১০। পরিবেশ ও আকাশ
পরিবেশ ও আকাশ
👉MCQ Online Exam
👉MCQ Answer
👉Paid Answer (For Membership User)
সঠিক উত্তরটি নির্বাচন করো:
উত্তর: অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়।
উত্তর: সূর্যগ্রহণের সময় একই সরলরেখায় সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে।
উত্তর: সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে সূর্যটাকে পুরো ঢেকে দিলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়।
উত্তর: পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে।
উত্তর: সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে বারো মাস বা একবছর সময় লাগে।
উত্তর: সূর্যগ্রহণ চশমা পরে দেখা উচিত।
উত্তর: সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের পক্ষে ক্ষতিকর।
উত্তর: সূর্যগ্রহণ পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস ও বলয়গ্রাস-এই তিন রকমের হয়।
উত্তর: যে সূর্যগ্রহণে পৃথিবী থেকে সূর্যকে একদম দেখা যায় না, তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে।
উত্তর: যে সূর্যগ্রহণে পৃথিবী থেকে সূর্যকে আংশিক দেখা যায়, তাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে।
উত্তর: যে উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে আসে, তাকে চাঁদের কক্ষপথ বলে।
উত্তর: পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে চলার ঘটনাকে পরিক্রমণ বলে।