অধ্যায় 5
পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
----------------------------------------------------
(B) জিম করবেট জাতীয় অরণ্যে
(C) পশ্চিমঘাটের অরণ্যে
(D) উদ্যানে জলদাপাড়া জাতীয়
(B) ঘড়িয়াল ✔
(C) গন্ডার
(D) হরিণ
(B) ক্রোকোডাইল প্রোজেক্ট ✔
(C) রেড পান্ডা প্রোজেক্ট
(D) টাইগার প্রোজেক্ট
(B) সজনেখালি অভয়ারণ্য
(C) সিঙ্গালিলা জাতীয় পার্ক ✔
(D) কোনোটিই নয়
(B) দক্ষিণ চব্বিশ পরগনা
(C) দার্জিলিং ✔
(D) মালদা
(B) নদিয়া ✔
(C) বীরভূম
(D) জলপাইগুড়ি
(B) সিকিমের বনাঞ্চলে
(C) ওড়িশার বনাঞ্চলে
(D) দার্জিলিং-এর বনাঞ্চলে
(B) সংরক্ষিত অরণ্য
(C) অভয়ারণ্য
(D) বায়োস্ফিয়ার রিজার্ভ ✔
(B) বাফার অঞ্চল
(C) ট্রানসিট অঞ্চল
(D) সবগুলি সঠিক ✔
(B) কোর অঞ্চল ✔
(C) বাফার অঞ্চল
(D) ট্রানজিশন অঞ্চল
(B) অভয়ারণ্য
(C) জাতীয় উদ্যান
(D) কোল্ড স্পট
(B) এক্স-সিটু কনজারভেশন
(C) ইন-সিটু কনজারভেশন ✔
(D) বায়োকনজারভেশন
23. আমাদের দেশের জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে-
(B) রাজ্য সরকার
(C) স্থানীয় সংস্থা
(D) রাষ্ট্রপুঞ্জ
24. পেরিয়ার জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত, সেটি হল- ④
(A) উত্তরপ্রদেশ
(B) কেরল ✔
(C) পশ্চিমবঙ্গ
(D) অসম
25. গোরুমারা জাতীয় উদ্যান যে রাজ্যে অবস্থিত, তার নাম-
(A) মধ্যপ্রদেশ
(B) উত্তরপ্রদেশ
(C) কেরল
(D) পশ্চিমবঙ্গ ✔
26. ভারতের প্রথম জাতীয় উদ্যান হল-
(A) বন্দিপুর জাতীয় উদ্যান
(B) করবেট জাতীয় উদ্যান ✔
(C) কানহা জাতীয় উদ্যান
(D) পেরিয়ার জাতীয় উদ্যান
Very Short Answer Question
1. WWF-এর সম্পূর্ণ নাম কী?
3. NBA-এর সম্পূর্ণ নাম কী?
▶ ন্যাশনাল বায়োডাইভারসিটি অথোরিটি।
4. IRV 2020-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর: ঘড়িয়ালের সংখ্যা কমার কারণগুলি হল-① ঘড়িয়ালের খাদ্য হল মাছ, গঙ্গা নদীতে দূষণের কারণে মাছের সংখ্যা হ্রাস পেয়েছে। ফলে প্রাণীটি খাদ্যের অভাবে বিলুপ্ত হচ্ছে। ② মাছধরার জালে ধরা পড়লে তাদের মেরে ফেলা হচ্ছে। ③ চাষে অতিরিক্ত জল ব্যবহার, বাঁধ নির্মাণ প্রমুখ কারণে এদের বাসস্থান কমে আসছে।
অথবা, সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে যে ইন- সিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো।
উত্তর: PBR-এ স্থানীয় জীববৈচিত্র্যের মাত্রা, ব্যবহার প্রভৃতি সংক্রান্ত তথ্য সম্বলিত হয়। কিন্তু এটি শুধু তথ্যপূর্ণ নথি নয়, এর মূল উদ্দেশ্য হল স্থানীয়ভাবে জীববৈচিত্র্য সম্পর্কে বিশদে জেনে সেই অনুযায়ী তার যথাযথ পরিচালন। অর্থাৎ, জীববৈচিত্র্যের প্রয়োজনভিত্তিক ব্যবহার, সংরক্ষণ প্রভৃতি সক্রিয়তামূলক কাজ PBR-এর উদ্দেশ্য, তাই জীববৈচিত্র্য সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ।
তরফ থেকে প্রজাতি সংরক্ষণের ধারণা ও উদ্যোগ। ⑧ স্থানীয় প্রজাতিগুলি সম্বন্ধে ঐতিহ্যবাহী, পরম্পরাগত ও বিশ্বাস-সংক্রান্ত তথ্য।
