Lesson 6 

চলতড়িৎ
-------------------

[MCQs]

1. বৈদ্যুতিক মোটরে আর্মেচারের ঘূর্ণন বেগ বাড়ানো যায়—---

(a) প্রবাহমাত্রা বাড়িয়ে
(b) কুণ্ডলীর পাকসংখ্যা
(c) শক্তিশালী চুম্বক ব্যবহার করে
(d) সবকটি 

উত্তর: সবকটি
 
2. ফ্লেমিং-এর বাম হস্ত নিয়মে মধ্যমা—---

(a) তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে
(b) চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ 
(c) পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে
(d) কোনোটিই নয়

উত্তর: তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে
 
3. একটি ঋজু তার দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে তড়িৎপ্রবাহ হচ্ছে। এর জন্য উত্তর দিকে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন্ দিক বরাবর হবে?
 
(a) পূর্ব দিক
(b) পশ্চিম দিক
(c) উল্লম্বভাবে ওপর দিক
(d) উল্লম্বভাবে নীচের দিক
 
উত্তর: উল্লম্বভাবে নীচের দিক
 
4.বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারা (star) চিহ্ন নির্দেশ করে—----
 
(a) ভোল্টেজ রেটিং
(b) ওয়াট রেটিং
(c) এনার্জি রেটিং
(d) অ্যাম্পিয়ার রেটিং

উত্তর: এনার্জি রেটিং
 
5. 60 W, 80 W 100 W ক্ষমতাসম্পন্ন তিনটি বাল্বকে শ্রেণি সমবায়ে ব্যাটারির সাথে যুক্ত করা হলে যে বাল্বটির উজ্জ্বলতা সর্বাধিক হবে তার ক্ষমতা—---
 
(a) 60 W
(b) 80 W
(c) 100 W
(d) তিনটির উজ্জ্বলতা সমান হবে
 
উত্তর: 60 W
 
6. পারদজনিত দূষণ ঘটে—----
 
(a) ভাস্বর  বালবে
(b) CFL বালবে
(c) LED বালবে
(d) সবগুলিতে
 
উত্তর: CFL বালবে
 
7. নীচের কোল্টিন্ট 1 W (watt) বোঝায় না?
 
(a) 1 V 1 A
(b) 1 A2  1
(c) 1V21
(d) 1 V 1
 
উত্তর: 1 V 1
 
8. নীচের কোন সম্পর্কটি সঠিক নয়?
 
(a) H = V2Rt
(b) H = VIt
(c) H = I2Rt
(d) H = V2tR

উত্তর: H = V2Rt
 
9.পরিবাহীর রোধ (R) ও সময় (t) অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ (H) ও প্রবাহমাত্রার (I) সম্পর্ক হল--
 
(a) H I
(b) H 1I2
(c) H I2
(d) H 1I

উত্তর: H I2
 
40. চারটি অভিন্ন রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। সমবায়ের তুল্য রোধ 2 প্রতিটি রোধের  মান—-----
 
(a) 4
(b) 16
(c) 8
(d) 32
 
উত্তর: 8
 
41. R1, R2, R3 (RR > R) রোধ তিনটির সমান্তরাল সমবায়ের তুল্য রোধ R হলে—---
 
(a) R > R1
(b) R > R2
(c) R > R3
(d) R < R3 < R2 < R1 
 
উত্তর: R < R3 < R2 < R1 
 
18. কোনো পরিবাহীর রোধাঙ্ক 2 × 10-8 Ω . m হলে পরিবাহিতাঙ্ক—---
 
(a) 2 × 107 S . m-1
(b) 2 × 10-8 S . m-1
(c) 5 × 107 S . m-1
(d) 5 × 108 S . m-1
 
উত্তর: 5 × 107 S . m-1
 
৪. রোধের মাত্রীয় সংকেত হল—--
 
(a) MLT-3I-1
(b) ML2T-3I-2
(c) ML2T-3I
(c) ML2T-2I-2
 
উত্তর: ML2T-3I-2
 
9. পরিবাহিতাঙ্কের একক কোন্টি?
 
(a) mho . metre-1 
(b) ohm . metre-1
(c) mho . metre
(d) ohm metre
 
উত্তর: mho . metre-1 
 
Short Answer Question
 
1. n-সংখ্যক R মানের রোেধ শ্রেণি সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ নির্ণয় করো। এই দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত?

