১০। পরিবেশ ও আকাশ
পরিবেশ ও আকাশ
মেঘের ছায়া, চাঁদের ছায়া দিনদুপুরে সূর্য ঢাকা পাঠ্যবই পৃঃ ১৬৩)
সংক্ষিপ্তসার: সূর্য ও পৃথিবীর মাঝে যদি চাঁদ আসে, তবে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। এই পরিস্থিতিকে বলে সূর্যগ্রহণ।
পাঠ্যবইতে দেওয়া প্রশ্নগুলির সমাধান
1. সূর্যগ্রহণের ছবি আঁকো।
পুরো ঢাকা, খানিক ঢাকা: পূর্ণগ্রহণ, খণ্ডগ্রহণ (পাঠ্যবই পৃঃ ১৬৪)
সংক্ষিপ্তসার: চাঁদ, সূর্য ও পৃথিবীর মধ্যে এমন অবস্থানে আসতে পারে, যাতে সূর্যটাকে একটুও দেখা না যায়। এই ধরনের সূর্যগ্রহণকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
আর যদি সূর্যকে যদি একটুও দেখা যায়, তাহলে সেই ধরনের সূর্যগ্রহণ হল য ন্ডগ্রাস সূর্যগ্রহণ।
খালি চোখে সূর্যগ্রহণ দেখলে অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখ খারাপ হতে পারে। তাই এই রশ্মিকে আটকাতে পারে এমন চশমা পরে সূর্যগ্রহণ দেখা উচিত।
সঠিক উত্তরটি নির্বাচন করো:
1. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
(A) প্রায় 5 মিনিট
(B) প্রায় 7 মিনিট
(C) প্রায় ৪ মিনিট
(D) কোনোটিই নয়
2. সূর্যগ্রহণ দেখা উচিত-
(A) খালিচোখে
(B) পর্দা চোখে
(C) চশমা দিয়ে
(D) বিশেষ ধরনের চশমা দিয়ে
3. যখন সূর্য-পৃথিবী চাঁদ একই সরলরেখায় অবস্থান করে তখন হয়-
(A) সূর্যগ্রহণ
(B) চন্দ্রগ্রহণ
(C) পৃথিবী গ্রাস
(D) কোনোটিই নয়
4. সূর্যগ্রহণ হয়-
(A) পূর্ণিমা তিথিতে
(B) অমাবস্যা তিথিতে
(C) দুটিতেই
(D) কোনোটিই নয়
5. সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী-
(A) পৃথিবী
(B) চাঁদ
(D) মঙ্গল
(C) শনি
6. সূর্যগ্রহণের ক্ষেত্রে মাঝখানে অবস্থান করে-
(A) সূর্য
(C) চাঁদ
(B) পৃথিবী
(D) বুধ
7. আমাদের সামনে সূর্যকে আড়াল করতে আসে-
(A) চাঁদ
(C) প্লুটো
(B) বুধ
(D) শনি
৪. আমাদের কাছে অতিবেগুনি রশ্মির উৎস-
(A) চাঁদ
(C) বুধ
(B) সূর্য
(D) বৃহস্পতি
উত্তর: (1)-(C) প্রায় ৪ মিনিট, (2)- (D) বিশেষ ধরনের চশমা দিয়ে, (3)-(B) চন্দ্রগ্রহণ, (4)-(B) অমাবস্যা তিথিতে, (5)-(C) শনি, (6)-(B) পৃথিবী, (7)-(A) চাঁদ, (৪)-(B) সূর্য।
ঠিক বাক্যের পাশে '✓'ও ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও:
1. মেঘ রোদকে আড়াল করতে পারে।(✓)
2. চাঁদকে সূর্য আড়াল করতে পারে না।(x)
3. চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে এলে চন্দ্রগ্রহণ হয়।(x)
4. সূর্যগ্রহণ পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস-এই দুধরনের হয়।(✔)
5. খালি চোখে সূর্যের দিকে তাকানো ভালো অভ্যাস।
6. অতিবেগুনি রশ্মি চোখের পক্ষেক্ষতিকর(✓)
শূন্যস্থান পূরণ করো:
1. চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে—------------------।
2. চাঁদ ছাড়াও —----------------সূর্যকে ঢাকতে পারে।
3. সূর্যগ্রহণ পূর্ণগ্রাস ও —--------------দুইই হতে পারে।
4. একরকম —--------------পরে সূর্যগ্রহণ দেখতে হয়।
5. পৃথিবী নির্দিষ্ট —---------------সূর্যের চারদিকে ঘোরে।
উত্তর: 1.- পৃথিবী, 2. মেঘ, 3.- খন্ডগ্রাস, 4.- চশমা, 5.-কক্ষপথ।
একটি বাক্যে উত্তর দাও:
1. কোন তিথিতে সূর্যগ্রহণ হয়?
উত্তর: অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়।
2. সূর্যগ্রহণের সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী কীরকম অবস্থানে থাকে?
উত্তর: সূর্যগ্রহণের সময় একই সরলরেখায় সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে।
3. পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়?
উত্তর: সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে সূর্যটাকে পুরো ঢেকে দিলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়।
4. পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কী বলে?
উত্তর: পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে।
5. সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উত্তর: সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে বারো মাস বা একবছর সময় লাগে।
6. সূর্যগ্রহণ কীভাবে দেখা উচিত?
উত্তর: সূর্যগ্রহণ চশমা পরে দেখা উচিত।
7. সূর্যের কোন্ রশ্মি আমাদের চোখের পক্ষে ক্ষতিকর?
উত্তর: সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের পক্ষে ক্ষতিকর।
৪. সূর্যগ্রহণ কত রকমের হয় ও কী কী?
উত্তর: সূর্যগ্রহণ পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস ও বলয়গ্রাস-এই তিন রকমের হয়।
9. পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে?
উত্তর: যে সূর্যগ্রহণে পৃথিবী থেকে সূর্যকে একদম দেখা যায় না, তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে।
10. খন্ডগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে?
উত্তর: যে সূর্যগ্রহণে পৃথিবী থেকে সূর্যকে আংশিক দেখা যায়, তাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে।
11. চাঁদের কক্ষপথ কাকে বলে?
উত্তর: যে উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে আসে, তাকে চাঁদের কক্ষপথ বলে।
12. পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে চলার ঘটনাকে কী বলে?
উত্তর: পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে চলার ঘটনাকে পরিক্রমণ বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন (Short Questions)
দুই তিনটি বাক্যে উত্তর দাও:
1. সূর্যগ্রহণের সময় কত রকম ঘটনা ঘটে?
উত্তর। সূর্যগ্রহণের সময় তিন রকমের ঘটনা ঘটতে পারে। যেমন-
(i) সূর্যকে একদম দেখা না যেতে পারে।
(ii) সূর্যকে আংশিক দেখা যেতে পারে।
(iii) সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় থাকে-এমনটাও দেখা যেতে পারে।
2. বলয়গ্রাস সূর্যগ্রহণ কাকে বলে?
উত্তর: যে ধরনের সূর্যগ্রহণে সূর্যের শুধুমাত্র মাঝখানটা চাপা পড়ে, তাকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলে। এই গ্রহণে সূর্যের মাঝখানটা অন্ধকার এবং চারপাশটা বলয়ের মতো ও উজ্জ্বল দেখায়।
0 Comments