অধ্যায়

    

উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র

--------------------------------------

 

 

[MCQs]

1. ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দক্ষিণ এশিয়া সিরিজের স্কেল হল-


a) 1: 10,00,000

b) 1:2,00,000

c) 1:1,00,000

d) 1: 10,000

 

2. ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অব ইন্ডিয়া স্থাপিত হয়- 


a) 1867 সালে 

b) 1567 সালে 

c) 1767 সালে

d) 1667 সালে

 

3. ভারতে উপগ্রহ চিত্র তোলার কাজ শুরু হয়- 


a) 1970 সালে 

b) 1980 সালে 

c) 1985 সালে 

d) 1990 সালে

 

4. SPOT-1 উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়-


a) 1978 সালে 

b) 1986 সালে

c) 1990 সালে 

d) 1996 সালে

 

5. 'স্যাটেলাইট' শব্দের ফরাসি অর্থ  


a) উপগ্রহ

b)  প্রহরী

c) নজর

d) দ্বাররক্ষী

 

6. একটি প্রাকৃতিক উপগ্রহ হল- 


a) প্লুটো 

b) পৃথিবী 

c) বৃহস্পতি 

d) চাঁদ

 

7. ভারত এবং প্রতিবেশী দেশগুলির ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজের স্কেল হল- 


a) 1:10,00,000

b) 1:2,00,000

c) 1:1,00,000

d) 1: 50,000

 

8. টোপোমানচিত্রের মিলিয়ান শিটে স্কেল থাকে 


a) 1:10,00,000

b) 1:25,000 

c) 1:50,000 

d) 1:5,00,000

 

9. ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হল-


a) METEOSAT-1 

b) GOMS 

c) INSAT-1A

d) GMS

 

10. ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয়- 


a) উপগ্রহ চিত্র থেকে   

b) জরিপ থেকে

c) বিমান চিত্র থেকে 

d) এগুলির কোনোটিই নয়


12. মহাকাশে সূর্য সমলয় উপগ্রহগুলি- 


a) পূর্ব থেকে পশ্চিমে ঘোরে 

b) পশ্চিম থেকে পূর্বে ঘোরে 

c) উত্তর থেকে দক্ষিণে ঘোরে 

d) দক্ষিণ থেকে উত্তরে ঘোরে 

 

Very Short Answer Question

 

1. কোন্ মানচিত্রকে সিকি মানচিত্র বলে?

1°×1° বা 1:250000 বা 1 সেমিতে 2.5 কিমি স্কেলের মানচিত্রকে

 

2. বর্তমানে উপগ্রহ চিত্রের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো।

আবহাওয়া পর্যবেক্ষণ


3. ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অন্য নাম কী?

টোপো মানচিত্র

 

4. ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর প্রকৃত রঙের পরিবর্তে উপগ্রহ চিত্রে ব্যবহৃত রংকে কী বলে?

► False Colour Composite বা FCC


5. নিরক্ষীয় তল বরাবর যেসব উপগ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাদের কী বলে?

ভূসমলয় উপগ্রহ


6. ভূসমলয় উপগ্রহের অস্থায়ী কক্ষপথকে কী বলে?

পার্কিং অরবিট


7. ISRO-এর সম্পূর্ণ কথাটি কী?

► Indian Space Research Organisation


8. যেসব টোপোশিটে অক্ষাংশ এবং দ্রাঘিমার বিস্তার যথাক্রমে 1°×1°, সেই টোপোশিট কী নামে পরিচিত?

ডিগ্রি শিট

 

9. EMR-এর অর্থ কী?

প্রত্যেকটি বস্তু একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের শক্তি বিকিরণ করে। একে তড়িৎচুম্বকীয় বিকিরণ বা Electro Magnetic Radiation বা সংক্ষেপে EMR বলে।

 

10. ইংরেজিতে উপগ্রহ চিত্রকে কী বলে?

► Satellite Imagery (Satellite = উপগ্রহ এবং Imagery = চিত্র)

 

11. দূর সংবেদন ব্যবস্থার দুটি মৌলিক প্রক্রিয়া কী?

রাশিতথ্য আহরণ ও বিশ্লেষণ


12. দূর সংবেদন ব্যবস্থাকে কী কী ভাগে ভাগ করা যায়?

বিমান চিত্র ও উপগ্রহ চিত্র

 

13.আবহাওয়া সংক্রান্ত তথ্যের সচিত্র বিবরণ ভারতের কোন্ প্রকার উপগ্রহের মাধ্যমে পাওয়া যায়

ভূসমলয় উপগ্রহ, যেমন- INSAT সিরিজের উপগ্রহ


14. উপগ্রহ চিত্রের সংগৃহীত সংবেদন কোথায় সংরক্ষিত করা হয়?

