অধ্যায় ৫
পরিবার
------------------
👉Paid Answer (For Membership User)
Very Short Question Answer
১। আব্বার ভাইকে কী বলে?
উত্তরঃ চাচা বলে।
২। চাচার স্ত্রীকে কী বলে?
উত্তরঃ চাচি আম্মা বলে।
৩। আম্মার বোনকে কী বলে?
উত্তরঃ খালা আম্মা বলে।
৪। খালা আম্মার স্বামীকে কী বলে?
উত্তরঃ খালু বলে।
৫। ফুফু আম্মার স্বামীকে কী বলে?
উত্তরঃ ফুফা বলে।
৬। সানিয়া তার দাদাকে কী বলবে?
উত্তরঃ ভাইয়া বলবে।
৭। মাসির ছেলেকে কী বলা হয়?
উত্তরঃ মাসতুতো ভাই বলা হয়।
৮। মামাতো ভাই কে?
উত্তরঃ মামার ছেলে হলো মামাতো ভাই।
৯। মাসি কে?
উত্তরঃ মায়ের বোনকে মাসি বলে।
১০। পিসি কে?
উত্তরঃ বাবার বোনকে পিসি বলে।
১১। কাকু কে?
উত্তরঃ বাবার ছোটো ভাই হলো কাকু।
১২। জেঠু কে?
উত্তরঃ বাবার বড়ো ভাই হলো জেঠু।
১৩। টুনটুনির বই কার লেখা?
উত্তরঃ ছয় ভাই-বোন ছিলেন।
১৪। সুকুমার রায় কী লিখেছেন?
উত্তরঃ আবোল-তাবোল লিখেছেন।
১৫। উপেন্দ্রকিশোর ও বিধুমুখী দেবীর কয় ছেলেমেয়ে?
উত্তরঃ ছয় ছেলেমেয়ে ছিল।
১৬। উপেন্দ্রকিশোর ও বিধুমুখী দেবীর ছেলেমেয়েদের মধ্যে বড়ো কে ছিলেন?
উত্তরঃ সবচেয়ে বড়ো ছিলেন সুখলতা।
১৭। সুকুমার রায়েরা কয় ভাই-বোন ছিলেন?
উত্তরঃ ছয় ভাই - বোন ছিলেন
১৭। সুকুমারের ছেলের নাম কী?
উত্তরঃ সুকুমারের ছেলের নাম সত্যজিৎ রায়।
১৮। ফেলুদার গল্পগুলি কার লেখা?
উত্তরঃ সত্যজিৎ রায়ের লেখা।
১৯। 'গুপী গাইন, বাঘা বাইন' সিনেমা কার সৃষ্টি?
উত্তরঃ সত্যজিৎ রায়ের সৃষ্টি।
২০। সুকুমারের মায়ের নাম কী?
উত্তরঃ সুকুমারের মায়ের নাম বিধুমুখী দেবী।
২১। কয়টা কাক বিড়ালটিকে তাড়া করছিল?
উত্তর: তিনটি কাক।
২২। কাকেরা কাকে গাছে উঠতে দেবে না?
উত্তরঃ বিড়ালকে।
২৩। গাছের ডালে পিকু কী দেখল?
উত্তর: কাকের বাসা।
২৪। কাকের বাসায় কয়েকটি কী ছিল?
উত্তর: কাকের ছানা ছিল।
২৫। কাকের ছানাগুলির কাছে কে ছিল?
উত্তরঃ একটি কাক ছিল।
২৬। কোন্ কাক বাচ্চাদের আগলাচ্ছিল?
উত্তর: মা-কাক আগলাচ্ছিল।
২৭। কাকগুলি সবাই মিলে কী, ভেবে নিল পিকু?
উত্তরঃ একটি পরিবার।
২৮। মানুষের মতো পাখিদেরও কী আছে?
উত্তরঃ পরিবার।
২৯। পাড়ায় কারও বিপদ হলে তোমরা কী করো?
উত্তরঃ তার পাশে গিয়ে দাঁড়াই।
৩০। কাক ছাড়া কোন্ পাখিদের মানুষের মতো পরিবার আছে?
