২৪। দূরের পাল্লা


Very Short Question Answer

১. কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্যজগতে কোন্ অভিধায় অভিহিত?

উ: সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্যজগতে 'ছন্দের জাদুকর' নামে পরিচিত।


২. তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

উ: সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দুটি বই হল- 'তীর্থসলিল' 'মণিমঞ্জুষা'।


৩. কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত?

উ: কবি সত্যেন্দ্রনাথ দত্ত 'ছন্দের জাদুকর' নামে পরিচিত।


৪. কবিতাংশে যে নৌকোটির কথা রয়েছে, তাতে কতজন মাঝি রয়েছেন?

উ: কবিতাংশে যে নৌকোটির কথা আছে তাতে তিনজন মাঝি আছে।


৫. বনহাঁস কী করছে?

উ: বনহাঁস শ্যাওলার মধ্যে তার ডিমগুলি ঢেকে রাখছে।


৬. নদী জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে?

উঃ নদীর জলে পানকৌড়ি এবং গ্রাম্য বধূকে ডুব দিতে দেখা যাচ্ছে।


৭. মাঝিরা কেমনভাবে নৌকো বেয়ে চলেছে?

উ: মাঝিরা মন্থর গতিতে সারাদিন ধরে নৌকো বেয়ে চলেছে।


৮.'ঝোপঝাড়'-এর মতো সমার্থক/প্রায় সমার্থক শব্দ পাশাপাশি বসিয়ে পাঁচটি নতুন শব্দ তৈরি করো।

উ: বনজঙ্গল, টাকাপয়সা, পাহাড় পর্বত, বনেবাদাড়ে, নদীনালা, জন্তু জানোয়ার।


Fill in The Blanks

১. দূরের পাল্লা কবিতার উৎস—-----------------.

উত্তর: দূরের পাল্লা কবিতার উৎস বিদায় আরতি


২. চৌপর দিন-ভোর দেয় ………………..পাল্লা।

উত্তর: চৌপর দিন-ভোর দেয় দূর পাল্লা।


৩. চুপ চুপ ওই ডুব দেয়…………….. 

উত্তর: চুপ চুপ ওই ডুব দেয় পানকৌড়ি।


৪. তিন দাঁড় ছিপ্ খান………………. যাচ্ছে।

উত্তর: তিন দাঁড় ছিপ্ খান্ মন্থর যাচ্ছে।


    👉Paid Answer (90% Common)

Editing By- Lipi Medhi