Lesson- 4

আফ্রিকা

---------------

👉Paid Answer (For Membership User)

 

1. 'আফ্রিকা' কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে- 

ক) মানসী 

খ) পত্রপুট 

গ) প্রান্তিক 

ঘ) শিশু

উত্তর: খ) পত্রপুট


2. 'আফ্রিকা' কবিতাটি-

ক) প্রকৃতি বিষয়ক 

খ) সাম্রাজ্যবাদ-বিরোধী 

গ) ঈশ্বরচেতনা বিষয়ক 

ঘ) সৃষ্টিতত্ত্ব বিষয়ক 

উত্তর: খ) সাম্রাজ্যবাদ- বিরোধী


3. রবীন্দ্রনাথের অন্য একটি সাম্রাজ্যবাদ-বিরোধী কবিতা হল-

ক) অপমানিত 

খ) ১৪০০ সাল 

গ) শতবর্ষ পরে 

ঘ) ওরা কাজ করে

উত্তর: ঘ) ওরা কাজ করে


4. 'আফ্রিকা' কবিতায় 'আদিম যুগ' ছিল

ক) অন্ধকার 

খ) উদ্ভ্রান্ত 

গ) সহজ 

ঘ) আন্তরিক

উত্তর: খ) উদ্ভ্রান্ত


5. নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা কী করছিলেন

ক) অসন্তোষ প্রকাশ করছিলেন

খ) মন্ত্র জাগাচ্ছিলেন চেতনাতীত মনে 

গ) বিদ্রুপ করছিলেন ভীষণকে 

ঘ) নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন

উত্তর: ঘ) নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন


6. "নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত" নতুন সৃষ্টিকে বিধ্বস্ত করছিলেন- 

ক) প্রকৃতি

খ) সমুদ্র 

গ) বিধাতা

ঘ) অরণ্য

উত্তর: গ) বিধাতা


7. স্রষ্টার ঘনঘন মাথা নাড়া ছিল-

ক) অধৈর্যে 

খ) সম্মতিতে

গ) ক্রোধে 

ঘ) আনন্দে

উত্তর: ক) অধৈর্যে


8. "ছিনিয়ে নিয়ে গেল তোমাকে"-কে ছিনিয়ে নিয়ে গেল

ক) কৃপণ আলো

খ) প্রাচী ধরিত্রী 

গ) রুদ্র সমুদ্রের বাহু 

ঘ) ছায়াবৃতা

উত্তর: গ) রুদ্র সমুদ্রের বাহু


9. 'বুদ্র সমুদ্রের বাহু' আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল-

ক) সূর্যহারা অরণ্য থেকে 

খ) পশ্চিম দিগন্ত থেকে 

গ) মন্দির থেকে 

ঘ) প্রাচী ধরিত্রীর বুকের থেকে

উত্তর: ঘ) প্রাচী ধরিত্রীর বুকের থেকে


10. আফ্রিকাকে ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল-

ক) সমুদ্রবক্ষে 

খ) বনস্পতির নিবিড় পাহারায় 

গ) বাষ্পাকুল অরণ্যপথে 

ঘ) গুপ্ত গহ্বরে

উত্তর: খ) বনস্পতির নিবিড় পাহারায়

 

11. সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহারায় বেঁধেছিলেন, তা হল- 

ক) সমুদ্রের 

খ) হিংস্র জন্তুর 

গ) বনস্পতির 

ঘ) বিদেশি সৈন্যের

উত্তর: গ) বনস্পতির


12. "সেখানে নিভৃত অবকাশে তুমি/সংগ্রহ করছিলে..."-কী সংগ্রহ করার কথা বলা হয়েছে

ক) দুর্বোধ্য সংকেত 

খ) ভাষাহীন ক্রন্দন 

গ) দৃষ্টি-অতীত জাদু 

ঘ) দুর্গমের রহস্য

উত্তর: ঘ) দুর্গমের রহস্য


13. "চিনছিলে জলস্থল-আকাশের…"-কী চেনার কথা বলা হয়েছে?

