৩০। নইলে
Short Question Answer
১. ভাত খাওয়ার প্রসঙ্গে কবি পাথর চিবানোর অভ্যেস আছে কিনা তা জানতে চেয়েছেন কেন?
উত্তর: কবি বলতে চেয়েছেন জিনিসপত্রের ভেজাল দেওয়ার কারণে চালের সঙ্গে অনেক সময় কাঁকর মেশানো থাকে। তাই পাথর চিবানোর অভ্যাস থাকলে তবেই কাঁকর ভাত খাওয়া যাবে।
২. রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নিজেকে কীভাবে প্রস্তুত করতে হবে?
উত্তর: রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে শারীরিকভাবে দক্ষ করতে হবে। দ্রুতগতিতে হাঁটাচলা করার অভ্যাস রাখতে হবে। অভ্যাস করতে হবে কুস্তির প্যাঁচ কিম্বা স্থিরভাবে ঝুলে থাকা।
৩. বাড়ির বাইরের পৃথিবীতে মানিয়ে চলবার জন্য তুমি নিজেকে কীভাবে প্রস্তুত করবে?
উত্তর: বাড়ির বাইরের পৃথিবীতে মানিয়ে চলার জন্য আমি শারীরিক সুস্থতা বজায় রাখব। প্রয়োজনে শিখে রাখব আত্মরক্ষার কৌশল। সেই সঙ্গে প্রয়োজন আত্মবিশ্বাস আর কর্মদক্ষতা।
Fill in The Blanks
১. যেখানে কুস্তিগিরেরা অভ্যাস/শরীরচর্চা করেন, সেই জায়গাটিকে বলা হয়------------।
উত্তর: যেখানে কুস্তিগিরেরা অভ্যাস/শরীরচর্চা করেন, সেই জায়গাটিকে বলা হয় আমড়া।
২. বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন----------------।
উত্তর: বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন গোবর গৃহ।
৩. ট্রাম ছাড়া একটি পরিবেশে-বান্ধব যান হল---------------।
উত্তর: ট্রাম ছাড়া একটি পরিবেশে-বান্ধব যান হলো সাইকেল।
৪. 'প্র্যাকটিস' শব্দটির অর্থ হল--------------।
উত্তর: 'প্র্যাকটিস' শব্দটির অর্থ হলো অনুশীলন।
৫. মন বলতে বোঝানো হয়ে থাকে-------------------কে।
উত্তর: মন বলতে বোঝানো হয়ে থাকে হ্রদয়কে।
৬. ট্রামে চড়তে অসুবিধা হবে, যদি-----------------।
উত্তর: ট্রামে চড়তে অসুবিধা হবে, যদি কুস্তির প্যাঁচ জানা না থাকে।