উত্তর: চড়াই পাখিদের আছে।
৩১। পশুপাখিদের বাচ্চাদের সঙ্গে কখন তার বাবা-মায়ের বাঁধন আলগা হয়ে যায়?
উত্তরঃ বড়ো হয়ে গেলে।
৩২। কলকাতার সব পোস্ট অফিসের নম্বর শুরু কী দিয়ে?
উত্তরঃ ৭০০ দিয়ে শুরু হয়।
৩৩। পোস্ট অফিসকে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ ডাকঘর বলে।
৩৪। বড়ো ডাকঘরের পিনকোড কি কোনো ছোটো ডাকঘরের হতে পারে?
উত্তরঃ হ্যাঁ, পারে।
৩৫। পিনকোডের শেষ তিনটি সংখ্যা কী নির্দেশ করে?
উত্তরঃ পোস্ট অফিসের নম্বর নির্দেশ করে।
৩৬। আমিনা কোথাকার মানচিত্র এঁকে নিয়ে এল?
উত্তর: বাসস্ট্যান্ড থেকে সেই ঝিঙেপোতার বাড়ি পর্যন্ত।
৩৭। মানচিত্র এনে আমিনা কী করল?
উত্তর: স্কুলে সবাইকে দেখাল।
৩৮। কে আমিনাকে কী জিজ্ঞেস করল?
উত্তর: রবীন আমিনাকে জিজ্ঞেস করল যে তাদের নিজেদের বাড়িতে সে আগে যায় নি।
৩৯। ডমরু আমিনাকে কী প্রশ্ন করল?
উত্তর: আমিনারা ঝিঙেপোেতার বাড়ি থেকে এখানে চলে এল কেন?
৪০। আমিনা তাদের ঝিঙেপোতার বাড়ি থেকে চলে আসার কী কারণ বলল?
উত্তর: ওখানে খুব বন্যা হয় বলে আমিনারা চলে এসেছিল।
৪১। মৌমিতা কী বলল?
উত্তরঃ মৌমিতা বলল যে আগে ওদের বাড়িও ঝিঙেপোতায় ছিল।
৪২। মৌমিতা ঠাকুরমার কাছে কী শুনেছে?
উত্তরঃ তাদের বাড়ি আগে ঝিঙেপোতায় ছিল।
৪৩। অনেক পরিবার কী করে?
উত্তরঃ ঠিকানা বদলায়।
৪৪। কে এই গ্রামে চাকরি করতে এসেছেন?
উত্তরঃ দিদিমণি।
৪৫। সুমনার কাকা চাকরি করতে কোথায় গেছেন?
উত্তর: কলকাতায় গেছেন।
৪৬। শান্তনুর বাবা কীসের দোকান করেছেন?
উত্তর: বাড়ি তৈরির জিনিসের দোকান করেছেন।
৪৭। আলির আব্বা কীসের দোকান করলেন?
উত্তরঃ টেলারিং-এর দোকান করলেন।
৪৮। একটি পারিবারিক জীবিকার উদাহরণ দাও।
উত্তরঃ কর্মকার।
৪৯। একটি অতি প্রাচীন জীবিকার নাম লেখো।
উত্তরঃ শিকার অতি একটি প্রাচীন জীবিকা।
৫০। এখন কোন্ প্রাণী খুব কমে গেছে?
উত্তরঃ বন্যপ্রাণী খুব কমে গেছে।
Short Question Answer
১। পরিবার কাকে বলে?
উত্তর: বাড়ির সকলকে নিয়ে পরিবার। ঠাকুরদা-ঠাকুরমা, বাবা-মা, ভাই-বোন এদের নিয়েই পরিবার।
২। দিদিমণি বোর্ডে পরিবারের শাখাপ্রশাখা দেখাতে কাকে কাকে দিয়ে প্রথমে শুরু করলেন?
উত্তর: ঠাকুরদা আর ঠাকুরমা এবং দাদু ও দিদিমাকে দিয়ে পরিবারের শাখাপ্রশাখা দেখাতে শুরু করলেন।
৩। নিকট আত্মীয় কাদের বলবে?
উত্তরঃ মামা, মামি ও মামাতো ভাই-বোন এবং পিসেমশাই, পিসিমা ও পিসতুতো ভাই-বোনদের নিকট আত্মীয় বলব।
৪। কোনো পরিবারের শাখাপ্রশাখায় কাদের নাম থাকবে?
