অধ্যায় ৬

প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা 
---------------------------------------------------
 
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
 
১. জলের অপর নাম কী?
 
উত্তর: জীবন
 
২. খেতে জলের ব্যবস্থা না করলে কী ঘটবে?
 
উত্তর: খেতের ফসলের গাছ মরে যাবে
 
৩. নদীর ধারে থাকার একটি বিপদ উল্লেখ করো
 
উত্তর: বন্যা
 
৪. বন্যা থেকে বাঁচতে কী করা হয়?
 
উত্তর: নদীতে বাঁধ দেওয়া
 
৫. প্রথম গাছ ও প্রাণীর জন্ম কোথায় হয়েছিল?
 
উত্তর: জলে
 
৬. কোন পাথর আগুন জ্বালাতে ব্যবহার করা হয়?
 
উত্তর: চকমকি পাথর
 
৭. পোড়ামাটির মন্দির কোথায় দেখা যায়?
 
উত্তর: বিষ্ণুপুরে
 
৮. আগুনে পুড়িয়ে কোথায় লোহা থেকে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়?
 
উত্তর: কামারশালায়
 
৯. মানুষ আগুনকে ভয় পায় কেন?
 
উত্তর: আগুনের ধ্বংস করার ক্ষমতার জন্য
 
১০. শীতকালে মানুষ আগুন পোহায় কেন?
 
উত্তর: ঠান্ডার হাত থেকে বাঁচতে মানুষ আগুন পোহায়
 
১১। কোন্ জিনিসকে কিছু দিয়ে পিটলে ঠং ঠং করে আওয়াজ হয়?
 
উত্তর: ধাতু
 
১২। একটি ধাতুর উদাহরণ দাও
 
উত্তর: লোহা
 
১৩। তামা দিয়ে মানুষ কী কী জিনিস তৈরি করেছিল?
 
উত্তর: লাঙল ও কাস্তে
 
১৪। কোন্ কোন্ ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়েছিল?
 
উত্তর: তামা ও টিন
 
১৫। ব্রোঞ্জ ও তামা দিয়ে মানুষ কী কী জিনিস তৈরি করেছিল?
 
উত্তর: গয়না, খেলনা, মূর্তি
 
১৬। লোহার একটা অসুবিধা উল্লেখ করো
 
উত্তর: মরচে পড়ে লোহা নষ্ট হয়ে যায়
 
১৭। লোহার রড আসলে কীসের তৈরি হয়?
 
উত্তর: ইস্পাত
 
১৮। গলানো লোহার সঙ্গে কী কী জিনিস মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়?
 
উত্তর: নিকেল, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম ইত্যাদি জিনিস
 
১৯। কোন্ কোন্ ধাতুতে মরচে ধরে না?
 
উত্তর: অ্যালুমিনিয়াম ও স্টেনলেস স্টিল
 
২০। 'স্টিল' বলতে তুমি কোন্ জিনিসকে বোঝো?
 
উত্তর: ইস্পাত
 
 
নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর:
 
শূন্যস্থান পূরণ করো:
 
১.------------ প্রকৃতির দান
 
২.----------------- দিয়ে কাঁচা বাঁধ তৈরি হয়
 
৩. —---------------এর সাহায্যে নদীপথে যাতায়াত করা হত
 
৪. গ্রহগুলির মধ্যে একমাত্র—-----------তেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়। 
 
৫. আগুনকে সব—----------- ভয় পায়
 
৬. আগুন আবিষ্কারের আগে মানুষ —------------মাংস খেত
 
৭. মাটির পাত্র শক্ত ও মজবুত করতে —-----------পোড়ানো হয়
 
উত্তর: ১. জল, ২. মাটি, ৩. নৌকা, , পৃথিবী ৫. পশুপাখি, ৬. কাঁচা, ৭. আগুনে
 
 
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
 
১। বাসস্থানের কাছাকাছি জল/রাস্তা থাকলে অনেক সুবিধা
 
২। পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল কারণ পৃথিবীতে জল/মাটি/আলো থাকে
 
৩। সমগ্র সৌরজগতে একমাত্র বৃহস্পতি/মঙ্গল/পৃথিবী গ্রহে প্রাণ আছে
 
৪। সিমেন্ট দিয়ে তৈরি বাঁধকে পাকা/কাঁচা/মাঝারি বাঁধ বলে
 
৫। বন্যাহলেচাষের জমিতে বেলেমাটি/পলিমাটি/এঁটেল মাটি জমা হয়
 
উত্তর: ১। জল, ২। জল, ৩। পৃথিবী, ৪। পাকা, ৫। পলিমাটি
 
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
 
১. আগুন আবিষ্কারের আগে মানুষের কী কী সমস্যা হত?
 
উত্তর: আগুন আবিষ্কারের আগে মানুষ কাঁচা মাংস খেত, ঠান্ডায় কষ্ট পেত, অন্ধকারে থাকত। বন্যপ্রাণীর হাত থেকে আত্মরক্ষায় সমস্যা হত
 
২. আগুন আবিষ্কারের পরে আদিম মানুষের খাদ্যের কী কী সুবিধা হল?
 
