অধ্যায় ৭
জীবিকা ও
সম্পদ
---------------------------
Short
Answer Question
১. আদিম মানুষ কেন বাইসন, ভালুক ইত্যাদির ছবি আঁকত?
উত্তর: আদিম মানুষের বিশ্বাস ছিল যে
পশুর ছবি আঁকলে তারা পরে ভালোভাবে শিকার করতে পারবে। তাই তারা বাইসন, ভালুক, বল্লা হরিণ ইত্যাদির ছবি আঁকত।
২. বাউল নাচ
কীরকম হয়?
উত্তর: বিভিন্ন বাউলের নাচ বিভিন্ন রকম
হয়। তবে সব বাউল গানের সঙ্গে নাচের কিছু নির্দিষ্ট মুদ্রা, ভঙ্গি ও পা চালানোর রীতি আছে।
৩. ঝুমুর
নাচ ও গান সম্বন্দে কী জানো?
উত্তর: পুরুলিয়ায় আদিবাসী বা সাঁওতাল
মেয়েরা ঝুমুর নাচ ও গান করে। তারা হাতে হাত ধরে ঝুমুর গাইতে গাইতে এক বিশেষ
ভঙ্গিতে নাচ করে।
৪. গম্ভীরা
নাচ সম্বন্ধে কী জানো?
উত্তর: মালদায় অনুষ্ঠিত হয় এমন একটি
বিশেষ পালা হল গম্ভীরা। এই পালায় নাচ হয়। লোকসংগীত বা অন্য লোকপালায় নাচটা জুড়ে
যায় ও গান-বাজনা-নাচের পরিবেশ তৈরি হয়।
৫. লোকগান
কী?
উত্তর: বাউল বা অন্যান্য সাধারণ
মানুষের মুখে প্রচলিত সেগুলিই হল লোকগান। অনেকসময় কাজ করতে করতেও লোকগান গাওয়া যায়।
৬. লালন
ফকির কে ছিলেন?
উত্তর:লালন ফকির ছিলেন বাংলার এক মহান
সাধক বাউল। এঁর কাছে সব মানুষ সমান ছিলেন। লালন ফকির মানুষে মানুষের মিলনের বাণী। 'খাঁচার ভিতর অচিন পাখি' গানটি তিনি রচনা করেন।
৭. মানুষ
কীভাবে গান গাওয়া শুরু করে?
উত্তর: যখন মানুষ একসঙ্গে জোট বেঁধে
থাকত, তখন তারা শিকার ও অন্যান্য কাজ
করত। এই কাজগুলির কষ্ট কমানোর জন্য মানুষজন কাজের মধ্যে বা কাজের ফাঁকে গান গাইত।
৮. সারিগান
কাকে বলে?
উত্তর: ধান ঝাড়া বা ভাঙা, নৌকো চালানো, ছাদপেটা, মাছধরা ইত্যাদি সব কাজের সঙ্গে
গান আছে। এগুলিই হল সারিগান।
৯. সারিগান
ও পল্লি গানের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: সারিগান মূলত ধান ঝাড়া, নৌকো চালানো ইত্যাদি পেশার
সঙ্গে যুক্ত। কিন্তু পল্লীগান গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত।
১০. তোমার
জানা কয়েকটি গল্পের নাম করো।
উত্তর: আমার জানা কয়েকটি গল্প হল-চালাক
শেয়ালের গল্প, খরগোশ ও কচ্ছপের গল্প, বোকা হাতির গল্প, সিংহ ও চালাক ইঁদুরের গল্প
ইত্যাদি।
১১.
রাজপুত্র ও রাজকন্যার গল্প কীরকম হয়?
উত্তর: রাজপুত্র ও রাজকন্যার গল্পে
লড়াইয়ের গল্প থাকে। খুব কষ্ট করে দৈত্য-দানবদের সঙ্গে লড়াইয়ে রাজপুত্র রাজকন্যারা
জেতে।
১২.
পোড়ামাটির মূর্তি তৈরি করতে গেলে প্রথমে কী করতে হবে?
উত্তর: পোড়ামাটির মূর্তি পোড়ানোর সময়
যাতে ভেঙে বা ফেটে না যায়। তার জন্য প্রথমে মাটি তৈরি করা শিখতে হবে। তারপর তাকে
শুকোতে হবে এবং জানতে হবে কোন্ মাটিকে, কতটা তাপে, কতক্ষণ ধরে পোড়াতে হবে।
১৩.
