👉Download Books PDF

    👉Paid Answer (For Membership User)

অধ্যায় ১
 আগের পড়া মনে করি 

মানের ঊর্ধ্বক্রমে (ছোটো থেকে বড়ো) সাজাই।

১/৩২৬, ৩২৯, ৩২১

উ: ৩২১ ৩২৬ ৩২৯

২।৩৪১, ৩৫৮, ৩৩৯

উ: ৩৩৯ ৩৪১ < ৩৫৮

৩/৭৫২, ৮০১, ৬৯৯

উ: ৬৯৯ ৭৫২ < ৮০১

৪।৫০২, ২৯৮, ৫২৮

উ: ২৯৮ < ৫০২ < ৫২৮

মানের অধঃক্রমে (বড়ো থেকে ছোটো) সাজাই।

৫।২১০, ২১৯, ২১৬

উ: ২১৯ > ২১৬ > ২১০

৬।৪৫৮, ৪৭১, ৪৯৮

উ: ৪৯৮ > ৪৭১ > ৪৫৮

৭।৭২৫, ৫১২, ৮৩২

উ:৮৩২ > ৭২৫ > ৫১২

৮।৯৯৯, ৯০৯, ৮৯৯

উ: ৯৯৯ > ৯০৯ > ৮৯৯

৯। রেহানা ২টি ১ লিটারের জলভরতি খাবার জলের বোতল কিনল। সে দোকানিকে ৫০ টাকার একটি নোট দিল।

উত্তর: ২টি জলের বোতলের দাম  ২ × ১০ টাকা = ২০ টাকা
সে ফেরত পেল (৫০  - ২০) টাকা = ৩০ টাকা 

১০। ৪ জোড়া কলা = ৪ × ২  টি = ৮ টি।

উত্তর: ৮ টি কলার দাম = ৮  × ৪  টাকা = ৩২ টাকা।

২টি আমের দাম = ৪ × ২ টাকা = ১৬ টাকা।

লালী মোট ৩২ + ১৬ টাকা = ৪৮  টাকার জিনিস কিনল।

তাই সে দোকানিকে ৫০ টাকার নোট দেবে।

দোকানি ৫০ - ৪৮ টাকা = ২ টাকা ফেরত দেবে।

১১। ১ জোড়া ব্যাডমিন্টন র‍্যাকেট ২ টি ব্যাডমিন্টন র‍্যাকেট।

উত্তর: ২টি ব্যাডমিন্টন র‍্যাকেটের দাম ৯০ × ২ টাকা = ১৮০ টাকা
সে (২০০ – ১৮০) টাকা = ২০ টাকা ফেরত পেল।


১২। আমি ৪৮ টাকায় কিছু ফল কিনব।




উত্তর: আমি, ৫টি কলা কিনব ৪ × ৫ টাকা = ২০ টাকা দিয়ে।
৪টি পেয়ারা কিনব                 ৫ × ৪ টাকা=+২০ টাকা দিয়ে।
বং ১টি আম কিনব                ১ × ৮ টাকা=+ ৮ টাকা

                                           মোট   = ৪৮ টাকার ফল কিনলাম।

১৩। সীমার কাছে ১০০ টাকা আছে।

উত্তর: সে, বন্ধুকে ১টি খেলার গাড়ি কিনে দিতে পারে। তার কাছে পড়ে থাকবে ১০০ – ৩০ – ৭০ টাকা।একটি ছাতা কিনে দিতে পারে।
 তারপরে সীমার কাছে পড়ে থাকবে ৭০ – ৬০ = ১০ টাকা

 তাই পড়ে থাকা ১০ টাকা দিয়ে সীমা তার বন্ধকে ১ টি ১ লিটারের জল ভরত জল ভরতি খাবার বোতল কিনে দিতে পারে ।