২৬। আদর্শ ছেলে
Very Short Question Answer
১. কুসুমকুমারী দাশের কবিতা কোন্ কোন্ পত্রিকায় প্রকাশিত হত?
উ: কুসুমকুমারী দাশের কবিতা 'প্রবাসী', 'ব্রহ্মবাদী', 'মুকুল', প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হত।
২. তাঁর রচিত একটি গদ্যগ্রন্থের নাম লেখো।
উ: কুসুমকুমারী দাশের লেখা একটি গদ্যগ্রন্থ হল 'পৌরাণিক আখ্যায়িকা'।
৩. বিপদ আসিলে কাছে, হও আগুয়ান।
উ: বিপদ কাছে এলে এগিয়ে যাও।
৪. আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
উ: আমাদের দেশে সেই ছেলে কবে হবে?
৫. সবারি রয়েছে কাজ, এ বিশ্বমাঝার।
উ: এই বিশ্বের মধ্যে সবার কাজ আছে।
৬. 'মানুষ' হইতে হবে, মানুষ যখন।
উ: যখন মানুষ (তখন), মানুষের মতো শুতে হবে।
৭. নাই কী শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
উ: তোমার শরীরে কী রক্ত মাংস প্রাণ নেই?
Short Question Answer
১. 'কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে'- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উ: এখানে কবি বলতে চেয়েছেন আমাদের দেশের জন্য সেইরকম ছেলের দরকার যে শুধু কথায় বড়ো না হয়ে কাজে বড়ো হবে। অর্থাৎ ফালতু কথার ফুলঝুরি না ছুটিয়ে গঠনমূলক কাজের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
২.'চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়?'- চেতনাসম্পন্ন মানুষ কী ধরনের কাজে এগিয়ে যায়?
উঃ চেতনাসম্পন্ন মানুষদের চিন্তাভাবনা সবসময় আলাদা হয়। তাঁরা নিজেদের বুদ্ধি অক্ষমতার সাহায্যে যে-কোনো পরিস্থিতির মোকাবিলা করতে চান। শুধু তাই নয় অন্যেরও কথাও তারা চিন্তা করেন। তাই এদের জন্যই দেশের উন্নতি হয়।
৩. 'সবারই রয়েছে কাজ এ বিশ্বমাঝার।' তুমি বড়ো হয়ে কোন কাজ করতে চাও? কেনই বা তুমি সে কাজ করতে চাও লেখো।
উ: আমি বড়ো হয়ে শিক্ষক হতে চাই। আমাদের দেশে অনেক মানুষ এখনো প্রকৃত শিক্ষার আলো থেকে বঞ্চিত। দারিদ্র্য, অশিক্ষা দেশকে পিছিয়ে নিয়ে চলেছে। সেইসব মানুষদের প্রকৃত শিক্ষার আলোকে আলোকিত করে আমি দেশের উন্নতি ঘটাতে চাই।
৪. 'আদর্শ ছেলে' কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কী প্রত্যাশা করেন?
উ: 'আদর্শ ছেলে' কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করেন যে, তারা হবেন
নির্ভীক, সং, কর্মঠ এবং পরোপকারী। তারা নিজেদের সব শক্তি দিয়ে সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়বে। যে-কোনো পরিস্থিতিতে তাদের মুখের হাসি অমলিন থাকবে।
৫. প্রত্যেক দেশবাসীর কী প্রতিজ্ঞা করা উচিত?
উ: প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে, তারা যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাদের একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। তাদের হয়ে উঠতে হবে চেতনাসম্পন্ন মানুষ। তারা নিজেদের আদর্শের প্রতি সৎ থাকতে হবে।
৬. দেশের জন্য অনেক দুঃখ-কষ্ট সহ্য করে দেশকে স্বাধীন করেছেন, এমন কয়েকজনের নাম লেখো।
উ: দেশের জন্য দুঃখ-কষ্ট সহ্য করে দেশকে স্বাধীন করেছেন এমন কয়েকজন মহান মানুষ হলেন- ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, যতীন দাস প্রমুখ।
৭. 'আদর্শ ছেলে'-কে প্রধানত কোন্ কোন্ বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে?
উ: আদর্শ ছেলে হতে হলে যে সব চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে সেগুলি হল-নির্ভীক, সং, পরোপকারী, চেতনাসম্পন্ন, কর্মপটু, দয়ালু, শক্তিশালী, যে-কোনো পরিস্থিতিকে মানিয়ে নেবার ক্ষমতা।
৮. 'আদর্শ ছেলে' কবিতায় কবি যেমন ছেলেকে আমাদের দেশের জন্য চেয়েছেন, তেমন কোনো প্রিয় 'ছেলে'-র সম্পর্কে কয়েকটি বাক্য লেখো।
উ: আদর্শ ছেলে কবিতায় কবি যেমন ছেলেকে আমাদের দেশের জন্য চেয়েছেন তেমনই একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ১৮৯৯ খ্রি. ২৩ জানুয়ারি তিনি কটকে জন্মগ্রহণ করেন। দেশকে স্বাধীন করার লক্ষ্যে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইংরেজদের চোখে ধুলো দিয়ে বিদেশে চলে গিয়েছিলেন। রাসবিহারী বসুর প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের তিনি সর্বাধিনায়ক হয়েছিলেন। তিনিই প্রথম ভারতবাসীকে স্বাধীনতার স্বাদ ও স্বপ্ন দেখিয়েছিলেন। আমার চোখে এই মহান বিপ্লবীই হলেন বরেণ্য দেশনেতা এবং অবশ্যই আদর্শ ছেলে।
Fil In The Blanks
১. নাই কি-------------তব রক্ত, মাংস, প্রাণ?
উ: নাই কি শরীর তব রক্ত, মাংস, প্রাণ?
২.-------------- রয়েছে, যার, সে কি পড়ে রয়?
উ: চেতনা রয়েছে, যার, সে কি পড়ে রয়?
৩. আসে যার চোখে জল------------,ঘুরে যায়।
উ: আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়।
৪. কৃষকের শিশু কিংবা------------------।
উ: কৃষকের শিশু কিংবা রাজার কুমার।
৫. মুখে হাসি, বুকে--------------- তেজে ভরা মন।
উ: মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন।