১৩। আমি সাগর পাড়ি দেবো

Very Short Question Answer


১. কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতে কী অভিধায় অভিহিত?

উ: কাজি নজরুল ইসলাম কাব্য জগতে 'বিদ্রোহী' কবি নামে পরিচিত

 

২. তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো

উ: তাঁর লেখা দুটি কাব্য গ্রন্থ হল- 'অগ্নিবীণা', 'দোলনচাঁপা'

 

৩. সওদাগর কোথায় পাড়ি দিতে চায়?

উ: সওদাগর সাগর পাড়ি দিতে চায়

 

৪. ময়ূরপঙ্খী বজরা কীসের মতো দুলে দুলে চলবে?

উ: ময়ূরপঙ্খী বজরা মরাল বা রাজহাঁসের মতো দুলে দুলে চলবে

 

৫. শুক্তি সওদাগরকে কী নজরানা দেবে?

উ: শুক্তি সওদাগরকে মুক্তোমালা নজরানা দেবে

 

৬. কথক সওদাগর হয়ে কাদের ভয় পান না?

উ: কথক সওদাগর হয়ে হাঙর, কুমির বা তিমির মতো হিংস্র জলজ প্রাণীদের ভয় পান না

 

৭. কথক সওদাগর কীভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান?

উ:কথক সওদাগর দেশে দেশে বন্যা এনে সমস্তকে বিভেদ ভেঙে একাকার করতে চান

 

৮. কবিতায় কথক কোন্ কোন্ জিনিসকে 'সাত সংখ্যা' দিয়ে উল্লেখ করেছেন?

উ: কথক সাগর, আর মধুকরকে 'সাত সংখ্যা' দিয়ে উল্লেখ করেছেন

 

৯. দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান?

উ: দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কথক জগৎ জুড়ে বাণিজ্য করে সুখ ও সম্পদ আহরণ করে আনতে চান

 

১০. কবিতায় কোন্ কোন্ রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো

উ: কবিতায় উল্লিখিত রত্নগুলি হল- মুক্তা, পান্না, চুনি, জহরত

 

১১. কবিতায় কোন্ কোন্ জলজ প্রাণীর উল্লেখ আছে?

উ: কবিতায় উল্লিখিত জলজ প্রাণীগুলি হল- হাঙর, তিমি, কুমির

Short Question Answer

১. মনে করো, তুমি সওদাগর। বিভিন্ন দেশে জিনিসপত্র বেচাকেনা করতে যাও। জিনিসপত্র ছাড়া আর কী কী তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে? তাদের দেশ থেকে কী কী তোমার সঙ্গে আনবে?

উ: আমাদের দেশের শিক্ষা-সংস্কৃতি-বিশ্বভ্রাতৃত্ববোধ অন্য দেশে ছড়িয়ে দিতে চাই। আমাদের দেশের মন্ত্রই হল- অতিথি দেবো ভব; অর্থাৎ অতিথি ভগবানের সমান। এই ভাবনা সারা দেশে ছড়িয়ে পড়ুক এটাই আমার কামনা। আমি বিভিন্ন দেশ থেকে তাদের ভাষা-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান আমার সঙ্গে নিয়ে আসতে চাই। উন্নত দেশগুলির প্রযুক্তি, ভাবনা আয়ত্ত করে তা আমাদের দেশে নিয়ে আসতে চাই

 

. কথক কাদের জলদস্যু বলেছেন? তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান?

উ: কথক হাঙর, কুমির, তিমি এইসব জলজ প্রাণীদের জলদস্যু বলেছেন। তাদের জন্য তিনি সিন্ধুগাজি, মাল্লামাঝি ও নৌ-সেনারূপী জেলেকে পাহারায় রেখে যেতে চান

 

৩. 'দেশে দেশে দেয়াল গাঁথা'- বলতে কবি কী বুঝিয়েছেন? কীভাবে তিনি এর প্রতিকার করবেন?

উ: 'দেশে দেশে দেয়াল গাঁথা' বলতে কবি বুঝিয়েছেন বিভিন্ন দেশে ভাষা ও সংস্কৃতিগত রয়েছে বিভেদ রয়েছে, বিদ্বেষ, হানাহানি ও হিংসার পরিবেশ। ফলে তৈরি হচ্ছে দূরত্ব

কথক বাণিজ্য করতে গিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান। সেখানকার সম্পদ ও ঐতিহ্য পরস্পরের মধ্যে বণ্টন করে বিভেদের প্রাচীর ভেঙে ফেলতে হয়

 

True And False

 

১. 'আমি সাগর পাড়ি দেবো' যে নাটকের অংশ- (পুতুলের বিয়ে/প্রলয় নাচন/সবার উপরে)

উ: পুতুলের বিয়ে

 

২. মরাল মানে-(মুরগি/ছাগল/রাজহাঁস)

উ: রাজহাঁস

 

৩. কবিকে খাজনা জোগায়-(সমুদ্রের নীর/হ্রদের নীর/নদীর নীর)

উ: নদীর নীর

 

৪. যা এনে কবি বিভেদ ভাঙবেন-(খরা/সুনামি/বন্যা)

উ: বন্যা

 

৫. কবি হবেন-(মন্ত্রী/রাজার কুমার/সান্ত্রী)

উ: রাজার কুমার

 

True And False

 

১ শুক্তি দেবে মুক্তামালা আমারে —------

উ: শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা


২. —---- সাগর রাজ্য আমার, আমি বণিক বীর

উ: সপ্ত সাগর রাজ্য আমার, আমি বণিক বীর

 

৩. —----- দিয়ে বিধবে তারা, রাজ্যে আমার এলে

উ: বর্শা দিয়ে বিধবে তারা, রাজ্যে আমার এলে

 

৪. সেই —---- মা দেব এনে তোর ঘরে যা নাই

উ: সেই মণি মা দেব এনে তোর ঘরে যা নেই

 


Editing By- Lipi Medhi