অধ্যায় - ২২
দেশের মাটি
👉Paid Answer (For Membership User)
👉Download Books PDF
১। নীচের প্রশ্নগুলির দু-এক কথায় উত্তর দাও:
১.১ তোমার দেশ কোনটি?
উত্তরঃ আমার দেশ
বাংলাদেশ। (এপার বা ওপার বাংলা নয় সমগ্র বাংলাদেশ)
১.২ সেই
দেশটি কেমন?
উত্তরঃ সেই
দেশটি আমার কাছে মধুরোত্তম মনে হয়। আমার দেশের মাটি খাঁটি সোনার চাইতেও খাঁটি।
১.৩ দেশে
থাকতে কবির কেমন লাগে?
উত্তরঃ দেশের
বাতাস চন্দনের গন্ধে ভরা। এ দেশের যেখানেই থাকা যাক না কেন তা কবির সমস্ত ক্লান্তি
হরণ করে, শীতল
পাটির স্নিগ্ধ শীতলতার চেয়েও শীতল লাগে।
১.৪ এই
কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে, যার মধ্যে খাবার এবং জল-দুটোই থাকে। কোন ফল তা লেখো।
উত্তরঃ নারকেলের
কথা বলা হয়েছে। নারকেলের মধ্যে খাবার
ও জল দুই
থাকে। নারকেলের শাঁস খাবার এবং তার। জলকে পানীয় জল বলা হয়েছে।
১.৫ ধানকে
এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা। হয়েছে কেন?
উত্তরঃ ধান
পাকলে সোনালি রং ধারণ করে। সেই জন্য ধানকে সোনার সঙ্গে তুলনা করা হয়। তাছাড়া ধান
বাঙালিদের প্রধান খাদ্য তাই অত্যন্ত দামি, যেমন দামি সোনা, তাই
বাঙালিদের কাছে ধান কনক ধান্য রূপেই গণ্য হয়।
১.৬ কবিতায়
কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন, যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে?
উত্তরঃ এই
কবিতায় কবি হিমালয় পাহাড়ের কথা বলেছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে।
২। কবিতাটি
কার লেখা? এই কবির
লেখা 'বাংলাদেশ'। আর কবি
দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা 'সকল দেশের সেরা' কবিতা দুটি
শিক্ষকের থেকে শুনে নাও।
উত্তরঃ 'দেশের মাটি' কবিতাটি সত্যেন্দ্রনাথ
দত্তের লেখা। সত্যেন্দ্রনাথের 'বাংলা
দেশ' ও
দ্বিজেন্দ্রলাল রায়ের | 'সকল
দেশের সেরা' কবিতা
দুটি শোনা হলে সত্যেন্দ্রনাথ দত্তের 'আমরা' কবিতাটি
পড়লে ভালো হয়।
৩। ঠিক
শব্দটির উপরে (✔) চিহ্ন বসাও:
৩.১ মাথায়
সূর্য এসে (সোনার/রূপার/তামার) কাঠি ছোঁয়ায়।
উত্তরঃ মাথায়
সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়।
৩.২
(পাহাড়/বন/সাগর) সে তার ধোয়ায় পা'টি।
উত্তরঃ সাগর সে
তার ধোয়ায় পা'টি।
৩.৩ দেশের
কোল ভরে আছে (কনক/আমন/রঙিন) ধান।
উত্তর: দেশের
কোল ভরে আছে কনক ধান।
৩.৪ গন্ধে
মাতায় (লীলা/নীল/লাল) কমল।
উত্তর: গন্ধে
মাতায় লীলা কমল।
৪।
নীচে কতকগুলি পঙ্ক্তি দেওয়া হল যেগুলি পদ্যে লেখা।
৪.১ 'পাহাড় তারে
আড়াল করে, সাগর সে
তার ধোয়ায় পা'টি।'
উত্তর: তাকে
পাহাড় আড়াল করে, সাগর তার
পা ধুইয়ে দেয়।.
৪.২ 'আমার দেশের
পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি।'
উত্তরঃ আমার
দেশের পথের ধুলো খাঁটি সোনার চেয়েও খাঁটি।
৪.৩ সে যে
গোনীল পদ্ম আঁখি সেই তো রে নীলকন্ঠ পাখি।'
উত্তরঃ সেই
নীলকণ্ঠ পাখি যার চোখটা নীলপদ্মের মতো।
৫।
নিজের ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:
৫.১
কবিতাটিতে দেশের রূপবর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন?
উত্তরঃ কবি
বাংলাদেশের রূপবর্ণনায় যেসব ফুলের নাম করেছেন সেগুলো হল-মউল, নীলা কমল, লবঙ্গ, বকুল, দোপাটি।
৫.২ সেইসব
ফুল দেশকে কীভাবে সাজিয়েছে?
উত্তরঃ মউল বা
মহুয়া ফুলের মালা মাথায় থাকে। লীলা কমল গন্ধে মাতিয়ে রাখে। লবঙ্গ ফুল নূপুরের
আওয়াজ তোলে। বকুল আর দোপাটি বঙ্গমাতার অঙ্গ সাজায়।
৫.৩ দেশের
প্রতি তোমার অনুভূতির কথা চার-পাঁচটি বাক্যে লেখো।
উত্তরঃ দেশের
প্রতি আমার অনুভূতি: বাংলাদেশ আমার মাতৃভূমি। আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে আমার
প্রাণের চেয়েও ভালোবাসি। আমার বাসনা আমি আমার এই সুন্দর মাতৃভূমিকে ভালো করে জানব, দেখব এবং বুঝব। আমার দেশের
মানুষ, আমার
দেশের নদী, প্রান্তর, পাহাড়, সাগর, গাছপালা, বনজঙ্গল, পশুপাখি সব কিছুকে আমি
আমৃত্যু ভালোবাসব। আমার দেশের ভালোর জন্য আমি সব সময় সচেষ্ট থাকব। সবাইকে দেশের
সেবায় আত্মনিয়োগ করার কথাও বলব।
৬।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
৬.১ 'মধুর চেয়েও
আছে মধুর।'- মধুর চেয়েও
মধুর কী?
উত্তরঃ মধুর
চেয়েও মধুর হল আমাদের দেশের মাটি।
৬.২ 'খাঁটি
সোনার চাইতে খাঁটি।'- কী?
উত্তরঃ সোনার
চেয়েও খাঁটি হল দেশের পথের ধূলা।
৬.৩ 'কুলার পায়ে
রূপার কাঠি।' - কে?
উত্তরঃ জ্যোৎস্না
প্রত্যেকদিন পায়ে রূপার কাঠি বোলায়।
৬.৪ 'পাহাড় তারে
আড়াল করে।' আড়াল করে?
উত্তরঃ পাহাড়
আমাদের দেশকে আড়াল করে।
৬.৫ 'হচ্ছে বদল
দিনে রাতে।'- কীভাবে?
উত্তরঃ নাগের আর বাঘের পাহারাতে দিনে রাতে বদল হচ্ছে।
Paid Answer (For Membership User)
Editing By- Lipi Medhi