১০। পরিবেশ ও আকাশ

পরিবেশ ও আকাশ 

MAIN CONTENT
 
    👉Text Books PDF
    👉MCQ Online Exam
    👉MCQ Answer
    👉Paid Answer (For Membership User)

সঠিক উত্তরটি নির্বাচন করো:
 
1. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
 
(A) প্রায় 5 মিনিট
 
(B) প্রায় 7 মিনিট
 
(C) প্রায় ৪ মিনিট
 
(D) কোনোটিই নয়
 
2. সূর্যগ্রহণ দেখা উচিত-
 
(A) খালিচোখে
 
(B) পর্দা চোখে
 
(C) চশমা দিয়ে
 
(D) বিশেষ ধরনের চশমা দিয়ে
 
3. যখন সূর্য-পৃথিবী চাঁদ একই সরলরেখায় অবস্থান করে তখন হয়-
 
(A) সূর্যগ্রহণ
 
(B) চন্দ্রগ্রহণ
 
(C) পৃথিবী গ্রাস
 
(D) কোনোটিই নয়
 
4. সূর্যগ্রহণ হয়-
 
(A) পূর্ণিমা তিথিতে
 
(B) অমাবস্যা তিথিতে
 
(C) দুটিতেই
 
(D) কোনোটিই নয়
 
5. সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী-
 
(A) পৃথিবী
 
(B) চাঁদ
 
(D) মঙ্গল
 
(C) শনি
 
6. সূর্যগ্রহণের ক্ষেত্রে মাঝখানে অবস্থান করে-
 
(A) সূর্য
 
(C) চাঁদ
 
(B) পৃথিবী
 
(D) বুধ
 
7. আমাদের সামনে সূর্যকে আড়াল করতে আসে-
 
(A) চাঁদ
 
(C) প্লুটো
 
(B) বুধ
 
(D) শনি
 
৪. আমাদের কাছে অতিবেগুনি রশ্মির উৎস-
 
(A) চাঁদ
 
(C) বুধ
 
(B) সূর্য
 
(D) বৃহস্পতি
 
উত্তর: (1)-(C) প্রায় ৪ মিনিট, (2)- (D) বিশেষ ধরনের চশমা দিয়ে, (3)-(B) চন্দ্রগ্রহণ, (4)-(B) অমাবস্যা তিথিতে, (5)-(C) শনি, (6)-(B) পৃথিবী, (7)-(A) চাঁদ, (৪)-(B) সূর্য
 
ঠিক বাক্যের পাশে ''ও ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও: 
 
1. মেঘ রোদকে আড়াল করতে পারে।()
 
2. চাঁদকে সূর্য আড়াল করতে পারে না।(x)
 
3. চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে এলে চন্দ্রগ্রহণ হয়।(x)
 
4. সূর্যগ্রহণ পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস-এই দুধরনের হয়।()
 
5. অতিবেগুনি রশ্মি চোখের পক্ষেক্ষতিকর()
 
শূন্যস্থান পূরণ করো:
 
1. চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে—------------------
 
2. চাঁদ ছাড়াও —----------------সূর্যকে ঢাকতে পারে
 
3. সূর্যগ্রহণ পূর্ণগ্রাস ও —--------------দুইই হতে পারে
 
4. একরকম —--------------পরে সূর্যগ্রহণ দেখতে হয়
 
5. পৃথিবী নির্দিষ্ট —---------------সূর্যের চারদিকে ঘোরে
 
উত্তর: 1.- পৃথিবী, 2. মেঘ, 3.- খন্ডগ্রাস, 4.- চশমা, 5.-কক্ষপথ
 
একটি বাক্যে উত্তর দাও:
 
1. কোন তিথিতে সূর্যগ্রহণ হয়?
উত্তর: অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়। 
 
2. সূর্যগ্রহণের সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী কীরকম অবস্থানে থাকে
উত্তর: সূর্যগ্রহণের সময় একই সরলরেখায় সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে
 
3. পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়?
উত্তর: সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে সূর্যটাকে পুরো ঢেকে দিলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়
 
4. পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কী বলে
উত্তর: পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে
 
5. সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উত্তর: সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে বারো মাস বা একবছর সময় লাগে
 
6. সূর্যগ্রহণ কীভাবে দেখা উচিত?
উত্তর: সূর্যগ্রহণ চশমা পরে দেখা উচিত
 
7. সূর্যের কোন্ রশ্মি আমাদের চোখের পক্ষে ক্ষতিকর?
উত্তর: সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের পক্ষে ক্ষতিকর
 
৪. সূর্যগ্রহণ কত রকমের হয় ও কী কী?
উত্তর: সূর্যগ্রহণ পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস ও বলয়গ্রাস-এই তিন রকমের হয়
 
9. পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে?
উত্তর: যে সূর্যগ্রহণে পৃথিবী থেকে সূর্যকে একদম দেখা যায় না, তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে
 
10. খন্ডগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে?
উত্তর: যে সূর্যগ্রহণে পৃথিবী থেকে সূর্যকে আংশিক দেখা যায়, তাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে
 
11. চাঁদের কক্ষপথ কাকে বলে?
উত্তর: যে উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে আসে, তাকে চাঁদের কক্ষপথ বলে
 
12. পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে চলার ঘটনাকে কী বলে
উত্তর: পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে চলার ঘটনাকে পরিক্রমণ বলে।
 
Previous Chapter NEXT Chapter
 
Editing By- Lipi Medhi