অধ্যায় - ১৮

একা একা থাকতে নেই

    👉Paid  Answer (For Membership User)

    👉Download Books PDF


১। একটি বাক্যে উত্তর:

১.১ পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন?

 

উত্তর: বাড়িতে পরিরা ভালোভাবে থাকতে পারবে, রোদে দেহ পুড়বে না, বৃষ্টিতে ভিজে যাবে না, শীতকালের হিমেল বাতাসে কাঁপতেও হবে না

 

১.২ বাড়ির তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন?

 

উত্তর: বাড়ি তৈরির জায়গা নিয়ে পরিদের মধ্যে ঝগড়া হলো বেশিরভাগ বলল, ঘন বনের মধ্যে যেসব গাছ সেখানে বাড়ি করলে ভালো হবে, আর দুজন বলল, ফাঁকা মাঠে যে দুটো গাছ আছে সেখানেই তো বাড়ি করলে হয়

 

১.৩ তারপর তারা কী কী করল?

 

উত্তর: তারপর বেশির ভাগ পরি গভীর বনে গিয়ে গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করল। আর দুজন ফাঁকা মাঠের পাশাপাশি গাছে বাড়ি তৈরি করে ফেলল

 

১.৪ বৃষ্টিতে পরিদের মাঠের গাছ-বাড়িগুলোর কী অবস্থা হলো?

 

উত্তর: বৃষ্টিতে ঝোড়ো হাওয়া মাঠের গাছ-বাড়িগুলো সব ওলট পালট হয়ে গেল

 

১.৫ ঘন বনে ঝড়-ঝাপটা তেমন সুবিধা করতে পারল না কেন?

 

উত্তর: সেখানে একসঙ্গে অনেক গাছ, আর ফাঁকা জায়গা না থাকায় ঝড় পরিদের বাড়ির কোনো ক্ষতি করতে পারল না

 

১.৬ বনের পরিদের বাড়ি কীভাবে বেঁচে গেল?

 

উত্তর: বনে অনেক গাছ থাকায় ঝড়ে দাপট দেখাতে পারল। না এবং পরিদের বাড়িগুলো বেঁচে গেল

 

১.৭ একা একা থাকার বিপদ কোথায়?

 

উত্তরঃ একা একা থাকলে বাইরের আঘাতে সকলে সহজে। বিপর্যস্ত হয়ে পড়ে বলে তাই একা থাকার বিপদ আছে

 

২। বন্ধনীর মধ্যে ঠিক উত্তরটা বেছে লেখো:

 

২.১ পরির দল খোলা আকাশের নীচে (গাছের ডালে ডালে/গাছের কোটরে কোটরে) থাকে

 

উত্তাঃ পরির দল খোলা আকাশের নীচে গাছের ডালে ডালে থাকে

 

২.২ গাছের গুঁড়ি থেকে (অল্প/অনেক) উঁচুতে কয়েকজন পরি বাড়ি তৈরি করল

 

উত্তর: গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে কয়েকজন পরি বাড়ি করল

 

২.৩ যেদিন ঝড় উঠল, সেদিন ছিল (বর্ষার রাত/শীতের রাত)। (নবাব বাহাদুর ইন্সটিটিউশন)

 

উত্তরঃ যেদিন ঝড় উঠল, সেদিন ছিল বর্ষার রাত

 

২.৪ ঘন বনে গাছগুলো (কাছাকাছি/ছাড়াছাড়ি হয়ে) থাকে

 

উত্তরঃ ঘন বনে গাছগুলো কাছাকাছি থাকে

 

২.৫ (একসঙ্গে/আলাদা ভাবে) থাকলে শক্তি বাড়ে। (গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়)

 

উত্তরঃ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে

 

৩। শূন্যস্থানে ঠিক শব্দ বসাও :

 

৩.১ পরিরা গাছের ডালে, (থাকে/থাকি)

 

উত্তর: পরিরা গাছের ডালে থাকে

 

৩.২ তারা বাড়ি তৈরি. (করব/করবে)

 

উত্তরঃ তারা বাড়ি তৈরি করবে

 

৩.৩ একসঙ্গে থাকলে শক্তি. (বাড়ে/বাড়ায়)

 

উত্তরঃ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে

 

৪। এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো:

 

৪.১ নেই একা থাকতে একা

 

উত্তর: একা একা থাকতে নেই

 

৪.২ একসঙ্গে বনের অনেক ঘন গাছ মধ্যে

 

উত্তর: বনের মধ্যে একসঙ্গে অনেক ঘন গাছ

 