PBR-এর একটি ভূমিকা হল-স্থানীয় মানুষকে জীববৈচিত্র্যের সংরক্ষণের ব্যাপারে সজাগ করে, সংরক্ষণে অংশীদার হতে অনুপ্রাণিত করে।
উত্তর: যেসব প্রাণীর অচিরেই লুপ্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের বিপন্ন হওয়ার কারণ যদি সমান মাত্রায় বজায় থাকে এবং তাদের পুনরুদ্ধার করার সম্ভাবনা কম থাকে তবে সেই ধরনের প্রাণীদের বিপন্ন প্রজাতি বলে। IUCN রেডলিস্টে এটি সংকটগ্রস্ত ক্যাটাগোরির অন্তর্গত একটি উপবিভাগ। এইজাতীয় প্রাণীদের সংরক্ষণ ভীষণভাবে আবশ্যক। যেমন-ভারতীয় বাঘ, গন্ডার ও সিংহ।
39. বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে যে অঞ্চল থাকে তাকে কী বলে?
▶ কোর
অঞ্চল।
40. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোন্টি?
▶ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলটি 1986 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়)।
41. কোন্ ইন-সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ | মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ হয়?
▶ বায়োস্ফিয়ার রিজার্ভ সংরক্ষণ ব্যবস্থায়।
42. জীবগোষ্ঠীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে কী বলে?
▶ এক্স-সিটু সংরক্ষণ।
43. চিড়িয়াখানায় বাঘের সংরক্ষণ কী ধরনের সংরক্ষণ?
▶ এক্স-সিটু সংরক্ষণ।
44. পশ্চিমবঙ্গের একটি চিড়িয়াখানার নাম লেখো।
▶ জুলজিক্যাল গার্ডেন, আলিপুর।
45. পশ্চিমবঙ্গের একটি বোটানিক্যাল গার্ডেন-এর নাম লেখো।
▶ আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় বোটানিক গার্ডেন।
46. সাধারণত কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রায়োপ্রিজারভেশন করা হয়?
▶ সাধারণত -196°C তাপমাত্রায় ক্রায়োপ্রিজারভেশন করা হয়।
47. কোন্ প্রাণীতে ক্রায়োপ্রোটেকটান্ট পাওয়া যায়?
▶ সুমেরু ও কুমেরু অঞ্চলের পতঙ্গ, মাছ ও উভচরে ক্রায়োপ্রোটেকটান্ট বা অ্যান্টিফ্রিজিং প্রোটিন কম্পাউন্ড পাওয়া যায়।
48. ক্রায়োপ্রোটেকটান্ট কীভাবে কোশে বরফ স্ফটিক তৈরি প্রতিরোধ করে?
▶ ক্রায়োপ্রোটেকটান্ট কোশের জল অণুগুলির সঙ্গে কোশীয় উপাদানের হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হতে দেয় না ও স্ফটিক সৃষ্টি প্রতিরোধ করে।
49. ক্রায়োসংরক্ষণের মাধ্যমে কী কী সংরক্ষিত হয়?
▶ গ্যামেট, ভ্রুণ, বীজ, পরাগরেণু ও কণা।
50. জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতির নাম কী?
▶ ইন-সিটু সংরক্ষণ।
51. পেরিয়ার জাতীয় উদ্যান (1982) কোন্ রাজ্যে অবস্থিত?
▶ কেরল।
52. বনমন্ত্রক 2013-এর তথ্য অনুযায়ী, ভারতে কয়টি জাতীয় উদ্যান সরকারিভাবে স্বীকৃত?
▶ 102টি।
53. বিভিন্ন ধরনের পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তাকে কী বলে?
▶ জীববৈচিত্র্য।
54. পৃথিবীর কোথায় সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়?
▶ ক্রান্তীয় বর্ষা অরণ্য অঞ্চলগুলিতে পৃথিবীর সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়।
55. সুস্থ ও কার্যকর বাস্তুতন্ত্রের ভিত্তি কী?
