Lesson
2
Short Answer Question
1. 00C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট
ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অন্তিম উয়তা কত হবে?
উত্তর: মনে করি, গ্যাসটির প্রাথমিক চাপ (P1) = p ও (V1) = V
.: গ্যাসটির অন্তিম চাপ (P2) = 2p ও আয়তন (V2) = V2 ।
গ্যাসের প্রাথমিক উষ্ণতা (T1) = 273 + 0 = 273 K
গ্যাসটির অন্তিম উষ্ণতা = T2 হলে, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই,
P1V1T1 = p2V2T2 বা, T2= p2V2T1P1V1
বা, T2= 2pV2732PV বা, T2=273 K
.: সেলসিয়াস স্কেলে গ্যাসের অন্তিম উষ্ণতা = (273-273)0C=00C
2. কোনো গ্যাসের 1 গ্রাম 70C উষ্ণতায় 2 অ্যাটমস্ফিয়ার
চাপে 410 mL আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো।
(R=0.082 L . atm .mol-1.K-1)
উত্তর: গ্যাসের ভর (W) = 1g , উষ্ণতা (T)
= (273 + 7) K
= 280 K চাপ (p) = 2 atm ও আয়তন (V) = 410 mL = 0.41L
মনে করে, গ্যাসটির মোলার ভর = M
আদর্শ গ্যাস সমীকরণ, pV = WM RT সমীকরণ থেকে পাই,
M = WRTpV
বা, M = 10.08228020.41=28
গ্যাসটির মোলার ভর 28 g . mol-1।
3. 00C উষ্ণতা ও 380 mm Hg চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 50 m3 হলে STP-তে এই গ্যাসের আয়তন কত হবে?
উত্তর: গ্যাসটির প্রাথমিক উষ্ণতা (T1) = 273 + 27 = 300 K, চাপ(P1) = 380 mm Hg ও আয়তন (V1) = 50 m3 এবং অন্তিম
গ্য়াসের আচরণ
--------------------------
.: গ্যাসটির অন্তিম চাপ (P2) = 2p ও আয়তন (V2) = V2 ।
গ্যাসের প্রাথমিক উষ্ণতা (T1) = 273 + 0 = 273 K
গ্যাসটির অন্তিম উষ্ণতা = T2 হলে, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই,
P1V1T1 = p2V2T2 বা, T2= p2V2T1P1V1
বা, T2= 2pV2732PV বা, T2=273 K
.: সেলসিয়াস স্কেলে গ্যাসের অন্তিম উষ্ণতা = (273-273)0C=00C
= 280 K চাপ (p) = 2 atm ও আয়তন (V) = 410 mL = 0.41L
মনে করে, গ্যাসটির মোলার ভর = M
আদর্শ গ্যাস সমীকরণ, pV = WM RT সমীকরণ থেকে পাই,
M = WRTpV
বা, M = 10.08228020.41=28
গ্যাসটির মোলার ভর 28 g . mol-1।
তাপমাত্রা (T2) = 273 K ও চাপ (P2) = 760 mm Hg।
মনে করি, গ্যাসটির অন্তিম আয়তন = V2
.: চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই,
P1V1T1= P2V2T2 বা, 38050300=760V2273
বা, V2=22.75 m3
.: STP-তে ওই গ্যাসের আয়তন হবে 22.75 m3 ।
বা, P2p12=V1V
আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই,
pVT=p1V1T1বা, PP1=V1TT1V বা, P2P12=V12T2T12V2
(1) নং ও (2) নং সমীকরণ তুলনা করে পাই,
V1V=V12T2T12V2 বা, V1T2=T12V
বা, 2V.T2=T12.V বা, T12=2T2 বা, T1=2T
.: গ্যাসটির আয়তন 2V হলে তাপমাত্রা 2T হবে।
ii] n মোল পরিমাণ কোনো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ
pV = nRT
গ্যাসের ভর Wg এবং মোলার ভর M g .mol-1 হলে,
n=WM
(1) নং সমীকরণ থেকে পাই,
pV = WMRT বা, pV = WRTT
বা, pV = W. r. T
যেখানে r=RM হল গ্যাসটির আপেক্ষিক গ্যাস ধ্রুবক।
iii] H2 গ্যাসের মোলার ভর, M1 = 2 g.mol-1
.: r = 8.31 J.mol-1. K-12 g.mol-1=4.155 J . g-1.k-1
O2 গ্যাসের মোলার ভর, M2 = 32 g. mol-1
.: r = 8.31 J . mol-1. K-32 g . mol-1=0.26 J.g-1.K-1
আমরা জানি, p1V1T1 = p2 V2 T2 বা, pV273=2p. 2VT2
বা, T2=1092K
সেলসিয়াস স্কেলে অন্তিম উষ্ণতা = (1032 - 273)0C = 8190C
প্রাথমিক উন্নতা (T1) = 30 + 273 = 303 K প্রাথমিক আয়তন
(V1) = 256 cm3, অন্তিম চাপ (p2) = 76cm পারদস্তম্ভের চাপ,
এবং অন্তিম উয়তা (T2) = 0 + 273 = 273 K I
মনে করি, গ্যাসের অন্তিম আয়তন = V2।
আমরা জানি, p1V1T1 =76V2T2 বা, V2 = 327.77 cm3
.. গ্যাসের অন্তিম আয়তন হবে 327.77 cm3 ।
2 mol N₂ গ্যাসে পরমাণুর সংখ্যা
= 26.02210232=24.0881023 টি
1টি NH3 অণুতে পরমাণুর সংখ্যা = 4
.: 1 mol NH3 গ্যাসে পরমাণুর সংখ্যা
= 46.0221023=24.0881023 টি
2 mol N2 ও 1 mol NH3 উভয় গ্যাসেই পরমাণুর সংখ্যা সমান।
এক্ষেত্রে O₂ গ্যাসের মোল-সংখ্যা (n) = 6432 = 2
গ্যাসের চাপ (p) = 2 atm , উষ্ণতা (T) = 300 K মনে করি, গ্যাসের আয়তন = V ।
আদর্শ গ্যাস সমীকরণ pV = nRT থেকে পাই,
V=nRTp বা, V = 20.0823002
বা, V = 24.6 L
গ্যাসটির আয়তন 24.6 L।
উত্তর: 606 0C
2. 760 mm Hg চাপে 7°C উন্নতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 560 cm3। একই চাপে 30 0C উন্নতায় ওই গ্যাসের আয়তন কত হবে?
