অধ্যায় ১০
নদীর তীরে একা
------------------------
👉Paid Answer
(For Membership User)
👉Download Books PDF
ফাঁকা ঘরে ঠিক শব্দ বসাও :
১. নৌকোয় বসে দেখি মাঠে গোরু আর ছেলেরা গাছে। (চরছে/চড়ছে)
উত্তর: নৌকোয় বসে দেখি মাঠে গোরু চরছে আর ছেলেরা গাছে চড়ছে।
২. প্রতিদিন জল করে নদীর ধারে যাই জোয়ারের দেখব বলে।
(আসা/আশা)
উত্তর: প্রতিদিন আশা করে নদীর ধারে যাই জোয়ারের জল আসা দেখব।
৩. আমি দমবার পাত্র , মনুও । (নয়/নই)
উত্তর: আমিও দমবার পাত্র নই, মনুও নয়।
৪. বহুদিন পরে য় ফিরে (গাঁ/গা) - জুড়িয়ে গেল।
উত্তর: বহুদিন পরে গাঁয় ফিরে গা জুড়িয়ে গেল।
৫. কোনো না মেনে দিয়েছি। (বাঁধা/বাধা) পাখিটিকে উড়িয়ে
উত্তর: কোনো বাধা না মেনে বাঁধা পাখিটিকে উড়িয়ে দিয়েছি।
৬. -র চুড়ি আওয়াজ. গেল। (শোনা/সোনা)
উত্তর: সোনার চুড়ির আওয়াজ শোনা গেল।
দু-এক কথায় উত্তর দাও :
১. লেখকের প্রিয় তিনটি নদী কী কী?
উত্তর: লেখক জীবন সর্দার প্রকৃতিপ্রেমিক। বিশেষ করে নদী, পাখি, গাছপালা
তাঁর অতি প্রিয়। তাঁর তিনটি প্রিয় নদী হল- দামোদর, ইছামতী, আর
রূপনারায়ণ।
২. এখানে তাঁর প্রিয় ঘাটের কথাও রয়েছে। ঘাটটির নাম কী?
উত্তর: লেখকের প্রিয় ঘাটের নাম 'খাদিনান'।
৩. লেখক কার নৌকোয় উঠলেন?
উত্তর: লেখক মনুর নৌকায় উঠলেন।
৪. জোয়ার-ভাটা বলতে কী বোঝো? (জগবন্ধুই ইন্সটিটিউশন)
উত্তর: চন্দ্র ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জল ওঠে ও নামে হয়।
সমুদ্রের জলের উত্থান হলে বাড়তি জল নদীর মধ্যে প্রবলবেগে চলে আসে। তখন নদীতে আসে
জোয়ার। যখন জল কমে যায় সমুদ্রের, তখন
নদীর জল নামতে থাকে। তখন নদীতে হয় ভাটা।
৫. লেখক কেন দামোদরের তীরে এসেছেন?
উত্তর: লেখক জল ভরা নদী দেখতে দামোদরের তীরে এসেছেন।
অতিরিক্ত প্রশ্নোত্তর
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
১. এবারে বর্ষায় বৃষ্টি হয়েছে- (অতিরিক্ত/কম/
মোটামুটি/একেবারেই)।
উত্তর: এবারে বর্ষায় কম বৃষ্টি হয়েছে।
২. লেখকের প্রিয় নদীর সংখ্যা-২/৩/৪/৫টি।
উত্তর: লেখকের প্রিয় নদীর সংখ্যা ৩টি।
৩. 'খাদিনান' ঘাট আছে যে নদীতে-ইছামতী/জলঙ্গী/ দামোদর/অজয়।
উত্তর: খাদিনান ঘাট আছে দামোদর নদে।
৪. পরিচিত ডিঙি নৌকার মাঝির সঙ্গে যে ঘাটে দেখা হয়েছিল-
(খাদিনান/ মহিষরেখা/ মহিষবাথান/ মল্লিকবাজার)।
উত্তর: পরিচিত ডিঙি নৌকার মাঝির সঙ্গে মহিষরেখা ঘাটে দেখা হয়েছিল।
৫. যে নদীতে এখন জোয়ার ভাটা হয় না-অজয়/
রূপনারায়ণ/দামোদর/ইছামতী।
উত্তর: রূপনারায়ণে এখন জোয়ার ভাটা হয় না।
৬. খঞ্জন পাখি আসে-বর্ষায়/শরতে/হেমন্তে/শীতে।
উত্তর: খঞ্জন পাখি আসে শীতে।
৭. লেখক মরাল দেখেছিলেন যে নদীর চড়ায়-
দামোদর/ইছামতী/অজয়/রূপনারায়ণ।
উত্তর: লেখক রূপনারায়ণের চড়ায় মরাল দেখেছিলেন।
৮. দামোদর রেল স্টেশন পড়ে আসানসোল থেকে যে
পথে-ধানবাদ/পুরুলিয়া/আদ্রা/জসিডি।
উত্তর: দামোদর রেল স্টেশন পড়ে আসানসোল থেকে আদ্রার পথে।
শূন্যস্থান পূরণ করো।
১. তীরে বসার সুযোগ ছিল না।
উত্তর: ইছামতীর তীরে বসার সুযোগ ছিল না।
২. আমার প্রিয় ঘাট. পথে পাড়ি দিলাম।
উত্তর: আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম।
৩. আমি. যাওয়া ভালোবাসি।
উত্তর: আমি হেঁটে যাওয়া ভালোবাসি।
৪. এখন জোয়ার ভাটা খেলে না।
উত্তর: দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না।
৫. শীতের সময়. আসবে।
উত্তর: শীতের সময় খঞ্জন আসবে।
৬. -হয়তো দেখতে পাবো এদিকে।
উত্তর: মরাল হয়তো দেখতে পাবো এদিকে।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
১. 'নদীর রং পাল্টে নিল'- কখন নদীর রং পাল্টে নিল?
উত্তর: শরতের শুরুতে বেশ কয়েকদিন ঝমঝম করে বৃষ্টি হতেই নদী রং
পালটে নিল।
২. 'এই ঘাটে যাবার দুটি পথ'। - কোন্ ঘাটের
কথা বলা হয়েছে? পথ দুটি কী কী?
উত্তর: এখানে দামোদর নদের খাদিনান ঘাটের কথা বলা হয়েছে। খাদিনান
ঘাটে যাবার দুটি পথ আছে- (১) নদীর পাড় ধরে হেঁটে। (২) নদীর উপর নৌকায় চড়ে।
৩. 'আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়।'- কোন স্থানের কথা বলা হয়েছে?
উত্তর: দামোদর নদের ওপর বম্বে রোডের পুলের কাছে মহিষবাথানের কথা
বলা হয়েছে।
৪. 'দুই নদীতে জল বাড়ে কমে'- কোন্ দুই নদীর কথা বলা হয়েছে?
উত্তর: এখানে লেখকের অন্যতম প্রিয় দুই নদী-ইছামতী ও রূপনারায়ণের
কথা বলা হয়েছে।
৫. 'মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি'-কোন্ বিষয়ের কথা বলা হয়েছে?
উত্তর: এখানে লেখক মনু অর্থাৎ ডিঙির মালিক নদী ও নদীতে বিভিন্ন সময়ে আসা পাখিদের বিষয়ে জ্ঞানের কথা বলেছেন।
Paid Answer (For Membership User)
Editing By- Lipi Medhi