৩৩। ঘুমভাঙানি
Very Short Question Answer
১. কবিতায় কোন্ ঋতুর কথা রয়েছে?
উত্তর: কবিতায় বসন্ত ঋতুর কথা আছে।
২. গান গেয়ে কারা ডাকে?
উত্তর: গান গেয়ে পাখিরা ডাকে।
৩. জানালায় মুখ বাড়িয়ে বাইরে কী দেখা গেল?
উত্তর: জানালায় মুখ বাড়িয়ে বাইরে তাকাতেই দেখা গেল চারিদিকে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে।
৪. পাতাগুলোকে রূপোলি লাগছে কেন?
উত্তর: জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়েছে বলে পাতাগুলোকে রুপোলি লাগছে।
৫. 'ওগো শোনো কান পেতে'- কান পাতলে কী শোনা যাবে?
উত্তর: কান পাতলে পরিদের গান, ছোটো ছোটো লণ্ঠনের ঠনঠন শব্দ শোনা যাবে।
৬. চুপিচুপি ভয়ে ভয়ে' কবিতার কথক কোন্ কাজ করতে চায়?
উত্তর: 'চুপিচুপি ভয়ে ভয়ে' কবিতায় কথক জ্যোৎস্নার আবছায়ে জুতো মোজা পায়ে দিয়ে পরিদের খোঁজে বেরোতে চায়।
Short Question Answer
১. তার উদ্দেশ্য সফল হলো কি?
উত্তর: না, তার উদ্দেশ্য সফল হয়নি। সে জুতো, মোজা পায়ে দিয়ে হেঁটে বাইরে যেতেই পরিরা কোথায় অদৃশ্য হয়ে যায়।
২. 'মোরা আছি গানে মেতে'- এখানে 'মোরা' বলতে কাদের কথা বলা হয়েছে? তারা গান গেয়ে কী বলেছিল?
উত্তর: মোরা বলতে এখানে পরিদের কথা বোঝানো হয়েছে। পরিরা গান গেয়ে কথককে বাইরের জ্যোৎস্না ভরা প্রকৃতির বর্ণনা দিচ্ছিল। পরিরা কথককে বলছিল তার বোনকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসতে।
৩. কথক চুপি চুপি জুতোমোজা পায়ে দিয়ে বাইরে যেতে কী ঘটনা ঘটল তা নিজের ভাষায় লেখো।
উত্তর: কথক পরিদের কথামতো জুতোমোজা পরে চুপিচুপি বেরিয়ে যেতেই পরিদের দেখা যায় না। শোনা যায় না তাদের গান। কেবল শোনা যায় শ্যামা পাখির ডাক এবং ভোরের আবছা আলো।
৪. এমনই কোনো এক জ্যোৎস্না রাতে জানালা দিয়ে চাঁদের আলো এসে তোমার বিছানায় পড়ছে। তোমার ঘুম আসছে না। এই জ্যোৎস্না রাতে তোমার নিজের অভিজ্ঞতা সম্পর্কে তুমি কয়েকটি বাক্য লেখো।
উত্তর: সেদিন পূর্ণিমা রাত ছিল। আমি পশ্চিমের ঘরে শুয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম চাঁদের আলোয় আমার গোটা ঘর ভরে গেছে। দূরে কোথাও নাম না জানা ফুলের সুবাস ভেসে আসছিল। চারদিকে এক অপরূপ মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল। জানালা দিয়ে দেখছিলাম সবকিছু স্পষ্ট হয়ে উঠেছে। ইচ্ছে করছিল এক ছুটে বাইরে বেরিয়ে যেতে।
Fill in The Blanks
১. ফুটফুটে---------------জেগে শুনি বিছানায়।
উত্তর: ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায়।
২. উঠে পড়ো---------------।
উত্তর: উঠে পড়ো লক্ষ্মীটি।
৩. ------------- রোজ নায়।
উত্তর: রুপোলিতে রোজ নায়।
৪. ঝকমকে--------------- আমাদের রোশনাই।
উত্তর: ঝকমকে পল্টন আমোদের রোশনাই।