অধ্যায় -- ৪
ঘরবাড়ি
------------------
👉Paid Answer (For Membership User)
Very Short Question Answer
১। কেমনভাবে বৃষ্টি এসেছিল?
উত্তরঃ ঝমঝম করে বৃষ্টি এসেছিল।
২। তিনুর বাবা কোথায় বদলি হয়ে গেছেন?
উত্তর: পাহাড়ি অঞ্চলে।
৩। তিনু এখন কোথায় আছে?
উত্তর: পাহাড়ি অঞ্চলে।
৪। তিনুর ঠাকুরদা কী ছবি দেখালেন?
উত্তরঃ পাহাড়ি অঞ্চলে এক বাড়ির সামনে তিনুর দাঁড়ানোর ছবি দেখালেন।
৫। তিনু যে বাড়ির সামনে দাঁড়িয়েছে ওই বাড়ির পাশে কী আছে?
উত্তরঃ গভীর খাদ আছে।
৬। খাদের ওপর কী আছে?
উত্তর: একটি ছোটো ব্রিজ আছে।
৭। শেফালি কী ব্যবহার করে বাড়ির সবকিছু এঁকে দেখাল?
উত্তরঃ নানা চিহ্ন ব্যবহার করে সবকিছু এঁকে দেখাল।
৮। শেফালি তার ছবিতে কয় রকমের চিহ্ন ব্যবহার করেছে?
উত্তরঃ নয় রকমের চিহ্ন ব্যবহার করেছে।
৯। শেফালির ছবি দেখে বাড়ির গেট কোন্ দিকে আছে বোঝা যাচ্ছে?
উত্তরঃ পূর্বদিকে আছে।
১০। চিহ্ন দিয়ে আঁকা ছবিকে কী বলা হবে?
উত্তরঃ ম্যাপ বা মানচিত্র বলা হবে।
১১। এক-একটা জেলাকে মানচিত্রে কীভাবে বোঝানো হয়েছে?
উত্তরঃ এক-এক ধরনের রং দিয়ে বোঝানো হয়েছে।
১২। রাজ্যের মানচিত্রে গাছ, পুকুর দেখানো নেই কেন?
উত্তরঃ খুব ছোটো বলে দেখানো নেই।
১৩। মানচিত্রের ওপর দিকটাকে কোন্ দিক ধরতে হবে?
উত্তরঃ উত্তর দিক ধরতে হবে।
১৪। মানচিত্রে কোন্ দিকটা পূর্ব?
উত্তরঃ ডান দিকটা পূর্বদিক।
১৫। মানচিত্রের ওপর দিকটাকে কোন্ দিক ধরতে হবে?
উত্তরঃ উত্তর দিক ধরতে হবে।
১৬। মানচিত্রে কোন্ দিকটা পূর্ব?
উত্তরঃ ডান দিকটা পূর্বদিক।
১৭। এখনও অনেকে কীরকম বাড়িতে থাকেন?
উত্তর: মাটির বাড়িতে থাকেন।
১৮। অনেক বাড়ি কী দিয়ে ঘেরা?
উত্তরঃ দরমা দিয়ে ঘেরা।
১৯। ছিটেবেড়ায় কী হয়?
উত্তরঃ দেয়াল হয়।
২০। পাতা সাজিয়ে ঘরের কী করা হয়?
উত্তরঃ ঘরের চাল করা হয়।
২১। ছিটেবেড়ার দেয়াল করতে কী কী লাগে?
উত্তরঃ কঞ্চি আর মাটি লাগে।
২২। পাথর দিয়ে বাড়ির দেয়াল কীভাবে তৈরি হয়?
উত্তরঃ পাথরের ওপর পাথর বসিয়ে দেয়াল তৈরি হয়।
২৩। বাড়ি তৈরি করতে পাথরের জোড়ামুখে কী লাগাতে হয়?
উত্তরঃ সিমেন্ট আর বালি লাগাতে হয়।
২৪। পাথর কেটে কীসের আকার দেওয়া হয়?
উত্তরঃ ছোটো-বড়ো ইটের আকার।
২৫। পাহাড়ি দেশে কী দিয়ে মানুষ ইটের কাজ সারে?