▶ জীববৈচিত্র্য।
56. একই প্রজাতির মধ্যে জিনের বিভিন্ন প্রকরণ ও সমন্বয়কে কী বলে?
▶ জিনগত বৈচিত্র্য।
57. কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবের আপেক্ষিক প্রাচুর্যকে কী বলে?
▶ প্রজাতিগত বৈচিত্র্য।
58. বাস্তুরীতি ও জীবসম্প্রদায়গত বৈচিত্র্যকে কী বলে?
▶ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।
59. পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।
► একশৃঙ্গ গন্ডার।
60. পৃথিবীর সমগ্র জীবপ্রজাতির কত শতাংশ অতিবৈচিত্র্যশালী দেশে অবস্থিত?
▶ 70%।
61. ক্রায়োসংরক্ষণ বলতে কী বোঝ?
উত্তর: ক্রায়োসংরক্ষণ হল একটি এক্স-সিটু সংরক্ষণ প্রক্রিয়া যাতে কোশ, কলা বা অন্য কোনো সজীব দেহাংশ তরল নাইট্রোজেনে প্রায়-196°C তাপমাত্রায় রেখে দীর্ঘদিন সজীব রাখা হয়।
62. ক্রায়োপ্রিজারভেশন করার ক্ষেত্রে প্রধান দুটি সমস্যা উল্লেখ করো।
উত্তর: ক্রায়োপ্রিজারভেশনের সমস্যাগুলি হল-① দ্রুত তাপমাত্রা হ্রাসে কোশে বরফ জমে তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। একে 'ক্রায়োইনজুরি' বলে। ② ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস করলে কোশীয় অভিস্রবণ পদ্ধতি বিনষ্ট হয়।
63.ক্রায়োসংরক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো এবং একটি উদাহরণ দাও।
উত্তর: ক্রায়োসংরক্ষণের বৈশিষ্ট্যগুলি হল-① এইজাতীয় সংরক্ষণের ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। ② সাধারণত -196°C তাপমাত্রায় বিভিন্ন ধরনের পরাগরেণু, গ্যামেট, কলাকোশ, বীজ ইত্যাদি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়।
64. বাফার জোন কী?
উত্তর: বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান তিনটি অঞ্চলের মধ্যে কেন্দ্রীয় কোর অঞ্চলকে পরিবেষ্টন করে যে অঞ্চলটি থাকে, তাকে বাফার জোন বলে। এটি কোর জোন ও ট্রানজিশন জোনের মাঝের অংশ। বাফার জোন হল বায়োস্ফিয়ার রির্জাভের সেই অংশ যেখানে প্রাকৃতিক সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহার, গবেষণা ও শিক্ষামূলক কাজকর্ম সীমিতভাবে অনুমোদিত।
65. বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপনের দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর: বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপনের দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল- ① বায়োস্ফিয়ারে থাকা জীবসমূহকে প্রজাতিগত ও জিনগত বৈচিত্র্যের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করা। ② মানুষ ও প্রকৃতির আন্তঃসম্পর্কের উন্নতিসাধনের ব্যবস্থা করা।
66. বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: বায়োস্ফিয়ার রিজার্ভ
যে বিশেষ বনাঞ্চলে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য বহুমুখী ব্যবহারের উপযোগী জমি অঞ্চলভিত্তিক ও নির্দিষ্ট ক্রিয়াকর্মভিত্তিক কতকগুলি নির্দিষ্ট অংশে ভাগ করা হয়, তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে।
67. অভয়ারণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: অভয়ারণ্যের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল① অভয়ারণ্যে বন্যপ্রাণী শিকার রাজ্য সরকার কর্তৃক আইন প্রণয়নের মাধ্যমে নিষিদ্ধ করা হয়। ② এই ধরনের বনাঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, তবে মুখ্য বন আধিকারিক বা কর্তব্যরত সরকারি কার্যালয়ের অনুমতি সাপেক্ষে প্রবেশাধিকার দেওয়া হয়।
