অধ্যায় ৪
আবাহাওয়া ও বাসস্থান
--------------------------------------
   

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:      
               
১। ভিজে কাপড় শুকিয়ে গেলে তার জলটা কোথায় যায়?

উত্তর: তার জলটা বাতাসে মিশে যায়

২। কোন্ সময়ে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়?

উত্তর: শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়

৩। মেঘ সৃষ্টিতে ধূলিকণার গায়ে কী জমে?

উত্তর: মেঘ সৃষ্টিতে ধূলিকণার গায়ে জলের ফোঁটা জমে

৪। বাতাসে জলীয় বাষ্প কমে গেলে মাটির কণার অবস্থা কী হয়?

উত্তর: মাটির কণা শুষ্ক হয়ে ধুলোতে পরিণত হয়ে বাতাসে ভাসতে থাকে

৫। বাতাসে ধুলো রয়েছে কী করে বুঝতে পারা যায়?

উত্তর: জানালার ফাঁক দিয়ে এক চিলতে আলো ঢুকলে ওই আলোতে কিংবা টর্চের আলোতে ধূলিকণাগুলোaকে স্পষ্ট দেখা যায়

৬। বাতাসে আর কী থাকে যা আমরা দেখতে পাই না?

উত্তর: কিছু বর্ণহীন গ্যাস আছে যা আমরা দেখতে পাই না

৭। বাতাসে কোন্ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

উত্তর: বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি

৮। বাতাসের কয়েকটি অবাঞ্ছিত উপাদানের নাম লেখো

উত্তর: কলকারখানার ধোঁয়া, ধুলো হল বাতাসের অবাঞ্ছিত উপাদান

৯। উটপাখি কোথায় থাকে?

উত্তর: উটপাখি মরুভূমি ও প্রায় শুষ্ক তৃণভূমি অঞ্চলে থাকে
 
১০। সাপ কোথায় থাকে?
 
উত্তর: সাপ গর্তে থাকে
 
১১। বাঘ, সিংহ কোথায় থাকে?

উত্তর: বাঘ, সিংহ জঙ্গলে থাকে
 
১২। রেডপান্ডা কোথায় দেখতে পাওয়া যায়?
 
উত্তর: রেডপান্ডা দার্জিলিং-এ দেখতে পাওয়া যায়
 
১৩। কলমি শাক কোথায় দেখা যায়?
 
উত্তর: কলমি শাক পুকুরের ধারে দেখা যায়
 
১৪। উদ্ভিদ ও প্রাণীরা কোথায় কোথায় বাস করে?
 
উত্তর: উদ্ভিদ ও প্রাণীরা বিভিন্ন স্থানে বাস করে। যেমন- কেউ জঙ্গলে, কেউ জলে আবার কেউ গর্তে
 
১৫। বাঘ আর সিংহ কি একই জঙ্গালে থাকে?
 
উত্তর: না, আমাদের দেশে বাঘ এবং সিংহ আলাদা জঙ্গলে থাকে
 
১৬মধ্যপ্রদেশের জঙ্গলে এক সময় কোন্ কোন্ প্রাণ একসঙ্গে বাস করত?
 
উত্তর: মধ্যপ্রদেশের জঙ্গলে এক সময় সিংহ আর চিতা একসঙ্গে বাস করত
 
১৭। মধ্যপ্রদেশের জঙ্গল থেকে সিংহ আর চিয় হারিয়ে গেল কেন?
 
উত্তর: মানুষের অত্যাচারে মধ্যপ্রদেশের জঙ্গল থেকে সিংহ আর চিতা হারিয়ে গেল
 
১৮। শালিক আর ময়না কি এক?
 
উত্তর: শালিক আর ময়না এক নয়, দুটি ভিন্ন পাখি
 
১৯। পৃথিবীর জায়গাগুলো কেমন
 
উত্তর : কোথাও উঁচু, আবার কোথাও নীল জলে বড়ো বড়ো ঢেউ। আবার কোথাও বা সাদা বরফ
 
২০। জীবেরা কী ধরনের পরিবেশে বসবাস করে?
 
উত্তর : জীবেরা বিচিত্র ধরনের পরিবেশে বসবাস করে
 
২১। জীবেদের কয়েকটি অনুকূল পরিবেশ সমন্বিত বাসস্থানের উদাহরণ দাও
 
উত্তর: সমুদ্রের নোনা জল, পুকুরের মিষ্টি জল, পাথুরে মাটি, স্যাঁতসেঁতে মাটি প্রভৃতি জায়গা জীবের বাসস্থান হয়
 
২২। কোন্ স্থান জীবদের বাসস্থান বলে গ্রহণযোগ্য হয়?
 
উত্তর: যে স্থানে জীবেদের বাস করার অনুকূল পরিবেশে থাকে সেই স্থানকে জীবেরা বাসস্থান বলে গ্রহণযোগ্য মনে করে
 
২৩। পচাকাঠ কি জীবের বাসস্থান হতে পারে? কেন?
 
উত্তর: হ্যাঁ, হতে পারে। কারণ পচা কাঠ উলটে দেখলে দেখতে পাওয়া যাবে কিলবিল করে বিভিন্ন ধরনের
 
২৪। মানুষের কোন্ স্থান কোন প্রাণীর বাসস্থান?
 