উত্তর: মনে করি, R1, R2 , R3 , ..., Rn মানের n-সংখ্যক রোধ শ্রেণি সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ হয় R, এবং সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ হয় Rq,
.:   Rs = R1 + R2 + R3 + … + Rn
 এবং 1 Rq = 1 R1 + 1 R2 + 1 R3 + … + 1 Rn
যদি R = R2 = R3 = … = Rn= R হয় তাহলে (1) নং সমীকরণ থেকে পাই
Rs = nR
এবং (2) নং সমীকরণ থেকে পাই,
1 Rq = nR    বা,  Rq = nR
.:    Rs Rp = nRRn = n2
.: Rs : Rp = n21
 

2.Q পরিমাণ আধানকে দু-ভাগে ভাগ করে কিছুটা ব্যবধানে রাখা হল। কীভাবে ভাগ করা হলে পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে?

উত্তর: মনে করি, Q পরিমাণ আধানকে q ও (Q - q) পরিমাণে ভাগ করে। ব্যবধানে রাখা হল
:. পারস্পরিক বিকর্ষণ বল, F = kq( Q - q)r2 [যেখানে k একটি ধ্রুবক]
বা, F = kr2{q2 - 2 . q Q2 + (Q2)2 - Q24}
বা, F = kr2{ (q - Q2)2 - Q24}  বা, F = kr2{Q24 - ( q - Q2)2 }
F-এর সর্বোচ্চ মানের জন্য, q - Q2 = 0 হবে বা, q = Q2 হবে 
.:  Q পরিমাণ আধানকে সমান ভাগে বা Q2 এবং Q2 অংশে ভাগ করে 
নির্দিষ্ট ব্যবধানে রাখলে পারস্পরিক বিকর্ষণ বল সর্বোচ্চ হবে
 
3. কীভাবে আর্থিং করা হয়
 
উত্তর: আর্থিং-এর উদ্দেশ্যে একটি ধাতব পরিবাহী দণ্ড ভূমিতে পুঁতে দেওয়া হয়। গৃহস্থালির বর্তনীতে এই দণ্ডের সঙ্গে সংযুক্ত একটি অতিরিক্ত তার (আর্থিং তার) থাকে। ও পিন সকেটের ক্ষেত্রে অপেক্ষাকৃত মোটা ছিদ্রটি এই তারের সঙ্গে সংযোগসাধন করে। তারটির রোধ অত্যন্ত কম। তড়িৎযন্ত্রের ধাতব আচ্ছাদনের সঙ্গে আর্থিং তারের সংযোগ থাকে। ভূমির বিভব হল শূন্য। তাই কোনো কারণে যন্ত্রের আচ্ছাদন তড়িদ্‌গ্রস্ত হয়ে পড়লে ওই তড়িৎ সরাসরি ভূমিতে চলে যায়। ফলে শক লাগার সম্ভাবনা কমে যায়
 
4. বাড়িতে বৈদ্যুতিক লাইন ব্যবস্থা বুঝিয়ে লেখো
 
উত্তর: বাড়িতে বৈদ্যুতিক লাইন ব্যবস্থা—--

বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ সরবরাহ সংস্থার ওভারহেড বা আন্ডারগ্রাউন্ড কেবল থেকে বাড়িতে দুটি তার টানা হয়। একটি হল লাইভ তার, অন্যটি নিউট্রাল তার

লাইভ তার ও নিউট্রাল তারকে প্রথমে মিটারের সঙ্গে যুক্ত করা হয়

মিটার থেকে মেইন ফিউজের মধ্য দিয়ে লাইভ তারকে এবং সরাসরি নিউট্রাল তারকে মেইন সুইচের সঙ্গে যুক্ত করা হয়

আর্থ তারকে মেইন সুইচের মধ্য দিয়ে সুইচ বোর্ডে নিয়ে যাওয়া হয়

মেইন সুইচ থেকে লাইভ তার কতকগুলি শাখা লাইনের মাধ্যমে বিভিন্ন সুইচ বোর্ডে যায়

সুইচ বোর্ডে বৈদ্যুতিক পাখা, টিভি, বাতি ইত্যাদি ব্যবহারের জন্য প্রয়োজনমতো পয়েন্ট করা হয়