শিল্পকর্ম কীভাবে শেখা যায়?
উত্তর: এক-একটা জায়গা এক এক রকমের
শিল্পকর্মের জন্য বিখ্যাত। তাই শুধু সেখানকার মানুষরাই তার পদ্ধতি জানেন। তাঁরা
একটু চেষ্টা করো তো? তুমি অন্যদের হাতে যে যে
শিল্পীদের কথা জানলে, ধরে সেই কাজ বা তাদের কাজ
সম্বন্ধে আরো কিছু শিল্পকর্ম শিখিয়ে খোঁজখবর নিও তো। দ্যাখো কী দিতে পারেন। কী
জানতে পারো।
১৫. ডোকরার
জিনিস কীভাবে বানানো হয়?
উত্তর: ডোকরার এক একটা জিনিস বানানোর
জন্য এক একরকম ছাঁচ বানাতে হয়। তারপর পিতল বা অন্য ধাতু গলিয়ে সেই ছাঁচের মধ্যে
ঢেলে দিতে হয়। তারপর ছাঁচ ভেঙে সেই জিনিসকে বার করে ঘষামাজা করলে ঠিকমতো সেটি তৈরি
হয়।
১৬. ডোকরার
জিনিসগুলো আলাদা আলাদা দেখতে হয় কেন?
উত্তর: ডোকরার এক-একটা জিনিস তৈরি করার
জন্য এক একরকম ছাঁচ ব্যবহার করা হয়। তাই প্রতিটি জিনিস আলাদা হয়।
১৭. অলিখিত
জ্ঞান কাকে বলে?
উত্তর: যে জ্ঞান কোথাও লেখা থাকে না
এবং শুধু অন্যের কাছ থেকে জেনে অভ্যাসের মাধ্যমে লাভ করতে হয়, তাকে অলিখিত জ্ঞান বলে। যেমন-
নকশিকাঁথা তৈরি।
১৮. বেতের
জিনিস তৈরি করতে গেলে কী করতে হয়?
উত্তর: বেতের জিনিস তৈরি করতে গেলে
বেতকে বাঁকাতে হয়, জুড়তে হয়, পালিশ করতে হয়। প্রয়োজন অনুযায়ী
বেতের ছাল বা পুরো বেত ব্যবহার করতে হয়। আর কতটা গরম করে বেতকে ব্যবহার করতে হবে, সেটাও দেখতে হয়।
১৯. পটে
আঁকা ছবিগুলোতে কী কী বিশেষ ব্যাপার লক্ষ করা যায়?
উত্তর: পটে আঁকা ছবিগুলোতে যে নকশা
দেখা যায়, সেগুলো একান্তই শিল্পীদের
নিজস্ব সৃষ্টি। তা সেগুলো একটু আলাদা হয়। আর রংগুলোও সাধারণ রঙের মতো নয়।
২০. অলিখিত
জ্ঞান অর্জন করা কেন জরুরি?
উত্তর: অলিখিত জ্ঞানগুলো কোথাও লেখা
থাকে না। এগুলো শিখতে হয়। তাই এই জ্ঞান অর্জন না করলে একেবারে হারিয়ে যাবে।
২১. কাঠের
কাজ করতে গেলে কী কী করে মানুষ?
উত্তর:
২২. ক্ষুদ্র
শিল্প কাকে বলে?
উত্তর: ছোটো কারখানায় কম যন্ত্রপাতি ও
লোকজনের
সাহায্যে
তুলনায় কম সংখ্যক জিনিসপত্র তৈরি করাকে ক্ষুদ্র শিল্প বলে। যেমন-রেশম শিল্প।
২৩. কুটির
শিল্প কাকে বলে?
উত্তর: কুটির অর্থাৎ বাড়ির মধ্যে কম
জায়গায় কম যন্ত্রপাতিও লোকজনের সাহায্যে জিনিসপত্র তৈরি করাকে কুটির শিল্প বলে।
যেমন-তাঁত শিল্প।
২৪. বড়ো
শিল্প কাকে বলে?
