WBBSE Class 3 Mathematics
👉Paid Answer (For Membership User)
Chapter 11
অধ্যায় ১১
২। এবার শিশু দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের ২১০টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেকে ২টি করে লজেন্স নিয়েছি। সেইদিন আমরা ২১০ ÷ ২ = ১০৫ জন স্কুলে এসেছিলাম।
৩। ৩ দিনে ৩৬০টি মাটির হাঁড়ি তৈরি হলে ১ দিনে ৩৬০ ÷ ৩ = ১২০ টি হাঁড়ি তৈরি হয়।
৪। একটি গ্রামের প্রত্যেক পরিবারকে ২ কেজি চাল দেওয়া হয়। মোট ৩০০ কেজি চাল পাঠানো হলো।
(১) রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে ৩টি করে বই দেওয়া হল। মোট ৪৫০ টি বই দেওয়া হল। ওই বিদ্যালয়ে ৪৫০ ÷ ৩ = ১৫০ জন ছাত্র আছে।
৪৫০ ÷ ৩ →
(২) ৩১০ ÷ ২ =
(৩) ১২০ ÷ ৩ = ৪০ → [ ১২০ → → →
১২০ ÷ ৩ = = ৪০
(৪) ১৫০ ÷ ৫ = ৩০ → [ ১৫০ → →
১৫০ ÷ ৫ = = ৩০
(১) একটি সাইকেলে ২টি চাকা লাগে। ৫৮টি চাকা দিয়ে কটি সাইকেল হবে?
(২) ২০টি লজেন্স ৫টি বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করা হলে প্রত্যেকে কটি করে লজেন্স পাবে?
(৩) রীনা তার ভাই-বোনদের মধ্যে ১২টি পেনসিল সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে ৩টি করে পেনসিল পেল। রীনা মোট কতজন ভাই-বোনের মধ্যে পেনসিলগুলি ভাগ করেছিল?
(৪) ৩ জন বন্ধুর মধ্যে ২৪০ টাকা ভাগ করলে প্রত্যেকে কত করে পাবে?
(১) ২১০ ÷ ৫ ২১০ ÷ ৫ = ৪২
২১০ ÷ ৫ → ৪২
(২) ৩২০ ÷ ৪ ৩২০ ÷ ৪ = ৮০
৩২০ ÷ ৪ → → ৮০
(৩) ৪৬৬ ÷ ২ ৪৬৬ ÷ ২ = ২৩৩
৪৬৬ ÷ ২ → → ২৩৩ ২৩৩ → ২৩৩
(৪) ২৪৯ ÷ ৩ ২৪৯ ÷ ৩ = ৮৩
২৪৯ ÷ ৩ → - ৮৩
(৫) ৪৬৪ ÷ ২ ৪৬৪ ÷ ২ = ২৩২
৪৬৪ ÷ ২ → → ২৩২
(৬) ৫২০ ÷ ৫ ৫২০ ÷ ৫ = ১০৪
৫২০ ÷ ৫ → → ১০৪
(৭) ২৯৪ ÷ ২ ২৯৪ ÷ ২ = ১৪৭
২৯৪ ÷ ২ → → ১৪৭
(৮) ৫৪২ ÷ ২ ৫৪২ ÷ ২ = ২৭১
৫৪২ ÷ ২ → → ২৭১
(৯) ৬৫৬ ÷ ৪ ৬৫৬ ÷ ৪ = ১৬৪
৬৫৬ ÷ ৪ → →১৬৪
(১০) ২৩৬ ÷ ২ ২৩৬ ÷ ২ = ১১৮
২৩৬ ÷ ২ → → ১১৮