68. অভয়ারণ্য স্থাপনের যে-কোনো দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর: অভয়ারণ্য স্থাপনের গুরুত্বপূর্ণ দুটি উদ্দেশ্য হল- ① চোরাশিকারির হাত থেকে প্রাণী বৈচিত্র্যকে রক্ষা করা। ② স্বাভাবিক পরিবেশে সংকটাপন্ন জীবপ্রজাতির সংরক্ষণের ব্যবস্থা করা।
69. জীববৈচিত্র্য সংরক্ষণে অভয়ারণ্যের ভূমিকা লেখো।
উত্তর: ① অভয়ারণ্যগুলি স্থানীয় বা এনডেমিক প্রজাতিগুলি রক্ষা করতে সাহায্য করে। ② স্থানীয় বাস্তুতন্ত্র বজায় রাখা, জীবের প্রজননে স্থান প্রদান করে জীববৈচিত্র্য বজায় রাখতে অভয়ারণ্য সাহায্য করে। ③ অভয়ারণ্য ইকোপর্যটন দ্বারা মানুষকে আনন্দ প্রদান করে থাকে। প্রকৃতি ও জীব সম্বন্ধে সঠিক জ্ঞানলাভেও এগুলি সাহায্য করে।
70. বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে- কোনো চারটি তালিকাভুক্ত করো।
উত্তর: বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ, সেগুলি-① বন্যপ্রাণী হত্যা নিষিদ্ধ, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে বনে প্রবেশ করাও নিষিদ্ধ। ② বন্যপ্রাণী শিকার ও বেআইনিভাবে বনভূমির জমি দখল নিষিদ্ধ। ও জনসাধারণের তথা পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। ④ ইচ্ছেমতো বন্যপ্রাণী নিয়ে গবেষণা করা নিষিদ্ধ।
71. সংরক্ষিত অরণ্য বা সংরক্ষিত বনাঞ্চল কাকে বলে? উদাহরণ দাও।
40. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোন্টি?
▶ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলটি 1986 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়)।
41. কোন্ ইন-সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ | মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ হয়?
▶ বায়োস্ফিয়ার রিজার্ভ সংরক্ষণ ব্যবস্থায়।
42. জীবগোষ্ঠীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে কী বলে?
▶ এক্স-সিটু সংরক্ষণ।
43. চিড়িয়াখানায় বাঘের সংরক্ষণ কী ধরনের সংরক্ষণ?
▶ এক্স-সিটু সংরক্ষণ।
44. পশ্চিমবঙ্গের একটি চিড়িয়াখানার নাম লেখো।
▶ জুলজিক্যাল গার্ডেন, আলিপুর।
45. পশ্চিমবঙ্গের একটি বোটানিক্যাল গার্ডেন-এর নাম লেখো।
▶ আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় বোটানিক গার্ডেন।
46. সাধারণত কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রায়োপ্রিজারভেশন করা হয়?
▶ সাধারণত -196°C তাপমাত্রায় ক্রায়োপ্রিজারভেশন করা হয়।
47. কোন্ প্রাণীতে ক্রায়োপ্রোটেকটান্ট পাওয়া যায়?
▶ সুমেরু ও কুমেরু অঞ্চলের পতঙ্গ, মাছ ও উভচরে ক্রায়োপ্রোটেকটান্ট বা অ্যান্টিফ্রিজিং প্রোটিন কম্পাউন্ড পাওয়া যায়।
48. ক্রায়োপ্রোটেকটান্ট কীভাবে কোশে বরফ স্ফটিক তৈরি প্রতিরোধ করে?
▶ ক্রায়োপ্রোটেকটান্ট কোশের জল অণুগুলির সঙ্গে কোশীয় উপাদানের হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হতে দেয় না ও স্ফটিক সৃষ্টি প্রতিরোধ করে।
49. ক্রায়োসংরক্ষণের মাধ্যমে কী কী সংরক্ষিত হয়?
▶ গ্যামেট, ভ্রুণ, বীজ, পরাগরেণু ও কণা।
50. জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতির নাম কী?
▶ ইন-সিটু সংরক্ষণ।
51. পেরিয়ার জাতীয় উদ্যান (1982) কোন্ রাজ্যে অবস্থিত?
▶ কেরল।
52. বনমন্ত্রক 2013-এর তথ্য অনুযায়ী, ভারতে কয়টি জাতীয় উদ্যান সরকারিভাবে স্বীকৃত?
▶ 102টি।
53. বিভিন্ন ধরনের পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তাকে কী বলে?
▶ জীববৈচিত্র্য।
54. পৃথিবীর কোথায় সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়?
▶ ক্রান্তীয় বর্ষা অরণ্য অঞ্চলগুলিতে পৃথিবীর সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়।
55. সুস্থ ও কার্যকর বাস্তুতন্ত্রের ভিত্তি কী?
