অধ্যায় - ২৯
ঘুমিও নাকো আর
👉Paid Answer (For Membership User)
👉Download Books PDF
১। একটি বাক্যে উত্তর দাও :
১.১
কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন?
উত্তরঃ খোকন সোনা রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন।
হয়।
তাদের মনে কল্পনায় তৈরি হয় একটা নতুন জগৎ। বাস্তবজগতের সঙ্গে তার কোন মিল খুঁজে
পাওয়া যায় না। এই জগৎকে বলা হয় 'কল্পলোক'।
১.২
'কল্পলোক' মানে
কী?
উত্তরঃ 'কল্পলোক' মানে
কল্পনার জগৎ। শিশুরা কল্পনাপ্রবণ ।
১.৩
কল্পলোকের মানুষদের বর্ণনা দাও।
উত্তরঃ কল্পলোকে নানা ধরনের মানুষ থাকে। তাদের
চোখে
চশমা
আঁটা, কারো মুখভর্তি দাড়ি, তাদের
ফোকলা দাঁত। হাসলে দাঁতের মাড়ি বেরিয়ে পড়ে। এরা কেউ মাটিতে হেঁটে চলে, কেউ
বা ঘোরে ফানুসে চেপে।
১.৪
কেচরকা কাটে?
উত্তরঃ স্বপ্নবুড়ি চরকা কাটে।
১.৫
দিগন্তহীন মাঠটির নাম কী?
উত্তরঃ দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ।
১.৬
ঝিল্লিরা কীভাবে ডাকে?
উত্তর: ঝিল্লিরা ঝিমঝিম ঝিঁঝির ঝিঁঝির সুরে
ডাকে।
১.৭
নিঝুমরাতে অশথ-শাখে কে চেঁচায়?
উত্তরঃ নিঝুমরাতে অশথ-শাখে হুতুম চেঁচায়।
১.৮
জানলা দিয়ে কে মুখ বাড়ায়?
উত্তরঃ জানলা দিয়ে মুখ বাড়ায় রাজপুত্রের ঘোড়া।
১.৯
তার সাজ-পোশাক কী রকম?
উত্তর: রাজপুত্রের ঘোড়া মুক্তো গাঁথা ঝালর
মাথায় ঝুলিয়ে হিরের লাগাম পরে এসেছে।
১.১০
কে, কাকে পিঠের উপর বসিয়ে কোথায় নিয়ে যেতে
চায়?
উত্তরঃ রাজপুত্রের ঘোড়া খোকনকে পিঠে বসিয়ে
রূপকুমারীর রাজ্যে নিয়ে যাবে।
১.১১
কড়ির পাহাড়, হাড়ের
পাহাড় পেরিয়ে কোন দেশ?
উত্তরঃ কড়ির পাহাড়, হাড়ের
পাহাড় পেরিয়ে আছে অচিন দেশ।
১.১২
সেখানে কে থাকে?
উত্তরঃ অচিন দেশে থাকে রূপকুমারী।
২। শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও :
২.১
কারুর চোখে -আটা, কারোর
মুখে দাড়ি।
উত্তর: কারুর চোখে চশমা আটা, কারোর
মুখে দাড়ি।
২.২
স্বপ্নবুড়ি থামায় হারায় সুতোর খেই।
উত্তরঃ স্বপ্নবুড়ি চরকা থামায় হারায় সুতোর খেই।
২.৩
নিঝুম রাতে . চেঁচায় হঠাৎ অশথ-শাখে।
উত্তরঃ নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অশথ-শাখে।
২.৪
মুক্তা গাঁথা মাথায় হিরের লাগাম মোড়া।
উত্তরঃ মুক্তা গাঁথা ঝালর মাথায় হিরের লাগাম
মোড়া।
২.৫
থমথমে রূপকথার দেশে. ঘুমে মগ্ন।
উঃ থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন।
৩।
তুমি কি রূপকথার গল্প পছন্দ করো? যদি
পছন্দ করো তবে কেন পছন্দ করো, লেখো।
কোনো রূপকথা কি তুমি শুনেছ? শুনলে
কার কাছ থেকে শুনেছ?