ক) দুর্বোধ্য রহস্য

খ) দুর্গমের রহস্য

গ) দুর্বোধ্য সংকেত

ঘ) দুর্গমের সংকেত

উত্তর: গ) দুর্বোধ্য সংকেত


14. প্রকৃতির যে জাদু কবি উপলব্ধি করেছেন তা কেমন ছিল

ক) মায়াবী 

খ) দৃষ্টি-অতীত 

গ) ভাষাহীন 

ঘ) আবিল

উত্তর: খ) দৃষ্টি-অতীত 


15. প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু কী করছিল

ক) মনকে আচ্ছন্ন করছিল 

খ) বিদ্রূপ করছিল 

গ) মন্ত্র জাগাচ্ছিল 

ঘ) চিরচিহ্ন

উত্তর: খ) দৃষ্টি-অতীত


16. "প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু/মন্ত্র জাগাচ্ছিল…"-এই মন্ত্র কোথায় জাগাচ্ছিল

ক) আফ্রিকার চেতনাতীত মনে 

খ) অপমানিত ইতিহাসে

গ) মানহারা মানবীর দ্বারে 

ঘ) কৃপণ আলোর অন্তঃপুরে

উত্তর: ক) আফ্রিকার চেতনাতীত মনে


17. "বিদ্রূপ করছিলে ভীষণকে"- কীভাবে এই বিদ্রুপ করা হচ্ছিল?  

ক) তাণ্ডবের দুন্দুভিনিনাদে

খ) উপেক্ষার দৃষ্টিতে 

গ) রক্তে অশ্রুতে মিশে 

ঘ) বিরূপের ছদ্মবেশে

উত্তরঃ ঘ) বিরূপের ছদ্মবেশে


18. "আপনাকে উগ্র ক'রে - প্রচণ্ড মহিমায়/তান্ডবের দুন্দুভিনিনাদে"

ক) যুগান্তরের 

খ) বিভীষিকার 

গ) মানবের

ঘ) প্রলাপের

উত্তর: খ) বিভীষিকার


19. "শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে"- 

ক) অতীত জাদুতে 

খ) দুর্গমের রহস্যে 

গ) বিরূপের ছদ্মবেশে 

ঘ) তান্ডবের দুন্দুভিনিনাদে

উত্তর: ঘ) তান্ডবের দুন্দুভিনিনাদে


20. বিভীষিকার প্রচণ্ড মহিমার দ্বারা কী করা হচ্ছিল

ক) নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করা হচ্ছিল 

খ) ইতিহাসে চিরচিহ্ন দিয়ে যাচ্ছিল 

গ) শঙ্কাকে হার মানাতে চাইছিল 

ঘ) ক্ষমা করার কথা বলছিল

উত্তর: গ) শঙ্কাকে হার মানাতে চাইছিল


21. দুন্দুভিনিনাদ কীসের ছিল

ক) নির্লজ্জতার 

খ) অমানবিকতার 

গ) তাণ্ডবের 

ঘ) যুগান্তের

উত্তর: গ) তাণ্ডবের


22. হায় ছায়াবৃতা”-এখানে কাকে 'ছায়াবৃতা' বলা হয়েছে

ক) আফ্রিকাকে 

খ) এশিয়াকে 

গ) অরণ্যকে 

ঘ) সূর্যকে

উত্তর: ক) আফ্রিকাকে


22. "কালো ঘোমটার নীচে"-'কালো ঘোমটা' হল-

ক) ছায়ানিবিড়তা 

খ) অন্ধকার 

গ) দুর্গমতা 

ঘ) রহস্যময়তা

উত্তর: ক) ছায়ানিবিড়তা


23. কালো ঘোমটার নীচে কী অপরিচিত ছিল

ক) আদিম রূপ 

খ) মানবরূপ 

গ) হিংস্ররূপ

ঘ) অমানবিক রূপ

উত্তর: খ) মানবরূপ


24. উপেক্ষার দৃষ্টি কেমন হয়েছিল?

ক) উৎসুক 

খ) আনমনা 

গ) আবিল 

ঘ) কৌতূহলী

উত্তর: গ) আবিল


25. "উপেক্ষার আবিল দৃষ্টিতে।"-কার প্রতি উপেক্ষা?  

ক) প্রকৃতির 

খ) সমুদ্রের 

গ) জলস্থলের 

ঘ) আফ্রিকার

উত্তর: ঘ) আফ্রিকার

 

Short Question Answer


1. পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণের প্রকাশকাল উল্লেখ করো

 উত্তর:  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণের প্রকাশকাল ১৩৪৩ বঙ্গাব্দের ২৫ বৈশাখ


2. পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে 'আফ্রিকা' কবিতাটি ছিল কি?

