1. ইতিহাস কোন্ শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে?
(a) সপ্তদশ শতকে
(b) অষ্টাদশ শতকে
(c ) ঊনবিংশ শতকে ✔
(d) বিংশ শতকে
2. ইতিহাস হল অতীতের-
(a) কর্তব্যনিষ্ঠ বিবরণ
(b) বস্তুনিষ্ঠ বিবরণ ✔
(c )কর্মনিষ্ঠ বিবরণ
(d) অর্থনিষ্ঠ বিবরণ
3. 'History from below'-প্রবন্ধটির রচয়িতা-
(a) লয়েড জর্জ
(b) মার্ক ফেরো
(c ) ই পি থমসন ✔
(d) মার্শাল ফচ
4. অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হয়-
(a) ১৯২৯ খ্রিস্টাব্দে ✔
(b) ১৯৩৩ খ্রিস্টাব্দে
(c ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
(d) ১৯৩৯ খ্রিস্টাব্দে
5. 'অ্যানাল স্কুল' কর্তৃক যে ধরনের ইতিহাসচর্চা করা হয় তা হল-
(a) সাবলটার্ন
(b) টোটাল হিস্ট্রি ✔
(c ) হিস্ট্রি ফ্রম বিলো
(d ) নারী ইতিহাস
6. অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাসচর্চার মূল বিষয় ছিল-
(a) আঞ্চলিক ইতিহাস
(b) সামাজিক ইতিহাস ✔
(c ) সামরিক ইতিহাস
(d) লোকসংস্কৃতি
7. নতুন সামাজিক ইতিহাসচর্চার শুরু হয়-
(a) ১৮৬০-এর দশকে
(b) ১৮৮০-এর দশকে
(c ) ১৯৩০-এর দশকে
(d) ১৯৬০-এর দশকে ✔
৪. নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে?
(a) রাজা-মহারাজা
(b)সাধারণ মানুষ ✔
(c ) রাজনৈতিক নেতা
(d) সামন্তপ্রভু
9. সাবলটার্ন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন-
(a) মার্ক ব্লখ
(b) ফার্নান্দ ব্রদেল
(c ) রণজিৎ গুহ ✔
(d) রমেশচন্দ্র মজুমদার
10. সাবলটার্ন স্টাডিজের প্রকাশক কে?
(a) পার্থ চট্টোপাধ্যায়
(b) রণজিৎ গুহ ✔
(c )জ্ঞানেন্দ্র পাণ্ডে
(d) তপন রায়চৌধুরি
11. 'এলিমেন্টারি অ্যাসপেক্ট অব পিজেন্ট ইনসারজেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন-
(a) গৌতম ভদ্র
(b) রণজিৎ গুহ ✔
(c ) সুমিত সরকার
(d)পার্থ চট্টোপাধ্যায়
12. দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে-
(a) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(b) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(c ) ১৯৭৬ খ্রিস্টাব্দে ✔
(d ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
13. 'খেলা যখন ইতিহাস' গ্রন্থটি রচনা করেন-
(a) কৌশিক বন্দ্যোপাধ্যায় ✔
(b) বোরিয়া মজুমদার
(c ) রূপক সাহা
(d) গৌতম ভট্টাচার্য
14. ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়-
(a) ১৭৯১ খ্রিস্টাব্দে
(b) ১৭৯২ খ্রিস্টাব্দে ✔
(c ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
(d) ১৭৯৮ খ্রিস্টাব্দে
15. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন-
(a) ইংরেজরা ✔
(b) ওলন্দাজরা
(c ) ফরাসিরা
(d) পোর্তুগিজরা
16. 'ভারতীয় ফুটবলের জনক' বলে যাকে অভিহিত করা হয়, তি হলেন-
(a) গোষ্ঠ পাল
(b) চুনী গোস্বামী
(c ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ✔
(d) পি কে ব্যানার্জি
17. মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিলেন-
(a) ১৮৯০ খ্রিস্টাব্দে
(b) ১৯০৫ খ্রিস্টাব্দে
(c ) ১৯১১ খ্রিস্টাব্দে ✔
(d) ১৯১৭ খ্রিস্টাব্দে
18. 'নিষিদ্ধ শহর' বলা হয়-
(a) লাসাকে ✔
(b) বেইজিংকে
(c ) রোমকে
(d) কনস্ট্যানটিনোপলকে
19. ভারতের কোন্ অঞ্চলে দেবদেবীর পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহাও করা হয়?
(a) উত্তরপ্রদেশের
(b) গুজরাটের
(c ) বাংলার ✔
(d) কেরালার
20. 'আ হিস্টোরিক্যাল ডিকশনারি অব ইন্ডিয়ান ফুড' গ্রন্থটি রচনা করেন-ও
(a) প্যাট চ্যাপম্যান
(b) কে টি আচয়
(c ) হরিপদ ভৌমিক ✔
(d) বেলা দে
21. 'ফুড ইন হিস্ট্রি' গ্রন্থটি রচনা করেন-
(a) হরিপদ ভৌমিক
(b) বিজয় চৌধুরী
(c ) বরুণ চক্রবর্তী ✔
(d) রিয়াই টান্নাহিল
22. ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে-
(a) পোর্তুগিজ ✔
(b) ইংরেজ
(c ) মুঘল
(d) ওলন্দাজ
23. রবীন্দ্রনাথ মণিপুরি নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন?
(a) জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে
(b) রবীন্দ্রভারতীতে
(c )শান্তিনিকেতনে ✔
(d)শিলাইদহে
24. পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হয়-
(a) টপ্পা
(b) গজল
(c ) ঠুংরি
(d) বন্দিয়াল
25. 'ভারতীয় সংগীত কা ইতিহাস' গ্রন্থটি রচনা করেন-
(a) রাজেশ্বর মিত্র
(b) উমেশ জোশী ✔
(c ) প্যাট্রিক মৌতাল
(d) চার্লস রাসেল ডে
26. 'ডান্স ডায়ালেক্ট অব ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন-
(a) আকৃতি সিনহা
(b) ওয়াং কেফেন
(c ) ল্যান্সডেল
(d) রাগিনী দেবী ✔
27. 'কনটেমপোরারি ইন্ডিয়ান আর্টিস্টস' গ্রন্থটি কে রচনা করেন?
