অধ্য়ায় - ২৩। 

কিসের থেকে কি যে হয়

    👉Paid  Answer (For Membership User)

    👉Download Books PDF

১। একটি বাক্যে উত্তর দাও:

১. কিশোরী মেয়ে বনে কী করতে যায়?

উত্তর: কিশোরী মেয়ে বনে শুকনো কাঠ কাটতে যায়।

২. কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল?

উত্তর: কাঠবেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল।

৩. কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল?

উত্তর: কিশোরী মেয়েটি বাঁ হাতে কাটারি ধরেছিল।

৪. ছোটো পাখি কার কানে ঢুকে পড়েছিল?

উত্তর: ছোটো পাখি একটা হাতির কানের মধ্যে ঢুকে গিয়েছিল।

২। তিন-চারটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

১. কিশোরী মেয়েরা কীসের জন্য বনে যেত?

উত্তরঃ বনের ধারের গ্রামের কিশোরী মেয়েরা সকালে কিছু খেয়ে বনে কাঠ কাটতে যেত। শুকনো কাঠ উনুন জ্বালাতে লাগে, সেগুলো সংগ্রহ করতে তারা বনে যেত।

২. কাঠবেড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কী করেছিল?

উত্তরঃ কিশোরী মেয়েটির বাঁ হাত থেকে খসে পড়া কাটারির আঘাতে কাঠবেড়ালির লেজটা কেটে গেল। লেজটা কেটে যেতে কাঠবিড়ালি ভীষণ ব্যথা পেল। ব্যথা পেয়ে কাঠবেড়ালিটি বেজায় রেগে গিয়েছিল। কাঠবেড়ালিটি রেগে গিয়ে তরতর করে গাছের ডগায় উঠে গিয়ে একটা মস্ত বড়ো ফলে কামড় দিল। ফলটা কামড় খেয়ে বোঁটা থেকে খসে পড়ল।

৩. হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল?

উত্তর: হরিণটা খুব আরাম করে মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। হঠাৎ মাথায় এসে পড়ল বোঁটা থেকে খস একটা বড়ো ফল। সে খুব চমকে উঠল, ভয়ও পেল আবার আঘাতও কম হল না।

হরিণটা ভয় পেয়ে তিরবেগে ছুট লাগাল। তার ছোটার পথে ঝুরো মাটি ছিল। ঝুরো মাটির মধ্যে ছোটো ছোটো পাখির বাসা ছিল। হরিণের পায়ের চাপে সেই পাখির বাসাগুলো ভেঙে গেল। পাখিদের খুব ক্ষতি হল।

৪. হাতি কেন চাষির ফসলের খেত নষ্ট করে দিয়েছিল?

উত্তর: হাতিটা তার মস্ত শুঁড় দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছিল। সন্ত্রস্ত ছোটো একটা পাখি দিশাহারা হয়ে উড়তে উড়তে হাতির কানের মধ্যে ঢুকে গেল। হাতি তার ফলে ব্যথাও পেল ভয়ও পেল। সে তখন ছুটতে লাগল। ছুটতে ছুটতে একটা চাষির পাকা ধানের খেতে গিয়ে পৌঁছোল। পাকা ধানের খেতে ছোটা থামিয়ে হাতি তার বিরাট দেহ আর গোদাগোদা পা নিয়ে ফসল মাড়িয়ে নষ্ট করে দিতে লাগল। তার রাগ আর ব্যথার জন্য সে চাষির সোনার ফসল নষ্ট করল।

৩। কাদের সম্পর্কে কী বলা হয়েছে মিলিয়ে লেখো:

১. কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির (বাঁ হাতে/ডান হাতে) কামড়ে দিয়েছিল।

উত্তর: কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির ডান হাতে কামড়ে দিয়েছিল।

২. হাতি (ধানের ক্ষেত/আখের ক্ষেত) নষ্ট করে দিয়েছিল।

উত্তরঃ হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল।

৩. হরিণের (পায়ের চাপে/শিঙের চাপে) পাখির বাসা ভেঙে গিয়েছিল।

উত্তরঃ হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। |

৪. কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের (কোমরে/পায়ে) সুতো। বেঁধে ঝুলিয়ে রেখেছিল।

উত্তরঃ কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল।

৪। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. কিশোরীর হাতে কামড়েছিল- (পিঁপড়ে/কাঠপিঁপড়ে/ সাপ/পোকা)

উত্তর: কিশোরীর হাতে কামড়েছিল কাঠপিঁপড়ে।

২. কাঠপিঁপড়ে কিশোরীর যেখানে কামড়ে ছিল- (ডানহাত/ বামহাত/ডান পা/বাম পা)।

উত্তর: কাঠপিঁপড়ে কিশোরীর কামড়েছিল ডানহাত-এ।

৩. কিশোরীর কাটারিটা পড়ে গিয়েছিল-(জলে/ ঝোপে/মাঠে/রাস্তায়)।

উত্তর: কিশোরীর কাটারিটা পড়ে গিয়েছিল ঝোপে।

৪. হরিণের মাথায় পড়েছিল- (পাথর/ ফুল/ ফল/পাতা)

উত্তর: হরিণের মাথায় পড়েছিল ফল।

৫। শূন্যস্থান পূরণ করো:

১. সকালে কিছু খেয়ে যায়। মেয়েরা বনে কাঠ কাটতে

উত্তর : সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যান।

২. একটা তার হাতে কামড়ে ছিল।

উত্তর একটা কাঠপিঁপড়ে তার হাতে কামড়ে ছিল।

৩. সে ভয় পেয়ে, দৌড়ে পালাল।

উত্তর : সে ভয় পেয়ে তিরবেগে দৌড়ে পালাল।

৪. বনের মধ্যে হয়ে পাখিরা উড়ছে।

উত্তর : বনের মধ্যে দিশেহারা হয়ে পাখিরা উড়ছে।

৫ তার দেহ আর ফসল নষ্ট হতে লাগল। চারপায়ের চাপে

উত্তরঃ তার বিশাল, দেহ আর গোদা চারপায়ের চাপে ফসল নষ্ট হতে লাগল।


Paid  Answer (For Membership User)

Editing By- Lipi Medhi