উত্তরঃ পাথর দিয়ে ইটের কাজ সারে।
২৬। টিউবওয়েল কি আগে ছিল?
উত্তরঃ না, আগে ছিল না। মানুষ করেছে।
২৭। মানুষ বাড়ি তৈরির জন্য অনেক উপাদান কোথা থেকে পেয়েছে?
উত্তরঃ প্রকৃতি থেকে পেয়েছে।
২৮। মানুষ বুদ্ধি করে কী করেছে?
উত্তরঃ প্রকৃতি থেকে পাওয়া নানান উপাদানগুলিকে বাড়ি তৈরির কাজের জন্য বদলে নিয়েছে।
Short Question Answer
১। তিনু কেন পাহাড়ি অঞ্চলে রয়েছে?
উত্তরঃ তিনুর বাবা বদলি হয়ে গেছেন পাহাড়ি অঞ্চলে। তাই তিনু বাবার সঙ্গে গেছে। তাই ও পাহাড়ি অঞ্চলে রয়েছে।
২। তিনুর দাদু যে ছবি দেখালেন তাতে কী দেখলে?
উত্তরঃ পাহাড়ের গায়ে একটি বাড়ি। সামনে তিনু দাঁড়িয়ে আছে পাশে গভীর খাদ। তার ওপর একটি ছোটো ব্রিজ।
৩। ছবি যারা আঁকতে পারে না তারা বাড়ির জিনিসগুলিকে কীভাবে বোঝাতে পারে?
উত্তরঃ প্রতিটি জিনিসের জন্য পৃথক পৃথক চিহ্ন ব্যবহার করে বোঝাতে পারে।
৪। যদি চিহ্ন দেখে কোন্টা কোন্ জিনিস বোঝার অসুবিধা হয় তবে কী করা উচিত?
উত্তরঃ চিহ্ন দেখে জিনিস বোঝার অসুবিধা হলে চিহ্নের পাশে জিনিসটির নাম লিখে দেওয়া উচিত ।
৫। শেফালির নানা চিহ্ন ব্যবহার করে আঁকা ছবিতে কী কী বোঝা যাচ্ছিল?
উত্তরঃ ফুলের বাগান, পুকুর, দরজা, সিঁড়ি, বারান্দা, শোবার ঘর, রান্নাঘর, খাবার ঘর ও বাথরুম-এর অবস্থান সুন্দরভাবে বোঝা যাচ্ছিল।
৬। চিহ্ন ব্যবহার করা ছবিকে কীসের সঙ্গে এবং কেন তুলনা করা হয়েছে?
উত্তর: চিহ্ন ব্যবহার করা ছবিকে রাজ্যের ম্যাপ বা মানচিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। বাড়ির সবকিছুকে যেমন চিহ্ন
দিয়ে বোঝানো যাচ্ছে তেমনি বিভিন্ন রং ব্যবহার করে রাজ্যের মানচিত্রে জেলার অবস্থানও বোঝানো হয়েছে।
৭। মানচিত্রের কোন্ দিকে কী থাকে তা কীভাবে বোঝানো হয়?
উত্তরঃ মানচিত্রের ওপরের দিক নির্দেশক একটা যোগচিহ্ন এঁকে তার উপরের দিকটাকে উত্তর লিখে চিহ্নিত করতে হবে। স্বাভাবিকভাবে নীচের দিকটা দক্ষিণ, ডান দিকটি পূর্ব ও বামদিকটি পশ্চিম হিসেবে দেখানো হয়। এই নিয়ম যে-কোনো মানচিত্রের ক্ষেত্রে একই।
৮। পাকাবাড়ি করতে কী কী লাগে?
উত্তরঃ পাকা ইট, বালি, সিমেন্ট আর জল লাগে।
৯। ছিটেবেড়ার দেয়াল কীভাবে তৈরি করা হয়?
