অধ্যায়

ভারতের অর্থনৈতিক পরিবেশ

-------------------------------

 

[MCQs]

1. ভারতের প্রথম পাতালরেল চালু হয়- 


a) দিল্লিতে 

b) মুম্বাইয়ে 

c) চেন্নাইয়ে 

d) কলকাতায়


2. ভারতের প্রথম পাইপলাইন সংযোগ চালু হয়- 


a) 1900 সালে 

b) 1906 সালে 

c) 1947 সালে 

d) 1956 সালে

 

3. উত্তর-মধ্য রেলপথের সদর দপ্তর 


a) গোরক্ষপুর 

b) হাজিপুর 

c) এলাহাবাদ

d) কলকাতা


3. SMS -এর পুরোকথা হল- 


a) Social Message Service 

b) Short Message Service

c) Shortly Money Savings 

d) Simple message Supply

 

4. কলকাতা মেট্রো রেলপথের সদর দফতর যেখানে অবস্থিত- 


a) মুম্বাই 

b) দিল্লি 

c) বেঙ্গালুরু 

d) কলকাতা

 

5. পৃথিবীর দীর্ঘতম রেলপথ হল- 


a) কলকাতা-দিল্লি রেলপথ 

b) ট্রান্স-সাইবেরীয় রেলপথ

c) ট্রান্স-ককেশীয় রেলপথ

d) ট্রান্স-সাইবেরীয় রেলপথ

 

6. গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি কলকাতা থেকে বিস্তৃত- 

 

a) বারাণসী পর্যন্ত 

b) দিল্লি পর্যন্ত

c) চেন্নাই পর্যন্ত 

d) মুম্বাই পর্যন্ত

 

7. কত সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়?- 

 

a) 1853 সালে

b) 1850 সালে 

c) 1901 সালে 

d) 1910 সালে

 

8. পূর্ব-পশ্চিম করিডরের মোট দৈর্ঘ্য 

 

a) 4000 কিমি 

b) 3600 কিমি 

c) 3300 কিমি

d) 3000 কিমি

 

9. টেলি পরিসেবা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করে- 

 

a) BSNL 

b) VSNL 

c) TRAI

d) WBTA


10. ভারতীয় কৃষিতে প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি দেখা যায়?- 

 

a) খাদ্যশস্যের প্রাধান্য

b) বৃহৎ কৃষিজোত 

c) ব্যাপক কৃষিপদ্ধতি 

d) আধুনিক কৃষি যন্ত্রপাতি

                                   

Very Short Answer Question

 

1. ভারতের উচ্চতম সীমান্ত সড়ক কোন্টি? এর উচ্চতা কত?

লাডাকের ডেমচক থেকে উমলিংলা গিরিপথ পর্যন্ত বিস্তৃত সীমান্ত সড়ক। এর উচ্চতা 5884 মি।


2. ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো।

গুজরাতের কান্ডালা

 

3. ভারতের বৃহত্তম বিমান নির্মাণ সংস্থার নাম কী?

হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড

 

4. ভারতে প্রথম কম্পিউটার কোথায় ব্যবহার শুরু হয়?

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটে

 

4. কলকাতা মেট্রোরেলের সদর দফতর কোথায় অবস্থিত?

কলকাতায়

 

5. ভারতের পূর্ব উপকূলের একটি বন্দরের নাম লেখো।

বিশাখাপত্তনম

 

6. পশ্চিমবঙ্গের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম করো।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর


7. এশিয়ার মধ্যে কোন্ শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে?

কলকাতা (1955 সালে)


8. ভারতের শুল্কমুক্ত বন্দরটি নাম কী এবং এটি কী প্রকার প্রোতাশ্রয় লেখো।

কান্ডালা এবং এর পোতাশ্রয় স্বাভাবিক


9. ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থার নাম কী?

এয়ার ইন্ডিয়া [বর্তমানে টাটা গ্রুপের মালিকানাধীন]


10. ভারতের 1 নং জাতীয় জলপথ কোন্টি?

হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত প্রসারিত ভাগীরথী-হুগলি-গঙ্গা নদীপথ

 

 

Short Answer Question

 

1. পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখো।

উত্তর: পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির সুফল: পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলের কৃষিউন্নতির দুটি সুফল হল- খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা: পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির ফলে খাদ্যফসলের উৎপাদনে বৃদ্ধি ঘটেছিল। ফলে ভারতের বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির প্রয়োজনীয়তা কমে অর্থাৎ ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা পায়। আর্থিক সমৃদ্ধি: পাঞ্জাব-হরিয়ানার কৃষকদের এর ফলে আর্থিক সমৃদ্ধি

 

2. রবি শস্য বলতে কী বোঝ?

উত্তর: ধারণা: শীতকালে বা উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর আগমনকালে ভারতে যেসব শস্য চাষ করা হয়, সেইসব শস্য রবি শস্য নামে পরিচিত। 

সময়কাল: এইসব শস্য শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে রোপণ বা বপন করা হয় এবং শীতের শেষে বসন্তকালে বা গ্রীষ্মের প্রারম্ভে (মার্চ-এপ্রিলে) কাটা বা তোলা হয়।

 উদাহরণ: গম, যব, সরষে প্রভৃতি রবি শস্যের উদাহরণ।

 

3. জায়িদ শস্য কী?