উত্তর: আগুন ঝলসে নেওয়া মাংস নরম হয়ে যায়। জীবাণুও মরে যায়। ঝলসানো মাংস খেতে ভালো এবং হজমের সুবিধা হত
 
৩. আগুন আবিষ্কারের সামগ্রিক সুবিধা কী? অনুরূপ প্রশ্ন: মানুষ আগুনের সাহায্যে কী কী কাজ করে? (আলিপুর মাল্টিপারপাস গভ. গার্লস স্কুল)
 
উত্তর: আগুনকে সব পশুপাখি ভয় পায়। ফলে অরণ্যে আত্মরক্ষায় সুবিধা হয়। আগুন অন্ধকারকে দূর করে। ফলে চলাফেরায় সুবিধা হয়। আগুনে পুড়িয়ে মাটির জিনিস শক্ত হয়। লোহা থেকে নানা জিনিস পাওয়া যায়। আগুনের তাপে ঠান্ডার হাত থেকে বাঁচা যায়। আগুনে পোড়ানো খাবার সুস্বাদু ও সহজপাচ্য হয়
 
৪। পাথরের দুটি ব্যবহার উল্লেখ করো
 
উত্তর: পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয়। রেললাইনে পাথর দেওয়া হয়
 
৫। আদিম মানুষ কীভাবে পাথরের হাতিয়ার তৈরি করত?
 
উত্তর: আদিম মানুষ পাথর ভেঙে তার তিনকোণা টুকরো দিয়ে হাতকুঠার তৈরি করত। পাথর দিয়ে      তির বা বর্শার ফলা তৈরি করত
 
৬। কীভাবে মানুষ পাথর দিয়ে আগুন জ্বালাত?
 
উত্তর: দুটো চকমকি পাথরে ঘষা লাগালে আগুনের ফুলকি তৈরি হয়। এভাবে পাথর ঘষেই মানুষ আগুন জ্বালাত
 
৭। পাথর দিয়ে মানুষ কী কী জিনিস তৈরি করে?
 
উত্তর: পাথর দিয়ে মানুষ মূর্তি, শিলনোড়া, মালা, ঘরবাড়ি, ইত্যাদি তৈরি করে
 
৮। ধাতু চেনার উপায়গুলি কী কী?

উত্তর: ধাতুকে কিছু দিয়ে পিটলে ঠং ঠং করে আওয়াজ হয়। আর ধাতু বেশ চকচক করে ও একে গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এসব দেখে ধাতু চেনা যায়

৯। তামাকে মানুষ কীভাবে কাজে লাগাল?

উত্তর: প্রকৃতিতে পাওয়া তামাকে পিটিয়ে পিটিয়ে মানুষ লাঙল আর কাস্তে তৈরি করেছিল। এছাড়াও তামা থেকে বাসনপত্র তৈরি করা গিয়েছিল

১০। ব্রোঞ্জ ব্যবহারের সুবিধা কী ছিল?

উত্তর: ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত, অথচ বেশি সহজে গলে যেত। তাই এর সাহায্যে যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, গয়ন ইত্যাদি বহু জিনিস তৈরি করা গেল

১১। লোহার তৈরি জিনিসের সুবিধা কী কী?

উত্তর: লোহার তৈরি জিনিস ব্রোশ্বের থাকা কারালো ও শক্ত হয়। আর এগুলিতে বহুদিন ধরে ধার থাকে

১২। ইস্পাত কী কী জিনিস তৈরির কাজে লাগে?

উত্তব়: ইস্পাত বাড়ি, ব্রিজ, যানবাহন, চাষ ও অন্যান্য বহু কাজের যন্ত্রপাতি তৈরিতে লাগে। এমনকি ব্লেড, ছুরি, কাঁচির মতো অনেক টুকিটাকি জিনিসও ইস্পাতের তৈরি হয়
 
একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

১. গাছ আমাদের কেমনভাবে উপকার করে?

উত্তর: গাছ থেকে ওষুধ, খাবার পাওয়া যায়। গাছের সাহায্যেই কৃষিকাজ সম্ভব হয়

২. ভেষজ উদ্ভিদ কাকে বলে?

উত্তর: যে উদ্ভিদ থেকে ওষুধ পাওয়া যায়, তাকে ভেষজ উদ্ভিদ বলে। যেমন- ঘৃতকুমারী

৩. দৈনন্দিন জীবনে নানারকম 'টুল'-এর সাহায্য নেওয়া হয় কেন?

উত্তর: কাজের ক্ষেত্রে শ্রম ও সময় বাঁচাতে 'টুল'-এর সাহায্য নেওয়া হয়

৪. আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন?

উত্তর: মাংস, দুধ, চামড়ার প্রয়োজনে, আত্মরক্ষরার প্রয়োজনে মানুষ পশুকে পোষ মানিয়েছিল

দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

১. বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী কী করা উচিত বলে তোমার মনে হয়?

উত্তর: আগে ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা তুলে ফেলা দরকার। জায়গাটা ধুয়ে ফেলে উরু/বাহুতে হালকা বাঁধন দিয়ে দিতে হবে।

২. "বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে”- বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো

উত্তর: বাসস্থানের কাছাকাছি জল থাকলে খেতে জল দিয়ে চাষ করা যায়। আর ব্যাবসাবাণিজ্যের জন্য জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়

৩. "আগুনের আবিষ্কার আদিম যুগের মানুষের জীবনে নানারকম পরিবর্তনের সূচনা করে”-বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।অথবা, আগুনের ব্যবহারের ফলে মানুষ কী কী সুবিধা পেয়েছিল?

উত্তর: আগুনের ব্যবহার করে মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে শিখল। অন্ধকারে চলাফেরায় সুবিধা পেল। এমনকি মাটি পুড়িয়ে পাত্র তৈরি করতে শিখল
 
 
👉Paid Answer (For Membership User)

 
Editing By- Lipi Medhi