অধ্যায় 4

অভিব্যক্তি ও অভিযোজন
------------------------------------

1. যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় কোনো উদ্‌দ্বংশীয় সরল জীব থেকে জটিলতর জীবের সৃষ্টি হয় তাকে বলে—-----

উওরঃ জৈব অভিব্যক্তি
 
2. আদি জীব থেকে জীবের ক্রমবিকাশকে বলে—-------- 

উওরঃ অভিব্যক্তি

3. 'Evolution' শব্দটি প্রথম প্রবর্তন করেন যে বিজ্ঞানী তিনি হলেন—-------

উওরঃ হারবার্ট স্পেনসার

4. অভিব্যক্তি অধ্যয়নের একক হল—------

উওরঃ প্রজাতি

5.পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হল—----

উওরঃ অভিব্যক্তি

6.The Origin of Life' গ্রন্থটি রচনা করেন—------

উওরঃ ওপারিন

 7. 'জীবনের উৎপত্তি' তত্ত্ব বা রাসায়নিক বিবর্তনবাদ প্রথম প্রবর্তন করেন—-------

উওরঃ ওপারিন ও হ্যালডেন

 ৪. জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে'----এই উক্তিটির প্রবক্ত হলেন—--------

উওরঃ লুই পাস্তুর

9.পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল—-----়

উওরঃ অক্সিজেন

10.তে সর্বপ্রথম জীবনের বা প্রাণের আবির্ভাব ঘটে—--------
 
উওরঃ সমুদ্রে

11. বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক্-পরিবেশটি ছিল—--------

উওরঃ সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ

12. জীবনের উৎপত্তির সঙ্গে সংশ্লিষ্ট সরল যৌগগুলি হল—-----

উওরঃ CH4, NH3

13. প্রথম কোশীয় সংগঠন দেখা যায় যেখানে, সেটি হল—-----

উওরঃ নিউক্লিওপ্রোটিন কোয়াসারভেট

14. জীবনের উৎপত্তিতে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল—----

উওরঃ নিউক্লিওটাইড নিউক্লিওসাইড প্রোটিন অ্যামিনো অ্যাসিড

15. পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয়—-----

 উওরঃ 370 কোটি বছর আগে© 100 কোটি বছর আগে
 
16. নীচের কোন্ সজ্জাক্রমটি সঠিক?

উওরঃ পৃথিবীর উৎপত্তি জীবনের উৎপত্তি মুক্ত অক্সিজেনের উৎপত্তি বহুকোশী জীবের উৎপত্তি
 
17. জীবনের রাসায়নিক উৎপত্তি সম্বন্ধীয় অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলকভাবে ব্যাখ্যা করেছেন—-------
 
উওরঃ মিলার ও উরে  

18. বিজ্ঞানী মিলার ও উরে নীচের যেটি থেকে সরল অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করেন, তা হল—-------
 
উওরঃ  H2, NH3, CH4 এবং জলীয় বাষ্প 

19. জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কী কী

উওরঃ জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন মিথেন, হাইড্রোজেন

20. মিলার ও উরে তাঁদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলির মধ্যে কোনগুলি অ্যামিনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো—-------
   
উওরঃ গ্লাইসিন, অ্যালানিন—-----এই দুটি অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ছিল
 
21. 'Evolution' শব্দটি কে প্রবর্তন করেন?

উওরঃ বিজ্ঞানী হারবার্ট স্পেনসার

22. অভিব্যক্তির জনক কে?

উওরঃ বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন
 
23. অভিব্যক্তির দুটি কারণ লেখো

উওরঃ মিউটেশন ও অভিযোজন

24. পৃথিবীর আনুমানিক বয়স কত?

উওরঃ 460 কোটি বছর

25. আদি পৃথিবীতে কার্বন কীরূপে ছিল?

উওরঃ আদি পৃথিবীতে কার্বন বিজারিতরূপে বিভিন্ন হাইড্রোকার্বন যৌগ হিসেবে ছিল

26. আদি পৃথিবীতে কার্বন ও হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হাইড্রোকার্বনগুলি কী কী?

উওরঃ আদি পৃথিবীতে কার্বন ও হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হাইড্রোকার্বনগুলি হল-মিথেন, অ্যাসিটিলিন, ইথিলিন প্রভৃতি

27. প্রাচীন উত্তপ্ত সমুদ্রকে 'হট ডাইলিউট স্যুপ' বলে কে অভিহিত করেন?

উওরঃ বিজ্ঞানী হ্যালডেন

28. প্রাচীন পৃথিবীর তপ্ত সমুদ্রকে 'বিশাল রান্নার পাত্র' (huge cooking pot) বলে কে অভিহিত করেন?

উওরঃ বিজ্ঞানী হ্যালডেন

29. প্রথম প্রাণের বা জীবনের আবির্ভাব কোথায় হয়েছিল?