(a) গীতা কাপুর ✔
(b) কবিতা সিং
(c )জন ওয়েড
(d) অশোক মিত্র
28. 'ব্রিক টেম্পল অব বেঙ্গল' গ্রন্থটি রচনা করেন-
(a) প্যাট্রিক নাটগেন্স
(b) পার্সি ব্রাউন
(c ) জে ফার্গুসন
(d) জর্জ মিশেল ✔
29. 'মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস' গ্রন্থটি রচনা করেন-
(a) কুমুদনাথ মল্লিক
(b) সুধীরকুমার মিত্র
(c ) কেদারনাথ মজুমদার
(d) মনোরঞ্জন চন্দ্র ✔
30. 'বাগেশ্বরী শিল্পপ্রবন্ধাবলী' লেখেন-
(a) অশোক মিত্র
(b) গীতা কাপুর
(c ) অবনীন্দ্রনাথ ঠাকুর ✔
(d) জাহিদ চৌধুরী
31. রেশম আবিষ্কৃত হয় প্রাচীন-
(a) ভারতে
(b) রোমে
(c ) পারস্যে
(d) চিন দেশে ✔
32. 'দৃশ্যকাব্য পরিচয়' গ্রন্থটি রচনা করেন-
(a) সত্যজীবন মুখোপাধ্যায় ✔
(b) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(c ) বালদুন ধিংড়া
33. ভারতের প্রথম চলচ্চিত্র হল-
(a) জামাই ষষ্ঠী
(b) বিল্বমঙ্গল
(c ) রাজা হরিশ্চন্দ্র ✔
(d) বালিকা বধূ
34. 'একেই বলে শুটিং' গ্রন্থটি লিখেছিলেন-
(a) ঋত্বিক কুমার ঘটক
(b) তপন সিংহ
(c ) সত্যজিৎ রায় ✔
(d) মৃণাল সেন
35. সত্যজিৎ রায় যুক্ত ছিলেন-
(a) খেলার ইতিহাসে
(b) শহরের ইতিহাসে
(c ) নারীর ইতিহাসে
(d) শিল্পচর্চার ইতিহাসে ✔
36. 'অরণ্যের দিনরাত্রি' চলচ্চিত্রের পরিচালক হলেন-
(a) মৃণাল সেন
(b) বিজন ভট্টাচার্য
(c ) সত্যজিৎ রায় ✔
(d) ঋত্বিক ঘটক
37. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন-
(a) চলচ্চিত্রের সঙ্গে ✔
(b) ক্রীড়া জগতের সঙ্গে
(c ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
(d) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে
38. ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় বম্বে থেকে-
(a) কলকাতা
(b) দিল্লি
(c )থানে ✔
(d) গোয়া
39. 'দেখার রকমফের ঋত্বিক ও সত্যজিৎ' গ্রন্থটি রচনা করেন-
(b) সঞ্জয় মুখোপাধ্যায় ✔
(c ) অপূর্ব কুণ্ডু
(d) মৃণাল সেন
40. 'বাঙালির ইতিহাস' গ্রন্থটির লেখক হলেন-
(a) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(b) দীনেশচন্দ্র সরকার
(c ) দীনেশচন্দ্র সেন
(d) নীহাররঞ্জন রায় ✔
41. ভারতীয় যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থায় আধুনিকীকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন-
(a) বেন্টিঙ্ক
(b) রিপন
(c ) ডালহৌসি
(d) কার্জন
42. ভারতের কোন্ শহরকে 'সংস্কৃতির শহর' বলা হয়?
(a) মুম্বাই
(b) চেন্নাই
(c ) কলকাতা ✔
(d) ভুবনেশ্বর
43. 'কমিউনিকেশন অ্যান্ড কলোনিয়ালিজম ইন ইস্টার্ন ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন-
(a) আর আর ভাণ্ডারী
(b) নীতিন সিন্হা ✔
(c ) গৌতম চট্টোপাধ্যায়
(d) সুনীল কুমার মুন্সি
44. সামরিক ইতিহাসচর্চা শুরু হয়-
(a) ফ্রান্সে
(b) জার্মানিতে
(c ) ইংল্যান্ডে ✔
(d) হল্যান্ডে
45. 'দ্য দিল্লি অমনিবাস' গ্রন্থটি কার লেখা?
(a) রাধাপ্রসাদ গুপ্ত
(b) নারায়ণী গুপ্ত ✔
(c ) নিখিল সরকার
(d) রাধারমণ মিত্র
46. 'মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস' গ্রন্থটি রচনা করেন-
(a) যদুনাথ সরকার
(b) কৌশিক রায়
(c ) সুরেন্দ্রনাথ সেন ✔
(d) সুবোধ ঘোষ
47. 'Silent Spring' গ্রন্থটির রচয়িতা হলেন-
(a) চার্লস টিলি
(b) রিচার্ড গ্রোভ
(c ) ক্ল্যারেন্স গ্ল্যাকেন
(d) র্যাচেল কারসন ✔
(a) আঞ্চলিক ইতিহাসে
(b) নারীর ইতিহাসে
(c ) পরিবেশের ইতিহাসে ✔
(d) শহরের ইতিহাসে
49. 'ভারতীয় ফৌজের ইতিহাস' গ্রন্থটি রচনা করেন-
(a) সুরেন্দ্রনাথ সেন
(b) যদুনাথ সরকার
(c ) কৌশিক রায়
(d) সুবোধ ঘোষ ✔
50. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন-
(a) অরুন্ধতী রায়
(b) মেধা পাটেকর ✔
(c ) মহাশ্বেতা দেবী
(d) আশাপূর্ণা দেবী
51. 'Green Imperialism' লিখেছিলেন-
(b) মাধব গ্যাডগিল
(c ) রিচার্ড গ্রোভ ✔
(d) র্যাচেল কারসন
52. 'মানুষ ও পরিবেশ' বইটির লেখক হলেন-
(a) ইরফান হাবিব ✔
(b) র্যাচেল কারসন
(c ) রামচন্দ্র গুহ
(d) মহেশ রঙ্গরাজন
53. 'বিশ্বপরিবেশ দিবস' পালিত হয়-
(a) ৮ জানুয়ারি
(b) ২৪ ফেব্রুয়ারি
(c ) ৮ মার্চ
(d) ৫ জুন ✔
54. 'সায়েন্স অ্যান্ড দ্য রাজ' গ্রন্থটি রচনা করেন-
(a) প্রফুল্লচন্দ্র রায়
(b) দীপক কুমার ✔
(c ) জে ডি বার্নাল
(d) টমাস কুহন
55. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে-
(a) ফোটোগ্রাফির ইতিহাসের
(b) খেলাধুলার ইতিহাসের
(c ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের ✔
(d) পরিবেশের ইতিহাসের
56. 'চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস' গ্রন্থটি রচনা করেন-
(a) পার্থসারথি চক্রবর্তী
(b) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
(c )তপন চক্রবর্তী ✔
(d)ডেভিড আরনল্ড
উত্তরঃ(c )তপন চক্রবর্তী
57. 'Woman in English Social History' গ্রন্থের রচয়িতা হলেন-
(a) বারবারা কানের ✔
(b) স্টিভেন মিনজ
(c )সুসান কেলগ
(d) রাকেল কারসন
>> নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হল সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস।
2. ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন?
>> ভারতে ১৯৮২ খ্রিস্টাব্দে রণজিৎ গুহ প্রথম নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন এবং পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পান্ডে, গৌতম ভদ্র প্রমুখ এই চর্চাকে আরও প্রসারিত করেন।
3. নিম্নবর্গীয় ইতিহাসচর্চার জনক কে?
>> নিম্নবর্গীয় ইতিহাসচর্চার জনক হলেন রণজিৎ গুহ।
4. প্রথম কোন্ ইতিহাসবিদ সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস রচনার কথা বলেন?
>> ইতিহাসবিদ নীহাররঞ্জন রায় প্রথম সমাজের সকলশ্রেণির মানুষের ইতিহাস রচনার কথা বলেন।
5. কোন্ ইতিহাসে নীচে থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত?
>> নতুন সামাজিক ইতিহাসে নীচ থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত।
6. অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
>> অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিক ছিলেন মার্ক ব্লখ, লুসিয়েন ফেবর, ফার্নান্দ ব্রদেল, লাদুরি প্রমুখ।
7. নতুন সামাজিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত দুজন মার্কিন ঐতিহাসিকের নাম লেখো।
>> নতুন সামাজিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত দুজন মার্কিন ঐতিহাসিক হলেন ইউজিন জেনোভিস ও হারবার্ট গুটম্যান।
৪. 'সাবলটার্ন স্টাডিজ রিডার: ১৯৮৬-১৯৯৫' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'সাবলটার্ন স্টাডিজ রিডার: ১৯৮৬-১৯৯৫' গ্রন্থটি রচনা করেন রণজিৎ গুহ।
9. ভারতীয় খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা কী?
