১১। আমাজনের জঙ্গলে
Very Short Question Answer
১. অমরেন্দ্র চক্রবর্তীর লেখা
দুটি বইয়ের নাম লেখো ।
উ: অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি
বই হল- 'শাদা ঘোড়া' ও 'হীরু ডাকাত'।
২. ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর
কোন্ পত্রিকার সম্পাদক?
উ: 'ভ্রমণ' পত্রিকা ছাড়াও তিনি 'কর্মক্ষেত্র' পত্রিকার সম্পাদক।
৩. লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন?
উ: লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে
গিয়েছিলেন।।
৪. লেখক কাকে বন্ধু হিসেবে
পেয়েছিলেন?
উ: লেখক উবা নামের একটি মেয়েকে
বন্ধু হিসেবে পেয়েছিলেন।
৫. জলের দেবতা বলে কাকে আমাজনের
বাসিন্দারা মানে?
উ: আমাজনের বাসিন্দারা বোতোকে জলের
দেবতা বলে মনে করত।
৬. উবা কোন্ শহরকে বালির দেশ বলে
বুঝিয়েছিল?
উ: উবা কলকাতা শহরকে বালির দেশ বলে
বুঝিয়েছিল।
৭. বালির দেশ- কথার অর্থ কী?
উ: বালির দেশ কথাটির অর্থ হল
গাছপালাহীন শুষ্ক দেশ অর্থাৎ মরুভূমি।
৮. 'ওতো শুধু বালির দেশ'-কে বলেছে?
উ: উবা একথা বলেছে।
৯. উবা কে?
উ: উবা আমাজনের জঙ্গল অঞ্চলে
বাসকারী একটি ছোটো মেয়ে।
১০. উবা কোন্ শহরকে 'বালির দেশ' বলে বুঝিয়েছিল তা লেখো।
উ: উবা কলকাতাকে 'বালির দেশ' বলে বুঝিয়েছিল।
Short
Question Answer
১. কাকাদের সঙ্গে না থাকাকে
পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কেন?
উ: কাকাদের সঙ্গে না থাকাকে
আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে। কারণ, কাকারা থাকলে সে হারিয়ে যেত না। আর না হারালে আমাজনের অমন
জঙ্গল, নদী, মানুষ, সে কিছুই দেখতে পেত না।
২. কোন্ উৎসবের কথা পাঠ্যাংশে
রয়েছে? কীভাবেই বা সে প্রসঙ্গ উত্থাপিত
হয়েছে?
উ: পাঠ্যাংশে আমাজন অঞ্চলের নৌকা
উৎসবের কথা আছে। ছেলেটি যখন উবার সঙ্গে নৌকা ভ্রমণ করছিল তখন সামনের নৌকা থেকে
ভেসে আসছিল সুরেলা বাজনা। হঠাৎ সে বাজনা থেমে যায় বোতোর আগমনের কারণে। এই
প্রসঙ্গেই নৌকা উৎসবের কথা এসেছে।
৩. 'বোতো' সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত
বিশ্বাসটি কী? তার সম্বন্ধে সকলে কী কল্পনা করে?
উ: বোতো সম্পর্কে আমাজন অঞ্চলের
বিশ্বাস তিনি এখানকার দেবতা। তিনি সকলকে বিপদ থেকে রক্ষা করেন। সকলের বিশ্বাস বোতো
দেবতা তাদের রক্ষাকর্তা। জলের তলায় মস্ত শহর। সেখানে রয়েছে রঙিন পাথরে তৈরি তার
বিশালাকৃতি প্রাসাদ।
৪. গল্প কথকের চোখে দেখা 'বোতো'-র শারীরিক গঠনের পরিচয় দাও।
তাকে দেখে আগন্তুক ছেলেটির কেমন লাগল?
উ: কথকের দৃষ্টিতে বোতো খুব লম্বা
আকৃতির জলজ প্রাণী। তার নাক ও ঠোঁট খুব সরু। লম্বায় সে এক দেড় হাত। তার মাথা
মানুষের মাথার চেয়েও বড়ো। আর পাঁচটা মাছের মতোই তার লেজ দু'ভাগ হয়ে গেছে। গায়ের রঙে গোলাপি
আভা।তাকে দেখে আগন্তুক ছেলেটি অবাক
হয়ে যায় এবং বিপদ থেকে রক্ষা পেতে মনে মনে প্রার্থনা করে।
৫. যে রাতের ছবি পাঠ্যাংশে
রয়েছে, তার বিশেষত্বটি কী লেখো।
উ: পাঠ্যাংশে যে রাতের ছবি ছিল
সেটি পূর্ণিমার রাত। আকাশে ছিল পূর্ণচাঁদ। সেদিন আমাজনে নৌকা উৎসবের রাত ছিল।
৬. বোতোর কাছে আগন্তুক ছেলেটির
নীরব প্রার্থনাটি কী ছিল?