 উওরঃ জলে (সমুদ্রে)

30. মাইক্রোস্ফিয়ার ও কোয়াসারভেটের মধ্যে কোন্টি ATP ব্যবহারে সক্ষম ছিল?

 উওরঃ মাইক্রোস্ফিয়ার

31. 'মাইক্রোস্ফিয়ার জীবন উৎপত্তিতে গুরুত্বপূর্ণ'-এটি কার ধারণা?

 উওরঃ বিজ্ঞানী সিডনি ফক্স

32. কোয়াসারভেট ধারণাটি প্রথম কে উপস্থাপন করেন?

উওরঃ আলেকজান্ডার ওপারিন এবং জে বি এস হ্যালডেন

33. প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কী প্রকারের ছিল?

উওরঃ বিজ্ঞানীদের মতে, প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড RNA প্রকৃতির ছিল

34. পৃথিবীতে কোন্ নিউক্লিক অ্যাসিড প্রথমে সৃষ্টি হয়েছিল?

উওরঃ RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড
 
35. পৃথিবীতে প্রাণের আবির্ভাব কত বছর আগে হয়েছিল?

 উওরঃ পৃথিবীতে প্রাণের আর্বিভাব 370 কোটি বছর আগে হয়েছিল

36. বায়োজেনি কী?

উওরঃ প্রাচীন পৃথিবীতে আদিকোশের উৎপত্তি ও জীবনের অভিব্যক্তির সৃষ্টির ধারাবাহিক ঘটনাকে বায়োজেনি বলে

37. জড়বস্তু থেকে জীব সৃষ্টি হওয়ার মতবাদকে কী বলে?

 উওরঃ অজীবজনি বা অ্যাবায়োজেনেসিস

38. কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কী বলা হয়?

উওরঃ প্রোটোসেল

39. মিলার ও উরের পরীক্ষায় শক্তির উৎস কী ছিল?

উওরঃ ইলেকট্রোড দ্বারা সৃষ্ট তড়িৎ বিচ্ছুরণ

40. মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বড়ো ও ছোটো ফ্লাস্কের আয়তন লেখো

উওরঃ মিলার ও উরে পরীক্ষায় 5L আয়তনের বড়ো ফ্লাস্ক ও 500ml আয়তনের ছোটো ফ্লাস্ক ব্যবহার করেছিলেন

41. মিলার ও উরের পরীক্ষায় 'U' আকৃতির নলে সংশ্লেষিত দুটি জৈব অ্যাসিডের নাম লেখো
গ্লাইসিন ও অ্যালানিন

উওরঃ বিজ্ঞান

শূন্যস্থান পূরণ করো

1. জীববিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল—---- যেখানে তুলনামূলক সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তি ঘটে

উওরঃ অভিব্যক্তি

2. জীবের পপুলেশনে—------- থাকলে তবেই অভিব্যক্তি ঘটে

উওরঃ প্রকরণ বা ভেদ

3. 'অরিজিন অফ লাইফ অন আর্থ' বইটি বিজ্ঞান —------এর লেখা

উওরঃ ওপারিন

4. জীবনের রাসায়নিক উৎপত্তিকে বলা হয়

উওরঃ কেমোজেনি

5. গ্রিক দার্শনিক—----এর মতে অজৈব বস্তুর রূপান্তরের মাধ্যমেই পৃথিবীতে জৈববস্তুর আবির্ভাব ঘটেছে

উওরঃ অ্যারিস্টটল

6. হট ডাইলিউট স্যুপের অপর নাম হল—------

উওরঃ  প্রিবায়োটিক স্যুপ

7. ওপারিনের মতে তপ্ত লঘু স্যুপের মধ্যে সীমানা পর্দাবৃত যে আদিকোশ গঠিত হয়েছিল, তাকে—------- বলে

উওরঃ কোয়াসারভেট

৪. জীবন উৎপত্তির আদি পর্যায়ে—------ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়

উওরঃ কোয়াসারভেট

9. বিজ্ঞানী ফক্সের মতে প্রথম কোনো জীব সৃষ্টি হয় থেকে

উওরঃ মাইক্রোস্ফিয়ার
 
10. প্রথম সৃষ্ট নিউক্লিওটাইড—--------- প্রকৃতির ছিল

 উওরঃ RNA

11. জীবন সৃষ্টির বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা হলেন—-------

উওরঃ লুই পাস্তুুর

12. প্রোটোসেল—----পর্দাবৃত

উওরঃ দ্বিস্তরায়

13. জৈব অভিব্যক্তির একটি পর্যায়ে এককোশী জীবের উৎপত্তির পর ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটে

উওরঃ সালোকসংশ্লেষকারী

14. মিলার ও উরের পরীক্ষায় প্রাপ্ত প্রধান জৈবরাসায়নিক পদার্থ ছিল

উওরঃ অ্যামিনো অ্যাসিড
 
15. মিলার ও উরে CH4, NH3, H এবং নিয়ে তাঁদের পরীক্ষা করেছিলেন

উওরঃ H2O


Editing By:- Lipi Medhi