উত্তর: ধারণা: ভারতে রবি ও খরিফ শস্য-ঋতুর মধ্যবর্তী সময়ে যেসব শস্যের চাষ হয়, সেইসব শস্য জায়িদ শস্য নামে পরিচিত। 

সময়কাল: এইসব শস্য বসন্তকালে অর্থাৎ ফাল্গুন (মার্চ) মাসে বোনা হয় এবং বর্ষার শুরুতে অর্থাৎ আষাঢ় (জুন) মাসে কাটা বা তোলা হয়। 

উদাহরণ: কুমড়ো, তরমুজ, আউস ধান, বাদাম, শশা, পটল প্রভৃতি এই জাতীয় শস্য।

 

 4. বাণিজ্যিক ফসল কী?

উত্তর: বাণিজ্যিক ফসল: 1960-এর দশকে কৃষিফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উত্তর-পশ্চিম ভারতে উচ্চফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, জলসেচ ও উন্নত কৃষিযন্ত্রপাতির ব্যবহার করার ফলে - কৃষিফসলের উৎপাদনের যে ব্যাপক বৃদ্ধি ঘটে, তাকেই সবুজ বিপ্লব (Green revolution) বলা হয়। সবুজ বিপ্লবে সবথেকে বেশি গমের উৎপাদন বেড়েছিল। এরফলে ভারত খাদ্যফসল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা লাভ করে।


5. শীতকালীন ও বসন্তকালীন গম কী?

উত্তর: শীতকালীন গম: ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে শীতকালে মৃদু শীতল আবহাওয়ায় যে ধরনের গম চাষ করা হয়, সেইসব গমকে শীতকালীন গম বলে।

বসন্তকালীন গম: শীতকালে যেসব অঞ্চলের ভূমি বরফাবৃত থাকে, সেখানে শীতের শেষে বসন্তকালে বরফগলা জলে ভেজা ভূমিতে যে গম চাষ করা হয়, সেই গমকে বসন্তকালীন গম বলে। ভারতে বেশিরভাগ শীতকালীন গম উৎপন্ন হয়। কেবল হিমালয়ের কিছু শীতপ্রধান প্রত্যন্ত উপত্যকায় অল্প পরিমাণে বসন্তকালীন গমের চাষ হয়।

 

6. চায়ের ব্যবহার লেখো।

উত্তর: চায়ের ব্যবহার: চায়ের প্রধান ব্যবহারগুলি হল- মৃদু উত্তেজক পানীয় হিসেবে; কাঠের ফার্নিচার ও মেঝে পরিষ্কার করার কাজে; 3) চা পাতা থেকে প্রাপ্ত ট্যানিন বয়নশিল্পে ডাই করার কাজে ও কাঁচা চামড়া ট্যান করার কাজে; চা বীজ থেকে প্রাপ্ত তেল ভোজ্য তেল হিসেবে এবং নানা ধরনের প্রসাধনী সামগ্রী উৎপাদনে কাজে লাগে। 

 

7. বাগিচা কৃষি ও বাগিচা ফসল কাকে বলে?

উত্তর: বাগিচা কৃষি ও বাগিচা ফসল: প্রধানত রপ্তানির উদ্দেশ্যে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের দেশগুলিতে যখন বৃহদায়তন বাগান বা খামারের মধ্যে প্রচুর মূলধন বিনিয়োগ করে বাণিজ্যিকভাবে একটি নির্দিষ্ট ফসল লাগিয়ে তা থেকে বহুবছর ফসল সংগ্রহ করা হয়, ফসল উৎপাদনের সেই পদ্ধতিকে বাগিচা কৃষি এবং উৎপাদিত ফসলটিকে বাগিচা ফসল বলে। বাগিচা কৃষিতে উৎপাদিত ফসল সাধারণত বাগিচার মধ্যে বা কাছাকাছি প্রক্রিয়াজাত করার ব্যবস্থা থাকে।

উদাহরণ: ভারতে চা, কফি, রবার প্রভৃতি চাষ বাগিচা কৃষির অন্তর্ভুক্ত।

 

8. কৃষিকাজ বলতে কী বোঝ?

উত্তর:

 

9. ধানের কয়েকটি উচ্চফলনশীল বীজের নাম লেখো। ধানের উচ্চফলনশীল বীজের বিশেষত্ব কী?  

উত্তর: ধানের উচ্চফলনশীল বীজ: উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমানে ভারতে কতকগুলি উচ্চফলনশীল ধানের বীজের চাষ করা হচ্ছে। যেমন- আইআর-৪ (IR-8), আইআর-20 (IR-20), টিএন-1 (TN-1), তাইচুং- 65, জয়া, রত্না, বিজয়া, পঙ্কজ, বাহাদুর, রণজিৎ, বিপ্লব প্রভৃতি উল্লেখযোগ্য উচ্চফলনশীল ধানের বীজ।

ধানের উচ্চফলনশীল বীজের বিশেষত্ব: উচ্চফলনশীল বীজ থেকে কম সময়ে বেশি পরিমাণে ফসল উৎপাদিত হয় এবং এগুলি চাষের জন্য সাধারণত অধিক পরিমাণে জল, বিভিন্ন ধরনের সার ও কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয়।

 

10. ধাপচাষের গুরুত্ব কী?

    অথবা, ধাপচাষ কী?

উত্তর:


    👉Paid Answer (For Membership User)

Editing By- Lipi Medhi