অধ্যায় ৮

মানুষের পরিবার ও সমাজ 
---------------------------------

 👉Download Books PDF

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
 
১। মানুষ কীরকম প্রাণী?
 
উত্তর: সামাজিক প্রাণী
 
২। মানুষ ছাড়া একটি সামাজিক প্রাণীর উদাহরণ দাও
 
উত্তর: হাতি
 
৩। একই পরিবারের শাখা-প্রশাখাকে কী বলে?
 
উত্তর: আত্মীয়
 
৪। 'সমাজ' কথাটার একটা মানে কী?
 
উত্তর: একসঙ্গে চলা
 
৫। সমাজ অনেকগুলি কী নিয়ে তৈরি হয়?
 
উত্তর: পরিবার
 
৬। পৃথিবীতে সর্বপ্রথম কোন্ সমাজ তৈরি হয়েছিল?
 
উত্তর: যাযাবর সমাজ
 
৭। একটি সমাজকে কী দিয়ে চেনা যায়?
 
উত্তর: সংস্কৃতি দিয়ে
 
৮। কোন সম্প্রদায়ে সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার থাকে না?
 
উত্তর: খাসিয়াদের সমাজে
 
৯।  শিল্পের কাজ প্রথম শুরু হয় কোন্ কাজ দিয়ে?
 
উত্তর: ঘরোয়া কাজ দিয়ে
 
১০। কী দিয়ে অল্প সময়ে বেশি পরিমাণে জমি চাষ করা যায়?
 
উত্তর: ট্রাক্টর
 
১১। আজ থেকে কত বছর আগে চাষ করা শুরু হয়?
 
উত্তর: প্রায় নয়-দশ হাজার বছর আগে
 
১২। প্রথমে চাষের কাজে কোন্ পশু ব্যবহার করা হত?
 
উত্তর: বলদ
 
১৩। চাষের খেতে জলের সমস্যা মেটাতে কোন্ ব্যবস্থা চালু করা হয়?
 
উত্তর: জলসেচ ব্যবস্থা
 
১৪। আফ্রিকা, এশিয়া-এগুলো কীসের নাম?
 
উত্তর: মহাদেশ
 
১৫। এশিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশের নাম করো।
 
উত্তর: ভারত
 
১৬। খাবার কোথায় সঞ্চয় করে রাখা যায়?
 
উত্তর: ফ্রিজ, হিমঘর
 
১৭। অতিরিক্ত খাদ্য নষ্ট হওয়া কখন থেকে বন্ধ হয়ে গেল?
 
উত্তর: কৃষিকাজ শুরু হওয়ার পর
 
১৮। জলের অভাবে কোন্ অঞ্চলে চাষবাস হয় না?
 
উত্তর: মরুভূমি অঞ্চলে
 
১৯। নিজের জিনিস বেচে অন্য জিনিস কেনার জন্য মানুষ কী পেত?
 
উত্তর: টাকা
                                    
শূন্যস্থান পূরণ করো:
 
১। মানুষ-------------- প্রাণী
 
উত্তর: সামাজিক
 
২। -------------------উইপোকা দল বেঁধে থাকে
 
উত্তর: পিঁপড়ে
 
৩। যতদিন গেছে, ----------------গুলো ছড়িয়ে পড়েছে
 
উত্তর: সম্পর্ক
 
8।---------------- পরিবারের চেয়ে বড়ো
 
উত্তর: সমাজ
 
৫। জোট বেঁধে মানুষ ---------------- পশুর সঙ্গে লড়াই করত
 
উত্তর: বন্য
 
৬।—------------ চালায় সমস্ত মানুষ মিলে
 
উত্তর: সমাজ,
 
৭। আমরা আমাদের —------------পদবি ব্যবহার করি
 
উত্তর: বাবার
 
৮। আমাদের সমাজের কথা বলতে গেলে আমরা বলি —-------------কথা
 
উত্তর: আদিপুরুষের,
 
৯। ঘুরে বেড়ানো মানুষদের নিয়ে তৈরি হল—------------সমাজ
 
উত্তর: যাযাবর
 
১০। বড়ো বড়ো —---------------চাষের বদলে অনেকে কাজ করতে লাগলেন

উত্তর:কারখানায়
 
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
 
১। মৌমাছি একটি একক/সমাজব্য/ভিনগ্রহী জীব
 
উত্তর: সমাজবন্ধ,
 
২।সমাজ হল পরিবারের থেকে বড়ো/ছোটো/সমান আকারের
 
উত্তর: বড়ো
 
৩। আত্মীয় হল পরিবারের-ভিত/শাখা-প্রশাখা
 
উত্তর: শাখা-প্রশাখা
 
৪। আমরা সবাই একা একা বাঁচতে পারি/পারি না/পারতেও পারি
 
উত্তর: পারিনা
 
৫. বয়স্ক ও প্রতিবন্ধীদের সমাজে প্রয়োজন আছে। সাহায্যের
 
উত্তর: বিশেষ
 
৬। আমাদের সমাজে (ছেলেমেয়ের ভূমিকা সমান/ মেয়েদের গুরুত্ব বেশি/ছেলেদের গুরুত্ব বেশি)
 