প্রতিটি সুইচ বোর্ডে লাইভ তারটি একটি ফিউজের মধ্য দিয়ে যায়

সুইচ বোর্ড থেকে লাইভ তার ও নিউট্রাল তারের মাধ্যমে বাড়ির ওয়‍্যারিং করা হয়। বাড়িতে বাতি, রেফ্রিজারেটর, বৈদ্যুতিক পাখা ইত্যাদি সব সমান্তরাল সমবায়ে থাকে
 
5. dc ডায়নামোর কার্যপ্রণালী সংক্ষেপে লেখো
 
উত্তর: আর্মেচারের আবর্তনের সঙ্গে সঙ্গে ওর সঙ্গে যুক্ত কম্যুটেটর এবং ব্রাশ দুটির পর্যায়ক্রমে সংযোগ ঘটতে থাকে। B B ব্রাশের সঙ্গে বহির্বর্তনীতে R রোধ যুক্ত করা হয়। এবার কুণ্ডলীটি ঘুরতে থাকলে কুন্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়। ফলে কুণ্ডলীতে তড়িৎচালক বলের আবেশ ঘটে এবং বর্তনীতে তড়িৎপ্রবাহ চলে। কুণ্ডলীটি ঘুরতে ঘুরতে যখন খাড়া হয় তখন AB বাহু নীচে ও CD বাহু ওপরে থাকে। এখন গতিজাড্যের জন্য AB বাহু ওপরের দিকে ও CD বাহু নীচের দিকে নামতে চায়। তখন R পাত B ব্রাশের সঙ্গে ও R পাত B ব্রাশের সংস্পর্শে আসে। ফলে তড়িৎপ্রবাহের অভিমুখ যে মুহূর্তে পরিবর্তিত হতে যাবে, ঠিক তখনই ব্রাশ দুটির সঙ্গে কম্যুটেটরের পরিবর্তন হবে। সুতরাং, প্রতিটি পূর্ণ আবর্তনের জন্য বহির্বর্তনীতে প্রবাহের অভিমুখ একই দিকে হবে। তবে এই প্রবাহ একমুখী হলেও সময়ের সঙ্গে তড়িৎচালক বলের মানের হ্রাস-বৃদ্ধি ঘটে। এই বিষয়টি 65 নং চিত্রে দেখানো হয়েছে
 
6. শক্তির সংরক্ষণ নীতির সাহায্যে লেঞ্জের সূত্রটি ব্যাখ্যা করো
 
উত্তর: মনে করি, দণ্ডচুম্বকের N মেরুকে কোনো বদ্ধ কুণ্ডলীর দিকে অক্ষ বরাবর আনার জন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ হয় দক্ষিণাবর্তী (clockwise) অর্থাৎ কুণ্ডলীর সম্মুখ প্রান্তে ৪ মেরু উৎপন্ন হয়। এই সৃষ্ট ১ মেরু দণ্ডচুম্বকের N মেরুকে আকর্ষণ করে। ফলে দণ্ডচুম্বকটি কুন্ডলীর দিকে ত্বরণসহ অগ্রসর হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে বাহ্যিক কোনো শক্তির সরবরাহ ছাড়াই চুম্বকের গতিশক্তি ও তড়িৎশক্তি পাওয়া যাচ্ছে যা শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী অসম্ভব। সুতরাং, দণ্ডচুম্বকের N মেরু যখন কুন্ডলীর দিকে অক্ষ বরাবর অগ্রসর হবে তখন কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ হবে বামাবর্তী (anticlockwise)ফলে কুণ্ডলীর সম্মুখ প্রান্তে N মেরুর সৃষ্টি হবে যা দণ্ডচুম্বকের N মেরুকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে দণ্ডচুম্বককে কুণ্ডলীর দিকে অক্ষ বরাবর নিয়ে যেতে গেলে যান্ত্রিক কার্য করতে হবে। এই যান্ত্রিক কার্যই তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ আবিষ্ট তড়িৎপ্রবাহ এমন অভিমুখে হবে যাতে, যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়-এটিই হল লেঞ্জের সূত্র
 
7. চৌম্বক প্রবাহ কাকে বলে? তড়িৎচুম্বকীয় আবেশ কাকে বলে?
 
