অধ্যায় ৯

আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ

---------------------------------

                                              Short Answer Question

👉Download Books PDF

১. পবিত্র বনভূমি সম্বন্ধে দুকথা লেখো।


উত্তর: মেঘালয়ের শিলং থেকে ২৫ কিমি দূরে মফলং বনভূমি আছে। এই জঙ্গল শান্ত ও ঘন। বনে কুর্জি গাছ ও অনেক ভেষজ উদ্ভিদ আছে। খাসি ও জয়ন্তিয়ারা একে রক্ষা করে। এই জঙ্গলে ফুল, ফল ও পাতা ছেঁড়া বারণ।


২. বিশনয়ি মেয়েরা কীভাবে প্রাণ দিল?


উত্তর: রাজার লোকেরা জঙ্গলে গাছ কাটতে এসেছিল। বিশনয়ি মেয়েরা গাছ জড়িয়ে ছিল। বাধা পেয়ে শেষ পর্যন্ত রেগে গিয়ে সৈন্যরা গাছের সঙ্গে তাদেরও হত্যা করল।


৩. হিমালয়ের গাছকাটা কেন ভারত সরকার নিষিদ্ধ করলেন?


উত্তর: সুন্দরলাল বহুগুণা কলকারখানা আর জ্বালানির জন্য হিমালয়ে গাছ কাটা থামাতে এলেন। তিনি গ্রামের মানুষকে বোঝালেন। সেই মানুষরাও গাছ বাঁচাবার জন্য গাছ জড়িয়ে ধরে ছিল। গাছ বাঁচানোর উদ্দেশ্যে সবাই গোটা হিমালয় জুড়ে হাঁটলেন। তখন ভারত সরকার হিমালয়ে নীচের জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করেন।


৪. আরাবারিতে কী হয়েছিল?


উত্তর:


৫. জামভাজি কে ছিলেন?


উত্তর: রাজস্থানে আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে এক

জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ও শান্তিতে থাকতে উপদেশ দিতেন। পরিবেশ ভালো

রাখতেও বলতেন।

------------------------------------------------------

                                                    

    Very Short Answer Question


১. বিশনয় কারা?


উত্তর:


২. শিলং থেকে মফলং বনভূমি কত কিমি দূরে অবস্থিত?


উত্তর:
২৫ কিমি।


৩. আরাবারি কোথায় অবস্থিত?


উত্তর: পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত।


৪. শিলং কোন রাজ্যে অবস্থিত?


উত্তর:


৫. জামভাজি কোথাকার মানুষ ছিলেন?


উত্তর: রাজস্থানের মানুষ ছিলেন।


৬. বিশনয়রা জামভাজির কটা উপদেশ মেনে চলে?


উত্তর: উনত্রিশটা উপদেশ মেনে চলে।


৭. বিশনয় মানে কী?


উত্তর: উনত্রিশ।


৮. আমাদের দেশের উত্তরভাগ জুড়ে কোন পর্বতমালা রয়েছে?


উত্তর:


৯ কীসের প্রভাবে তিন্নির দম আটকে যেত?


উত্তর:


১০. তিন্নির অসুখ কী ছিল?


উত্তর: তিন্নির খুব কাশি হত। তার শ্বাস নিতে সমস্যা হত। 


১১. কীসের কীসের ধোঁয়া তিন্নিকে কষ্ট দিচ্ছিল?


উত্তর:


১২. মাধোপুর গ্রামে খালটা কী কাজে লাগত?


উত্তর:


১৩. খালটা মজে গেল কীভাবে?


উত্তর: গ্রামের যাবতীয় নোংরা খালের জলে ফেলা হতে লাগল। বহু রকমের নোংরা, প্লাস্টিকের বোতল,প্যাকেট

ইত্যাদি পড়ে খালে জলের প্রবাহকে আটকে দিল। ফলে খালটা মজে গেল।


১৪. পোকামারা বিষ খালের কী ক্ষতি করল?


উত্তর: চাষের খেতে ব্যবহার করা পোকামারা বিষ নালার জলে গুলে এসে মেশে। নালার মাধ্যমে সেই জল খালে

মিশে মাছেদের মেরে দেয়।


১৫. অমিতাভদের পাড়ায় ডাস্টবিন তৈরি হওয়ার পর কী হল?


উত্তর:


১৬. পানীয় জলের কারখানার জন্য জলে কী কী খারাপ ব্যাপার ঘটতে লাগল?


উত্তর:

--------------------------------------------------


   ১. শূন্যস্থান পূরণ করো:


ক. হিমালয়ের জঙ্গল বাঁচাতে এগিয়ে আসেন—---------। 


উত্তর


খ. ----------, জয়ন্তিয়ারা মফলং বনভূমিতে রক্ষা করেন।


উত্তর:  খাসি


গ. মফলং বনভূমি রক্ষা করেন ----------।


উত্তর: 


ঘ. -----------গাছ থেকে আরাবাবিতে মানুষের জীবন চালানোর খরচ উঠতে লাগল।


উত্তর:  শাল


ঙ. খালে-------- ফেললে খাল মজে যায়।


উত্তর:


চ. জামভাজি আজ থেকে প্রায়----------- বছর আগে ছিলেন।


উত্তর: সাড়ে পাঁচশো

----------------------------------------------------------------------





Editing by- Rita Moni Bora