উত্তর: পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে (প্রকাশ ২৫ বৈশাখ, ১৩৪৩ বঙ্গাব্দ) 'আফ্রিকা' কবিতাটি ছিল না


3. পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণের প্রকাশকাল উল্লেখ করো

উত্তর: পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ ১৩৪৫ বঙ্গাব্দের ২৫ শ্রাবণ প্রকাশিত হয়

 

4. পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে ক-টি কবিতা সংযোজিত হয়?

উত্তর: পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে দুটি কবিতা সংযোজিত হয়, যার একটি হল 'আফ্রিকা'

 

5. পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে 'আফ্রিকা' কবিতাটি কত সংখ্যক কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়?

উত্তর: পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে 'আফ্রিকা' কবিতাটি ষোলো সংখ্যক কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়

 

6. 'আফ্রিকা' কবিতাটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, চৈত্র, ১৩৪৩ বঙ্গাব্দে

 

7. রবীন্দ্রনাথের জীবনকালে 'আফ্রিকা' কবিতাটির ভিন্নতর পাঠ কোথায় প্রকাশিত হয়েছিল?

উত্তর: রবীন্দ্রনাথের জীবনকালে 'আফ্রিকা' কবিতাটির ভিন্নতর একটি পাঠ প্রকাশিত হয়েছিল কবিতা পত্রিকায়, আশ্বিন, ১৩৪৪ বঙ্গাব্দে

 

8. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর 'আফ্রিকা' কবিতার আর-একটি পাঠ কোথায় প্রকাশিত হয়েছিল?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর 'আফ্রিকা' কবিতার আর-একটি পাঠ বিশ্বভারতী পত্রিকা-র শ্রাবণ-আশ্বিন ১৩৫১ সংখ্যায় প্রকাশিত হয়েছিল

 

9. রবীন্দ্রনাথ ঠাকুর কার অনুরোধে 'আফ্রিকা' কবিতাটি লেখেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে 'আফ্রিকা' কবিতাটি লেখেন

 

10. 'আফ্রিকা' কবিতাটি কোন্ সময়ের রচনা?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'আফ্রিকা' শীর্ষক কবিতাটি ২৮ মাঘ, ১৩৪৭ বঙ্গাব্দ (৮ ফেব্রুয়ারি, ১৯৩৭ খ্রিস্টাব্দ)-এর রচনা

 

11. উনিশ শতকের শেষভাগে কোন্ কোন্ সাম্রাজ্যবাদী রাষ্ট্র এশিয়া ও আফ্রিকার বুকে নিজেদের উপনিবেশ গড়ে তুলতে ও  সাম্রাজ্যবিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছিল

উত্তর: উনিশ শতকের শেষভাগে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া প্রভৃতি ইউরোপীয় রাষ্ট্রগুলি এশিয়া ও আফ্রিকার বুকে নিজেদের সাম্রাজ্যবিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছিল

 

12. সাম্রাজ্যবাদী শক্তিগুলি কোন্ অজুহাতে এশিয়া ও আফ্রিকায় তাদের অনুপ্রবেশ ঘটায়?

উত্তর: অসভ্য জাতিকে সভ্য করার অজুহাতে সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া ও আফ্রিকায় তাদের অনুপ্রবেশ ঘটায়। যার প্রকৃত উদ্দেশ্য ছিল লুণ্ঠন ও উপনিবেশ বিস্তার

 

13. "উদ্‌ভ্রান্ত সেই আদিম যুগে…"-'আদিম যুগ' বলতে কোন্ সময়পর্বের কথা বোঝানো হয়েছে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতায় 'আদিম যুগ' বলতে বিশ্বসৃষ্টির সূচনাপর্বের কথা বোঝানো হয়েছে

 

15. "ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা-"-কে আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল?

 উত্তর: আলোচ্য অংশে উত্তাল সমুদ্রের বাহু যেন 'প্রাচী ধরিত্রী' অর্থাৎ পৃথিবীর পূর্বদিকের দেশগুলির থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল

 

17. "কৃপণ আলোর অন্তঃপুরে।"-আলো 'কৃপণ' কেন?

