৩৪। বাংলা ভাষা পাঠ
১।মানবদেহের কোন্ অঙ্গগুলি কথা বলায় সাহায্য করে?
উত্তর: মানবদেহের কথা বলায় সাহায্যকারী অঙ্গগুলি হল-ওষ্ঠ্য, তালু, দন্ত, মুর্ধা, জিহ্বা, স্বরযন্ত্র, ফুসফুস, শ্বাসনালি।
২।'ভাষা'র ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: 'ভাষা'র ইংরেজি প্রতিশব্দ হল 'ল্যাঙ্গুয়েজ'।
৩।'ল্যাঙ্গুয়েজ' শব্দের মূলে কোন্ শব্দ আছে?
উত্তর: 'ল্যাঙ্গুয়েজ' শব্দের মূলে আছে ল্যাটিন শব্দ 'লিঙ্গুয়া' যার অর্থ জিভ।
৪।কথা বলার জন্য প্রথমে কী দরকার?
উত্তর: কথা বলার জন্য প্রথমে নিশ্বাস ও ফুসফুসের দরকার।
৫।বাকযন্ত্র বলতে কী বোঝায়?
উত্তর: ওষ্ঠ্য, তালু, মূর্ধা, দন্ত, জিহ্বা, নাসিকা, শ্বাসনালি, স্বরতন্ত্রীর সমন্বয়কে বাকযন্ত্র বলে।
৬।আ স্বরতন্ত্রী কী?
উত্তর: স্বরযন্ত্রের মধ্যে যে সূক্ষ্ম তন্ত্রীগুলি আছে তাদের স্বরতন্ত্রী বলে।
👉Paid Answer (90% Common)
Editing By- Lipi Medhi