> ভারতীয় খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা হল-এই বছর ব্রিটিশ দলকে হারিয়ে ভারতের মোহনবাগান দল আই এফ এ শিল্ড জয়লাভ করে।
10. গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।
>> গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থ হল-'বাপি বাড়ি যা', 'পঙ্কজ', 'কাপমহলা' ও 'সচ্'।
11 . ফ্রাঙ্ক ওরেল কে ছিলেন?
>> ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক ছিলেন ফ্রাঙ্ক ওরেল।
উত্তর দাও
12. 'এ সোশ্যাল হিস্ট্রি অব বা কারা রচনা করেন? ইন্ডিয়ান ফুটবল: স্ট্রাইভিং টু স্কোর' গ্রন্থটি
> 'এ সোশ্যাল হিস্ট্রি অব ইন্ডিয়ান ফুটবল: স্ট্রাইভিং টু স্কোর' গ্রন্থ রচনা করেন বোরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায়।
13. সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী?
>> সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম 'প্লেয়িং ইট মাই ওয়ে'।
14. 'দ্য তাও অব ক্রিকেট: অন গেম্স অফ ডেসটিনি অ্যান্ড দ্য ডেসটিনিও গেম্স' গ্রন্থটি কে লেখেন?
>> 'দ্য তাও অব ক্রিকেট: অন গেম্স অফ ডেসটিনি অ্যান্ড দ্য ডেসটি অব গেম্স' গ্রন্থটি লিখেছেন আশিষ নন্দী।
15. 'ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং' গ্রন্থটি রচনা করেন প্যাট চ্যাপম্যান।
16. 'টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম' গ্রন্থটির লেখক কে?
>> 'টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম' গ্রন্থটির লেখক হলেন ক্রী ইতিহাসবিদ বোরিয়া মজুমদার।
17. পাল ও সেনযুগে বাংলায় কী ধরনের খাদ্যাভ্যাস চালু ছিল?
>> পাল ও সেনযুগে বাংলায় ভাত ও নিরামিষ ভোজনের খাদ্যাভ্যা চালু ছিল।
18. প্রথম কে, কবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন?
>> কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস ১৮৬৮ খ্রিস্টাব্দে প্রথ স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন।
19. 'এ সোশ্যাল হিস্ট্রি অব ইটিং ইন মডার্ন আমেরিকা' বইটি কে রচ করেন?
> 'এ সোশ্যাল হিস্ট্রি অব ইটিং ইন মডার্ন আমেরিকা' বইটি রচ করেন হারভে লেভেনস্টেইন।
20. 'বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা' গ্রন্থটি রচনা করেন মন রায়।
21. 'ক্লোদিং ম্যাটারস: ড্রেস অ্যান্ড আইডেনটিটি ইন ইন্ডিয়া' বইটি। রচনা করেন?
>> 'ক্লোদিং ম্যাটারস: ড্রেস অ্যান্ড আইডেনটিটি ইন ইন্ডিয়া' বইটি রচ করেন এম্মা টারলো।
22. মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী ?
> মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম 'জীবনে জলসাঘরে'।
23. 'দ্য একজোটিক ইন ওয়েস্টার্ন মিউজিক' গ্রন্থটি কে রচনা করেন।
> 'দ্য একজোটিক ইন ওয়েস্টার্ন মিউজিক' গ্রন্থটি রচনা কর জোনাথান বেলম্যান।
24. 'দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট' গ্রন্থটি রচনা করেন পিটার লাভেজোলি।
25. 'ডান্স অব ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'ডান্স অব ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন শোভনা গুপ্ত।
26. ভারতের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্য কারা উপভোগ করত?
>> ভারতের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্য ব্রাহ্মণ ও সমাজের উচ্চবর্গের মানুষ উপভোগ করত।
27. উদয়শঙ্কর কী ধরনের নৃত্য পরিবেশন করতেন?
>> উদয়শঙ্কর প্রাচ্যের বিষয়কে কেন্দ্র করে পাশ্চাত্য রীতিতে নৃত্য পরিবেশন করতেন।
28. 'বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস' গ্রন্থটি কার লেখা?
>> 'বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস' গ্রন্থটি আশুতোষ ভট্টাচার্যের লেখা।
29. 'শিল্প-ইতিহাসবিদ' বা 'Art-Historian' কাদের বলা হয়?
> যেসব ইতিহাসবিদ শিল্পচর্চা করেন, তাঁদের বলা হয় 'শিল্প ইতিহাসবিদ' বা 'Art-Historian'
30. 'ভারতের নৃত্যকলা' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'ভারতের নৃত্যকলা' গ্রন্থটি রচনা করেন গায়ত্রী চট্টোপাধ্যায়।
31 . 'বাংলার মন্দির' গ্রন্থটি কার লেখা?
>> 'বাংলার মন্দির' গ্রন্থটি হিতেশরঞ্জন সান্যালের লেখা।
32. 'একেই বলে শুটিং' ও 'বিষয় চলচ্চিত্র' গ্রন্থ দুটি কার লেখা?
>> 'একেই বলে শুটিং' ও 'বিষয় চলচ্চিত্র' গ্রন্থ দুটি সত্যজিৎ রায়ের লেখা।
33. প্রথম সবাক বাংলা চলচিত্রের নাম কী?
>> প্রথম সবাক বাংলা চলচিত্রের নাম 'দেনাপাওনা' (১৯৩১ খ্রি.)।
34. 'ভারতের চিত্রকলা' গ্রন্থটি কার লেখা?
>> 'ভারতের চিত্রকলা' গ্রন্থটি অশোক মিত্রের লেখা।
35. 'চিত্রকথা' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'চিত্রকথা' গ্রন্থটি বিনোদবিহারী মুখোপাধ্যায় রচনা করেন।
36. 'বঙ্গীয় নাট্যশালার ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'বঙ্গীয় নাট্যশালার ইতিহাস' গ্রন্থটি রচনা করেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
37. কারা, কবে প্রথম চলচ্চিত্রের বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শনী করেন?
>> অগাস্ট লুমিয়ের ও লুই লুমিয়ের ১৮৯৫ খ্রিস্টাব্দে প্যারিসে প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শনী করেন।
38. বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণকেন্দ্রের নাম উল্লেখ করো।
>> বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণকেন্দ্র হল আমেরিকার হলিউড এবং ভারতের মুম্বাই।
39. বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী?
>> 'জামাই ষষ্ঠী' (১৯৩১ খ্রি.) হল বাংলার প্রথম স্বল্পদৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র এবং 'দেনাপাওনা' (১৯৩১ খ্রি.) হল প্রথম পূর্ণদৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র।
40. বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন পরিচালকের নাম লেখো।
>> বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন পরিচালক হলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ প্রমুখ।
41. 'চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু' গ্রন্থটি রচনা করেন ঋত্বিক কুমার ঘটক।
42. কে, কবে ক্যামেরা আবিষ্কার করেন?
>> আলেকজান্ডার ওয়ালকট ১৮৪০ খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কার করেন।
43. ভারতে কবে ক্যামেরা বা ফোটো তোলার যন্ত্র আসে?