উত্তর: ছেলেমেয়ের ভূমিকা সমান
 
৭। খাসিয়ারা থাকে (মিজোরাম/মেঘালয়/রাজস্থান) রাজ্যে
 
উত্তর: মেঘালয়
 
৮। খাসিয়া সমাজের প্রধান হলেন (বাবা/মা)
 
উত্তর: মা
 
৯। আদিমাতার কথা বলে (মেচরা/খাসিয়ারা/ সাঁওতালের)
 
উত্তর: খাসিয়ারা
 
১০। নাচ, গান (সংস্কৃতির/বইয়ের/সরাসরি পড়াশুনোর) অংশ
 
উত্তর: সংস্কৃতির,

 
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
 
১। সামাজিক প্রাণী কাকে বলে? উদাহরণ দাও
 
উত্তর: যেসব প্রাণীরা একসঙ্গে মিলেমিশে থাকে, তাদের সামাজিক প্রাণী বলে। যেমন-সিংহ, বানর ইত্যাদি
 
২। কয়েকটি সামাজিক প্রাণীর উদাহরণ দাও
 
উত্তর: সামাজিক প্রাণীর উদাহরণ হল-হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি, পিঁপড়ে, মানুষ
 
৩। সমাজ বলতে কী বোঝো?

উত্তর: সমাজের একটি মানে হচ্ছে একসঙ্গে চলা। এর মাধ্যমে সবার প্রয়োজন সবাই মিলে মেটানোর কথা বোঝানো হয়। আবার সমাজ বলতে বহু মানুষের একসঙ্গে মিলেমিশে থাকাকেও বোঝানো হয়
 
৪। আত্মীয় কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও
 
উত্তর: একই পরিবারের বিভিন্ন মানুষ বা শাখা-প্রশাখাকে আত্মী বলে। অর্থাৎ আমার পরিবারগত সম্পর্কে সম্পর্কিত লোকজনই হল আমার আত্মীয়
 
৫। 'আত্মীয় মানে অনেক লোক' কেন বলা হয়?

উত্তর: যতদিন গেছে, তত লোক বেড়েছে। তাই মানুষে মানুষে সম্পর্কগুলো ছড়িয়ে পড়েছে। তাই আত্মীয় বলতে অনেক মানুষকে বোঝায়
 
৬। মানুষের একজোট হয়ে থাকার দুটি সুবিধা কী কী
 
উত্তর: মানুষ একজোট হয়ে থাকলে খাবার খুঁজতে সুবিধা হত। আবার বন্য পশুর সঙ্গে লড়াই করতে সুবিধা হত
 
৭। সমাজ কীভাবে তৈরি হয়েছে?

উত্তর: আত্মীয় নয় এমন মানুষজনের সঙ্গোও মানুষ মিলেমিশে থাকে। দরকারে একে অপরকে সাহায্য করে। এভাবেই একসঙ্গে মানুষজন থাকার মাধ্যমেই সমাজ তৈরি হয়েছে
 
৮। মানুষ একসঙ্গে থাকত কেন?

উত্তর: মানুষ বুঝতে পেরেছিল একা থাকলে বাঁচা যাবে না। তাই আত্মরক্ষার জন্য তারা একসঙ্গে থাকত ও যা খাবার জুটত ভাগ করে খেত
 
৯। সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে- দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও
 
উত্তর: সমার্জে কৃষক ফসল ফলান। ডাক্তারবাবু চিকিৎসা করেন
 
১০। সমাজে কাদের বিশেষ সাহায্যের দরকার আছে?
 
উত্তর: সমাজে বয়স্ক মানুষদের, অসুস্থ মানুষদের, যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না তাদের, দুর্ঘটনায় জখম হয়ে যাওয়া লোকজনের বিশেষ সাহায্যের দরকার আছে
 
১১। পদবি ব্যবহারের ক্ষেত্রে কী বিশেষ ব্যাপার লক্ষ করা যায়?
উত্তর: আমরা সাধারণত নামের পর বাবার পদবি ব্যবহার করি। আমাদের মায়েরাও বাবার পদবি ব্যবহার করেন। অনেকে জায়গার নামেও পদবি নেন
 
১২। আমাদের সমাজে ছেলেমেয়ের ভূমিকা কীরকম?
 