উত্তরঃ পিসে, পিসিমা, মামা, মামিমা; পিসতুতো ও মাসতুতো ভাই-বোনদের নাম থাকবে।
৫। নিকট আত্মীয় কাদের বলা যাবে?
উত্তরঃ মামাতো, মাসতুতো, পিসতুতো ভাই-বোনদের নিকট আত্মীয় বলা যাবে।
৬। নিকট আত্মীয়দের নাম কি পরিবারের শাখাপ্রশাখাতে অন্তর্ভুক্ত করা যাবে?
উত্তরঃ হ্যাঁ, যাবে। তবে পরিবারের শাখাপ্রশাখা বেশ বড়ো হয়ে যাবে।
৭। উপেন্দ্রকিশোর রায়চৌধুরির ছেলেমেয়ে কয়জন এবং তাদের নাম কী?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরি ছেলেমেয়ে ছয়জন। তাদের নাম হলো- সুখলতা, সুকুমার, পুণ্যলতা, সুবিনয়, শান্তিলতা ও সুবিমল।
৮। উপেন্দ্রকিশোরের লেখা বইগুলির নাম লেখো।
উত্তর: উপেন্দ্রকিশোর শিশু সাহিত্যিক ছিলেন। তিনি 'ছেলেদের রামায়ণ', 'ছেলেদের মহাভারত' ও 'টুনটুনির বই' লিখেছেন।
৯। সুকুমার রায় সম্পর্কে যা জানো লেখো।
উত্তর: সুকুমার রায় একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন। শিশুদের মন জয় করা গল্প, কবিতা তিনি লিখেছেন। 'আবোল-তাবোল', 'হ য বরল' প্রভৃতি তাঁর বিখ্যাত রচনা।
১০। পাখিদের পরিবার বলতে কী বোঝো?
উত্তরঃ মানুষের মতো পাখিদেরও পরিবার আছে। তবে ওদের বাচ্চারা বড়ো হয়ে উড়তে পেরে গেলে আর বাবা-মায়ের সঙ্গে কোনো বাঁধন থাকে না। তবে ওরা বিপদে পড়লে দলবদ্ধ হয়ে পাড়া-প্রতিবেশীর মতো অন্যের সাহায্যে এগিয়ে আসে।
১১। পাখি কীভাবে নিজের সন্তানদের যত্ন করে?
উত্তরঃ পাখিরা সারাক্ষণ তার বাচ্চাদের আগলায়। তাদের ওড়া শেখায়। একটু বড়ো হলে খাওয়ায়। এভাবেই তাদের যত্ন করে।
১২। ডাকঘরে যাওয়ার পথ দেখানোর মানচিত্রে চিহ্নের দ্বারা
রাস্তার ধারে কী কী দেখাতে হবে?
উত্তরঃ ডাকঘরে যাওয়ার পথের মানচিত্রে চিহ্ন ব্যবহার করে দেখাতে হবে কোথায় পুকুর বা ধানখেত বা মাঠ বা বড়ো বাড়ি রয়েছে।
১৩। ডাকঘরে যাওয়ার পথ নির্দেশিকা উল্লেখ করো।
উত্তরঃ মানচিত্র অনুযায়ী প্রথমে পূর্বদিকে। তারপর তিন রাস্তার মোড় থেকে উত্তর-পূর্বে। তারপর দুটি বাড়ি পড়বে। একটি বাড়ি পেরিয়ে সোজা দক্ষিণে পাকা রাস্তা ধরে যেতে হবে।
১৪। পোস্ট কার্ডে কোথায় কোথায় কার কার ঠিকানা থাকবে?
উত্তর: পোস্ট কার্ডে যার কাছে চিঠিটা যাবে তার ঠিকানা ডানদিকে লিখতে হবে। আর ওই ঠিকানার ঠিক বাঁদিকে পোস্টকার্ডের ফাঁকা জায়গায় যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা থাকবে।
১৫। নতুন জায়গায় যেতে গেলে কী করতে হবে?
অথবা, কীভাবে তুমি একটি নতুন অচেনা জায়গায় যাবে?
