৮। বনের খবর
১। প্রদারঞ্জ রায় চাকরি সূত্রে
কোন কোন দেশে ঘুরেছেন?
উ: প্রমদারঞ্জন চাকরি সূত্রে ভারত, বর্মা, শ্যামদেশে ঘুরেছেন।
২। লীলা মজুমদার তাঁর কে ছিলেন?
উ: লীলা মজুমদার তাঁর কন্যা ছিলেন।
৩।একই শব্দ পরপর দু-বার ব্যবহৃত
হয়েছে এমন কয়টি শব্দ তোমরা গল্পে খুঁজে পেয়েছ তা লেখো।
যেমন- জলে-জলে
উ: ডালে-ডালে,
ভাঙতে ভাঙতে, বড়ো
বড়ো, ফোঁস ফোঁস,
ধীরে ধীরে, দাগে
দাগে, বসে বসে,
চলতে চলতে, নালায়
নালায়।
৪. লুশাই পাহাড়ের বিস্তার
কতখানি জায়গা নিয়ে?
উ: লুশাই পাহাড়ের বিস্তার সাড়ে ছশো
থেকে সাতশো বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত।
৫. লুশাই পাহাড়কে ভয়ংকর জায়গা
কেন বলা হয়েছে?
উ: লুশাই পাহাড় জনবিরল। এতে বন্য
প্রাণীর বাস। অধিকাংশ প্রাণীই হিংস্র। তাই লুশাইকে ভয়ংকর জায়গা বলা হয়েছে।
৬. হাতির রাস্তা পাওয়া গেলে
লোকজনের কেন খুব মজা হল?
উ: হাতির রাস্তা পাওয়া গেলে
লোকজনের আর পথের সংকেত তৈরি করতে হল না। তাই তারা খুব খুশি হল।
৭. গন্ডার দেখে শ্যামলাল কী করেছিল?
উ: গন্ডার দেখে ভীত শ্যামলাল নিজের
প্রাণ বাঁচাতে ছুটে পালাল।
৮. দ্বিতীয় দিন বন্দুক এবং বনের
পশুপাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায় নি কেন?
উ: দ্বিতীয় দিন ঘন অরণ্যে কুয়াশা
থাকার কারণে বন্দুক থাকা বনের পশুপাখি করা যায়নি।
৯. পাকোয়া নদীর বর্ণনা দাও।
উ: পাকোয়া নদী সত্তর আশি হাত চওড়া।
এতে এক কোমর জল ছিল।
১০. লেখকের হুঁ-উ-উ চিৎকার শুনে
হাতিরা কী করেছিল?
উ: লেখকের হুঁ-উ-উ চিৎকার শুনে
হাতিরা নিজেদের মতো আওয়াজ করে প্রত্যুত্তর দিতে থাকে।
১১. রাতে কোথায় তাঁবু খাটানো হল?
উ: রাতে পাকোয়া নদীর ওপারে বন কেটে
তাঁবু খাটানো হল।
১২. মাহুতরা রাতে কোথায় হাতিদের
বেঁধে রাখল?
উ: মাহুতরা রাতে হাতিদের তাঁবুর
কাছে বেঁধে রাখল।
Short
Question Answer
১. কীভাবে রাতে বুনো হাতি
তাড়ানো হল?
উ: হাতির দল আসা মাত্র লেখকের দলের
লোকেরা মশাল জ্বেলে ঘুরিয়ে ঘুরিয়ে চিৎকার করতে থাকে। এতে ভয় পেয়ে হাতির দল বনে
প্রবেশ করে।
২. লেখকের শুকনো নালায় নামার
অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো।
উ: লুশাই বুড়োর পিছনে পিছনে লেখক
বনের একটি শুকনো নালায় নামেন। নামামাত্র সেখানে একটি ভয়ানক তোলপাড় শোনা যায়। লেখক
প্রথমে ভাবেন নিশ্চয় গন্ডার বা বুনো মোষ শুয়ে ছিল। গা ঝাড়া দিয়ে উঠেছে বলে এমন
আওয়াজ। কিন্তু নালার যে পার ধরে তারা নেমেছিলেন সে দিকে চেয়ে দেখেন যমদূতের মতো
বিশালদেহী এক গন্ডার দাঁড়িয়ে আছে।
৩. নীচের অনুচ্ছেদে কয়টি বাক্য আছে লেখো:
উ: (১)
বেলা নটা-দশটার আগে আর সূর্য দেখা যায় না। (২) এক এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ
দেখবার জো নেই। (৩) ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে। (৪) আমি সকলের আগে আগে চলি, সঙ্গে
একজন বুড়ো লুশাই থাকে,
সে বড়ো শিকারি। (৫) তার পিছনে
দু-জন খালাসি তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার খাবার আর জল। (৬) তিনজনের হাতেই এক
একখানি দা।
True And False
১. 'বনের খবর' গল্পে লেখকের সঙ্গে লোক ছিল
প্রায়-ষাট জন/সত্তর জন/আশি জন।
উঃ ষাট জন।
২. 'হুল্লুমান' হল-হনুমান/গরিলা/শিম্পাঞ্জি।
উ: হনুমান।
৩. ফেজেন্ট
একপ্রকার-পাখি/সরীসৃপ/পতঙ্গ।
উ: পাখি।
৪. লেখকের বন্দুকে গুলি
ছিল-পাঁচটি/সাতটি/তিনটি।
উ: তিনটি।
৫. গল্পে যতগুলো হাতি লেখকের
দলের সঙ্গে ছিল- দুই/তিন/চার।
উঃ দুই।
Fill
in The Blanks
১. বনে ছিল —-----এর কিলিবিলি।
উ: বনে ছিল জানোয়ারের-এর কিলিবিলি।
২. গন্ডারটা—------ ভাঙল।
উ: গন্ডারটা বাঁশ ভাঙল।
৩. নদীর ধারে —------পায়ের দাগ
ছিল।
উ: নদীর ধারে হাতির পায়ের দাগ ছিল।
৪. —-----আর লুশাই বুড়ো হল্লা
জুড়ল।
উ: শ্যামলাল আর লুশাই বুড়ো হল্লা
জুড়ল।
৫. —-----নদীতে এক কোমর জল ছিল।
উ: পাকোয়া নদীতে এক কোমর জল ছিল।