> ভারতে ১৮৫০-এর দশকের প্রথমদিকে ক্যামেরা বা ফোটো তোলার যন্ত্র আসে।
44. 'কুন্ডলীন তেল' খ্যাত বাঙালি ফোটোগ্রাফারের নাম কী?
>> 'কুন্তলীন তেল' খ্যাত বাঙালি ফোটোগ্রাফারের নাম এইচ বোস বা হেমেন্দ্রনাথ বোস।
45. কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়?
>> কলকাতায় জাতীয় নাট্যশালা (ন্যাশনাল থিয়েটার) প্রতিষ্ঠিত হয় ১৮৭২ খ্রিস্টাব্দে।
46. 'জিওগ্রাফি অব ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আনডার ব্রিটিশরাজ' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'জিওগ্রাফি অব ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আনডার ব্রিটিশরাজ' গ্রন্থটি রচনা করেন সুনীল কুমার মুন্সি।
47. ভারতে রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে?
>> লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ সম্প্রসারিত হয়।
48. ভারতের কোন্ বছর রেলপথ প্রবর্তিত হয়?
>> ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে রেলপথ প্রবর্তিত হয়।
49. 'ইঞ্জিন্স অব চেঞ্জ-দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া' বইটি কে লিখেছেন?
>> ইঞ্জিন্স অব চেঞ্জ-দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া' বইটি লিখেছেন ইয়ান কের।
50. নিখিলনাথ রায়ের লেখা স্থানীয় ইতিহাস গ্রন্থটির নাম কী?
>> নিখিলনাথ রায়ের লেখা স্থানীয় ইতিহাস গ্রন্থটির নাম 'মুর্শিদাবাদ কাহিনি'।
51. 'নদীয়া কাহিনি' কার লেখা?
>> 'নদীয়া কাহিনি' কুমুদনাথ মল্লিকের লেখা।
52. ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোন্টি?
>> ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ হল কলহন রচিত 'রাজতরঙ্গিনী'।
53. 'হুগলি জেলার ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'হুগলি জেলার ইতিহাস' গ্রন্থটি রচনা করেন সুধীরকুমার মিত্র।
54. 'কলিকাতা দর্পণ' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'কলিকাতা দর্পণ' গ্রন্থটি রচনা করেন রাধারমণ মিত্র।
55. 'শহর বহরমপুর' গ্রন্থটি কার লেখা?
>> 'শহর বহরমপুর' গ্রন্থটি বিজয়কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা।
56. বাংলার স্থানীয় ইতিহাসচর্চার প্রথম সার্থক গ্রন্থ কোন্টি?
>> বাংলার স্থানীয় ইতিহাসচর্চার প্রথম সার্থক গ্রন্থ হল কালীকমল সার্বভৌম রচিত 'সেতিহাস বগুড়ার বৃত্তান্ত'।
57. শহরের ইতিহাসচর্চার ধারাটি কবে, কার উদ্যোগে শুরু হয়?
>> শহরের ইতিহাসচর্চার ধারাটি ১৯৭০-এর দশকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টিফেন থার্নস্টর্মের উদ্যোগে শুরু হয়।
58. 'পোর্ট, টাউনস অ্যান্ড সিটিজ' গ্রন্থটির রচয়িতা কে?
>> 'পোর্ট, টাউনস অ্যান্ড সিটিজ' গ্রন্থটির রচয়িতা লক্ষ্মী সুব্রানিয়ম।
59. 'কলকাতা সংক্রান্ত' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'কলকাতা সংক্রান্ত' গ্রন্থটি রচনা করেন পূর্ণেন্দু পত্রী।
60. কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে-কোনো একটি উল্লেখ করো।
>> কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি হল ভিক্টোরিয়া মেমোরিয়াল।
61. 'আমেরিকান মিলিটারি লিডার্স' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'আমেরিকান মিলিটারি লিডার্স' গ্রন্থটি রচনা করেন রজার স্পিলার।
62. 'আমেরিকান মিলিটারি হিস্ট্রি' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'আমেরিকান মিলিটারি হিস্ট্রি' গ্রন্থটি রচনা করেন জন হোয়াইট ক্লে।
63. 'ব্রিটেন অ্যান্ড হার আর্মি' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'ব্রিটেন অ্যান্ড হার আর্মি' গ্রন্থটি রচনা করেন বার্নেট।
64. 'দ্য আর্মি ইন মডার্ন ফ্রান্স' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'দ্য আর্মি ইন মডার্ন ফ্রান্স' গ্রন্থটি রচনা করেন জন টেরাইন।
65. 'ইকোলজিকাল ইম্পিরিয়ালিজম' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'ইকোলজিকাল ইম্পিরিয়ালিজম' গ্রন্থটি রচনা করেন আলফ্রেড ক্রসবি।
66. 'সাইলেন্ট স্প্রিং' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'সাইলেন্ট স্প্রিং' গ্রন্থটি রচনা করেন র্যাচেল কারসন।
67. 'ইকোলজি অ্যান্ড ইকুইটি' বইটি কার লেখা?
>> 'ইকোলজি অ্যান্ড ইকুইটি' বইটি মাধব গ্যাডগিল ও রামচন্দ্র গুহ-র লেখা।
68. মেধা পাটেকর কে?
>> মেধা পাটেকর হলেন 'নর্মদা বাঁচাও' আন্দোলনের নেত্রী এবং বিশি সমাজসেবী।
69. ভারতে কবে থেকে 'বনসংরক্ষণ আইন' চালু হয়?
>> ভারতে ১৮৭৮ খ্রিস্টাব্দ থেকে 'বনসংরক্ষণ আইন' চালু হয়।
70. 'সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া' বই কার লেখা?
>> 'সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটি ডেভিড আরনল্ড-এর লেখা।
71. কার উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয়?
>> উইলিয়ম ল্যাম্বটনের উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষ প্রতিষ্ঠিত হয়।
72. 'দ্য স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশনস' বইটির লেখক কে?
>> 'দ্য স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশনস' বইটির লেখা হলেন টমাস কুহন।
73. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চা বিষয় গ্রন্থটির নাম কী?
>> দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা চিকিৎসাবিদ্যার ইতিহাসচ্চ বিষয়ক গ্রন্থটির নাম হল 'প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান'।
74. ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন?
>> ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী চিকিৎসক ছিলেন মধুসূদন গুপ্ত।
75. 'জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অব হিস্ট্রি' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অব হিস্ট্রি' গ্রন্থটি রচনা করেন জোয়ান স্কট।
76. আধুনিক শিল্পের ইতিহাসচর্চার প্রধান কয়েকটি শাখা বা বিষয়ের নাম লেখো। 1
>> আধুনিক শিল্পের ইতিহাসচর্চার প্রধান কয়েকটি শাখা বা বিষা হল-[i] সংগীত, [ii] নৃত্য, [iii] নাটক ও [iv] চলচ্চিত্র।
77. 'ডিড উইমেন হ্যাভ আ রেনেসাঁ?' গ্রন্থটি কে রচনা করেন?
>> 'ডিড উইমেন হ্যাভ আ রেনেসাঁ?' গ্রন্থটি রচনা করেন জোয়া কেলি।
78. 'ইকো ফেমিনিজম'-এর প্রবক্তা কে?
>> 'ইকো ফেমিনিজম'-এর প্রবক্তা ফ্রাঁসোয়া দেবান।
79. সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
>> ১৯৭৫ খ্রিস্টাব্দের ৮ মার্চ সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালি হয়।
80. 'এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি' গ্রন্থটি কে লিখেছিলেন?