উত্তর: 606 cm3
3. স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 760 mL ও 60 cm Hg। ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1200 mL হবে?
উত্তর: 38 cm Hg
4. কোনো হ্রদের তলদেশ থেকে 1 mm ব্যাসার্ধের একটি বুদ্বুদ উপরিতলে এলে ব্যাসার্ধ 3 mm হয়। জল ব্যারোমিটারের উচ্চতা 10.34 m হলে হ্রদের গভীরতা কত? হ্রদের সর্বত্র উন্নতা স্থির আছে ধরে নাও।
উত্তর: 268.84 m
5. 210 cm3 আয়তনের একটি বেলুনকে হ্রদের 20.68 m গভীরে নিয়ে গেলে আয়তন কত হবে? ধরে নাও বায়ুমণ্ডলীয় চাপ 10.34 m জলস্তম্ভের চাপের সমান।
উত্তর: 70 cm3
6. 1m দীর্ঘ একটি ব্যারোমিটার নলে কিছু পরিমাণ বাতাস প্রবেশ করানোয় ব্যারোমিটারের পাঠ 76 cm থেকে কমে 68.4 cm হলে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে ওই বাতাসের আয়তন কত হবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 76 cm Hg, নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল = 1 cm2
উত্তর: 3.16 cm3
7. একটি সিলিন্ডারে ৪ atm চাপে হাইড্রোজেন গ্যাস আছে। উন্নতা অপরিবর্তিত রেখে 2 atm চাপে 3L আয়তনের কতগুলি বেলুন ভরতি করা যাবে?
উত্তর: 15 টি
৪. নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে 70C থেকে 270C পর্যন্ত উত্তপ্ত করা হল। ওই গ্যাসটির 70C এবং 270C উন্নতায় আয়তনের অনুপাত কত?
উত্তর: 14:15
9. 470C উন্নতায় কোনো গ্যাসের আয়তন 10 L। চাপ স্থির রেখে উয়তা 2070C করা হলে গ্যাসটির আয়তন হয় 15 L। পরম শূন্য উন্নতার মান নির্ণয় করো।
উত্তর: 2730C
10. 270C উয়তায় এবং 90cm Hg চাপে একটি গ্যাসের আয়তন 2L। 70C উয়তায় ও 70 cm Hg চাপে গ্যাসের আয়তন কত হবে?
উত্তর: 2.4 L
11. কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উন্নতা 170C । গ্যাসটিকে এমনভাবে উত্তপ্ত করা হল যাতে চাপ 2 গুণ ও আয়তন 32 গুণ হয়। গ্যাসের অন্তিম উন্নতা কত?
উত্তর: 5970C
12. 270C উয়তায় ও 106dyn/cm2 চাপে 3.2 g অক্সিজেন গ্যাসের আয়তন কত?
উত্তর: 2.493 L
13. 2106dyn/cm2 চাপে এবং 1270C উন্নতায় 8.31 L. বায়ুতে কতগুলি অণু আছে?
R=8.31 J . mol-1. K-1
উত্তর:
14. 3.1 L আয়তনের একটি বদ্ধপাত্রে 370C উষ্ণতায় 16 g O2 গ্যাস আছে। গ্যাসের চাপ নির্ণয় করো। R=0.082 L. atm . mol-1.K-1
উত্তর: 4.1 atm
15. STP-তে 1.4 L কোনো গ্যাসে অণুর সংখ্যা কত?
উত্তর:
16. 2 atm চাপে ও 300 K উষ্ণতায় 22 g CO2 গ্যাসের (C = 12, O = 16) আয়তন কত হবে? R=0.082 L . atm . mol-1. K-1
উত্তর: 6.15 L
17. ঘরের তাপমাত্রায় 76 cm Hg চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 5L। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 38 cm Hg চাপে ওই গ্যাসের আয়তন কত হবে?
উত্তর: 10 L
18. 00C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন 2.5 গুণ করা হল। গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে?
উত্তর: 409.50C