উত্তরঃ কঞ্চি দিয়ে তৈরি করা বেড়া এবং কাদামাটি লাগে, কাদামাটিকে কঞ্চির বেড়ার ওপর লেপে দিয়ে দেয়াল তৈরি করা হয়।
১০। আগে কী কী দিয়ে বাড়ি তৈরি হতো এবং এখন কী কী সামগ্রী দিয়ে বাড়ি তৈরি হয়?
উত্তরঃআগে বাঁশ-কঞ্চি, তাল-খেজুরের গুঁড়ি, মাটি, বালি, খড়, পাতা দিয়ে বাড়ি তৈরি হতো। এখন টালি, টিন, অ্যাসবেস্টস, ইট, লোহা, সিমেন্ট, পাথর দিয়ে বাড়ি তৈরি হয়।
১১। বাড়িকে সুন্দর করার জন্য মানুষ কী কী করেছে তা উল্লেখ করো।
উত্তরঃ মানুষ বাড়িকে সুন্দর করার জন্য জলের পাইপ, টিউবওয়েল, বেসিন, জলের কল, ইলেকট্রিক তার, বালব, ফ্যান প্রভৃতির ব্যবস্থা করেছে।
১২। বাড়ির ছাদ কত রকমের হয়?
উত্তর: বাড়ির ছাদ নানা রকমের হয়। যেমন-কড়ি-বরগার পেটাই ছাদ, ঢালাই ছাদ। আবার টালি দিয়ে ছাওয়া বা খড় দিয়ে ছাওয়া ছাদও হতে পারে।
১৩। বাড়ি করার জন্য কী কী বেশি দরকার তা বোঝার জন্য দিদিমণি কী করতে বললেন?
উত্তরঃ দিদিমণি বললেন যে, যে সকল বাড়ি দেখা হয়েছে সেগুলি নিয়ে ভালো করে ভাবতে। কী কী দরকার হয়েছে বাড়িতে তা বোঝার জন্য মাটির বাড়ি, দরমার বাড়ি এবং অন্য রকমের সব বাড়িঘর দেখে কোন্টা বেশি দরকার তা বোঝার চেষ্টা করতে।
১৪। কোথায় কোথায় বাড়ি হলে কী কী অসুবিধা হতে পারে?
উত্তরঃ বাড়ি নদীর পাশে হলে নদীর পাড় ভেঙে বিপদ হতে পারে। বড়ো রাস্তার ধারে বাড়ি হলে লরি-বাসের শব্দ ও ধুলোর কারণে অসুবিধা হতে পারে। বাজারের পাশে হইচইয়ের শব্দ এবং দুর্গন্ধের কারণে অসুবিধা হতে পারে।
১৫। পাথরের খাদানের পাশে বাড়ি হলে কী কী অসুবিধা হতে পারে?
উত্তরঃ পাথরের গুঁড়ো বাতাসে উড়ে অসুবিধার সৃষ্টি করবে। এছাড়া খাদানে লরি যাতায়াতের কারণে ধুলো বাতাসে উড়তে থাকার কারণে অসুবিধা হতে পারে।
১৬। পিকু কোথায় বাড়ি হলে মুশকিল বলে বলল?
উত্তরঃ খাঁ খাঁ মাঠে বাড়ি হলে খুব মুশকিল বলে পিকু বলল। কারণ ছায়া পাওয়া যাবে না। তাই বাড়ির পাশে কিছু গাছপালা থাকা দরকার।
নৈর্ব্যক্তিক
১৭। কোথায় কোথায় বাড়ি হলে কী কী অসুবিধা হতে পারে?
উত্তরঃ বাড়ি নদীর পাশে হলে নদীর পাড় ভেঙে বিপদ হতে পারে। বড়ো রাস্তার ধারে বাড়ি হলে লরি-বাসের শব্দ ও ধুলোর কারণে অসুবিধা হতে পারে। বাজারের পাশে হইচইয়ের শব্দ এবং দুর্গন্ধের কারণে অসুবিধা হতে পারে।
১৮। পাথরের খাদানের পাশে বাড়ি হলে কী কী অসুবিধা হতে পারে?