>> 'এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি' গ্রন্থটি লিখেছিলেন আচার্য প্রযুক্ত রায়।
ঠিক বা ভুল নির্ধারণ করো
1. ডেভিড টমসন বলেছেন যে, বিশ শতকে ইউরোপীয় জীবনধারার গুরুত্বপূর্ণ সামাজিক অভ্যাস হল খেলাধুলা।
উত্তরঃ ভুল ।
2. নব্য প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য উৎপাদক।
উত্তরঃ ঠিক ।
3. দেবতার নৈবেদ্য হিসেবে ছানার তৈরি মিষ্টান্ন ব্যবহার করা হয় অন্ধ্রপ্রদেশে।
উত্তরঃ ভুল ।
4. 'রসগোল্লা: বাংলার জগৎমাতানো আবিষ্কার' গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক।
উত্তরঃ ঠিক ।
5. খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ প্রভৃতি থেকে মানুষের আর্থসামাজিক অবস্থার আভাস পাওয়া যায়।
উত্তরঃঠিক ।
6. ভারতের কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে।
উত্তরঃভুল ।
7. 'অশনি সংকেত' চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক।
উত্তরঃভুল ।
৪. ১৯১১ খ্রিস্টাব্দে ইস্টবেঙ্গল ক্লাব আইএফএ শিল্ড জয় করে।
উত্তরঃভুল ।
9. ক্রিকেট 'খেলার রাজা' নামে পরিচিত।
উত্তরঃঠিক ।
10. ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল।
উত্তরঃঠিক ।
11. প্রাচীন ভারতে সংগীত ও নৃত্য সাধারণ মানুষের রোজকার জীবনের সঙ্গে খুবই যুক্ত ছিল।
উত্তরঃভুল ।
12. মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
উত্তরঃঠিক ।
13. 'থিওরিজ অব সিনেমা' গ্রন্থটি রচনা করেন ফ্রান্সেসকো ক্যাসেটি।
উত্তরঃঠিক ।
14. 'দ্য স্টোরি অব আর্কিটেকচার' গ্রন্থটি রচনা করেন পার্সি ব্রাউন।
উত্তরঃভুল ।
15. 'নদীয়া কাহিনী' গ্রন্থটি 'শহরের ইতিহাস'-এর অন্তর্গত।
উত্তরঃভুল ।
16. ভারতে রেলপথের প্রতিষ্ঠা এদেশে ব্রিটিশদের সাম্রাজ্যের প্রসার ও ভারতীয়দের ওপর শোষণ চালানোর সুবিধা করে দিয়েছে।
উত্তরঃঠিক ।
17. 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রন্থিত ইতিহাস' হল স্থানীয় ইতিহাসচর্চার একটি উদাহরণ।
উত্তরঃঠিক ।
18. 'এনভায়রনমেন্টাল হিস্ট্রি' হল চিকিৎসার ইতিহাসচর্চা বিষয়ক একটি বই।
উত্তরঃভুল ।
19. জে ডি বার্নাল নারী ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত।
উত্তরঃভুল ।
20. নীরা দেশাই স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত।
উত্তরঃভুল ।
21. কৌশিক চট্টোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু হল ক্রিকেট।
উত্তরঃ ভুল ।
শূন্য়স্থান পূরণ করা
1. সাধারণভাবে 'ইতিহাস' হল____কথা।
উত্তরঃ অতীতের ।
2.____প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্যসংগ্রাহক।
উত্তরঃ প্রাচীন ।
3. _____কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম হল 'অ্যানাল্স অব ইকনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি'।
উত্তরঃঅ্যানাল গোষ্ঠী।
4. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু হয় বিগত শতকের দশকে_____-এর
উত্তরঃ ৮০
5. 'একাদশে সূর্যোদয়' ও 'বিদ্রোহী মারাদোনা' গ্রন্থ দুটি রচনা করেন_____।
উত্তরঃরূপক সাহা ।
6. ঢাকার খাদ্যরীতির সঙ্গে_____খাদ্যরীতির সংমিশ্রণে 'ঢাকাই খাবার'
তৈরি হয়।
উত্তরঃ পারসিক।
7. হুগলির বাঙালিরা_____সংস্পর্শে এলে দুধ-কাটা ছানা ও চিনি মিশিয়ে মিষ্টি তৈরি করতে শুরু করে।
উত্তরঃ পোর্তুগিজদের।
8. রেশম প্রস্তুতে চিনাদের অভিজ্ঞ হওয়ার কথা জানা যায় তাদের____থেকে।
উত্তরঃ পোশাক-পরিচ্ছ।
9. বর্তমান____মেয়েরা ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরেন।
উত্তরঃ বাঙালি ।
10. অগসবার্গ শহরের_____প্রথম পোশাকের ছবি সংবলিত একটি বই প্রকাশ করেন।
উত্তরঃ ম্যাথেউস সোয়ার্জ ।
11. 'দ্য হিস্ট্রি অব চাইনিজ ডান্স' গ্রন্থটি রচনা করেন_____।
উত্তরঃ ওয়াং কেফেন।
12. 'এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন_____।
উত্তরঃ বালদুন ধিংড়া ।
13. 'এ শর্ট হিস্ট্রি অব দ্য ক্যামেরা' গ্রন্থটি রচনা করেন_____ ।
উত্তরঃ জন ওয়েড।
14. 'বাংলাদেশের শিল্পকলার উৎস সন্ধান' গ্রন্থটি রচনা করেন____।
উত্তরঃ ড. নীলিমা আফরিন ।
15. 'ইন্ডিয়ান আর্কিটেকচার' গ্রন্থটি রচনা করেন_____।
উত্তরঃ পার্সি ব্রাউন।
16. 'ইন্ডিয়ান রেলওয়েজ : গ্লোরিয়াস ১৫০ ইয়ার্স' গ্রন্থটি রচনা করেন____।
উত্তরঃ আর আর ভান্ডারী।
17. 'রাজা হরিশচন্দ্র' সিনেমাটির পরিচালক ছিলেন_____।
উত্তরঃ দাদাসাহেব ফালকে।
18. 'দ্য সিনেমা বুক' গ্রন্থটি রচনা করেন_____।
উত্তরঃ পাম কুক।
19. 'পাবনা জেলার ইতিহাস' গ্রন্থটি রচনা করেন______।
উত্তরঃ রাধারমণ সাহা ।
20. 'রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস' গ্রন্থটি রচনা করেন______।
উত্তরঃ কালীনাথ চৌধুরী।
21. 'ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী' গ্রন্থটি রচনা করেন_____।
উত্তরঃ মুনতাসীর মামুন।
22. 'মিলিটারি হিস্ট্রি অব মেডিয়াভাল ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন____।
উত্তরঃ পাজল ব্রাড সাধু ।
23. 'দ্য আর্মি ইন ব্রিটিশ ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন____।
উত্তরঃ কৌশিক রায় ।
24. বসন্ত সবেরওয়ালের লেখা বইটি হল______।
উত্তরঃ প্যাস্টোরাল পলিটিক্স ।
25. 'এনভায়রনমেন্টাল হিস্ট্রি' বইটির লেখক হলেন______।
উত্তরঃ মহেশ রঙ্গরাজন ।
26. 'হিস্ট্রি অব সায়েন্স' গ্রন্থটি রচনা করেন_____।
উত্তরঃ জে ডি বার্নাল ।
27. 'প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান' গ্রন্থটির রচয়িতা হলেন_____।
উত্তরঃ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।
28. 'উইমেন ইন মডার্ন ইন্ডিয়া' গ্রন্থটির লেখক হলেন_____।
উত্তরঃ জেরাল্ডিন ফোর্বস ।
29. 'হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি' গ্রন্থটির লেখক হলেন_____।
উত্তরঃ কমলা ভাসিন ।
30. 'দ্য চেঞ্জিং পজিশন অব ইন্ডিয়ান উইমেন' গ্রন্থটি রচনা করেন______।
উত্তরঃ এম এন শ্রীনিবাস ।
31. 'দ্য ইন্ডিয়ান উইমেন : ফ্রম পর্দা টু মডার্নিটি' গ্রন্থটি রচনা কে_____।
উত্তরঃ বি আর নন্দ।
1.আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানগুলি কী কী?
