অধ্যায় ৪
দেয়ালের ছবি
👉Paid Answer (For Membership User)
👉Download Books PDF
১। সংক্ষেপে উত্তর দাও:
১৫.১ গল্পের শিকারিটি কীভাবে তার দিন কাটাত?
উত্তরঃ গল্পের
শিকারিটি সারাদিন বনে বনে ঘুরে বেড়াত। পাখি | শিকার করে রান্না করে বনেই খেয়ে নেয়। বনের ফলমূলও সে খেত। বড়ো আনন্দে
তার দিন কাটত।
১৫.২ বনে
শিকারির প্রিয় বন্ধুটি কে?
তাকে সে একদিন কী প্রস্তাব দিল?
উত্তর: বনে
শিকারির প্রিয় বন্ধু হয়ে গেল একটা বাঘ। শিকারি একদিন তার বন্ধুকে প্রস্তাব দিল
তাদের বাড়ি যাওয়ার।
১৫.৩
উত্তরে তার বন্ধু তাকে কী বলল?
উত্তর: শিকারির
প্রস্তাবের উত্তরে বাঘটি সানন্দে বলল সে আর এমন কী কথা। বন্ধুর বাড়িতে তো যাওয়াই
যায়। সে সঙ্গে সঙ্গে যাওয়ার কথা বলল।
১৫.৪ গল্পে
শিকারির বাড়িটি কোথায়? (সদর গভ:
হাইস্কুল (কোচবিহার))
উত্তর: গল্পের
শিকারিটির বাড়ি বনের ধারে একটা গ্রামে। ১৫.৫ তার ঘরবাড়ির চেহারা কেমন?
১৫.৬
শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কীভাবে করেছিল?
উত্তর: শিকারি
তার বাড়িতে তার বন্ধুকে লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে যত্ন করে খাওয়াল।
১৫.৭ বাঘ
হঠাৎ দেয়ালে কীসের ছবি দেখল?
উত্তর: বাঘ হঠাৎ
শিকারির ঘরের দেয়ালে হাতে আঁকা একটা ছবি দেখতে পেল। ছবিটায় দেখল, একজন শিকারি দাঁড়িয়ে আছে।
তার হাতে তির-ধনুক। আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ।
১৫.৮
শিকারির মজা পাওয়ার কারণ কী?
উত্তর: বাঘটি
যেভাবে ছবিটার দিকে তাকিয়ে আছে তা দেখে শিকারির খুব মজা হল। তার মনে হল যেন বিরাট
কোন কাজ করে ফেলেছে। বাঘকেই বাঘ শিকারের ছবি দেখানো হচ্ছে। এই ব্যাপারটা খুব মজার।
১৫.৯ নিজের
ঠাকুরদা সম্পর্কে শিকারি কোন কথা বাঘকে বলল?
উত্তর: শিকারি
নিজের ঠাকুরদা সম্পর্কে বাঘকে বলল যে তার ঠাকুরদা ছিলেন মস্ত শিকারি। তিনি বাঘ, নেকড়ে কাউকে ভয় পেতেন না।
বাঘকে মেরে ছবিতে দেখা যাচ্ছে কেমন পায়ের তলায় রেখে দিয়েছেন।
১৫.১০ সে
ব্যাপারে বাঘ আগ্রহ দেখাল না কেন?
উত্তরঃ বাঘকে
মেরে পায়ের তলায় শিকারির ঠাকুরদা রেখে দিয়েছেন-আঁকা এই ছবি দেখে বাঘটি কোনো আগ্রহ
দেখাল না। সে মনে মনে ভাবল ও রকম হত্যা করা বাঘকে নিয়ে ছবি একমাত্র মানুষই আঁকে।
এর মধ্যে কোনো বীরত্ব নেই।
১৫.১১
বাঘের কোন কথা শুনে শিকারি অবাক হয়েছিল? (দমদম মতিঝিল গার্লস হাইস্কুল)
উত্তর: বাঘটি
আঁকা ছবিটি দেখে শিকারিকে প্রশ্ন করেছিল, ছবিটা কোনো মানুষের আঁকা কিনা। বাঘের এই প্রশ্ন শুনে শিকারি অবাক
হয়েছিল।
১৫.১২
দেয়ালের ছবিটির বিষয় কী ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে, সেটির বিষয়
কী হতো?
