👉Paid Answer (For Membership User)
👉Download Books PDF
১.১ শেয়াল কিছুতেই কীসের নাগাল পায়নি?
উত্তর: শেয়াল অনেক চেষ্টা করেও মাচায় ঝুলন্ত পাকা আঙুরগুচ্ছের নাগাল পায়নি।
১.২ শেয়াল শেষে কী বলে চলে গিয়েছিল?
উত্তর: শেয়াল আঙুরগুচ্ছের অনেক চেষ্টার পর না পেয়ে যাওয়ার সময় বলে গিয়েছিল যে ওই আঙুর ফলগুলো টক।
১.৩ খরগোশ কেমন ছিল?
উত্তরঃ খরগোশটা অহংকারী ছিল।
১.৪ খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল?
উত্তরঃ খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল।
১.৫ খরগোশ কেন হেরে গিয়েছিল?
উত্তর: খরগোশ ছিল অহংকারী। আর কচ্ছপ ছিল জেদি ও নিষ্ঠাবান। অহংকারী খরগোশ কচ্ছপের নিষ্ঠা ও জেদের কাছে হেরে গিয়েছিল।
১.৬ রাখাল ছেলে কী করত?
উত্তরঃ রাখাল ছেলে মিছিমিছি 'বাঘ বাঘ' বলে চিৎকার করত।
১.৭ ইশপ কোন দেশের মানুষ ছিলেন?
উত্তর: ইশপ গ্রিস দেশের মানুষ ছিলেন।
১.৮ ইশপ কাদের নিয়ে গল্প বানাতেন?
উত্তরঃ ইশপ মানুষদের স্বভাব পশুদের ওপর আরোপ করে পশুচরিত্র নিয়েই গল্প বানাতেন।
১.৯ ইশপের প্রভু কে ছিলেন?
উত্তরঃ ইশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস।
১.১০ তিনি ইশপকে কোথায় পাঠিয়েছিলেন?
উত্তর: রাজা ক্রোসাস ইশপকে পাঠিয়েছিলেন ডেলফি নামক স্থানে।
১.১১ সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল?
উত্তর: ডেলফির পুরোহিতরা ছিলেন সব বিখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টা। সেইজন্য জায়গাটা সকলের কাছে খুব বিখ্যাত ছিল।
১.১২ সেখানকার মানুষ কেমন ছিল?
উত্তর: ডেলফির মানুষগুলোর ছিল অপরিমেয় লোভ।
১.১৩ তাদের আচরণ দেখে ইশপ কোন গল্প বাঁধলেন?
উত্তর: ডেলফির লোভী মানুষগুলোর স্বভাব নিয়ে ইশপ 'সোনার ডিম পাড়া হাঁসের' গল্প বাঁধলেন।
১.১৪ নীতিগল্প কাকে বলে?
উত্তর: যে সমস্ত গল্পে নীতিশিক্ষা লাভ করা যায়, সেই গল্পগুলিকে বলা হয় নীতিগল্প।
১.১৫ আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি?
উত্তর: আমাদের মতো সামাজিক মানুষদের জীবনে দয়ামায়া,
ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি-এইসব সদগুণগুলো থাকা অত্যন্ত প্রয়োজন।
১.১৬ অনুবাদ বা তরজমা কাকে বলে?
উত্তর: এক ভাষায় লেখাকে অন্যভাষায় রূপান্তর ঘটানোকে বলা হয় অনুবাদ বা তরজমা।
১.১৭ ইশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয়?
উত্তরঃ ইশপের গল্পগুলির মধ্যে এমন সব নীতিকথা আছে যা সব দেশের সব কালের মানুষের উপযোগী। সেইজন্য ইশপের গল্পগুলো সর্বকালে সর্বদেশেই জনপ্রিয় হয়ে আছে।
১.১৮ ইশপকে কেন 'মানৰজাতির সবচেয়ে বড়ো শিক্ষকদের একজন' বলা হয়েছে?
উত্তরঃ ইশপের সৃষ্ট গল্পগুলো মানুষকে কতকগুলো মৌলিক সদগুণের শিক্ষা দেয়- সেগুলি সামাজিক মানুষদের মধ্যে থাকা খুব জরুরি। সেইজন্যই ইশপকে 'মানবজাতির সবচেয়ে বড়ো শিক্ষকদের একজন' বলা হয়েছে।
২। ঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো:
২.১ ইশপ ছিলেন একজন (রাজা/পুরোহিত/ক্রীতদাস)।
উত্তর: ইশপ ছিলেন একজন পুরোহিত।
২.২ ইশপের প্রভু ছিলেন রাজা- (ক্লোসাস/অলিম্পাস/ জুলিয়াস)।
উত্তর: ইশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস।
২.৩ ইশপ ছিলেন- (চিন/গ্রিস/মিশর)
উত্তরঃ ইশপ ছিলেন গ্রিস দেশের লোক।
২.৪ ইশপের প্রভু ইশপকে (এথেন্স/স্পাটা/ডেলফি)
উত্তর: ইশপের প্রভু ইশপকে ডেলফি নগরে পালিয়ে ছিলেন।
২.৫ ডেলফি শহরটি বিখ্যাত ছিল-(অমলিন কাপড়/ ভবিষ্যৎবাণী/যুদ্ধ বিগ্রহকে)
উত্তরঃ ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎ বাণী-এর জন্য।
৩। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
৩.১ 'এই মানুষটি ছিলেন একজন ক্রীতদাস'।- কার কথা বলা হয়েছে?
উত্তরঃ এখানে ইশপের কথা বলা হয়েছে।
৩.২ 'তারা ছিল বড়ো লোভী।'- কাদের কথা বলা হয়েছে?
উত্তরঃ এখানে ডেলফির পুরোহিতদের কথা বলা হয়েছে।
৩.৩ 'সেই গল্পটি তিনি তাদের শুনিয়েও দিলেন।' কোন্ গল্পের কথা বলা হয়েছে?
উত্তরঃ এখানে ডেলফির পুরোহিতদের দেখে ইশপের সোনার ডিম পাড়া হাঁসের গল্পের কথা বলা হয়েছে।
৩.৪ 'সবই নীতি গল্প' - নীতিগল্প কী?
উত্তাঃ কিছু গল্প পাঠে শুধু আনন্দই পাওয়া যায় না, সেই সঙ্গে পাওয়া যায় খুব ভালো ভালো উপদেশ। এগুলি হলো নীতি গল্প।
৩.৫ 'এইসব সদ্গুণ যে আমাদের জীবনে কত জরুরি' কোন্ সদ্গুণের কথা বলা হয়েছে?
উত্তরঃ এখানে দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা পরোপকার, শ্রদ্ধাভক্তি এইসব সদ্গুণের কথা বলা হয়েছে।
Paid Answer (For Membership User)
Editing By- Lipi Medhi