উত্তরঃ আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান
ভূমিকা: আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য প্রয়োজনীয় উপাদানের বিশেষ অভাব নেই। এই উপাদানগুলিকে চার ভাগে বিভক্ত করা যায়।যথা-
[1] সরকারি নথিপত্র: ব্রিটিশ শাসনকালে সরকারি নথিপত্রগুলি যথাযথ সংরক্ষণ করে রাখা হত। এসব নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল-[1] বিভিন্ন সরকারি চিঠিপত্র, [II] পুলিশ, গোয়েন্দা ও সরকারি আধিকারিকদের প্রতিবেদন, [iii] সরকারি ব্যক্তিদের বিবরণ প্রভৃতি। এসব নথিপত্র ঘেঁটে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি জানা যায় এবং ইতিহাস রচনার কাজে ব্যবহার করা সম্ভব হয় ।
[2] আত্মজীবনী ও স্মৃতিকথা: বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী, স্মৃতিকথা প্রভৃতিতে আধুনিক ভারতের ইতিহাস রচনার বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। এরূপ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল বিপিনচন্দ্র পালের 'সত্তর বৎসর', রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবনস্মৃতি', মহাত্মা গান্ধির 'দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য টুথ', সুভাষচন্দ্র বসুর 'অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম' (অসমাপ্ত), জওহরলাল নেহরুর 'অ্যান অটোবায়োগ্রাফি' প্রভৃতি।
[3] চিঠিপত্র: বিভিন্ন ব্যক্তির লেখা চিঠিপত্র আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এরূপ কিছু উল্লেখযোগ্য চিঠিপত্র হল টিপু সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু প্রমুখের লেখা চিঠিপত্র।
[4] সাময়িকপত্র ও সংবাদপত্র: সমকালীন বিভিন্ন সাময়িকপত্র ও সংবাদপত্র আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত হয়। 'বেঙ্গল গেজেট', 'দিগদর্শন', 'সমাচার দর্পণ', 'সংবাদ কৌমুদি', 'জ্ঞানান্বেষণ', 'এনকোয়ারার', 'বেঙ্গল স্পেকটেটর', 'সমাচার চন্দ্রিকা', 'সংবাদ প্রভাকর', 'বঙ্গদর্শন', 'হিন্দু পেট্রিয়ট', 'কেশরী', 'মারাঠী' প্রভৃতি পত্রপত্রিকা আধুনিক ভারতের ইতিহাসের নানা তথ্য সরবরাহ করে থাকে।
উপসংহার: আধুনিক ভারতের ইতিহাসের উপাদানের প্রায় সবগুলিই লিখিত উপাদান। সংখ্যায় এবং বৈচিত্র্যে এগুলির অধিক সংখ্যায় প্রাপ্তি নিঃসন্দেহে আধুনিক ভারতের ইতিহাসচর্চার কাজকে অনেক সহজ করে তুলেছে।
2. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী?
উত্তরঃ ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব-
ভূমিকা: আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্ন সরকারি নথিপত্র, যেমন-সরকারি প্রতিবেদন, পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিক প্রমুখের প্রতিবেদন, বিভিন্ন বিবরণ, চিঠিপত্র প্রভৃতি উপাদানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেমন-
[1] বৈপ্লবিক কর্মকাণ্ড: ব্রিটিশ সরকার যে বিভিন্ন বৈপ্লবিক কর্মকান্ডের প্রতি গোপনে নজরদারি চালাত, সে বিষয়ে সমকালীন পুলিশ ও গোয়েন্দাদের বিভিন্ন প্রতিবেদন ও বিভিন্ন সরকারি নথিপত্র থেকে বর্তমানে জানা সম্ভব হয়েছে।
[2] কমিশনের রিপোর্ট: সরকার কর্তৃক নিযুক্ত বিভিন্ন কমিশনের রিপোর্ট থেকে সমকালীন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যাদি পাওয়া যায়। যেমন-নীল কমিশনের (১৮৬০ খ্রি.) রিপোর্ট থেকে বাংলা চাষিদের ওপর নীলকরদের অত্যাচার, হান্টার কমিশনের (১৮৮২ খ্রি.) রিপোর্ট থেকে সমকালীন শিক্ষাব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা যায়।
[3] আন্দোলন দমনের নীতি: ব্রিটিশ সরকার কীভাবে ভারতীয়দের রাজনৈতিক আন্দোলনগুলি দুর্বল বা দমন করার চেষ্টা চালাত সে বিষয়ে বিভিন্ন সরকারি নথিপত্র, বিশেষ করে সরকারের বিভিন্ন আধিকারিকদের চিঠিপত্র থেকে জানা যায়। যেমন-সরকার গোপনে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চালিয়েছিল, বাঙালির রাজনৈতিক ঐক্য ধ্বংস করার উদ্দেশ্যে কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন প্রভৃতি তথ্যাদি সরকারি চিঠিপত্র থেকে জানা যায়।
[4] ভারতীয়দের সংস্কার: সমকালীন ভারতীয়দের বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলির প্রতি সরকারের মনোভাব মোটেই ভালো ছিল না-তা জানার জন্য সরকারি নথিপত্র বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন-স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ পাশ্চাত্যকে মুগ্ধ করলেও তৎকালীন ব্রিটিশ-ভারতের সরকারি নথিপত্র থেকে জানা যায় যে, বিবেকানন্দের রামকৃয় মঠ ও মিশনকে সরকার সুনজরে দেখেনি।
[5] একমাত্র নির্ভরযোগ্যতা: কোনো কোনো ক্ষেত্রে সরকারি নথিপত্র ভারত-ইতিহাসের একমাত্র নির্ভরযোগ্য উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যেমন-বর্তমান তথ্যাদির সহায়তায় নেতাজি সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যের কিনারা করা সম্ভব না হওয়ায় অনেকে একমাত্র সরকারি নথিপত্র প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
উপসংহার: সরকারি নথিপত্র হল এমন একটি উপাদান, যা ইতিহাসের অনেক লুকোনো দিক খুঁজে বের করে এনে দিতে পারে। শাসকের কার্যকলাপ জানার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হল এই সরকারি নথিপত্র।
3.আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা সম্পর্কে আলোচনা করো।
উত্তরঃ ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা-
ভূমিকা: আধুনিক ভারতের ইতিহাস রচনার যেসব উপাদান রয়েছে সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা।
[1] প্রত্যক্ষদর্শীর বিবরণ: বিভিন্ন ব্যক্তি তাঁদের প্রত্যক্ষ করা বিভিন্ন ঘটনাবলি প্রসঙ্গক্রমে তাঁদের লেখা আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনায় উল্লেখ করে থাকেন। সরকারি নথিপত্রে উল্লেখ নেই এমন বহু ঘটনার উল্লেখ এসব রচনায় পাওয়া যায়। এসব তথ্য আধুনিক ভারতের ইতিহাস রচনা করতে বিশেষ সহায়তা করে।
[2] রাজনৈতিক ব্যক্তিত্বের রচনা: ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বের লেখা আত্মজীবনী ও স্মৃতিকথায় ব্রিটিশ শাসনকালের নানা ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এরূপ কয়েকটি উল্লেখযোগ্য আত্মজীবনী ও স্মৃতিকথা হল বিপিনচন্দ্রের পালের 'সত্তর বৎসর', মহাত্মা গান্ধির 'দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ', সুভাষচন্দ্র বসুর 'অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম' (অসমাপ্ত), জওহরলাল নেহরুর 'অ্যান অটোবায়োগ্রাফি', ড. রাজেন্দ্রপ্রসাদের 'আত্মকথা', মুজাফ্ফর আহমেদের 'আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি (১৯২০-২৯ খ্রি.)', মণিকুন্তলা সেনের 'সেদিনের কথা', জ্যোতি বসুর 'যতদূর মনে পড়ে' প্রভৃতি।
[3] অরাজনৈতিক ব্যক্তিত্বের রচনা: বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিত্বের লেখা আত্মজীবনী ও স্মৃতিকথায়ও আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন উপাদান পাওয়া যায়। এরূপ রচনাগুলির মধ্যে অন্যতম হল রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবনস্মৃতি', সরলা দেবী চৌধুরানির 'জীবনের ঝরাপাতা', নিরোদ সি চৌধুরীর 'অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়া', দক্ষিণারঞ্জন বসুর 'ছেড়ে আসা গ্রাম' প্রভৃতি।
উপসংহার: উত্তম পুরুষে লেখা আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি ইতিহাসের বহু ঘটনার সাক্ষী। বিশেষ বিশেষ ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার ক্ষেত্রে এই উপাদানগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
4.আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 'সত্তর বৎসর'-এর গুরুত্ব কী?