উত্তর: বড়ো কারখানায় অনেক লোকজন ও
যন্ত্রপাতির সাহায্যে কোনো জিনিস বেশি পরিমাণে তৈরি করাকে বলে বড়ো শিল্প।
যেমন-মোটরগাড়ি তৈরি শিল্প।
২৫. জঙ্গল
এলাকার মানুষজন কী কী কাজ করেন?
উত্তর: জঙ্গল এলাকার অনেক মানুষজন
জঙ্গল থেকেকাঠ, মধু ইত্যাদি সংগ্রহের কাজ
করেন।কেউ কেউ কাঠ চেরাইয়ের কলে কাজ করেন। অনেকে নদীতে মাছধরা, চিংড়ির মীন জোগাড় করা বা নৌকো
তৈরির সঙ্গেও যুক্ত থাকেন।
২৬. কয়লা
কীভাবে আমাদের রাজ্যে বহু মানুষদে কাজের জোগান দিয়েছে?
উত্তর: কয়লা তোলার কাজকরে অনেক মানুষ
সংসার চালায় আবার কয়লাখনিকে কেন্দ্র করে তৈরি হওয়া কলকারখানা, বিদ্যুৎকেন্দ্রে অনেক মানুষ কাজ
করেন।
২৭. সমভূমি
অঞ্চলের মানুষজন কী কী কাজ করেন?
উত্তর:
২৮.
দার্জিলিং-এর মানুষ কীভাবে সংসার চালান?
উত্তর: দাজিলিং-এর কিছু মানুষ গাড়ি করে
পর্যটকদের ঘোরান। আবার কেউ তাদের কাছে খাবার, শীতের পোশাক বিক্রি করেন। কেউ বা ম্যালের আশেপাশের
রাস্তায় হাতে তৈরি জিনিস বিক্রি করেন।
Very Short Answer
Question
১। লোককথা
কী?
উত্তর: লোকের মুখে মুখে যে গল্প ছড়িয়ে
পড়ে, সেগুলি হল লোককথা। এই
গল্পগুলিতে উপদেশ থাকে।
২।
শিল্পকর্মের দুটি উদাহরণ দাও।
উত্তর: ডোকরার গয়না তৈরি ও পোড়ামাটির
মূর্তি বানানো শিল্পকর্মের উদাহরণ।
২। উপদেশ কী?
উত্তর: লোককথা থেকে আমরা কিছু শিক্ষা
পাই। এগুলো আমাদের জীবনে পথচলার সাথী হয়। এগুলিই উপদেশ।
৩। লোককথার
মূল চরিত্র কারা হয়?
উত্তর:
৪। আদিম মানুষ কী কী জ্বালিয়ে গুহা আলোকিত করত?
উত্তর: আদিম মানুষ কাঠ, খড়কুঠো, জন্তু জানোয়ারের চর্বি জ্বালিয়ে
গুহা আলোকিত করত।
৫। ছৌ-নাচ
কীরকম হয়?
উত্তর: একটা খোলা জায়গায় ছৌ-নাচ হয়। এই
নাচে একদল লোক মুখোশ পরে লম্ফঝম্প করে।
৬। আদিম
মানুষরা কোথায় কোথায় ছবি আঁকত?
উত্তর: আদিম মানুষরা পাহাড়ের গুহার
দেয়ালে, ছাদে ছবি আঁকত।
৭। তোমার
জানা দুটি পরবের নাম করো।
উত্তর: আমার জানা দুটি পরব হল ভাদু ও
টুসু।
৮। আদিম
মানুষেরা কী কী দিয়ে ছবি আঁকত?
উত্তর: আদিম মানুষেরা কাঠকয়লার কালি, জন্তু জানোয়ারের চর্বি মেশানো
মাটি দিয়ে ছবি আঁকত।
৯। আগেকার
দিনের মানুষেরা কীসের কীসের ছবি আঁকত?
উত্তর: আগেকার দিনের মানুষেরা গাছপালা, প্রকৃতি, মানুষ, শিকার, পশুপাখির ছবি আঁকত।
১০। কয়েকটি
ক্ষুদ্র ও কুটির শিল্পের উদাহরণ দাও।
উত্তর: দুটি ক্ষুদ্র ও কুটির শিল্পের
উদাহরণ হল, জ্যাম-জেলি তৈরি এবং ধূপ বানানো, আচার তৈরি।
১১। দুটি
বড়ো শিল্পের উদাহরণ দাও।
উত্তর:
১২। রেশম
শিল্পের জন্য কোন্ কোন্ জায়গা বিখ্যাত?