উত্তর: মানুষের মাথা উকুনের বাসস্থান। খাবারের নাদি কুমির বাসস্থান
 
২৫। গন্ডারের পিঠ কি কারোর বাসস্থান হতে পারে?
 
উত্তর: হ্যাঁ, গন্ডারের পিঠ একধরনের পোকার বাসস্থান হিসেবে কাজ করে
 
২৬। আমাদের দেহে কোথায় কোথায় জীবাণুরা থাকতে পারে?
 
উত্তর: আমাদের দেহের খাবারের নালি, ফুসফুস, চোখ, কানের মতো অঙ্গে জীবাণুরা থাকতে পারে
 
২৭। প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়?
 
উত্তর: সমুদ্রের নীচে প্রবাল প্রাচীর দেখা যায়
 
২৮। ভারতীয় সিংহ কোথায় দেখা যায়?
 
উত্তর: গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ দেখা যায়
 
২৯। মুগামথ কোথায় রয়েছে?
 
উত্তর: মুগামথ আসামে রয়েছে
শূন্যস্থান পূরণ করো:

১। বাতাসের মধ্যেই—--------------- বাষ্প মিশে আছে
 
উত্তর: জলীয়
২। বাতাসের একটি প্রধান উপাদান হল—----------------
 
উত্তর:
৩। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ —----------------- কম
 
উত্তর: সবচেয়ে
৪। রোদে ভিজে কাপড়ের জল —--------------------পরিণত হয়
 
উত্তর:
৫। লেপ-তোষক বানানের সময় তার—-------------- বাতাসে মিশে যায়। 
 
উত্তর: রোঁয়া
 
Short Answer Question
 
1. কীভাবে বোঝা যায় যে বাতাসে জলীয় বাষ্প আছে?

উত্তর:একটা খালি গ্লাস নিয়ে তার মধ্যে বরফ রাখলে দেখা উপাদান যায় গ্লাসের বাইরে ফোঁটা ফোঁটা জল জমেছে। বাতাসে জলীয় বাষ্প (জলের গ্যাসীয় অবস্থা) ঠান্ডা গ্লাসের ছোঁয়ায় জমে তরল জলের ফোঁটায় পরিণত হয়েছে। এর থেকে বোঝা যায় বাতাসে জলীয় বাষ্প আছে

2. বাতাসে ধূলিকণা আসে কোথা থেকে?

উত্তর: পাথর ভাঙা, গাড়ি চলা, জোরে বাতাস বওয়া, ধুলো ঝড় হওয়া, কয়লা ভাঙা প্রভৃতির কারণে বাতাসে ধূলিকণা আসে এবং তা ভেসে বেড়ায়

3. মেঘ কীভাবে সৃষ্টি হয়?

উত্তর: পুকুর, নদী, সাগর, মহাসাগরের জল রোদে বাষ্প হয়ে বাতাসে মেশে। এই বাষ্প ঠান্ডা হয়ে বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধুলোর কণার ওপর জমে যায় এবং মেঘ তৈরি হয়

4. বাতাসে কী কী গ্যাস থাকে?

উত্তর: বাতাসে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ও কার্বন ডাইঅক্সাইড থাকে

6. স্যার কোন লেখা ছাত্রছাত্রীদের পড়ে শুনিয়েছিলেন?

উত্তর: 'বিপন্ন বাসভূমি' নামক একটি লেখা খবরের কাগজ থেকে পড়ে শুনিয়েছিলেন

7. বিভিন্ন প্রাণীর থাকার জায়গা হারিয়ে যাওয়ার কারণ কী?

উত্তর: বিভিন্ন প্রাণীর থাকার জায়গা হারিয়ে যাওয়ার কারণগুলি হল শহর গড়ে তোলা ও সারণ করা জলাভূমি বুজিয়ে ফেলা, ঝোপঝাড়, গাছপালা যথেচ্ছভাবে কেটে ফেলা, ঘাসজমি নষ্ট করে ফেলা প্রভৃতি

8. আকাশ থেকে সুন্দরবনকে দেখলে কেমন লাগে এবং তার কারণ কী?

উত্তর: আকাশ থেকে সুন্দরবনকে দেখলে মাথার টাকের মতো লাগে। কারণ দিনের পর দিন গাছ কাটার ফলে বনভূমির অনেক জায়গায় আর গাছপালা নেই। তাই ওই ফাঁকা জায়গা মাথায় চুল না থাকার মতো মনে হয়

9. মানুষ কীসের ওপর নির্ভর করে বেঁচে থাকে?

উত্তর: মানুষ উদ্ভিদ ও প্রাণীদের ওপর নির্ভর করে বেঁচে থাকে। যেমন- দুধের জন্য গোরুর ওপর নির্ভর করে। পুষ্টির জন্য বিভিন্ন ফলের গাছের ওপর নির্ভর করে
(বিভিন্ন জীবের বাসস্থান বাঁচানোর ওপর একটা পোস্টার নিজেরা বানাও।)


                              


Editing By- Lipi Medhi