অথবা, আধুনিক ইতিহাসচর্চার উপাদান হিসেবে 'সত্তর বৎসর' সম্পর্কে আলোচনা করো।
উত্তরঃ ইতিহাসের উপাদান হিসেবে 'সত্তর বৎসর'-
ভূমিকা: আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হল বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী ও স্মৃতিকথা। রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসংস্কারক বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 'সত্তর বৎসর' আধুনিক ভারতের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়।
[1] ইতিহাসের উপাদান: বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 'সত্তর বৎসর' আধুনিক বাংলার নানা ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ। গ্রন্থটি সম্পর্কে বিপিনচন্দ্র নিজেই লিখেছেন, "....আমার সত্তর বৎসরের জীবনকথা বাস্তবিক এই বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা।"
[2] প্রথম জীবনের তথ্য: 'সত্তর বৎসর' গ্রন্থের শুরুতে বিপিনচন্দ্রের প্রথম জীবনের বিভিন্ন তথ্য, যেমন- শ্রীহট্ট জেলার পৈল গ্রামে তাঁর জন্ম, তাঁর বংশ ও গ্রামের পরিচয়, শৈশবে শ্রীহট্ট জেলার নানা ঘটনা, স্কুলের পড়াশোনার পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতে আসা প্রভৃতি বিভিন্ন তথ্য পাওয়া যায়।
[3] রাজনৈতিক জীবনের সূচনা: 'সত্তর বৎসর' গ্রন্থে বিপিনচন্দ্র পালের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের বিভিন্ন তথ্যেরও উল্লেখ আছে। কলকাতায় এসে জাতীয় নেতা আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা, ব্রাহ্মসমাজে যোগদান, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ, স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিপিনচন্দ্র তাঁর এই গ্রন্থে উল্লেখ করেছেন।
[4] পরিণত জীবনের তথ্য : বিপিনচন্দ্র পাল পরিণত বয়সে যন্ত্র কংগ্রেসের নেতৃত্বে উঠে আসেন সেসময়ের বিভিন্ন তথ্যাদি উচ্চ উপ আত্মজীবনীতে উঠে এসেছে। পুরোনো কলকাতার কথ আত ব্রাহ্মসমাজের ইতিহাস, ধর্মভীরু বাঙালির জাতীয়তাবাদী মানসিকত রাজ স্বদেশি, বয়কট ও পূর্ণ স্বরাজের দাবিতে আন্দোলন প্রভৃতির নাম আ দিকের আলোচনা তাঁর গ্রন্থে স্থান পেয়েছে।
উপসংহার: বিপিনচন্দ্র পাল তাঁর 'সত্তর বৎসর' নামক আত্মজীবনীতে স্মৃতি রোমন্থন করেছেন তার মধ্য দিয়ে উঠে এসেছে এক ব্যক্তিনিরপেশ অ সমাজদর্শন। সমকালীন সময়ের রাজনৈতিক ও সামাজিক অবস্থা ফুল প্রকটভাবে ধরা পড়েছে তাঁর এই গ্রন্থটিতে।
5. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের তা লেখা আত্মজীবনী 'জীবনস্মৃতি'-এর গুরুত্ব কী?
অথবা, টীকা লেখো: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবনস্মৃতি'।
উত্তরঃ ইতিহাসের উপাদান হিসেবে 'জীবনস্মৃতি'-
ভূমিকা: আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয় বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরে লেখা আত্মজীবনী 'জীবনস্মৃতি' আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্বের দাবি রাখে।
[1] বাঙালির স্বাদেশিকতা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'জীবনস্মৃতি' গ্রন্থে ঔপনিবেশিক বাংলার, বিশেষ করে কলকাতার ধনী পরিবারগুলি জীবনযাত্রার আভাস দিয়েছেন। এ যুগে অভিজাত বাঙালি পরিবারে বিভিন্ন বিদেশি প্রথার প্রচলন শুর হলেও স্বদেশের প্রতি অনুরাগঞ্জ জাগ্রত ছিল। তাঁরা সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে ইংরেজি ভাষা এব পাশ্চাত্যশিক্ষাকে অগ্রাধিকার দিলেও বাংলা ভাষা ও শিক্ষার প্রতি অনুরাগও লক্ষ করা যায়।
[2] ঠাকুরবাড়ির অন্দরমহল: 'জীবনস্মৃতি' গ্রন্থে ঠাকুরবাড়ি অন্দরমহলে বৃহৎ পরিবার, শিশুদের বাল্যকাল, নারীদের স্বাধীনত প্রভৃতি বিভিন্ন ঘটনার ছবি তুলে ধরা হয়েছে। এগুলি থেকে সমকালী বাংলার সামাজিক ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। তিনি লিখেছে "আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষায় চর্চা করিয় আসিয়াছিলেন। আমার পিতাকে তাঁহার কোনো নূতন আত্মীয় ইংরেজিতে পত্র লিখিয়াছিলেন, সে পত্র লেখকের নিকটে তখনই ফিরিয়া আসিয়াছিল।'
[3] রাজনৈতিক ঘটনাবলি: 'জীবনস্মৃতি'-তে রবীন্দ্রনাথ তাঁর দাদ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজনারায়ণ বসুন সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাদেশিকতার সভা, দাদা জ্যোতিরিন্দ্রনাথের উদ্যোগে ধুতি ও পায়জামার সমন্বয়ে ভারতের একটি সর্বজনীন পরিচ্ছদ প্রচলনের চেষ্টা, স্বদেশি দেশলাই কারখানা বা কাপড়ের কল প্রতিষ্ঠায় যুবকদের উদ্যোগ প্রভৃতির উল্লেখ করেছেন।
