অধ্যায় ১২


ঢেউয়ের তালে তালে

 

    👉Paid  Answer (For Membership User)

    👉Download Books PDF

 

১। এক কথায় উত্তর দাও:

 

১.১ অভিযানে লেখকের সঙ্গীর নাম কী?

 

 উত্তর: অভিযানে লেখকের সঙ্গীর নাম অ্যালবার্ট জর্জ ডিউক

 

১.২ অভিযানের নৌকোটির নাম কী? (নবাব বাহাদুর ইন্সটিটিউশন)

 

উত্তরঃ অভিযানের নৌকাটির নাম কনৌজি আংরে

 

১.৩ নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল?

 

 উত্তর: নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল

 

১.৪ লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল?

 

 উত্তর: লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান

 

১.৫ ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন?

 

উত্তরঃ লেখক পিঁপড়ের ভয়ে রসগোল্লার রস ধুয়ে মুছে ফেলার চেষ্টা করছিলেন। লেখকের এই কাজ দেখে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিলেন। কারণ সমুদ্রের জলের মধ্যে পিঁপড়ে থাকে না। পিঁপড়েকে আসতে হলে বহু পথ, অন্তত দুশো মাইল সাঁতরে আসতে হবে

 

১.৬ দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল?

 

উত্তরঃ বড়ো একটা মাছের সঙ্গে লড়াই চলছিল একটা কচ্ছপের

 

১.৭ আংরের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু?

 

 উত্তর: আংরের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে সবচেয়ে দর্শনীয় বস্তু ছিল নানা রঙের মাছ

 

২। শূন্যস্থান পূরণ করো:

 

২.১ জল কেটে এগিয়ে চলেছে-

 

উত্তর: জল কেটে এগিয়ে চলেছে আংরে

 

২.২ আজ সকাল থেকে একটা পেছনে পেছনে। চলেছে আমাদের

 

উত্তরঃ আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে

 

২.৩ আবার নিয়ে বসেছে ডিউক

 

 উত্তর: আবার সেক্সটান্ট নিয়ে বসেছে ডিউক

 

২.৪ খাওয়া যাক

 

 উত্তর: রসগোল্লা খাওয়া যাক

 

২.৫ পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায়. সাঁতরে আসতে হবে। মাইল

 

 উত্তর: পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় ২০০ মাইল সাঁতরে আসতে হবে

 

২.৬ চারধারে -ফুঁসছে

 

উত্তরঃ চারধারে সমুদ্র ফুসছে

 

২.৭ হঠাৎ আওয়াজ করে ঝাঁপিয়ে পড়ে জলে

 

উত্তরঃ হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে

 

 

 

Paid  Answer (For Membership User)

Editing By- Lipi Medhi