অধ্যায় ৭

সম্পদ

    👉Download Books PDF

    👉Paid Answer (For Membership User)


অধ্যায়ভিত্তিক শব্দভাণ্ডার


সংক্ষিপ্ত প্রশ্ন (Short Questions)


১। পাহাড়ে বেড়াতে গিয়ে ছেলেমেয়েরা কীভাবে কতক্ষণ হইচই করল?

উত্তর:  পাহাড়ে বেড়াতে গিয়ে ছেলেমেয়েরা নানাভাবে পাহাড়ে উঠে মজা করল। কেউ ঝোপে লুকোলে, কেউ আবার হাঁপালে, কেউ আবার পিছিয়ে পড়ছিল। এইসব নানান প্রক্রিয়ার মাধ্যমে তারা ঘণ্টাখানেক ধরে হইচই করল।


২। রিমঝিম আর মিঠাই পাহাড়ে বেড়াতে গিয়ে কী শিক্ষা নিল?

উত্তর: রিমঝিম আর মিঠাই পাহাড়ে বেড়াতে গিয়ে তাদের শারীরিক অসুবিধার কথা বুঝতে পারল। কারণ রিমঝিম। পাহাড়ে ওঠার সময় হাঁপাচ্ছিল। আর মিঠাই অন্যদের মতো। তরতর করে উঠতে পারছিল না। তাই রিমঝিম বুঝল তার। স্বাস্থ্যের যত্ন নিতে হবে যাতে সে পরের বারে না হাঁপিয়ে পড়ে। আর মিঠাই মোটা। তাই সে দ্রুত হাঁটতে পারে না। সে খাওয়া-দাওয়া বদলে ফেলে স্বাস্থ্যকে ঠিক জায়গায় নিয়ে আসবে এই শিক্ষা নিল।


৩। দিদিমণি ছেলেমেয়েদের সমস্যা বুঝে কী বললেন?

উত্তরঃ দিদিমণি বললেন যে, এখন সকলে বুঝতে পেরেছ তোমাদের কার কী অসুবিধা। কেন অন্যের সঙ্গে সমানভাবে পাহাড়ে উঠতে পারছিলে না বা উঠতে অসুবিধা বোধ করছিলে। তাই, কারণ যখন জানা হয়ে গেল তখন তোমরা সবকিছু সেভাবে করবে। যাতে তোমাদের স্বাস্থ্য ঠিক থাকে। কারণ স্বাস্থ্য তোমাদের সকলের সম্পদ।


নৈর্ব্যক্তিক


শূন্যস্থান পূরণ করো :


১। মিঠাই খুব------------------------ ।

উত্তরঃ  মোটা


২। পাহাড়ে ------------------------ খুব মজার।

উত্তরঃ চড়া


৩। রিমঝিম আর -------------------------- আস্তে আস্তে নামল।

উত্তরঃ মিঠাই


৪। পরের বার আর কেউ ------------------------- না।

উত্তরঃ হাঁপাবে

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Very Short Questions)


১। সুস্থ শরীর আমাদের কী হতে পারে?

উত্তরঃ সুস্থ শরীর আমাদের সম্পদ হতে পারে।


২। শরীরকে সম্পদ করে তুলতে কী করতে হয়?

উত্তরঃ শরীরকে সম্পদ করে তুলতে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়।


৩। সাঁতার কাটা খুব দরকার কেন?

উত্তর: সাঁতার কাটায় ভালো ব্যায়াম হয় বলে এটি খুব দরকার।


৪। কী করলে ঘুম ভালো হয়?

উত্তর: সাঁতার কাটলে ঘুম ভালো হয়।


৫। সব কাজ আনন্দের কখন হয়?

উত্তর: শরীর ভালো থাকলে সব কাজ আনন্দের হয়।


৬। শরীর খারাপ হলে কী হয়?

উত্তর: শরীর খারাপ হলে কাজের উদ্যমে ঘাটতি হয়


সংক্ষিপ্ত প্রশ্ন (Short Questions)


১। সুন্দর স্বাস্থ্যের জন্য জেমসের কাকার কী সুবিধা?

উত্তরঃ সুন্দর স্বাস্থ্যের জন্য জেমসের কাকার অনেক সুবিধা। তিনি অনেক কাজ করতে পারেন। তাতেও হাঁপান না। দৌড় প্রতিযোগিতায় মেডেলও জিততে পারেন।


২। জেমসের কাকা সুস্থ শরীর গড়তে কী করতে বললেন?

উত্তরঃ জেমসের কাকা সুস্থ শরীর গড়ার জন্য কয়েকটি নিয়মের কথা বললেন। যেমন-সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল খাওয়া আর ব্যায়াম করা।


৩। সাঁতারে কী কী উপকার হয়?