উ: বোতোর কাছে আগন্তুক ছেলেটির
নীরব প্রার্থনা ছিল বোতো যদি সত্যই আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে সে যেন তাকে তার
পরিবার পরিজনদের কাছে ফিরে যাবার ব্যবস্থা করে দেয়।
৭. ছবি এঁকে আগন্তুক ছেলেটি 'উবা'- কে কী বোঝাতে চেয়েছিল?
উ: আগন্তুক ছেলেটি উবা-কে তার
নিজের বাবা-মা, বন্ধু- বান্ধব, স্কুলের, কলকাতার কথা বোঝাতে চেয়েছিল।
৮. 'উবা'-র কলকাতা সম্বন্ধে কী ধারণা হল?
উ: উবার কলকাতা শহর সম্পর্কে ধারণা
হয়েছিল এটি একটি গাছপালাহীন শহর। এখানে বড়ো নদী নেই। থাকা খুবই কষ্টকর। কলকাতা তার
কাছে 'বালির দেশ'।
৯. কলকাতা সম্পর্কে 'উবা'-র ধারণাকে বদলে দিতে তুমি কী কী
করতে চাও লেখো।
উ: কলকাতা শহর সম্পর্কে উবার ধারণা
বদলে দিতে প্রথমেই আমি তাকে হুগলি নদী দেখাতে চাই। ময়দান অঞ্চলের সবুজ গাছপালা
দেখাতে চাই। এছাড়া পরিচিত অনেকের সাহায্য নিয়ে আমি কলকাতাকে সবুজ গাছপালায় ভরিয়ে
তুলতে চাই। এভাবে কলকাতা সম্পর্কে উবার ধারণা বদলে ফেলতে চাই।
১০. কলকাতার আকর্ষণ ছড়িয়ে দিতে 'উবা' যে জগতে আগন্তুক ছেলেটিকে
আহ্বান জানিয়েছিল তার বর্ণনা দাও।
উ:কলকাতার আকর্ষণ ছড়িয়ে দিতে উবা
আগন্তুক ছেলেটির সামনে জঙ্গলের গাছপালা, ফুল ও ফল, নানারকমের কীটপতঙ্গে ভরা জগতের ছবি তুলে ধরেছিল। এখানে
সবুজের মাঝে সুস্থভাবে বেঁচে থাকা যাবে। সেখানকার নির্মল আবহাওয়ার মতোই
জল-বাতাস-খাদ্য নির্মল। এখান থেকেই বোঝা যাবে প্রকৃতির বৈচিত্র্য। আর তার মতে
বেঁচে থাকার জন্য এগুলিই কাম্য।
Fill
in The Blanks
১. সেই স্তব্ধতার মধ্যে ফিশফিশে গলা শুনতে পেলাম।
উ: সেই স্তব্ধতার মধ্যে উবার
ফিশফিশে গলা শুনতে পেলাম।
২. উবা দিকে আঙুল দেখাচ্ছিল।
উ: উবা জলের দিকে আঙুল দেখাচ্ছিল।
৩. প্রাণীটা লম্বায় ছিল হাত।
উ: প্রাণীটা লম্বায় ছিল এক-দেড় হাত।
৪. উবা ওপর ছবি আঁকছিল।
উ: উবা মাটির ওপর ছবি আঁকছিল।
৫. উবার মুখে শব্দটা শুনে লেখকের আনন্দ হল।
উ: উবার মুখে কলকাতা শব্দটা শুনে
লেখকের আনন্দ হল।
True
And False
১. লেখক গল্পটিতে যে জায়গার
উল্লেখ করেছেন সেটি হল-(ইউকে ন/আমাজন/সুন্দরবন)
উ: লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ
করেছেন সেটি হল আমাজন।
২. আমাদের একেবারে -
(পিছনের/সামনের/পাশের) নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল।
উ: আমাদের একেবারে সামনের নৌকা
থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল।
৩. কোনো একটা নৌকা থেকে বোতোর
দেখা পাওয়ার- (মিনিট দুয়েকের/মিনিট সাতেকের/মিনিট দশেকের) মধ্যেই সব নৌকায় সেই
সুখবর ছড়িয়ে যায়।
উ: কোনো একটা নৌকা থেকে বোতোর দেখা
পাওয়ার মিনিট দুয়েকের মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়।
৪. উবা (চক
খড়ি/লতাপাতা/কাঠকুটো) দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ।
উ: উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায়
ভারী ওস্তাদ।
৫. (উবা/বোতো/টোবো) আমার চোখের
দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে?
উ: উবা আমার চোখের দৃষ্টি দেখে
বুঝতে চায় আমি কে?