উত্তরঃ রূপকথার গল্প সকলেই পছন্দ করে। আমিও
করি। রূপকথা পছন্দ করার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হল, রূপকথার
মধ্যে যে কাহিনিটা থাকে তা আমার মনকে মুগ্ধ করে রাখে। একটা রূপকথা শোনার পর সেই
গল্পের কাহিনির রেশ দীর্ঘকাল আমার মনকে আচ্ছন্ন করে রাখে। আমি যেন সেই রূপকথার
দেশে স্বয়ং ঘুরে বেড়াতে থাকি। গল্পের পাত্রপাত্রীর সঙ্গে আমি নিজেকে যেন মিশিয়ে
দিই। বারবার তাই আমার রূপকথার কাহিনি শুনতে ইচ্ছে করে। রূপকথার কাহিনি আমি অনেক
শুনেছি। শুনেছি আমার ঠাকুরমার মুখ থেকে। আমার মার মুখ থেকেও মাঝে মাঝে শুনি।
৪।
তুমি কি স্বপ্ন দেখো? তোমার
শেষ দেখা স্বপ্নটির কথা লেখো।
উত্তরঃ স্বপ্ন আমি প্রায়ই দেখি। বিশেষ করে
বর্ষার দিনে। আমার দেখা শেষ স্বপ্নটি খুব মজার। আমি সেটা শেষ রাতের দিকে
দেখেছিলাম। স্বপ্নটা এরকম ছিল- পড়াশোনায় আমি ভীষণ ভালো ফল করেছি। তাই বড়ো পুরস্কার
লাভ করছি। ঠাকক্কাকে স্বপ্নের কথাটা ও শেষরাতে দেখার কথাটা বলতে ঠাক্কা বললেন, 'তোর
এই স্বপ্নটা সত্যি হবে রে- তুই যে শেষ রাতে স্বপ্ন দেখেছিস।' ঠাক্কা
বললেন শেষ রাতের স্বপ্ন সত্যি হয়। সত্যি হলে তো আমি বেঁচে যাই।
আমি
স্বপ্ন দেখলাম একটা ঘোড়ায় চেপে আমি মস্ত একটা মাঠ পার হয়ে ঢুকলাম একটা বনের মধ্যে।
ঘোড়া। আপন তালে চলছিল। বনের মধ্যে চলতে চলতে হঠাৎ সামনে দেখলাম একটা সুন্দর ছোট্ট
বাড়ি। দরজা খোলা। ঘোড়াটা খোলা দরজার সামনে আমায় নামিয়ে দিল। আমি একটুও ভয় না পেয়ে
বাড়ির ভিতরে ঢুকলাম। দেখলাম, সেখানে
আমার মতোই অনেক ছোটো ছোটো ছেলেমেয়ে আপন মনে খেলা করছে। আমাকে দেখেই তারা সবাই ছুটে
এসে আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। সেখানে আমার মায়ের মতো সুন্দর একজন মহিলা বসে
আছেন। তিনি আমায় সাদরে কাছে টেনে নিলেন। যেন কতদিনের চেনা আমায় এমন ভাবে জিজ্ঞেস
করলেন, 'ভালো আছো তো খোকন?' আমি
যেই হ্যাঁ বললাম, অমনি
ঘুমটা ভেঙে গেল। এই স্বপ্নটা কি সত্যি হবে?
৫।
স্বপ্নে যদি তুমি কোনও অচিন দেশে পৌঁছে যাও তবে সেখানে কী কী তুমি দেখতে চাইবে আর
কী কী দেখতে চাইবে না লেখো।
উত্তর: স্বপ্নে যদি কোন অচিন দেশে পৌঁছে যাই
সেখানে আমি দেখতে চাইব সুন্দর বাগান, মস্ত
মাঠ, অসংখ্য পাখি, আর
হরিণ খরগোশের মতো নিরীহ প্রাণী। পরিচ্ছন্ন অরণ্য যেমন থাকবে, তেমনি
থাকবে বড়ো বড়ো পাড়ওলা দিঘি। দিঘিতে পদ্মফুল ফুটে থাকবে।
অবশ্যই
সেখানে পড়ার চাপ থাকবে না; শক্তশক্ত
অঙ্ক থাকবে না, ভয়ংকর
জন্তু জানোয়ার থাকবে না। আর গোমড়ামুখো লোকেরা যেন একদম না থাকে।
৬। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
৬.১
'হাসলে কারও বেরিয়ে পড়ে।'- কী
বেরিয়ে পড়ে?
উত্তর: কেউ হাসলে তার দাঁত বেরিয়ে পড়ে।
৬.২
'স্বপ্নবুড়ি চরকা থামায়'। -
স্বপ্নবুড়ি কেন চরকা থামায়?
উত্তর: স্বপ্নবুড়ি সুতোর খেই হারিয়ে চরকা থামায়।
৬.৩
নিঝুমরাতে হুতুম চেঁচায়'- কোথায়
চেঁচায় হুতুম?
উত্তর: নিঝুমরাতে হুতুম অশ্বত্থ শাখায় চেঁচিয়ে
ওঠে।
৬.৪
'খোকা ঘুমিয়ো নাকো আর'- খোকাকে
এই কথাটি কে বলেছে।
উত্তর: খোকাকে এ কথাটি বলেছে রাজপুত্রের ঘোড়া।
Paid Answer (For Membership User)
Editing By- Lipi Medhi