ব্যান্ড টেপের মধ্যে

                                          

Short Answer Question

 

1. ভারতের কয়েকটি উৎক্ষিপ্ত উপগ্রহের নাম লেখো।

উত্তর: ভারতের উৎক্ষিপ্ত উপগ্রহ: ভারতের উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। 1975 সালে এটি মহাকাশে প্রেরণ করা হয়। এরপর ভাস্কর- 1 (1979), 2 (1981) এবং আরও কয়েকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করা হয়। 1982 সালে INSAT সিরিজের উপগ্রহগুলির উৎক্ষেপণ শুরু হয়। এর মধ্যে INSAT 1A, 1B, 2A, 2B, 2C ইত্যাদি উল্লেখযোগ্য। এরপর 1988 সাল থেকে IRS Series-এর উপগ্রহগুলি মহাকাশে পাঠানো হতে থাকে, যেমন IRS-1A, 1B ইত্যাদি।

 

2. FCC কী?

উত্তর: ধারণা: FCC-র পুরো কথাটি হল False Colour Composite বা ছদ্ম রং মিশ্রণ। ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু বা উপাদানের স্বাভাবিক রং যা হয়, উপগ্রহ চিত্রে সেই রঙের পরিবর্তে বিভিন্ন ব্যান্ড (band) বা রং ব্যবহার করা হয়। একেই FCC বা False Colour Composite অর্থাৎ ছদ্ম রং মিশ্রণ বলে। অবশ্য এক্ষেত্রে সারা বিশ্বে একই রকমের রং ব্যবহৃত হয়। যেমন- লাল ব্যান্ডে সবুজ, সবুজ ব্যান্ডে লাল উপগ্রহ চিত্র তৈরি করা হয়।

উদাহরণ: সবুজ অরণ্যকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয়।


3. আপেক্ষিক উচ্চতা কাকে বলে?

উত্তর: সংজ্ঞা: কোনো একটি স্থানের উচ্চতা এবং ওই অঞ্চলের সর্বোচ্চ উচ্চতার মধ্যে যে ব্যবধান বা পার্থক্য, তাকে আপেক্ষিক উচ্চতা বলে। উদাহরণ: '' স্থানের উচ্চতা 300 মিটার এবং সেই অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা 500 মিটার, সুতরাং সেখানকার আপেক্ষিক উচ্চতা (500 মিটার - 200 মিটার) = 200 মিটার।

 

4. তড়িৎচুম্বকীয় বর্ণালি (Electromagnetic Spectrum) কী?

উত্তর: ধারণা: সূর্যের আলো প্রিজমের মধ্য দিয়ে পাঠালে সাতটি রং (বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল সংক্ষেপে বেনীআসহকলা) যে চওড়া পটি সৃষ্টি করে, তাকে বলে বর্ণালি। আর যখন সৌরশক্তি বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট রশ্মিসমূহের আকারে চারিদিকে ছড়িয়ে যায়, তাকে বলে তড়িৎচুম্বকীয় বর্ণালি। বৈশিষ্ট্য: তড়িৎচুম্বকীয় বর্ণালিতে 37 আছে দৃশ্যমান তরঙ্গ, গামা রশ্মি, X-Ray, UV-Ray প্রভৃতি।

 

5. সান-সিনক্রোনাস উপগ্রহ কী?

উত্তর: ধারণা: যে উপগ্রহগুলি সূর্যরশ্মির পতনকোণের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর মেরু থেকে দক্ষিণে মেরু কক্ষপথে পরিক্রমণ করে তাদের সান সিনক্রোনাস বা সূর্যসমলয় উপগ্রহ বলে।

বৈশিষ্ট্য: উচ্চতা: এই উপগ্রহগুলি পৃথিবীপৃষ্ঠ থেকে 700-900 কিমি উচ্চতায় অবস্থান করে। তথ্যের ধরন: এই ধরনের উপগ্রহগুলির মাধ্যমে সাধারণত মৎস্যসম্পদ, জলসম্পদ-সহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদের সন্ধান করা হয়।

উদাহরণ: IRS, LANDSAT প্রভৃতি।

 

6. উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয় কেন? 

উত্তর: উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করার কারণ: রঙের ভিত্তিতে উপগ্রহ চিত্র দুই প্রকার প্রকৃত রঙে উপস্থাপিত উপগ্রহ চিত্র ও ছদ্ম রঙে উপস্থাপিত উপগ্রহ চিত্র। এর মধ্যে উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করার কারণ হল


7. নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে?

