অধ্যায় - ২৪

আগমনী

    👉Paid  Answer (For Membership User)

    👉Download Books PDF


১। একটি বাক্যে উত্তর দাও:

১.১ শরৎ ঋতুর আগে কোন্ ঋতু আসে?

 

উত্তরঃ শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে

 

১.২ শরৎকালে বাঙালিদের কী কী উৎসব হয়?

 

উত্তরঃ শরৎকালে বাঙালিদের প্রধান উৎসব হয় শারদীয়। উৎসব, যার মধ্যে থাকে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, কালীপূজা ইত্যাদি আর থাকে খুশির ঈদ

 

২। দু-তিনটি বাক্যে উত্তর দাও :

 

২.১ শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে?

 

উত্তরঃ শরৎকালে প্রকৃতির রূপ থাকে অতি মনোরম। আকাশ মেঘমুক্ত। ঘন নীল আকাশ থেকে গলানো সোনার মতো সূর্যালোক সবুজ পৃথিবীটাকে একেবারে রঙে রসে উজ্জ্বল করে তোলে ও মাঠে মাঠে ধানের চারা লকলক করতে থাকে। বাগানে বাগানে সাদা কাশফুল হাওয়ায়। দুলতে থাকে। শিউলি ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে। যায় জানিয়ে দেয় জগৎ মাতার আগমন বার্তা

 

২.২ শরৎকালের মেঘ দেখতে কেমন হয়?

 

উত্তরঃ শরৎকালের মেঘের বুকে বৃষ্টিকণা সেরকম থাকে না। ফলে মেঘগুলো হালকা হয়ে পড়ে। আর হালকা সাদা মেঘ নীল আকাশে বাতাসে ভর করে ভেসে বেড়ায়। মেঘগুলোকে দেখে তখন মনে হয় নীল সাগরে যেন সাদা মেঘের ভেলা

 

৩। নীচের সূত্রগুলি ব্যবহার করে শরৎকাল সম্পর্কে কয়েকটি বাক্য লেখো:

 

(নীল আকাশ-সাদা মেঘের ভেলা-কাশ ফুল- উৎসব-কোনো-ছুটি-মজা)

 

উত্তরঃ শরৎকালের নীল আকাশ থেকে গলানো সোনার মতো রোদ সবুজ পৃথিবীর ওপর ছড়িয়ে পড়ে এক অতি মনোরম পরিবেশ সৃষ্টি করে। আকাশে সাদা মেঘের ভেলা বাতাসে ভেসে বেড়ায়, আর মাটিতে মাঠে মাঠে সাদা কাশফুলের সমারোহ আসন্ন উৎসবের পদধ্বনি শোনাতে থাকে। জগৎজননী মায়ের এই পরিবেশেই তো আগমন ঘটে। আবার ঘরে ঘরে এই শরৎকালেই খুশির ঈদের আনন্দ উপচে পড়ে। এই সময় কারোর ঘরের চার দেওয়ালের মধ্যে থাকতে ভালো লাগে না। স্কুলও বন্ধ। মনে হয় ওই সাদা মেঘের মতো অথবা বলাকার দলের মতো কোনো অচিন দেশে পাড়ি দিতে পারলে জীবনটা সার্থক হত। অচেনা দেশে ঘুরে বেড়ানোর মতো রোমাঞ্চকর মজা আর কোথায় পাওয়া যাবে!

 

৪। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

 

৪.১ 'পারছে না ঠিক বুঝতে।'- কাদের কথা বলা হয়েছে?

 

উত্তর: এখানে আকাশে ভাসমান মেঘেদের কথা বলা হয়েছে

 

৪.২ 'থেকে থেকে তাই কি শুনি'- কী শোনার কথা বলা হয়েছে?

 

উত্তরঃ এখানে মেঘের গর্জন শোনার কথা বলা হয়েছে

 

৪.৩ 'এরই মধ্যে মিঠে কিন্তু' - কী মিঠে হবার কথা বলা হয়েছে?

 

উত্তর: এখানে রোদ্দুর মিঠে হবার কথা বলা হয়েছে

 

৪.৪ বিপরীত শব্দ লেখো: মিঠে, দূর, আনমনা, ফাঁক

 

উত্তরঃ মিঠে-তেতো। দূর-নিকট। আনমনা-মনযোগী। ফাঁক-ভরাট

 




Paid  Answer (For Membership User)

Editing By- Lipi Medhi