[4] হিন্দুমেলা: 'জীবনস্মৃতি'-তে নবগোপাল মিত্রের 'হিন্দুমেলা সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। 'হিন্দুমেলা'র স্বদেশপ্রেম সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন যে, "ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয়। মেজদাদা (সত্যেন্দ্রনাথ ঠাকুর) সেই সময়ে বিখ্যাত জাতীয় সংগীত 'মিলে সবে ভারতসন্তান' রচন করেছিলেন।"
[5] সভ্যতার প্রতিষ্ঠা: বুদ্ধি কীভাবে মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে চতুর ও শক্তিশালী করে তুলল, কীভাবে ধর্মবিশ্বাসের প্রচলন হল, অর্থবহ শব্দ উচ্চারণের মাধ্যমে কীভাবে ভাষার উদ্ভব হল, প্রাচীনকালে কীভাবে সমাজ, সভ্যতা, রাজতন্ত্র ও রাষ্ট্রের প্রতিষ্ঠা হল প্রভৃতি বিষয়ে সহজ ভাষায় সুন্দর গল্প লিখে জওহরলাল তাঁর কন্যা ইন্দিরাকে পাঠাতেন।
প্রকৃতির রাজ্য
তুমি আর আমি যখন একসঙ্গে থাকি, তুমি প্রায়ই আমাকে নানা বিষয়ে। প্রশ্ন করে থাকো এবং আমিও সেগুলির উত্তর দিতে চেষ্টা করি।। এখন তুমি আছো মুসৌরীতে এবং আমি রয়েছি এলাহাবাদে; কাজেই।
• আমাদের মধ্যে এ ধরনের কথা বলা সম্ভব হচ্ছে না। সেজন্যে আমি। মাঝে মাঝে তোমাকে চিঠিতে আমাদের এই পৃথিবী এবং যে সব ছোট-বড় নানা দেশে তা বিভক্ত তার পরিচয় সংক্ষেপে লিখে পাঠাব। ইংল্যান্ডের আর ভারতের ইতিহাস তুমি অল্প কিছুটা পড়েছ। কিন্তু ইংল্যান্ড একটি ছোট দ্বীপ এবং ভারত একটি বিরাট দেশ হলেও তা পৃথিবীর সামান্য একটি অংশ মাত্র। এই পৃথিবীর বিষয়ে যদি আমরা কিছু জানতে চাই তাহলে শুধুমাত্র একটি ছোট দেশ, যেখানে আমরা জন্মেছি, তার কথা নয়, পৃথিবীর সমস্ত দেশ এবং সেখানকার সবা অধিবাসীদের কথাও আমাদের ভাবতে হবে।
ছোট্ট ইন্দিরাকে পিতা নেহরুর লেখা চিঠির একটি অংশ
[4] সভ্যতার অগ্রগতি: প্রাচীন ভারতে সভ্যতার অগ্রগতি, আর্যদের আগমন, রামায়ণ ও মহাভারতের আদর্শ, শক্তিশালী রাজবংশ, দরিদ্রশ্রেণির দুরবস্থা প্রভৃতির আলোচনাও জওহরলাল নেহরুর চিঠিপত্রে স্থান পেয়েছে।
উপসংহার: পণ্ডিত জওহরলাল নেহরু তাঁর কন্যা ছোট্ট ইন্দিরাকে বিভিন্ন চিঠির মাধ্যমে সমাজ, দেশ ও বিশ্বকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে সকল বিষয়ের অবতারণা করেছেন তাতে ভারতের ইতিহাসের বহু দিকের প্রতিফলন ঘটেছে। চিঠির মধ্যে সুন্দর গল্পগুলো হয়ে উঠেছে ভারতের ইতিহাসের এক অনন্য উপাদান।
6. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্র সম্পর্কে আলোচনা করো।
অথবা, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব কী?
উত্তরঃ আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্র
ভূমিকা: ঊনবিংশ শতকের শেষভাগে ভারতে সংবাদপত্রের প্রকাশ শুরু হয়। আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হল সমসাময়িক বিভিন্ন সাময়িকপত্র ও সংবাদপত্র।
[1] বিভিন্ন সংবাদপত্র: যেসব সংবাদপত্র ও সাময়িকপত্র রূপে স্বীকৃত ঐতিহাসিক উপাদান যেমন 'বেঙ্গল গেজেট', 'দিগদর্শন', 'সমাচার দর্পণ', 'সম্বাদ কৌমুদী', 'তত্ত্ববোধিনী পত্রিকা', 'সম্বাদ প্রভাকর',
'বঙ্গদর্শন', 'সোমপ্রকাশ', 'হিন্দু প্যাট্রিয়ট', 'সঞ্জীবনী', 'সন্ধ্যা',
'কেশরী', 'মারাঠী' প্রভৃতি।
[2] রাজনীতি: ব্রিটিশ শাসনকালে প্রকাশিত সাময়িকপত্র ও সংবাদপত্রগুলিতে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলি, যেমন-ব্রিটিশদের শাসননীতি, ভারতীয়দের মনোভাব প্রভৃতি বিষয়ের উল্লেখ পাওয়া যায়। এসব তথ্য আধুনিক ভারতের রাজনৈতিক ইতিহাস রচনার সময় যথেষ্ট সহায়তা করতে পারে।
[3] সমাজ: সমকালীন ভারতীয় সংবাদপত্রগুলিতে উচ্চবিত্ত থেকে সাধারণ মানুষের সমাজ, সংস্কৃতি প্রভৃতি বিষয়ক বিভিন্ন ঘটনার খবরাখবর নিয়মিত ছাপা হত। এসব তথ্যাদি থেকে ব্রিটিশ-ভারতীয় সমাজ-সংস্কৃতি সম্পর্কে নানা ঐতিহাসিক তথ্য পাওয়া যায়।
[4] শোষণ: আধুনিক ভারতের ইতিহাসে ব্রিটিশ শোষণ ও অত্যাচারের নানা ঘটনাবলি সমসাময়িক সংবাদপত্রগুলিতে নিয়মিত ছাপা হত। এসব তথ্যাদি শোষণ ও অত্যাচারের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান।
[5] অসন্তোষ: ব্রিটিশ সরকার, জমিদার ও মহাজনদের শোষণ- অত্যাচারের বিরুদ্ধে ভারতীয়রা বিভিন্ন বিদ্রোহ-আন্দোলন শুরু করে। এসব খবর নিয়মিত সংবাদপত্রগুলিতে প্রকাশিত হত। এসব খবরের তথ্যাদি আধুনিক ভারতের ইতিহাস রচনায় খুবই সাহায্য করে।
[6] জনমতের প্রতিফলন: বিভিন্ন ঘটনা সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কী তা সমকালীন সংবাদপত্রগুলিতে প্রকাশিত হয়। ফলে সংবাদপত্রগুলিতে সমকালীন সাধারণ মানুষের মতামতেরও প্রতিফলন ঘটতে দেখা যায়।
উপসংহার: সার্বিক ও সাম্প্রতিক তথ্যে সমৃদ্ধ সংবাদপত্র ও সাময়িকপত্রগুলি সমকালীন সময়ের প্রতিদিনকার তথ্য সরবরাহ করে থাকে। তাই আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এগুলি বিশেষ গুরুত্বপূর্ণ।
👉Paid Answer (for Membership User)
Editing By- Lipi Medhi