উত্তর: সংজ্ঞা: কৃত্রিম উপগ্রহে যেসব সেন্সর ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু বা উপাদান থেকে তথ্য সংগ্রহের জন্য প্রাকৃতিক উৎস অর্থাৎ সৌররশ্মির প্রতিফলনের মাধ্যমে সৃষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রতিকৃতি তৈরি করে, তাদের নিষ্ক্রিয় সেন্সর বলে।


8. বিভেদন (Resolution) কাকে বলে?

উত্তর: সংজ্ঞা: উপগ্রহ চিত্রে বিভিন্ন বস্তু বা উপাদান, ক্ষেত্রের পৃথকীকরণ ক্ষমতাই হল বিভেদন। আসলে বিভেদন হল-Power of discriminationসাধারণভাবে বলতে গেলে বিভেদন কৃত্রিম উপগ্রহে লাগানো সেন্সরের ক্ষমতাকে প্রকাশ করে। বিভেদন যত বেশি হবে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সরবরাহ করা ততই সুবিধাজনক হবে।

 

9. GIS বা ভৌগোলিক অনুসন্ধান পন্থা কী?

উত্তর: ধারণা: ভৌগোলিক অনুসন্ধান পন্থা (Geographic Information System সংক্ষেপে GIS) হল একটি সর্বাধুনিক ব্যবস্থা। ভূ- পৃষ্ঠের এলাকাসমূহের বৈচিত্র্যময় তথ্যের সংগ্রহ, মজুতকরণ, বিশ্লেষণ ও সরবরাহের জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ একটি সিস্টেম হল ভৌগোলিক অনুসন্ধান পন্থা। এর দ্বারা পৃথিবীর যে-কোনো প্রান্ত থেকে যে- কোনো ভৌগোলিক তথ্য নিমেষে পাওয়া যায়। কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থার দ্বারা এটি সম্ভবপর হয়েছে।

 

10. ব্যান্ড (Band) বা কালার ব্যান্ড কাকে বলে?

উত্তর:

 

12. IRS উপগ্রহ সিরিজ কী?

উত্তর:

 

13. উপগ্রহ চিত্র কাকে বলে?

উত্তর: সংজ্ঞা: কৃত্রিম উপগ্রহে বা রাখা সেন্সরের সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু উপাদান থেকে প্রতিফলিত আলোকরশ্মি সংগ্রহ করে যে প্রতিচ্ছবি (image) তৈরি করা হয়, তাকে উপগ্রহ চিত্র বা Satellite Imagery বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়। সুনির্দিষ্ট স্কেল এবং অক্ষাংশ-দ্রাঘিমা সহযোগে উপগ্রহ চিত্র গ্রহণ করা হয়।

 

14. দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।

উত্তর: দূর সংবেদন ব্যবস্থার সুবিধাসমূহ: দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি হল-

দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ: দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে যে-কোনো দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ করা যায়।

বিস্তৃত অঞ্চলের নিখুত তথ্য সংগ্রহ: দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে খুব অল্প সময়ে বিস্তীর্ণ এলাকার নিখুঁত তথ্য সংগ্রহ করা যায়।

আবহাওয়ার সঠিক পূর্বাভাস প্রদান: দূর সংবেদনের মাধ্যমে আবহাওয়ার তাৎক্ষণিক পরিবর্তন সহজেই ধরা পড়ে বলে আবহাওয়ার সঠিক পূর্বাভাস দেওয়া যায়।

এ ছাড়াও দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে জলসম্পদ, অরণ্যসম্পদ, ভূমি ব্যবহারের ধরন, ভূগর্ভস্থ সম্পদ, আন্তর্জাতিক সীমান্তে বিদেশি সেনার গতিবিধি ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা যায়।

দূরসংবেদন ব্যবস্থার অসুবিধাসমূহ: দূর সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলি

ব্যয়বহুল: দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ ও তা প্রকাশ করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এজন্য সব দেশ এটি ব্যবহার করতে পারে না।

দূর সংবেদন ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তি ও দক্ষ কর্মীর প্রয়োজন হয় বলে এ

উন্নত প্রযুক্তি ও সুদক্ষ কর্মীর অভাব:র ব্যবহার খুবই সীমিত।

মেঘাচ্ছন্ন আকাশ: আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তথ্য সংগ্রহ করা অসুবিধাজনক।

এ ছাড়াও দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে বস্তুর উচ্চতা নির্ণয়েও অসুবিধা হয়।


👉Paid Answer (For Membership User)


Editing By- Lipi Medhi