অধ্যায় 1
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
(A) FSH , LH ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের GTH
(A) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত
(A) কার্বন , হাইড্রোজেন , অক্সিজেন
(B) কার্বন , হাইড্রোজেন , অক্সিজেন ও নাইট্রোজেন ✔
(A) অনুকুল আলোকবর্তী
(A) কব্জিতে /
(A) ১১ জোড়া
(A) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন
(A) ১০ জোড়া
(A) ১০ শত কোটি ✔
(A) গুরুমস্তিষ্ক /
(A) ACTH ✔
(A) নিউরোন / ✔
(A) অক্সিন /
(A) ইউক্লিনার / ✔
(A) অ্যামিবা
(A) সাইন্যাপসিস /
মস্তিষ্কের আবরণকে বলে–
(A) ডেনড্রন /
মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোকসুবেদী সেটি হলো–
(A) মস্তিস্কে /
মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
Ans: লঘুমস্তিষ্ক ।
গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও ।
Ans: ভলবস্ক ।
স্নায়ুর আবরণকে কী বলে ?
Ans: এপিনিউরিয়াম ।
একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও ।
Ans: সাইটোকাইনিন ।
কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে ?
Ans: কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ
উদ্ভিদের কোশ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী ?
Ans: সাইটোকাইনিন ।
স্নায়ুকোশের মৃত্যুর পর কে তার স্থান দখল করে ?
Ans: নিউরোগ্লিয়া ।
অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী ?
Ans: ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড ( IAA ) ।
স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন ?
Ans: সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে
একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও ।
Ans: ভেগাস ।
একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও ।
Ans: অ্যাসিটাইল কোলিন ।
দু’টি স্নায়ুকোশের সংযোগস্থলকে কী বলে ?
Ans: সাইন্যাপ্স ।
লঘুমস্তিষ্কের যোজককে কী বলে ?
Ans: ভারমিস ।
একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও ।
Ans: চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায় ।
ব্ল্যানভিয়ারের পর্ব নিউরোনের কোথায় থাকে ?
Ans: অ্যাক্সনে ।
চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো ।
Ans: অপটিক স্নায়ু ।
CSF- এর পুরো নাম লেখো ।
Ans: Cerebro Spinal Fluid .
মস্তিষ্কের রিলে স্টেশন কাকে বলে ?
Ans: স্টেশন বলে ।
গুরুমস্তিষ্কের যোজককে কী বলে ?
Ans: করপাস ক্যালোসাম ।
দু’টি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কী ?
Ans: সাইনোভিয়াল তরল ।
দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে , সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও ।
Ans:
মেনিনজেস ও CSF ও এর অবস্থান বিবৃত করো ।
Ans:
উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো ।
Ans:
অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো ।
Ans:
অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য লেখো , নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ১- গঠন গত ২- কার্যগত
Ans:
সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে ? উদাহরণ দাও ।
Ans:
পিটুইটারিকে প্রভুগ্রন্থি ( মাস্টার গ্ল্যান্ড ) বলে কেন ?
Ans:
একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টি বলতে কী বোঝায় ?
Ans:
মেনিনজেস কী ? এর কাজ কী ?
Ans:
ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কী বোঝায় ?
Ans:
মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো ।
Ans:
গমনের যেকোনো তিনটি উদ্দেশ্য লেখো ।
Ans:
সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে ?
Ans:
মিশ্র গ্রন্থি কাকে বলে ? উদাহরণ দাও ।
Ans:
ট্রপিক ও স্থানীয় হরমোন কাকে বলে ?
Ans:
উপযোজন কাকে বলে ?
Ans:
থাইরক্সিনের দু’টি কাজ লেখো ।
Ans:
সাইন্যাপ কী ? এর কাজ কী ?
Ans:
স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কী ? এর কাজ কী ?
Ans:
অশ্রুগ্রন্থি কোথায় থাকে ? এর কাজ কী ?
Ans:
কোরয়েড কোথায় থাকে ? এর কাজ কী ?
Ans:
সুষুম্নাকাণ্ডের কাজ লেখো ।
Ans:
ফোটোট্যাকটিক চলন কাকে বলে ?
Ans:
সরল ও জটিল প্রতিবর্ত ক্রিয়ার একটি করে উদাহরণ দাও ।
Ans:
হরমোনকে রাসায়নিক সমন্বয়সাধক বলে কেন ?
Ans:
ক্রেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন ? এর কাজ কী ?
Ans:
সংবেদন বলতে কী বোঝায় ?
Ans:
অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলতে কী বোঝায় ?
Ans:
গোনাড কী ? উদাহরণ দাও ।
Ans:
চলন ও গমন বলতে কী বোঝায় ?
Ans:
সিসমোন্যাস্টিক চলন কাকে বলে ? উদাহরণ দাও ।
Ans
দু’টি কৃত্রিম অক্সিন ও দু’টি কৃত্রিম সাইটোকাইনিনের নাম লেখো ।
Ans:
বহিঃক্ষরা ( সনাল গ্রন্থি ) ও অন্তঃক্ষরা ( অনাল গ্রন্থি ) কাকে বলে ? উদাহরণ দাও ।
Ans:
অ্যাড্রিনালিনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন ?
Ans:
প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে ? এর বিভিন্ন অংশের নাম লেখো ।
Ans:
অ্যাফারেন্ট বা অন্তর্বাহী স্নায়ু কাকে বলে ? উদাহরণ দাও ।
Ans:
ইফারেন্ট বা বহির্বাহী স্নায়ু কাকে বলে ? উদাহরণ দাও ।
Ans:
মিশ্র স্নায়ু কাকে বলে ? উদাহরণ দাও ।
Ans:
অ্যামিবয়েড গমন বলতে কী বোঝো ?
Ans:
ফ্লাজেলীয় গমন কাকে বলে ?
Ans:
অক্সিন হরমোনের দুটি কাজ লেখো ।
Ans:
টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো ।
Ans:
ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো ।
Ans:
প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো ।
Ans:
অ্যাড্রিনালিন এর প্রধান কাজগুলি লেখো ।
Ans: অ্যাড্রিনালিনের কাজ : অ্যাড্রিনালিন হৃৎপিণ্ডের গতি বাড়ায় । ফলে হৃদস্পন্দন বাড়ে এবং রক্তচাপ বাড়ে । অ্যাড্রিনালিন মৌল বিপাকীয় হার ( BMR ) বৃদ্ধি করে ।
অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে কেন ?
Ans: অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা হতে ক্ষরিত হয় এবং আপৎকালীন বা জরুরিকালীন অবস্থায় ( যথা রাগ , ভয় , দুশ্চিন্তা ইত্যাদি ) দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে । তাই এই হরমোনকে আপৎকালীন হরমোন বলে ।
প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো ।
Ans: প্রাণী হরমোনের বৈশিষ্ট্য : প্রাণী হরমোন অস্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় । ও রক্ত ও লসিকার মাধ্যমে
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন
0 Comments