উত্তর: প্রথমে নতুন, অচেনা জায়গার ঠিকানা, তারপর খবর নিয়ে যাওয়ার পথের মানচিত্র আঁকতে হবে। এবার বিভিন্ন লোককে জিজ্ঞাসা করে ওই জায়গায় পৌঁছোতে হবে।
১৬। ঝিঙেপোতায় যাওয়ার জন্য আমিনা কী কী করেছিল?
উত্তর: প্রথমে ঠিকানা নিয়েছিল। তারপর বাসে করে গিয়ে যে জায়গায় নামার নেমে পড়ল। এরপর পায়ে হেঁটে লোকের কাছ থেকে খবর নিতে নিতে ঝিঙেপাতায় পৌঁছে গেল।
১৭। আমিনা ও মৌমিতারা ঝিঙেপাতা থেকে অন্য জায়গায় চলে এসেছে কেন?
উত্তর: আমিনারা আসে বন্যার কারণে। মৌমিতারা এসেছে ওর ঠাকুরদা শিক্ষকতার জন্য অন্য জায়গায় চলে আসায় ও ওখানে বাড়ি করার জন্য।
১৮। আমিনা ও মৌমিতাদের অন্য জায়গায় চলে আসা নিয়ে দিদিমণি কী বললেন?
উত্তরঃ দিদিমণি বললেন, এরকম অনেক পরিবারই ঠিকানা বদলায়। নানা কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। দিদিমণি নিজেও চাকরি করার কারণে এই গ্রামে এসেছেন।
১৯। কাদের পারিবারিক জীবিকা কেন বদলায়নি?
উত্তরঃ আকাশদের পারিবারিক জীবিকা এখনও বদলায়নি। কারণ, | আকাশের ঠাকুরদাও মাছ ধরতেন এবং বাজারে বেচতেন। আবার চিনুর বাবাও এখন মাছ ধরেন এবং বাজারে বেচেন।
2০। পারিবারিক জীবিকা বলতে কী বোঝো?
উত্তর: বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করছেন। যেমন-কর্মকার, কুম্ভকার, কৃষকের কাজ ও আরও অনেক কিছু। এগুলি পারিবারিক জীবিকা।
২১। কয়েকটি প্রাচীন জীবিকার উদাহরণ দাও।
উত্তরঃ পালকির বেহারা, কোচোয়ান, কুমারের কাজ, কামারের কাজ প্রভৃতি হলো প্রাচীন জীবিকা।
২২। লুপ্ত জীবিকা ও নতুন জীবিকা বলতে কী বোঝো? উদাহরণ দাও।
উত্তরঃ যে জীবিকা আগে ছিল বর্তমানে নেই, তাকে লুপ্ত জীবিকা বলা হয়। যেমন- পালকির বেহারার কাজ। আর যেসব জীবিকা আগে ছিল না বর্তমানে হয়েছে তাকে নতুন জীবিকা বলা হয়। যেমন-কম্পিউটারের দোকান করা।
২3। শিকার কী ধরনের জীবিকা? বর্তমানে শিকার কীভাবে করা হয়?
উত্তরঃ শিকার খুব প্রাচীন এক জীবিকা। বর্তমানে শিকার নিষিদ্ধ। কারণ বর্তমানে বন্যপ্রাণীর সংখ্যা অনেক কমে গেছে।
Ture And False
১। আগে লোকে পালকি চেপে যাতায়াত করত। (√)
২। ঘোড়ার গাড়ি কোচোয়ান চালাত। (√)
৩। খাবার পরিবেশনের দরকার বিয়ে বাড়িতে হয় না। (x)
৪। শিকার করা নিষিদ্ধ। (√)
৫। একটি নতুন জীবিকা হলো শাঁখা তৈরি করা। (x)
৬। উপেন্দ্রকিশোরের স্ত্রীর নাম ছিল পুণ্যলতা। (x)
৭। সুকুমার রায় আবোল তাবোল লিখেছেন। (√)
৮। 'গুপী গাইন বাঘা বাইন' সিনেমাটি নরসিংহ দাসের তৈরি করা। (x)
৯। ফেলুদার গল্প সত্যজিৎ রায়ের লেখা। (√)
১০। সত্যজিৎ রায়ের মায়ের নাম সুপ্ (√)
Editing by : Lipi Medhi