উত্তরঃ সাঁতারে ব্যায়াম হয়। ভালো ঘুম হয়। শরীর আরও ভালো থাকে।


৪। চিত্তর ঠাকুরদা কী বলতেন?

উত্তরঃ চিত্তর ঠাকুরদা আমায় চেষ্টা করতে বলতেন সাঁতারে ব্যায়াম যাতে আমাদের সবার স্বাস্থ্যই নিজের কাছে সম্পদ হয়ে ওঠে।


নৈর্ব্যক্তিক


শূন্যস্থান পূরণ করো :


১। সুন্দর জন্য কাকার কত সুবিধে।

উত্তরঃ স্বাস্থ্যের


২। কাটাও খুব দরকার।

উত্তরঃ সাঁতার


৩। সাঁতার কাটলে আর স্বাস্থ্য ভালো হয়।

উত্তরঃ শরীর


8। ভালো থাকলে সব কাজই আনন্দের।

উত্তরঃ শরীর


৫। সুস্থ শরীরই আমাদের হতে পারে।।

উত্তরঃ  সম্পদ 


সঠিক উত্তরটি নির্বাচন করো :


১। আমাদের শ্রেষ্ঠ সম্পদ-(স্বাস্থ্য/বস্ত্র) (জেনকিন্স স্কুল, কোচবিহার)

উত্তরঃ  স্বাস্থ্য


২। শরীর ভালো থাকলে সব (কাজই/সমস্যাই) আনন্দের।

উত্তরঃ কাজই


৩। শরীর খারাপ হলে কাজের (ইচ্ছায়/উদ্যমে) ঘাটতি হয়।

উত্তরঃ  উদ্যমে


৪। সুস্থ শরীর আমাদের (আনন্দের/সম্পদ) হতে পারে।

উত্তরঃ সম্পদ।


অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Very Short Question Answer)


১। পুকুরের জল নোংরা হলে কী করতে ভালো লাগে না?।

উত্তরঃ পুকুরের জল নোংরা হলে স্নান করতে ভালো লাগে না। 


২। জলে খারাপ গন্ধ থাকলে খাওয়ার সময় কী হয়?

উত্তরঃ জলে খারাপ গন্ধ থাকলে খাওয়ার সময় বমি পায়।


৩। কোন্ জল আমাদের সম্পদ?

উত্তরঃ পরিষ্কার জল আমাদের সম্পদ।


৪। বাতাসে ধোঁয়া থাকলে কী হয়?

উত্তরঃ বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বলে।


৫। বাতাসে ধুলো থাকলে কী হয়?

উত্তরঃ বাতাসে ধুলো থাকলে শ্বাসকষ্ট হয়।


৬। ঠান্ডা বাতাস কী করে?

উত্তরঃ ঠান্ডা বাতাস শরীর জুড়িয়ে দেয়।


৭। পরিষ্কার বায়ু কি আমাদের সম্পদ?

উত্তরঃ হ্যাঁ, পরিষ্কার বায়ু আমাদের সম্পদ।


৮। মাটি নোংরা হলে কী ধরনের অসুবিধা হয়?

উত্তরঃ  মাটি নোংরা হলে চলাফেরায় অসুবিধা হয়।


৯। মাটিতে পলিথিন পড়ে থাকলে তলার মাটি কী পায় না?

উত্তর: মাটিতে পলিথিন পড়ে থাকলে তলার মাটি রোদ-হাওয়া- জল পায় না।


১০। কোন্ মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে?

উত্তরঃ উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে।


১১। মাটি কি আমাদের সম্পদ?

উত্তরঃ হ্যাঁ, মাটি আমাদের সম্পদ।


১২। প্রকৃতির প্রধান সম্পদ কী কী?

উত্তরঃ প্রকৃতির প্রধান সম্পদ হলো জল, মাটি ও বায়ু।


১৩। জন্মেই আমরা প্রকৃতি থেকে কী পাই?

উত্তরঃ জন্মেই আমরা প্রকৃতি থেকে জল, মাটি ও বায়ু সম্পদ পাই।


১৪। বনের গাছপালা কি প্রকৃতির সম্পদ?

উত্তরঃ হ্যাঁ, বনের গাছপালা প্রকৃতির সম্পদ।


১৫। সুযোগ পেলে কী লাগাবে বলে দিদিমণি বললেন?

উত্তরঃ সুযোগ পেলে গাছ লাগাবে বলে দিদিমণি বললেন।


১৬। কোন্ ধরণের গাছ লাগানো ভালো?

উত্তরঃ ফলের গাছ লাগানো ভালো।


১৭। কার আলো ছাড়া গাছ জন্মাতে পারে না?

উত্তরঃ সূর্যের আলো ছাড়া গাছ জন্মাতে পারে না।


Editing By- Lipi Medhi