উত্তর: দেয়ালে
আঁকা ছবিটি ছিল, একজন
শিকারি দাঁড়িয়ে রয়েছে। তার হাতে তির-ধনুক আর মাটিতে শুয়ে রয়েছ ফার্স্ট চয়েস অভিনব
হাত্রবন্ধু একটা মৃত বাঘ। কোনো বাঘ এই ছবি আঁকলে চিত্র আলাদা হত। বাঘ শুয়ে থাকবে
আর শিকারি তির ধনুক নিয়ে নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকবে-বাঘের দৃষ্টিতে এ রকম দৃশ্য
হতেই পারে না। বাঘ অবশ্যই তির-ধনুকধারী শিকারির ঘাড়ে লাফিয়ে পড়ত।
অতিরিক্ত
প্রশ্নোত্তর
১.
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
১.১
সেইকালে বনের ধারে গাঁয়ে থাকত এক- (চোর/ ডাকাত/শিকারি/ব্যাধ)
উত্তর: সেইকালে
বনের ধারে গাঁয়ে থাকত এক শিকারি।
১.২
শিকারির জল ছিল যেটাতে (লোটা/বালতি/ গামলা/গ্লাসে)।
উত্তর: শিকারির
জল ছিল লোটাতে।
১.৩ শিকারি
জল আনতে গিয়েছিল- নদীতে/ঝরনাতে/ পুকুরে/কুয়োতে
উত্তর: শিকারি
জল আনতে গিয়েছিল পুকুরে।
২.
শূন্যস্থান পূরণ করো:
২.১ কোথায়
হারিয়ে গেল সে সব—--------- দিন।
উত্তর: কোথায়
হারিয়ে গেল সে সব সুখের দিন।
২.২ মাঠের
পাশে—--------- জমি।
উত্তর: মাঠের
পাশে ফসলের জমি।
২.৩
—---------দিকে চোখে চেয়ে রইল।
উত্তর: বন্ধুর
দিকে ডাগর চোখে চেয়ে রইল।
২.৪ খুব
ভালো.------------- পারতেন।
উত্তর: খুব ভালো
আঁকতে পারতেন।
২.৫
বাঘ—----------- ফাঁকে হেসে বলল ।
উত্তর: বাঘ
গোঁফের ফাঁকে মুচকি হেসে বলল।
৩. অতি
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
৩.১ 'তার ছিল না
কোনো ভয়ডর'? কার কথা
বলা। হয়েছে?
উত্তর: এখানে
বনের ধারে গ্রামে বসবাসকারী শিকারির কথা বলা হয়েছে।
৩.২ 'দুজনেই খুব
খুশি'- দুজন কে, কে?
উত্তর: এখানে দু'জন বলতে শিকারি ও তার বন্ধু
বাঘের কথা বলা হয়েছে।
৩.৩ 'তার পাশেই
শিকারির বাড়ি'। কীসের
পাশে শিকারির বাড়ি?
উত্তর: বন
পেরিয়ে ফসলের মাঠ। মাঠের পাশে ফসলের জমি। তার পাশেই শিকারির বাড়ি।
৩.৪ 'তাতে আর
আপত্তি কী'। কীসে
আপত্তি না থাকার কথা বলা হয়েছে?
উত্তর: শিকারি
বন্ধু বাঘকে তার বাড়িতে নিমন্ত্রণ জানালে সেখানে বাঘের যাবার আপত্তি না থাকার কথা
বলা হয়েছে।
৩.৫ 'উঠে ছবির
কাছে গেল'। ছবিতে কী
ছিল?
উত্তর: ছবিতে
ছিল একজন শিকারি তির ধনুক হাতে দাঁড়িয়ে আছে আর মাটিতে শুয়ে আছে একটা বাঘ।
৩.৬ 'বাঘ গোঁফের
ফাঁকে মুচকি হেসে বলল'। কী
বলেছিল?
উত্তর: বাঘ
গোঁফের ফাঁকে মুচকি হেসে বলেছিল ছবিটা যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্যরকম হত।
৩.৭ 'তিনি খুব
মস্ত শিকারি ছিলেন।' কার কথা
বলা হয়েছে? তিনি কী
ছিলেন?
উত্তর:এখানে
শিকারির বাবার কথা বলা হয়েছে। তিনি বড়ো শিকারি ছিলেন এবং ছিলেন খুব ভালো আঁকিয়ে।
Paid Answer (For Membership User)