▶ জীববৈচিত্র্য।
56. একই প্রজাতির মধ্যে জিনের বিভিন্ন প্রকরণ ও সমন্বয়কে কী বলে?
▶ জিনগত বৈচিত্র্য।
57. কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবের আপেক্ষিক প্রাচুর্যকে কী বলে?
▶ প্রজাতিগত বৈচিত্র্য।
58. বাস্তুরীতি ও জীবসম্প্রদায়গত বৈচিত্র্যকে কী বলে?
▶ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।
59. পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।
► একশৃঙ্গ গন্ডার।
60. পৃথিবীর সমগ্র জীবপ্রজাতির কত শতাংশ অতিবৈচিত্র্যশালী দেশে অবস্থিত?
▶ 70%।
61. ক্রায়োসংরক্ষণ বলতে কী বোঝ?
উত্তর: ক্রায়োসংরক্ষণ হল একটি এক্স-সিটু সংরক্ষণ প্রক্রিয়া যাতে কোশ, কলা বা অন্য কোনো সজীব দেহাংশ তরল নাইট্রোজেনে প্রায়-196°C তাপমাত্রায় রেখে দীর্ঘদিন সজীব রাখা হয়।
62. ক্রায়োপ্রিজারভেশন করার ক্ষেত্রে প্রধান দুটি সমস্যা উল্লেখ করো।
উত্তর: ক্রায়োপ্রিজারভেশনের সমস্যাগুলি হল-① দ্রুত তাপমাত্রা হ্রাসে কোশে বরফ জমে তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। একে 'ক্রায়োইনজুরি' বলে। ② ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস করলে কোশীয় অভিস্রবণ পদ্ধতি বিনষ্ট হয়।
63.ক্রায়োসংরক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো এবং একটি উদাহরণ দাও।
উত্তর: ক্রায়োসংরক্ষণের বৈশিষ্ট্যগুলি হল-① এইজাতীয় সংরক্ষণের ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। ② সাধারণত -196°C তাপমাত্রায় বিভিন্ন ধরনের পরাগরেণু, গ্যামেট, কলাকোশ, বীজ ইত্যাদি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়।
64. বাফার জোন কী?
উত্তর: বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান তিনটি অঞ্চলের মধ্যে কেন্দ্রীয় কোর অঞ্চলকে পরিবেষ্টন করে যে অঞ্চলটি থাকে, তাকে বাফার জোন বলে। এটি কোর জোন ও ট্রানজিশন জোনের মাঝের অংশ। বাফার জোন হল বায়োস্ফিয়ার রির্জাভের সেই অংশ যেখানে প্রাকৃতিক সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহার, গবেষণা ও শিক্ষামূলক কাজকর্ম সীমিতভাবে অনুমোদিত।
65. বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপনের দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর: বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপনের দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল- ① বায়োস্ফিয়ারে থাকা জীবসমূহকে প্রজাতিগত ও জিনগত বৈচিত্র্যের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করা। ② মানুষ ও প্রকৃতির আন্তঃসম্পর্কের উন্নতিসাধনের ব্যবস্থা করা।
66. বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: বায়োস্ফিয়ার রিজার্ভ
যে বিশেষ বনাঞ্চলে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য বহুমুখী ব্যবহারের উপযোগী জমি অঞ্চলভিত্তিক ও নির্দিষ্ট ক্রিয়াকর্মভিত্তিক কতকগুলি নির্দিষ্ট অংশে ভাগ করা হয়, তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে।
67. অভয়ারণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: অভয়ারণ্যের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল① অভয়ারণ্যে বন্যপ্রাণী শিকার রাজ্য সরকার কর্তৃক আইন প্রণয়নের মাধ্যমে নিষিদ্ধ করা হয়। ② এই ধরনের বনাঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, তবে মুখ্য বন আধিকারিক বা কর্তব্যরত সরকারি কার্যালয়ের অনুমতি সাপেক্ষে প্রবেশাধিকার দেওয়া হয়।
