১। সবার আমি ছাত্র


Very Short Question Answer

১. সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো।

উ: সুনির্মল বসুর লেখা দুটি বই হল- 'হইচই', 'ছানাবড়া'।

২. তিনি ১৯৫৬ সালে কী পদক পেয়েছিলেন?

উ: তিনি ১৯৫৬ সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন।

৩. কার উপদেশে কবি দিলখোলা হন?

উ: খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন।

৪. পাষাণ কবিকে কী শিক্ষা দিয়েছিল?

উ: নিজের কাজে কঠোর হবার শিক্ষা পাষাণ কবিকে দিয়েছিল।

৫. কবি কার কাছ থেকে কী ভিক্ষা পেলেন?

উ: শ্যামবনানী কবিকে সরসতা ভিক্ষা দেয়।

৬. কে কবিকে মধুর কথা বলতে শেখাল?

উ: চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখাল।

৭. নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায়?

উ: নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়।

৮. 'কর্মী হবার মন্ত্র' - আমি বায়ুর কাছে পাইরে।

উ: বায়ুর কাছ থেকে আমি কর্মী হবার মন্ত্র পাই।

৯. 'সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে'।

উ: সূর্য আমাকে নিজের তেজে জ্বলার মন্ত্রণা দেয়।

১০. ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্নাকর।'

উ: সাগর ইঙ্গিতে শেখায় অন্তর হোক রত্নাকরের মতো।

১১. 'শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা'।

উ: সবুজ বনানী আমাকে সরসতার ভিক্ষা দিল।

১২. 'শিখেছি সে সব কৌতূহলে সন্দেহ নাইমাত্র।'

উ: কৌতূহলে সব শিখেছি তাতে কোনো সন্দেহ নেই।

১৩. 'সবার আমি ছাত্র' কবিতাটিতে কবি কার কাছ থেকে উদার হবার শিক্ষা পান?


উ: আকাশের কাছ থেকে কবি উদার হবার শিক্ষা পান।


১৪. 'দিলখোলা হই তাইরে'- কবি কেন দিলখোলা হন?


উ: খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন।


১৫. 'দিল আমায় ভিক্ষা'- কে, কাকে, কী ভিক্ষা দিল?


উ: শ্যাম বনানী কবিকে সরসতার ভিক্ষা দিল।


১৬. 'শিখছি দিনরাত্র' - দিনরাত্র কবি কী শিখছেন?


উ: সমগ্র প্রকৃতি কবির পাঠশালা। সেখানে তিনি নানাভাবের নানা জিনিস দিন-রাত শিখছেন।


১৭. 'গান বাজাল আমার প্রাণে' - কে কবির প্রাণে গান বাজাল?


উ: ঝরনা কবির প্রাণে গান বাজাল।


১৮ রত্ন আকর কাকে বলা হয়?(সংস্কৃত কলেজিয়েট স্কুল)

উ: সমুদ্র ও রত্নের খনি- উভয়কেই রত্ন আকর বলে।


১৯. 'কর্মী হবার মন্ত্র' - আমি বায়ুর কাছে পাইরে।


উ: বায়ুর কাছ থেকে আমি কর্মী হবার মন্ত্র পাই।


২০. 'সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে'।


উ: সূর্য আমাকে নিজের তেজে জ্বলার মন্ত্রণা দেয়।


২১. ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্নাকর।'


উ: সাগর ইঙ্গিতে শেখায় অন্তর হোক রত্নাকরের মতো।


২২. 'শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা'।


উ: সবুজ বনানী আমাকে সরসতার ভিক্ষা দিল।


২৩. 'শিখেছি সে সব কৌতূহলে সন্দেহ নাইমাত্র।'

উ: কৌতূহলে সব শিখেছি তাতে কোনো সন্দেহ নেই।


Long Question Answer

১. বিশ্বজোড়া পাঠশালা বলতে কী বোঝানো হয়েছে? (টাকি হাউস বালিকা বিদ্যালয় (প্রাথমিক বিভাগ)