উত্তর: আমাদের সমাজে ছেলেমেয়ের ভূমিকা সমান। ছেলে ও মেয়ে উভয়েই চাকরি করে বা করতে পারে। পাশাপাশি বাড়ির কাজও করে
 
১৩। আদিম সমাজে মেয়েরা কী কী কাজ করত?
 
উত্তর: আদিম সমাজে মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করত।কখনো-কখনো ছেলেদের সঙ্গে শিকারেও যেত
 
১৪। খাসিয়াদের সমাজ কীরকম?
উত্তর: খাসিয়াদের সমাজে মা পরিবারের প্রধান। তার আদেশই পরিবারের শেষ কথা। মায়ের বংশ পরিচয়ই সন্তানের বংশ পরিচয়। আর সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার থাকে না
 
১৫। কী কী বিষয় নিয়ে সংস্কৃতি তৈরি হয়?
 
উত্তর: ভাষা, পোশাক, খাবার, নাচ, গান, উৎসব, শিল্পকলা নিয়ে সংস্কৃতি তৈরি হয়
 
১৬। যাযাবর সমাজ কাকে বলে?
 
উত্তর: এক সময়ে মানুষ খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াত
এরা যাযাবর নামে পরিচিত। এদের নিয়ে যে সমাজ তৈরি হয়েছিল, তাকে বলা হত যাযাবর সমাজ
 
১৭। কৃষি সমাজ কীভাবে তৈরি হল?
উত্তর: মানুষ পশুপালন শেখার পর কৃষিকাজ করতে শিখল, সেই কৃষিজীবীরা যে সমাজের প্রধান হয়ে উঠল তার নাম কৃষি সমাজ
 
১৮। শিল্প সমাজ কাকে বলে?
 
উত্তর: সমাজে যখন বড়ো বড়ো কারখানা গড়ে উঠতে শুরু করল, তখন ওই কারখানায় চাষের বদলে অনেকে কাজ করতে লাগলেন। অর্থাৎ সমাজে শিল্পই প্রধান জায়গা নিল। এভাবে গড়ে ওঠা সমাজই শিল্প সমাজ হল
 
১৯। পার্থক্য লেখো: কৃষিসমাজ ও শিল্পসমাজ: (ম্যাক উইলিয়াম হাই অ্যাটাচড প্রাইমারি স্কুল
উত্তর: কৃষি সমাজের মূল কাজ চাষবাস। কিন্তু শিছু সমাজের মূল কাজ হল কলকারখানার কাজ। বৃদ্ধি সমাজের তুলনায় শিল্পসমাজে দ্রব্য উৎপাদন অনেক। বেশি পরিমাণে হয়। তাছাড়া শিল্প সমাজে আধুনিক জীবনযাত্রার ছোঁয়া অনেক বেশি
 
২০। বর্তমানে সমাজ কীভাবে চলছে?
 
উত্তর: মানুষের শুধু কাজ করলে চলে না, তাকে খেতে। পরতেও হয়। তাই বর্তমানে সমাজে কৃষি ও শিয় পাশাপাশি চলছে। কৃষি ও শিল্প ছাড়াও অন্য অনেক। পেশা এখন দেখা যায়
 
২১। মানুষ কীভাবে চাষ করা শুরু করল?
উত্তর: মানুষ লক্ষ করেছিল যে পশুপাখি ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ত। কিছুদিন পরে দেখা যেত বীজ থেকে চারা বেরোচ্ছে। এই দেখে মানুষ মাটিতে বীজ ফেলে চাষের কাজ শুরু করল
 
২২। চাষের কাজে মানুষ কোন্ কোন্ পশুর ব্যবহার করতে শুরু করে?
 
উত্তর: চাষের কাজে মানুষ বলদ, ঘোড়ার ব্যবহার শুরু করে
 
২৩। জলসেচ ব্যবস্থা কী?
উত্তর: ফসলের বৃদ্ধি ঠিক রাখতে নদী, কুয়ো, নালা থেকে জল তুলে চাষের জমিতে দেওয়া হয়। এই ব্যবস্থাকে জলসেচ ব্যবস্থা বলে
 
২৪। চাষের জমিতে সার দেওয়ার দরকার কেন?
 
উত্তর: সব মাটিতে ফসল চাষের জন্য দরকারি সব উপাদান থাকে না। এই অভাব দূর করতে চাষের জমিতে সার দিতে হয়
 
২৫। প্রথমে কী কী ফসল চাষ শুরু হয়?
 