উত্তরঃ পাথরের গুঁড়ো বাতাসে উড়ে অসুবিধার সৃষ্টি করবে। এছাড়া খাদানে লরি যাতায়াতের কারণে ধুলো বাতাসে উড়তে থাকার কারণে অসুবিধা হতে পারে।
১৯। পিকু কোথায় বাড়ি হলে মুশকিল বলে বলল?
উত্তরঃ খাঁ খাঁ মাঠে বাড়ি হলে খুব মুশকিল বলে পিকু বলল। কারণ ছায়া পাওয়া যাবে না। তাই বাড়ির পাশে কিছু গাছপালা থাকা দরকার।
২০। নদীর পাড়ে বাড়ি করার সময় কী করা উচিত?
উত্তরঃ নদীর পাড় ধসে পড়ে যাতে বাড়ি ভেঙে না যায় তা দেখা উচিত। তা ছাড়া নদীর যে পাড় ভাঙছে সেই পাড়ে বাড়ি না করাই উচিত।
২১। কয়লাখনি অঞ্চলে বাড়ি করার জন্য কী ধরনের সতর্কতা প্রয়োজন?
উত্তরঃ মাটির তলা থেকে কয়লা তোলা হয়। ফলে মাটির ধস নামে। বাড়ি বসে যায়। তাই বাড়ি করার পূর্বে স্থান নির্বাচনে সতর্কতার প্রয়োজন।
২২। বন্যাপ্রবণ অঞ্চলে বাড়ি কেমন হওয়া উচিত?
উত্তরঃ বন্যাপ্রবণ অঞ্চলে বাড়ির মেঝে উঁচু হওয়া উচিত। পাকাবাড়ি উঁচু পিলারের ওপর ঢালাই করে দোতলায় ঘর করা দরকার।
২৩। যাযাবর জীবন বলতে কী বোঝো?
উত্তরঃ মানুষের এক জায়গায় কিছুদিন থাকার পর অন্য জায়গায় জিনিসপত্র ও পোষা পশুদের নিয়ে ঘুরে ঘুরে বেড়ানোকে যাযাবর জীবন বলে। একস্থানে খাবার শেষ হয়ে গেলে আবার অন্য স্থানে যাওয়া ছাড়া উপায় ছিল না আগেকার মানুষদের
২৪। যাযাবর মানুষেরা রাত কাটাত কোথায়, কীভাবে?
উত্তরঃ খোলা আকাশের তলায়, গাছতলায়, ছোটোখাটো গুহায়
আর তাঁবুতে।
২৫। তাঁবু কীভাবে তৈরি হতো এবং তাতেকারা থাকত?
উত্তরঃ তাঁবু পশুর চামড়া জুড়ে তৈরি হতো। তাঁবুতে বাচ্চারা থাকত।
২৬। যাযাবর মানুষেরা কীসের জন্য পালা করে পাহারা দিত?
উত্তরঃ অন্য দলের মানুষরা তাদের ছাগল, ভেড়া নিয়ে চলে যেতে পারে কিংবা বাঘ-সিংহও আক্রমণ করতে পারে এই জন্য।
নৈর্ব্যক্তিক
Fil In The Blanks
১। ভূমিকম্পে বাড়ি-------------যায়।
২। নদীর যে পাড়-------------- সেই পাড়ে বাড়ি না করাই ভালো।
৩। কয়লা তুলে কয়লার ------------বালি দিয়ে বুজিয়ে দিতে হয়।
৪। মরিয়মদের গ্রামে------------------ হয়।
৫। খুব জোরে ঝড় হয়।
উত্তরঃ (১) ফেটে, (২) ভাঙছে, (৩) খাদ, (৪) বন্যা, (৫) সাগরে।
৬। বাড়ি করতে তো-------------- উঁচু জমি লাগে।
৭। কাছেই--------------- খাদান।
৮। খাওয়ার------------- আনতেই দিন কেটে যাবে।
৯। আমার দাদুদের বাড়িতে --------------খুব উৎপাত।
১০। দুপুরের পর----------------গন্ধও আসবে।
উত্তরঃ ১। আলাদা, ২। পাথরের, ৩। জল, ৪। হাতির, ৫। বার্জে।
Paid Answer (For Membership User)
Editing by : Lipi Medhi