অধ্য়ায় ৫

সারাদিন


    👉Paid  Answer (For Membership User)

    👉Download Books PDF

১। এক বাক্যে উত্তর দাও:

১.১ খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছ তুমি?

 

 উত্তর: খাতা ছাড়া দেয়ালে, পাথরে, কলাপাতায়, তালপাতায় মানুষকে লিখতে দেখা যায়।

 

১.২ লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কী কী করেছ?

 

 উত্তর: লেখালেখি ছাড়া খাতায় ছবি আঁকা, কাটাকুটি খেলা, খাতার পাতা দিয়ে নৌকো তৈরি করে জলে ভাসান-এই সব করতে আমার বেশি ভালো লাগে।

 

১.৩ খাতার পৃষ্ঠা দিয়ে কী কী খেলা ছোটোরা খেলতে পারে?

 

উত্তর: খাতার পৃষ্ঠা দিয়ে ছোটোরা পাখি তৈরি, নৌকা তৈরি, নানারকমের কাগজের খেলনা তৈরি প্রভৃতি করতে খুব ভালোবাসে।

 

১.৪ ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাত কোথায়?

 

 উত্তর: ছবি আঁকার খাতা একটু বড়ো আকারের হয়। আর লেখার খাতা হয় অপেক্ষাকৃত ছোটো। ছবি আঁকার খাতা পুরোপুরি সাদা অথবা লাইন টানা হয়ে থাকে। ছবি আঁকার খাতার পাতা একটু মোটা হয়, আর লেখার খাতার পাতা হয় একটু পাতলা।

 

১.৫ ছবি আঁকতে সাধারণত কোন্ কোন্ জিনিস কাজে লাগে?

 

 উত্তর: ছবি আঁকার জন্য রং, তুলি এবং বিশেষ পেনসিল লাগে।

 

১.৬ তুমি সে সব ছবি আঁকো, সেগুলো মূলত কী নিয়ে আঁকা?

 

 উত্তর: আমার আকাঁর ছবি মূলত জীবজন্তু, পশুপাখি, গ্রাম্যচিত্র, নদী, মাঠ, গাছপালা এবং মানুষ, বাড়িঘর ইত্যাদি।

 

১.৭ এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর। কীভাবে প্রকাশ করা যায়?

 

উত্তর: এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া ছড়া, কবিতায় প্রকাশ করা যায়।

 

১.৮ তুমি যখন আরও ছোটো ছিলে, তখনকার একটি খাতা। যদি তুমি হঠাৎ খুঁজে পাও, তবে তোমার কেমন লাগবে, তা নিজের ভাষায় লেখো।

 

উত্তর: আমি এখন বলা যায় কিশোর। ছোটোবেলা থেকেই

 

আমার ছবি আঁকতে ভালো লাগে। আমি অনেক ছবি এঁকে অনেক খাতা ভরিয়েছি। বেশির ভাগ খাতাই কোথায়। চলে গেছে আমি জানি না। সেইসব হারিয়ে যাওয়া কোনো! একটা ছবির খাতা যদি হঠাৎ আমি খুঁজে পাই, তাহলে তো আমার খুব ভালো লাগবে। সেই খাতার ছবি দেখে। আমার তখনকার ভাবনাচিন্তাগুলো, আঁকা ছবির । রীতিনীতিগুলো দেখতে পারি। মনে হয় সেগুলো দেখে। আমার ভালোই লাগবে। সেই সঙ্গে তখনকার ভাবনাগুলোর সঙ্গে এখনকার ভাবনার কোথায় মিল, কোথায় অমিল তা জানলেও ভালো লাগবে।

 

৩। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

 

৩.১ সারাদিন ছবি আঁকতে কবির (ভালো লাগে/ভালো লাগে না/বিরক্ত লাগে)।

 

উত্তর: সারা দিন ছবি আঁকতে কবির ভালো লাগে।

 

৩.২ কবির আঁকার বিষয় (নানা রকম/একরকম/কয়েক রকম)।

 

উত্তর: কবির আঁকার বিষয় নানা রকম।

 

৩.৩ কবির সব ভাবনাই (হিসেবে/ বেহিসেবি/নজরকাড়া)।

 

উত্তর: কবির সব ভাবনাই বেহিসেবি।

 

৩.৪ কবির চিন্তা ভাবনা বুঝতে গেলে তাঁর (কথা শুনতে হবে/কবিতা পড়তে হবে/খাতা দেখতে হবে)।

 

উত্তর: কবির চিন্তা ভাবনা বুঝতে গেলে তাঁর খাতা দেখতে হবে।

 

৩.৫ কবি তাঁর খাতাটিকে ছেড়ে (থাকতে চান/থাকতে চান না/দূরে কোথাও চলে যেতে চান)।

 

 উত্তর: কবি তাঁর খাতাটিকে ছেড়ে থাকতে চান না।

 

৪। শূন্যস্থান পূরণ করো:

 

৪.১ ভালো লাগে—-------- । না না—------------ আঁকতে ।

 

উত্তর: সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে।

 

৪.২ —-------------ভাবনারা যখনই। মনে—---------- যখনই 

 

উত্তর: হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই।

 

৪.৩ —------------ ,-------------- গাছ পাখি কত কী।আঁকি—------------- কত কী

 

উত্তর: হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কী,

 

৪.৪ এতসব—-------- তবু  মন —----------যায় না।

 

 উত্তর: এতসব আঁকি তবু মন ভরে যায় না।

 

৪.৫ আসলে এ—--------- ছেড়ে—----------- যেতে চায় না।

 

উত্তর: আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না।

 


Paid  Answer (For Membership User)

Editing By- Lipi Medhi