অধ্যায় ৭

আজ ধানের ক্ষেতে

    👉Paid  Answer (For Membership User)

    👉Download Books PDF

১। সংক্ষিপ্ত উত্তর দাও:


১.১ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় কী চলে?


 উত্তর: ধানের ক্ষেতের রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা চলে।


১.২ নীল আকাশে কী ভাসানো হয়েছে?


উত্তর: নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসানো হয়েছে।


১.৩ ভ্রমর কী করে?


 উত্তর: ভ্রমর সারাদিন ঘুরে ঘুরে ফুলের থেকে মধু সংগ্রহ করে।


১.৪ আজ ভ্রমর কী করে?


উত্তর: আজ ভ্রমর ফুলের থেকে মধু খেতে ভুলে যায়। আজ তারা নবীন সূর্যের আলোয় মত্ত হয়ে উড়ে বেড়ায়।


১.৫ নদীর চড়ায় কীসের মেলা বসেছে?


 উত্তর: নদীর চড়ায় আজ চখা-চখীর মেলা বসেছে।


১.৬ কবি আজ কোথায় যাবেন না?


 উত্তর: কবি আজ ঘরের মধ্যে যাবেন না।


১.৭ কবি আজ কী লুঠ করবেন?


 উত্তর: কবি আজ আকাশ ভেঙে বাহিরকে লুঠ করবেন।


১.৮ ফেনার রাশি কোথায়?


উত্তর: জোয়ারের জলে ফেনার রাশি উঠছে।


১.৯ কবি আজ কীভাবে দিনটা কাটাবেন?


 উত্তর: কবি আজ বিনা কাজে বাঁশি বাজিয়ে দিনটা কাটাবেন।


১.১০ কবি কেন ঘরের মধ্যে যাবেন না?


 উত্তর: বাইরের প্রকৃতির মনোরম সাজ দেখে কবি ভীষণ। মুগ্ধ তাই তিনি ঘরের মধ্যে যাবেন না।


Paid  Answer (For Membership User)

Editing By- Lipi Medhi