উত্তর: চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যাকে চৌম্বক প্রবাহ বলা হয়। কি কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুন্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং একটি তড়িৎপ্রবাহের উদ্ভব হয়। এই ঘটনাকে তড়িৎচুম্বকীয় আবেশ বলা হয়
 
8. বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী বর্ণনা করো
 
উত্তর: তড়িৎপ্রবাহ পাঠানো হলে কুণ্ডলীর AB বাহুতে A থেকে B-এর দিকে এবং CD বাহুতে C থেকে D-এর দিকে তড়িৎপ্রবাহ হয় [চিত্র 59]তাই ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম অনুযায়ী, AB বাহুর ওপর, নীচের দিকে ও CD বাহুর ওপর, ওপরের দিকে বল ক্রিয়া করে। ফলে AB বাহু নীচের দিকে ও CD বাহু ওপরের দিকে গতিশীল হয়। যখন ABCD কুণ্ডলীটি খাড়া হয় তখন E F অর্ধবলয় দুটির ফাঁকে B B ব্রাশ দুটি আসে এবং তড়িৎসংযোগ বিচ্ছিন্ন হয়। তবে গতিজাড্যের জন্য F অর্ধবলয় B ব্রাশকে ও E অর্ধবলয় B ব্রাশকে স্পর্শ করে। ফলে AB বাহুতে প্রবাহমাত্রা B থেকে A -এর দিকে এবং CD বাহুতে প্রবাহমাত্রা D থেকে C-এর দিকে হয়। এই অবস্থায় ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম অনুযায়ী AB বাহু ওপরের দিকে ও CD বাহু নীচের দিকে গতিশীল হয়। এইভাবে বর্তনীতে তড়িৎপ্রবাহ চলতে থাকলে আর্মেচার একই অভিমুখে ঘুরতে থাকে
 
9. বার্লোর চক্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন?
 
উত্তর: প্রবাহমাত্রার অভিমুখ বিপরীতমুখী হলে বার্লোর চক্রের ঘূর্ণন বিপরীতমুখী হয়। পরিবর্তী প্রবাহে প্রবাহমাত্রার অভিমুখ খুব দ্রুত পরিবর্তন হয়, যেমন পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক 50 Hz হলে 1 সেকেন্ডে 100 বার প্রবাহমাত্রার অভিমুখ পরিবর্তন হয়। এই কারণে বার্লোর চক্রের ওপর ক্রিয়াশীল বলের অভিমুখও দ্রুত পরিবর্তিত হয়, ফলে চক্রের ঘূর্ণন সম্ভব হয় না

Very Short Answer Question
 
1. দূরবর্তী স্থানে তড়িৎ পরিবহণের কাজে সাধারণত কোন্ ধাতুর তার ব্যবহার করা হয়?

উত্তর: দূরবর্তী স্থানে তড়িৎ পরিবহণের কাজে সাধারণত অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়

2. গৃহবর্তনীতে সব যন্ত্র কোন্ সমবায়ে যুক্ত থাকে?
উত্তর: গৃহবর্তনীতে সব যন্ত্র সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে
 
3. একটি দণ্ডচুম্বকের উত্তর মেরুকে কোনো বদ্ধ কুণ্ডলীর অক্ষ বরাবর কাছে নিয়ে গেলে কুণ্ডলীর সম্মুখ প্রান্তে প্রবাহের অভিমুখ কী হবে?

উত্তর: কুন্ডলীর সম্মুখ প্রান্তে তড়িৎপ্রবাহের অভিমুখ হবে বামাবর্তী বা ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে

4. একটি দণ্ডচুম্বকের উত্তর মেরুকে কোনো বদ্ধ কুণ্ডলীর অক্ষ বরাবর দূরে সরালে কুণ্ডলীর সম্মুখ প্রান্তে তড়িৎপ্রবাহের অভিমুখ কী হবে?

উত্তর: কুণ্ডলীর সম্মুখ প্রান্তে তড়িৎপ্রবাহের অভিমুখ হবে দক্ষিণাবর্তী বা ঘড়ির কাঁটার অভিমুখে

5. একটি দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুকে কোনো বদ্ধ কুণ্ডলীর দিকে অক্ষ বরাবর কাছে নিয়ে গেলে কুণ্ডলীর সম্মুখ প্রান্তে তড়িৎপ্রবাহের অভিমুখ কী হবে?