উত্তর: আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে রয়েছে চিরহরিৎ বৃক্ষের ঘন অরণ্যভূমি। সূর্যের আলো এই অরণ্যভূমিতে প্রায় ঢুকতেই পারে না। তাই সেখানে আলোকে 'কৃপণ' বলা হয়েছে

 

18. “সেখানে নিভৃত অবকাশে তুমি/সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য”- 'সেখানে' বলতে কোন্ জায়গার কথা বোঝানো হয়েছে?

 উত্তর:  'আফ্রিকা' কবিতার আলোচ্য অংশে 'সেখানে' বলতে আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের ঘন অরণ্যভূমির কথা বোঝানো হয়েছে

 

19. “চিনছিলে জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত”-কে চিনছিল?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতা থেকে নেওয়া আলোচ্য অংশে জলস্থল-আকাশের দুর্বোধ্য সংকেতকে চিনে নিচ্ছিল আফ্রিকা


20. জলস্থল-আকাশের সংকেতকে 'দুর্বোধ' বলা হয়েছে কেন?

উত্তর: সৃষ্টির প্রথম থেকেই মানুষ প্রকৃতির কাছে নিতান্ত অসহায়। প্রকৃতির বিচিত্র খেয়াল বোঝার শক্তি তার নেই বলে তা মানুষের কাছে 'দুর্বোধ'

 

21. "প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু/মন্ত্র জাগাচ্ছিল…"-'প্রকৃতির দৃষ্টি- অতীত জাদু' বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: 'প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু' বলতে প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ নানা অচেনা দিকগুলির কথা বলা হয়েছে। যার রহস্য আদিম মানুষ তার বুদ্ধি ও জ্ঞান দিয়ে ভেদ করতে পারেনি

 

22. "শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে..."-কে, কীভাবে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল?

উত্তর: দুর্গম দুর্ভেদ্য আফ্রিকা নিজেকে উগ্র করে তুলে তার ভয়ংকর মহিমায়, বিধ্বংসী তান্ডবলীলার প্রচন্ড শব্দে ভয়কে হার মানাতে চেয়েছিল

  

Long Question Answer


1. "নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত..."-কে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন? তাঁর এমন আচরণের কারণ কী?

উত্তর: এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, অর্থাৎ ঈশ্বর নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন

স্রষ্টা মনের মতো না হলে নিজেই নিজের সৃষ্টিকে ধ্বংস করেন এবং আবার তা গড়ে তোলেন। ভাঙাগড়ার খেলার মধ্য দিয়ে তাঁর এই সৃষ্টিলীলা চলতে থাকে। 'উদ্ভ্রান্ত সেই আদিম যুগে' আফ্রিকা সৃষ্টির ক্ষেত্রেও স্রষ্টা যেন সেই খেলায় মেতে উঠেছিলেন। যদিও মহীসঞ্চরণ (continental drift) তত্ত্বের

ব্যাখ্যা অনুযায়ী ভূগাঠনিক প্লেটসমূহের কম্পনে মূল মহাদেশ থেকে আফ্রিকা-সহ বিভিন্ন মহাদেশের আলাদা হয়ে যাওয়ার ইঙ্গিত এখানে আছে


2. "ছিনিয়ে নিয়ে গেল তোমাকে,"-'তোমাকে' বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কে, কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতার উল্লিখিত অংশে 'তোমাকে' বলতে আফ্রিকা মহাদেশের কথা বোঝানো হয়েছে

সভ্যতা সৃষ্টির প্রথম পর্যায়ে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন, সেই সময়ে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক অর্থাৎ পৃথিবীর পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল

 

3. "বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়"-কার কথা বলা হয়েছে? 'বনস্পতির নিবিড় পাহারা' বলতে কী বোঝানো হয়েছে

উত্তর: প্রশ্নোদ্ভূত অংশে আফ্রিকার কথা বলা হয়েছে

আফ্রিকা মহাদেশের এক বিস্তীর্ণ অংশ নিরক্ষীয় অঞ্চল হওয়ার জন্য সেখানে ঘন অরণ্য রয়েছে। সেই ঘন অরণ্য ভেদ করে সূর্যের আলোও সেখানে ঢুকতে পারে না। প্রকৃতি যেন নিবিড়, নিশ্ছিদ্র পাহারায় সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে আফ্রিকাকে। এই ভৌগোলিক সত্যকেই রবীন্দ্রনাথ কাব্যিকভাবে তুলে ধরেছেন। 

