৭। মালগাড়ি

Very Short Question Answer

১। প্রেমেন্দ্র মিত্র কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন?

উ: প্রেমেন্দ্র মিত্র 'কালি-কলম' পত্রিকার সম্পাদক ছিলেন।

২। তাঁর সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো।

উ: প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট একটি বিখ্যাত চরিত্র হল-ঘনাদা।

৩। 'মালগাড়ি'-র চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে?

উ: কবিতায় মালগাড়ির চলাকে নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে।

৪। কথকের জীবনে কোন্ বিশেষ দিনটিতে পরির সঙ্গে তার দেখা হতে পারে?

উ: জন্মদিনে কথকের সঙ্গে পরির দেখা হতে পারে।

৫। প্যাসেঞ্জার ট্রেন কোন্ কাজের ধান্দা নিয়ে থাকে?

উ: প্যাসেঞ্জার ট্রেন যাত্রী ওঠা নামানোর ধান্দা নিয়ে থাকে।

৬। 'মালগাড়ি' কোন্ কাজে ব্যবহৃত হয়?

উ: মালগাড়ি মাল পরিবহণের কাজে ব্যবহৃত হয়।

৭। সত্যিই কি মালগাড়ির টাইমটেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই?

উ: না সত্যিই মালগাড়ির টাইমটেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই।

৮। মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিনরাত্তির চলি।

উ: যদি শুধু একটি মালগাড়ি হই, তাহলে দিনরাত্রি ঘটর ঘটর চলি।

৯। চেয়ে নেব একটি শুধু বর।

উ: শুধু একটি বর চেয়ে নেব।

১০। ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে।

উ: শুধু ভাবনা পাছে লেট হয়ে যায়।

১১। যত দূরেই যেখানে যাই নাকো সারা লাইন শুধু আমার একার।

উ: যতদূরে যেখানেই যাই না কেন সারা লাইন শুধু আমার একার।

১২। যাচ্ছি যাবো করেই আমার যাওয়া।

উ: আমার যাওয়া যাচ্ছি যাবো করেই।

Short Question Answer

১. প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়?

উ: প্যাসেঞ্জার বা মেল ট্রেনকে একটি নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হয়। অন্যদিকে মালগাড়ির সে দায় নেই। তাই তার গতিবেগ অন্য দুই ধরনের ট্রেনের চেয়ে কম হয়।

২. আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝায়?

উ: সমুদ্রতল থেকে নীচে অবস্থিত স্টেশন থেকে কোনো ট্রেন যখন সমুদ্রতলের চেয়ে উঁচুতে অবস্থিত স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় তখন তাকে 'আপ' ট্রেন বলে। আর এর ঠিক উলটো পথে যাওয়া ট্রেনকে 'ডাউন' ট্রেন বলে।

৩. তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রীপরিবহণ করে না।

উ: আমার জানা যাত্রী পরিবহণ করে না এমন কয়েকটি যানবাহন হল- লরি, তেলের ট্যাঙ্কার, জলের গাড়ি, ঠেলাগাড়ি ইত্যাদি।

৪. জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয়?

উ: জোয়ারের সময় নদীর জল বেড়ে যায়। নদীর স্রোত দ্রুত হয়। অন্যদিকে ভাটার সময় নদীর রূপ হয় ঠিক উলটো। তখন সেখানে একটা শান্তভাব বিরাজ করে।

৫. এই কবিতায় পরিদের প্রসঙ্গ কীভাবে এসেছে? পরির প্রসঙ্গ তুমি এর আগে কোন্ কোন্ গদ্য, কবিতায় পড়েছ?

উ: কবিতায় কথক নিজের জন্মদিনের প্রসঙ্গে পরিদের কথা এনেছেন। আমি পরির প্রসঙ্গ- বীরু চট্টোপাধ্যায়ের 'ফণীমনসা বনের পরি' গল্পে পড়েছি। এছাড়া সত্যেন্দ্রনাথ দত্তের 'নীলপরি ও সবুজপরি' কবিতায় পড়েছি।

৬. মালগাড়ি হয়ে কবিতার কথক কোন্ সুখ অনুভব করতে চায়?

উ: মালগাড়ি হয়ে কথক চায় চিন্তাহীনভাবে পথ চলতে। যাত্রী ওঠা নামানোর ঝক্কি এড়িয়ে সে নির্দিষ্ট পথে সীমাহীনভাবে চলতে চায়।




    👉Paid Answer (90% Common)

Editing By- Lipi Medhi