১৮। বর্ষার প্রার্থনা
Very Short Question Answer
১. বালুচর খন ধূ ধূ করে?
উত্তর: দুপুরবেলয় বালুচর ধূ ধূ করে।
২. বৃষ্টি না হওয়ার কারণ কী?
উত্তর: কবির বিশ্বাস মেঘরাজা ঘুমিয়ে রয়েছেন তাই বৃষ্টি হচ্ছে না।
৩. কে 'পানি পানি' করে মরে?
উত্তর: পানকৌড়ি পানি পানি করে মরে।
৪. কপোত কপোতী কোথায় বসে কাঁদে?
উত্তর: ঝোপে বসে কপোত কপোতী কাঁদে।
৫. কে ডাল খিচুড়ি রেঁধে কাঁদে?
উত্তর: ঘরের রমণী ডাল-খিচুড়ি রেঁধে কাঁদে।
👉Paid Answer (90% Common)
Editing By- Lipi Medhi