৪.৩ হাওয়া খুশির মনে তাদের সবসময়

 

উত্তর: তাদের সব সময় মনে খুশির হাওয়া

 

৪.৪ চলে বনে গেল গভীর কয়েকজন

 

উত্তর: কয়েকজন গভীর বনে চলে গেল

 

৪.৫ একসঙ্গে বাড়ে থাকলে শক্তি

 

উত্তরঃ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে

 

৫। সংক্ষেপে উত্তর দাও:

 

৫.১ পরিরা কোথায় থাকত? (টাকী রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়)

 

উত্তর: পরিরা খোলা আকাশের নীচে গাছের ডালে ডালে থাকত

 

৫.২ তাদের কী কারণে কষ্ট হত?

 

উত্তা: রোদে বৃষ্টিতে শীতে পরিদের খুব কষ্ট হত

 

৫.৩ কষ্ট থেকে রেহাই পেতে তারা কী ভাবল?

 

উত্তর: পরিরা ভাবল এত কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য তারা এবার বাড়ি তৈরি করে থাকবে

 

৫.৪ পরিরা কোথায় যেতে চাইল?

 

উত্তর: পরিরা ঘন বনের মধ্যে যেতে চাইল

 

৫.৫ দুজন পরি কী বলল?

 

উত্তর: দুজন পরি বলল, বনের চেয়ে ফাঁকা মাঠেই তারা ভালো থাকবে

 

৫.৬ পরিরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল?

 

উত্তরঃ পরিরা বেশির ভাগ বাড়ি তৈরি করল ঘন বনের মধ্যে, শুধু দুজন তৈরি করল ফাঁকা মাঠের দুটো গাছে

 

৫.৭ সেখানে তাদের কীভাবে দিন কাটছিল?

 

উত্তর: সেখানে তাদের বেশ আনন্দেই দিন কাটছিল

 

৫.৮ 'সব দিন সমান যায় না' বলতে কী বোঝানো হয়েছে?

 

উত্তর: সব দিন সমান যায় না বলতে বোঝানো হয়েছে, কারোর জীবনের সমস্ত কালটাই এক রকম কাটে না। সুখ দুঃখ, ভালোমন্দর মধ্যে দিয়েই জীবন কাটে

 

৫.৯ বর্ষার রাতে কী ঘটল? (বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয়)

 

উত্তরঃ বর্ষার রাতে উঠল পাহাড়ি ঝড়। সেই ঝড়ের দাপটে ফাঁকা মাঠের দুটো গাছের দুটো পরির বাড়ি ভেঙে গেল

 

৫.১০ 'ঘন বন' আর 'মাঠ' -এই দুই জায়গায় থাকা পরিদের কী দশা হল?

 

উত্তরঃ ঘন বনে যে সব পরিরা ছিল পাহাড়ি ঝড়ের দাপট তাদের বিশেষ কোনো ক্ষতি করতে পারল না। কিন্তু ফাঁকা মাঠে দুটো গাছে যে পরিরা বাড়ি করেছিল ঝড়ের দাপটে তা গেল ভেঙে

 

৫.১১ শেষে ঘন বনের পরিরা কী বলল?

 

উত্তরঃ শেষে ঘন বনের পরিরা বলল, একা একা থাকতে নেই। তাতে শক্তি কমে যায়। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে

 

৬। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

 

৬.১ 'একদিন তারা সবাই মিলে ঠিক করল'- কারা, কী ঠিক করেছিল?

 

উত্তর: পরিরা সবাই মিলে ঠিক করেছিল, তারা বাড়ি তৈরি করবে

 

৬.২ 'বনের পরিদের বাড়ি বেঁচে গেল'পরিদের বাড়ি বেঁচে যাবার কারণ কী? বনের

 

উত্তর: পরিদের বাড়ি গভীর জঙ্গলে হওয়ায় ঝড়-ঝাপটা বেশি কিছু ক্ষতি করতে পারল না। তাই তাদের বাড়ি । বেঁচে গেল

 

৬.৩ 'একা একা থাকতে নেই'কেন?

 

উত্তর: একা একা থাকলে বিপদ, তাতে শক্তি কমে যায়। তাই একা একা থাকতে নেই

 

৬.৪ 'এমনি করে দিন কাটে।'- কেমন করে দিন কাটে

 

উত্তরঃ খোলা আকাশের নীচে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতের হিমেল বাতাসে কেঁপে পরিদের দিন কাটে

 

Paid  Answer (For Membership User)

Editing By- Lipi Medhi