উত্তর: প্রথমে গম, বার্লি ও যবের চাষ শুরু হয়
 
২৬। গম, বালি, যবের পর মানুষ কী কী ফসল চাষ করা শুরু করে?
 
উত্তর: গম, বালি, যবের পর মানুষ ধান, জোয়ার-বাজরা, সোয়াবিন, আলু, স্কোয়াশ, তামাকের চাষ করা শুরু করে
 
২৭। কোন্ কোন্ মহাদেশে বিভিন্ন সময়ে ফসল চাষ শুরু হয়?
 
উত্তর: আফ্রিকা, আমেরিকা, এশিয়া মহাদেশে বিভিন্ন সময়ে ফসল চাষ শুরু হয়
 
২৮। ফসলের পোকা ধরার সমস্যা কীভাবে দূর করা সম্ভব হয়?
উত্তর: ফসলের পোকা মারার জন্য প্রথমে শুকনো গোবর পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করা হত। পরে অবশ্য বিষাক্ত কীটনাশকের ব্যবহার শুরু হয়
 
২৯। ফসল পাকার পর কী হত?
উত্তর: ফসল পাকার পর মানুষ কিছুটা নিজের ব্যবহারের জন্য গোলায় জমিয়ে রাখত। কিছুটা ফসল বাজারে বিক্রি করা হত। আর ফসল সঞ্চয় করতে না পারছে জমিতে পড়ে নষ্ট হত। পোকামাকড়, প্রাণীতেও কিছু ফসল খেয়ে নিত
 
৩০। মানুষ প্রথম দিকে কীভাবে চাষ শুরু করে?
 
উত্তর: প্রথমে মানুষ জঙ্গল পোড়ায়। তারপর কোদাল, নিড়ানি দিয়ে জমি চাষ শুরু করে
 
৩১। দুটি পানীয় ফসলের নাম লেখো
 
উত্তর: দুটি পানীয় ফসল হল চা ও কফি
 
৩২। মানুষ কোন্ কোন্ পশুকে পোষ মানাতে পেরেছিল?
 
উত্তর: মানুষ গোরু, উট, ঘোড়া, মহিষ ইত্যাদি পশুকে পোষ মানাতে পেরেছিল
 
৩৩। মানুষ গোরুকে পোষ মানাতে পারল কেন?
উত্তর: গোরু স্বভাবে শান্ত। তাছাড়া সে অনেকরকম খাবার, যেমন- সরষের খোল, ঘাস, পাতা ইত্যাদি অর্থাৎ যেগুলি সারা বছর পাওয়া যায় এমন জিনিস খেয়ে থাকে। এছাড়া গোরু তাড়াতাড়ি বড়োও হয়। তাই তাকে মানুষ পোষ মানাতে পারল
 
৩৪। আগেকার দিনে খাবারদাবার নষ্ট হত কেন?
 
উত্তর: আগেকার দিনে খাবারদাবার দেওয়া-নেওয়া বা বেচাকেনার ধারণা ছিল না। যাতায়াত ব্যবস্থাও আজকের মতো ছিল না। তাই মজুত খাবারদাবার নষ্ট হত
 
৩৫। আদিম যুগে খাবার কীভাবে নষ্ট হত? উদাহরণ দিয়ে বোঝাও
 
উত্তর: আদিম যুগে একটা পশু শিকার করে একটা মানুষ তার সব মাংস খেল। কিন্তু অনেকটা মাংস পড়ে থাকল। ফ্রিজ বা হিমঘর ছিল না বলে ওই মাংসটা নষ্ট হত
 
৩৬। একেবারে শুরুর দিকে খাবার বিনিময় কীরকম ছিল?
 
উত্তর: প্রথম দিকে খাবার বেচাকেনার ধারণা ছিল না। তখন খাবার দেওয়া-নেওয়া হত। যেমন- চাষি জেলেকে ধান দিল, বিনিময়ে মাছ পেল
 
৩৭। তুমি ধান বা মাছ চাষ করো না। কিন্তু তুমি কী করে ভাত ও মাছ দুই-ই খেতে পারো?
 
উত্তর:  চাষি জেলেকে চাল দিয়ে দেবেন। এর বদলে জেলে তাকে মাছ দেবেন। আর আমি বাজারে গিয়ে চাষির থেকে চাল
 ও জেলের থেকে মাছ কিনব। এভাবে ভাত ও মাছ দুই-ই খেতে পাবো
 
 
 
👉Paid Answer (For Membership User)
 
 
Editing By- Lipi Medhi