

(গ) দুর্বোধ্য হওয়া উচিত

(ঘ) জটিল হওয়া উচিত


উত্তর: (খ) সরল ও স্পষ্ট হওয়া উচিত

১২. স্থানবিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যায়-


(ক) মেরুদণ্ডহীন

(খ) শিরদাঁড়াহীন 

(গ) মেরুদণ্ড ভাঙা 

(ঘ) নরম মেরুদণ্ড


উত্তর: (খ) শিরদাঁড়াহীন


১৩. পরিভাষার উদ্দেশ্য-


(ক) ভাষার সংক্ষেপ 

(খ) ভাষার অর্থ সুনির্দিষ্ট করা 

(গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা 

(ঘ) কোনোটিই নয়


উত্তর: (গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা


১৪. আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, যখন এ দেশে-


(ক) বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে 

(খ) বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটবে 

(গ) মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে

(ঘ) লেখকেরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন 


উত্তর: (খ) বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটবে


১৫. "When sulpher burns in air the nitrogen does not take part in the reaction"-এর সংগত বাংলা

অর্থ বলেছেন লেখক-


(ক)...নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না 

(খ) নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না 

(গ) গন্ধক হাওয়ায় পুড়ে যায় 

(ঘ) নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে


উত্তর: (খ)নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না




    👉Paid Answer (For Membership User)


Editing By- Lipi Medhi