২। মেঘকে কেন কালো দেখায়?
উত্তরঃ অনেক ছোটো ছোটো জলকণা থাকে বলে মেঘকে কালো দেখায়।
৩। কখন মেঘ ছাই ছাই দেখায়?
উত্তরঃ জলকণা বড়ো বড়ো থাকলে দেখায়।
৪। রাতের আকাশ কেমন দেখায়?
উত্তরঃ রাতের কালো আকাশে তারা ঝিকমিক করে।
৫। রাতের আকাশে কী ঝিকমিক করে?
উত্তরঃ রাতের আকাশ কালো দেখায়।
৬। আকাশে চাঁদের কাছাকাছি জায়গাটায় মাঝে মাঝে কী দেখা যায়?
উত্তরঃ আকাশে চাঁদের কাছাকাছি জায়গাটায় মাঝে মাঝে আলো
দেখা যায়।
৭। দিনেরবেলায় সূর্য থেকে দূরের আকাশটা কেমন হয়?
উত্তরঃ দিনেরবেলায় সূর্য থেকে দূরের আকাশটা নীল হয়।
৮। দিনেরবেলায় কোথাকার আকাশটা ঠিক নীল নয়?
উত্তরঃ সূর্যের কাছের আকাশটা।
৯। সোজাসুজি সূর্যের দিকে তাকালে কীসের ক্ষতি হয়?
উত্তরঃ চোখের ক্ষতি হয়।
১০। কোন্ দিকে সূর্য তা বোঝার উপায় কী?
উত্তরঃ নিজেকে দেখে বোঝা যায়। কারণ ছায়ার উলটো দিকে সূর্য থাকে।
১১। বিকেলে সূর্য কোন্ দিকে থাকে?
উত্তরঃ পশ্চিম দিকে থাকে।
১২। পশ্চিম দিকে সূর্য থাকলে তোমার ছায়া কোন্ দিকে থাকবে?
উত্তরঃ আমার ছায়া পূর্বদিকে থাকবে।
১৩। নানা সময়ে আকাশের রং কেমন হয়?
লোককে দেখা যায়।
৪। পশ্চিম দিকে সূর্য থাকলে তোমার ছায়া কোন্ দিকে পড়বে এবং ছায়ার দিকে মুখ করে দাঁড়ালে অন্য দিকগুলি কোন্ দিকে হবে?
উত্তরঃ পশ্চিম দিকে সূর্য থাকলে আমার ছায়া পড়বে পূর্বদিকে। তখন আমার পিছন দিকটা পশ্চিম দিক, ডানদিকটা দক্ষিণ দিক এবং বামদিকটা উত্তর দিক হবে।