উত্তর: কুণ্ডলীর সম্মুখ প্রান্তে তড়িৎপ্রবাহের অভিমুখ হবে দক্ষিণাবর্তী বা ঘড়ির কাঁটার অভিমুখে
 
6. লেঞ্জের সূত্র কোন্ নীতিকে সমর্থন করে?
 
উত্তর: লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতিকে সমর্থন করে
 
7. কোন্ ধরনের তড়িৎপ্রবাহে অভিমুখ পরিবর্তন হয় না?
 
উত্তর: dc বা সমপ্রবাহে অভিমুখ পরিবর্তন হয় না
 
8. কোন্ ধরনের তড়িৎপ্রবাহে অভিমুখ পরিবর্তন হয়?
 
উত্তর: ac বা পরিবর্তী প্রবাহে অভিমুখ পরিবর্তন হয়
 
9. কীসের সাহায্যে উচ্চবিভব বা নিম্নবিভবের ac-কে যথাক্রমে নিম্নবিভব বা উচ্চবিভবের ac করা যায়?
 
উত্তর: ট্রান্সফরমারের সাহায্যে উচ্চবিভব বা নিম্নবিভবের ac-কে যথাক্রমে নিম্নবিভব বা উচ্চবিভবের ac করা যায়
 
10. মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন্ নিয়ম দ্বারা নির্ণয় করা যায়?
 
উত্তর: মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম দ্বারা নির্ণয় করা যায়
 
11. বার্লোর চক্রে কিংবা বৈদ্যুতিক মোটরে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: বৈদ্যুতিক মোটরে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
 
12. আবিষ্ট তড়িৎপ্রবাহ কাকে বলে? আবিষ্ট তড়িৎচালক বল কাকে বলে?
 
উত্তর: কোনো বন্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে যে তড়িৎপ্রবাহ চলে তাকে আবিষ্ট তড়িৎপ্রবাহ বলা হয়। একটি চৌম্বক ক্ষেত্র ও একটি পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে ওই পরিবাহীতে যে তড়িৎচালক বলের উদ্ভব হয়, তাকে আবিষ্ট তড়িৎচালক বল বলা হয়। 

13. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে কী নির্ণয় করা যায়?
 
উত্তর: কোনো তড়িদবাহী তারের চারিদিকে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার অভিমুখ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে নির্ণয় করা যায়
 
14. SI-তে রোধাঙ্কের একক কী?
 
উত্তর: SI-তে রোধাঙ্কের একক Ωm
 
15. রোধাঙ্কের অন্যোন্যকে কী বলে?
 
উত্তর: রোধাঙ্কের অন্যোন্যকে পরিবাহিতাঙ্ক বলে
 
16. SI-তে পরিবাহিতাঙ্কের একক কী?
 
উত্তর: SI-তে পরিবাহিতাঙ্কের একক S m-1 |
                          
সত্য/মিথ্যা নির্বাচন করো
 
1. বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য ওভারহেড কেব্ল থেকে বাড়িতে তিনটি তার টানা হয়

উত্তর: মিথ্যা
 
2. SI-অনুযায়ী লাইভ তারটি বাদামি, নিউট্রাল তারটি হালকা নীল এবং আর্থ তারটি সবুজ হয়
উত্তর: সত্য
 
3. প্রতিটি সুইচ বোর্ডে লাইভ তারটি একটি ফিউজের মধ্য দিয়ে যায়

উত্তর: সত্য

4. সুইচ নিউট্রাল তারে লাগানো হয়

উত্তর:  মিথ্যা
 
5. ac প্রবাহে তড়িতের মান স্থির থাকে কিন্তু প্রবাহের দিক পর্যায়ক্রমে পরিবর্তিত হয়
 
উত্তর: মিথ্যা
 
6. ac-তে তড়িৎলেপন হয়
 
উত্তর: মিথ্যা
 
7. dc ভোল্টেজ ট্রান্সফরমারে কার্যকরী নয়
 
উত্তর: সত্য

 
    👉Paid Answer (For Membership User)
 
Editing by:- Lipi Medhi