68. অভয়ারণ্য স্থাপনের যে-কোনো দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর: অভয়ারণ্য স্থাপনের গুরুত্বপূর্ণ দুটি উদ্দেশ্য হল- ① চোরাশিকারির হাত থেকে প্রাণী বৈচিত্র্যকে রক্ষা করা। ② স্বাভাবিক পরিবেশে সংকটাপন্ন জীবপ্রজাতির সংরক্ষণের ব্যবস্থা করা।
69. জীববৈচিত্র্য সংরক্ষণে অভয়ারণ্যের ভূমিকা লেখো।
উত্তর: ① অভয়ারণ্যগুলি স্থানীয় বা এনডেমিক প্রজাতিগুলি রক্ষা করতে সাহায্য করে। ② স্থানীয় বাস্তুতন্ত্র বজায় রাখা, জীবের প্রজননে স্থান প্রদান করে জীববৈচিত্র্য বজায় রাখতে অভয়ারণ্য সাহায্য করে। ③ অভয়ারণ্য ইকোপর্যটন দ্বারা মানুষকে আনন্দ প্রদান করে থাকে। প্রকৃতি ও জীব সম্বন্ধে সঠিক জ্ঞানলাভেও এগুলি সাহায্য করে।
70. বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে- কোনো চারটি তালিকাভুক্ত করো।
উত্তর: বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ, সেগুলি-① বন্যপ্রাণী হত্যা নিষিদ্ধ, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে বনে প্রবেশ করাও নিষিদ্ধ। ② বন্যপ্রাণী শিকার ও বেআইনিভাবে বনভূমির জমি দখল নিষিদ্ধ। ও জনসাধারণের তথা পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। ④ ইচ্ছেমতো বন্যপ্রাণী নিয়ে গবেষণা করা নিষিদ্ধ।
71. সংরক্ষিত অরণ্য বা সংরক্ষিত বনাঞ্চল কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: সংরক্ষিত অরণ্য: ভারতীয় বন আইন, 1927 অনুযায়ী রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যেসব অরণ্যে সাধারণের প্রবেশের অধিকার থাকে না, কিন্তু অনুমতি নিয়ে গবেষকরা প্রবেশ করতে পারে সেইসব বনভূমিকে সংরক্ষিত অরণ্য বলে।
72 অভয়ারণ্য বা স্যাংচুয়ারি কাকে বলে? দুটি উদাহরণ দাও।
উত্তর: অভয়ারণ্য: রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এমন একটি বনাঞ্চল যেখানে আইনের মাধ্যমে বন্যপ্রাণী হত্যা বা শিকার করা এবং জনসাধারণের প্রবেশ একেবারে নিষিদ্ধ, তাকে অভয়ারণ্য বলে। কিন্তু গবেষণার স্বার্থে অনুমতি সাপেক্ষে অভয়ারণ্যে প্রবেশাধিকার লাভ করা যায়।
73. ইন সিটু সংরক্ষণ বলতে কী বোঝ?
উত্তর: কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার ও বংশবিস্তার করার সমস্ত সুবিধা প্রদান করে সংরক্ষণ করাকে ইন-সিটু সংরক্ষণ বা স্বস্থানিক সংরক্ষণ বলে। যেমন-সুন্দরবন জাতীয় উদ্যানে বাঘ সংরক্ষণ।
74. ইন-সিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি কী কী?
উত্তর: ইন-সিটু সংরক্ষণের সুবিধা হল-① প্রাকৃতিক পরিবেশে কম খরচে সংরক্ষণ করা যায়। ② জীবের মুক্ত প্রজনন সম্ভব হয় বলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়।
ইন-সিটু সংরক্ষণের অসুবিধা হল-① বৃহৎ আয়তন স্থানের প্রয়োজন হয়। ② অসুস্থ জীবের চিকিৎসা সম্ভব হয় না।
প্রশ্ন 1 একটি রেখাচিত্রের বা পর্যায়চিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রের বর্ণনা দাও।
অথবা, নাইট্রোজেন চক্রের ধাপগুলি একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
N2+ O₂ 2NO ; 2NO + O₂ 2NO₂ ;
2NO₂ + H2O H₂O HNO₂ +
আয়নগুলি মাটিতে Nitrosomonas (নাইট্রোসোমোনাস) নামক
2NH+30₂→ 2NO₂ + 4H+ + 2H₂ O; 2NO₂ + O2→2NO3
অংশ প্রশ্ন, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে-কোনো প্রধান তিনটি ঘটনা ব্যাখ্যা করো।অংশ প্রশ্ন, "মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে"-দুটি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো।
অথবা, 'মানব ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে'-ব্যাখ্যা করো। [