 

4. "কৃপণ আলোর অন্তঃপুরে।"-'কৃপণ আলো' বলার তাৎপর্য বিশ্লেষণ করো

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। আফ্রিকা ভূখণ্ডের উৎপত্তির ইতিহাসটি বর্ণনা করা হয়েছে। ভয়ংকর সমুদ্রের বাহু প্রাচীন পৃথিবীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে

আলাদা মহাদেশ হিসেবে গড়ে তুলেছিল। এমন এক ভৌগোলিক অবস্থানে আফ্রিকার জন্ম, যেখানে বেশিরভাগ জায়গাই অরণ্যে ঘেরা। সূর্যের আলো সেই ঘন অরণ্য ভেদ করে সেখানে পৌঁছোতে পারে না। এই কারণেই আফ্রিকাকে কবি 'কৃপণ আলোর অন্তঃপুর' বলেছেন

 

5. 'প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু/মন্ত্র জাগাচ্ছিল, তোমার চেতনাতীত মনে।"-'তুমি' কে? মন্তব্যটি ব্যাখ্যা করো। 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতার অন্তর্গত আলোচ্য অংশটিতে 'তুমি' বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে

সৃষ্টির সূচনাপর্বে প্রকৃতির কোলে লালিত ছিল আফ্রিকা। বাইরের পৃথিবীর চোখের আড়ালে প্রকৃতি নিজের মতো করে গড়ে নিয়েছিল তাকে। একদিকে ঘন অরণ্য, অন্যদিকে সাহারা, কালাহারির মতো মরুভূমি যেন আফ্রিকাকে লালন করেছে। ভয়ংকর বন্যজন্তু আর দুর্গম প্রকৃতিই যেন প্রথমদিকে আফ্রিকাকে গড়ে তুলেছিল। নতুনভাবে গড়ে-ওঠা এই মহাদেশ কবির ভাষায়, তখনও ছিল 'চেতনাতীত', অর্থাৎ তার নিজস্ব সংস্কৃতি বা জীবনধারা তখনও গড়ে ওঠেনি

 

6. "বিদ্রূপ করছিলে ভীষণকে।”-এখানে কার কথা বলা হয়েছে? কেন সে ভীষণকে বিদ্রুপ করছিল?

উত্তর: আলোচ্য উদ্ধৃতাংশে আদিম আফ্রিকার কথা বলা হয়েছে

এক দুর্গম রহস্যময় স্থানে আফ্রিকার জন্ম হয়েছিল। অরণ্যে ঘেরা এই আফ্রিকার চারপাশের প্রকৃতি ছিল আরও দুর্বোধ্য এবং সংকেতপূর্ণ। প্রকৃতির এই দুর্বোধ্য মায়াবী রহস্য আফ্রিকার চেতনাতীত মনে তার জীবনধারা গড়ে তোলার মন্ত্র জুগিয়ে ছিল। আর আফ্রিকা প্রতিকূলতার ছদ্মবেশ ধারণ করে

প্রকৃতির সেই ভয়ংকর রূপকে বিদ্রুপ করছিল। নিজের শঙ্কাকে হার মানাতেই ভীষণের বিরুদ্ধে সেও ভয়ংকর হয়ে উঠেছিল

 

7. "আপনাকে উগ্র ক'রে বিভীষিকার প্রচণ্ড মহিমায়"-প্রসঙ্গটি ব্যাখ্যা করো

উত্তর: উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতা থেকে গৃহীত। সৃষ্টির প্রথমপর্বে আফ্রিকা বাইরের পৃথিবীর কাছে নিজেকে পরিচিত করেছিল তার ভয়ংকর রূপের মধ্য দিয়ে। আফ্রিকার প্রাকৃতিক প্রতিকূলতাই একসময় তাকে বহিঃশক্তির হাত থেকে রক্ষা করেছিল। তার ঘন অরণ্য ভেদ করে ভেতরে ঢোকার অধিকার সূর্যরশ্মিরও ছিল না। প্রতিকূলতার ছদ্মবেশে আফ্রিকা যেন প্রকৃতির ভয়ংকর রূপকেই বিদ্রুপ করেছিল। নিজের ভয়কে সে | জয় করেছিল বিভীষিকাকে আশ্রয় করে  


     Paid Answer Link (Membership User)


EDITING BY--Liza Mahanta