উত্তর: মুর্শিদাবাদের বহরমপুর, মালদার সুজাপুর রেশম শিল্পের
জন্য বিখ্যাত।
১৩। তাঁত
শিল্পের জন্য বিখ্যাত দুটি জায়গার নাম করো।
উত্তর: নদিয়ার নবদ্বীপ ও হুগলির
ধনেখালি তাঁতশিল্পের জন্য বিখ্যাত।
১৪।
মৃৎশিল্পের জন্য বিখ্যাত দুটি জায়গার নাম লেখো।
উত্তর: মৃৎশিল্পের জন্য কলকাতার
কুমোরটুলি ও নদিয়ার কুল্পনঘর বিখ্যাত।
১৫। গালা
শিল্পের জন্য বিখ্যাত দুটি জায়গার নাম করো।
উত্তর:
১৬।
পশ্চিমবঙ্গের বিখ্যাত দু'রকম শাড়ির
নাম করো।
উত্তর: পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের
সিল্ক শাড়ি ও ফুলিয়ার তাঁতের শাড়ি বিখ্যাত।
১৭।
পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ভালো সিল্কের শাড়ি তৈরি হয়?
উত্তর:
১৮। আমাদের
রাজ্যে সোনা রুপো ছাড়া আর কীয়ে গয়না তৈরি হয়?
উত্তর: আমাদের রাজ্যে সোনা রুপো ছাড়া
সুতোর পোড়ামাটির, কাঠের গয়না তৈরি হয়।
১৯। তোমার
চেনা চারটি ধাতুর নাম করো।
উত্তর: আমার চেনা চারটি ধাতু হল সোনা, রূপো, লোহ তামা।
২০।
কুম্ভকারেরা কী কী জিনিস তৈরি করেন?
উত্তর: কুম্ভকারেরা মনসা ঘট, লক্ষ্মীর পট, রঙিন ছবি আঁকা হাঁড়ি, কলসি ইত্যাদি তৈরি করেন।
২১। নকশি
কাঁথায় কী কী ফুটিয়ে তোলা হয়?
উত্তর: নকশি কাঁথায় গল্পকথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া ইত্যাদি ফুটিয়ে তোলা হয়।
২২।
তালপাতার সেপাই নামের পুতুল কেমন হয়?
উত্তর:
২৩।
কাঁচামাটি দিয়ে তৈরি দুটি জিনিসের নাম করো।
উত্তর: কাঁচা মাটি দিয়ে তৈরি দুটি
জিনিস হল পুতুল ও প্রতিমা।
২৪। মালাকার
কাদের বলে?
উত্তর: শোলা দিয়ে যারা বিভিন্ন জিনিস
তৈরি করেন, তাঁদের মালাকার বলা হয়।
ঠিক বাক্যের পাশে '✓' আর ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও:
১. বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত বিষ্ণুপুর।(√)
২. রানিগঞ্জে কয়লাখানি আছে। (√)
৩. জঙ্গল থেকে শুধুই কাঠ পাওয়া যায়। (x)
৪. বীরভূম জেলার বহু মানুষ পাথরের খাদানে কাজ করেন।(√)
৫. আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত। (x)
শূন্যস্থান পূরণ করো।
১. ছৌ একটি জনপ্রিয়—-----------।
২. চা-পাতা তৈরির কারখানা আছে—----------।
৩. ভারতের —----------গুহাচিত্র দেখতে পাওয়া যায়।
.
উত্তর: ২.১ লোকনৃত্য; ২.২ দার্জিলিং-এ; ২.৩ অজন্তায়।
১। আমাদের ঠাকুমা,------------------ আমাদের গল্প শোনান।
২। গল্প শোনা হয় সাধারণত----------------- ।
৩। শোনা গল্পের মূল চরিত্র হয়
--------------কোটালপুত্র,রাজকন্যা।
৪। আমাদের শোনা গল্পগুলি হল----------------।
৫। লোককথায়------------------ থাকে।
উত্তর: দিদিমা, ২। সন্ধেবেলা, ৩। রাজপুত্র, ৪। লোককথা, ৫। উপদেশ।
👉Paid Answer (For Membership User)
Editing By- Lipi Medhi