উ: প্রকৃতির নানা উপাদানে সমগ্র বিশ্ব তৈরি হয়েছে। তারা তাদের চরিত্র, কর্ম, ত্যাগ ইত্যাদির মাধ্যমে কবির চোখে ধরা পড়ে। তিনি সূর্য, আলো, আকাশ, বাতাস, নদী, ঝরনা প্রভৃতিকে দেখেন আর জীবনের অর্থ তথা জীবনের শিক্ষা বুঝতে পারেন। এভাবেই প্রকৃতির বিভিন্ন ঘটনা তাঁর শিক্ষার ভাঁড়ারকে পূর্ণ করে তোলে। তিনি যেন এক বাধ্য ছাত্র আর প্রকৃতি তাঁর শিক্ষক। প্রকৃতির নানা উপাদানকে লক্ষ করার মাধ্যমে কবি প্রকৃতি পাঠে হয়ে ওঠেন শিক্ষিত। বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি প্রকৃতির এই সমস্ত উপাদানকে বুঝিয়েছেন।

২. বিশ্বজোড়া পাঠশালা বলতে কী বোঝানো হয়েছে? (টাকি হাউস বালিকা বিদ্যালয় (প্রাথমিক বিভাগ)

উ: প্রকৃতির নানা উপাদানে সমগ্র বিশ্ব তৈরি হয়েছে। তারা তাদের চরিত্র, কর্ম, ত্যাগ ইত্যাদির মাধ্যমে কবির চোখে ধরা পড়ে। তিনি সূর্য, আলো, আকাশ, বাতাস, নদী, ঝরনা প্রভৃতিকে দেখেন আর জীবনের অর্থ তথা জীবনের শিক্ষা বুঝতে পারেন। এভাবেই প্রকৃতির বিভিন্ন ঘটনা তাঁর শিক্ষার ভাঁড়ারকে পূর্ণ করে তোলে। তিনি যেন এক বাধ্য ছাত্র আর প্রকৃতি তাঁর শিক্ষক। প্রকৃতির নানা উপাদানকে লক্ষ করার মাধ্যমে কবি প্রকৃতি পাঠে হয়ে ওঠেন শিক্ষিত। বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি প্রকৃতির এই সমস্ত উপাদানকে বুঝিয়েছেন।

৩. এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো।

উঃ আমি আমার মায়ের কাছ থেকে অহরহ অনেক কিছুই শিখে থাকি। মায়ের কাছে লেখাপড়া ছাড়াও তাঁর অনেক কিছু শিখতে পারি। সব সময় সবদিক মানিয়ে কীভাবে চলতে হয় তা মায়ের কাছেই শেখা যায়। সবার জন্য সবকিছু তৈরি করে দেওয়া 'সকাল থেকে রাত্রি' অবধি সবার জন্য নিজেকে এমনভাবে বিলিয়ে দেওয়া মায়ের পক্ষেই সম্ভব। সংসারের দায়-দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা মায়ের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। প্রতিষ্ঠানের শিক্ষার যেমন প্রয়োজন আছে তেমনি জীবনে চলার পথে প্রয়োজন যথাযথ শিক্ষার। আর সেটা পূর্ণ হয় মায়ের মধ্যে দিয়ে।


Fill in The Blanks

১. খোলা মাঠের উপদেশে—------ হই তাইরে।

উ: খোলা মাঠের উপদেশে দিলখোলা হই তাইরে।।

২. —-------আমায় মন্ত্রণা দেয়/আপন তেজে —------

উ: সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে।

৩. এই —------ সব বিরাট —-------- /পাঠ্য যে সব —------- পতায়।

উ: এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়।

৪. শিখছি সে সব —-------- ।

উ: শিখছি সে সব কৌতূহলে।

৫.  —--------- পাঠশালা মোর/সবার আমি —-------- ।

উ: বিশ্বজোড়া পাঠশালা মোর/সবার আমি ছাত্র।


    👉Paid Answer (90% Common)

Editing By- Lipi Medhi