১০। পরিবেশ ও আকাশ

পরিবেশ ও আকাশ 


মেঘের ছায়া, চাঁদের ছায়া দিনদুপুরে সূর্য ঢাকা পাঠ্যবই পৃঃ ১৬৩)


সংক্ষিপ্তসার: সূর্য ও পৃথিবীর মাঝে যদি চাঁদ আসে, তবে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। এই পরিস্থিতিকে বলে সূর্যগ্রহণ।


পাঠ্যবইতে দেওয়া প্রশ্নগুলির সমাধান


1. সূর্যগ্রহণের ছবি আঁকো।


পুরো ঢাকা, খানিক ঢাকা: পূর্ণগ্রহণ, খণ্ডগ্রহণ (পাঠ্যবই পৃঃ ১৬৪)


সংক্ষিপ্তসার: চাঁদ, সূর্য ও পৃথিবীর মধ্যে এমন অবস্থানে আসতে পারে, যাতে সূর্যটাকে একটুও দেখা না যায়। এই ধরনের সূর্যগ্রহণকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।


আর যদি সূর্যকে যদি একটুও দেখা যায়, তাহলে সেই ধরনের সূর্যগ্রহণ হল য ন্ডগ্রাস সূর্যগ্রহণ।


খালি চোখে সূর্যগ্রহণ দেখলে অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখ খারাপ হতে পারে। তাই এই রশ্মিকে আটকাতে পারে এমন চশমা পরে সূর্যগ্রহণ দেখা উচিত।



এদিবার চেষ্টা করো তো।

একটু বড়ো বল ও একটা একটু ছোটো বলের সাহায্যে বাড়িতে একটা ঘর অন্ধকার, তাতে একটা টর্চ, একটা সূর্যগ্রহণ-চন্দ্রগ্রহণ কীভাবে হয় দেখাতে পারো।

*অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Very Short Questions)


সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-


(A) প্রায় 5 মিনিট


(B) প্রায় 7 মিনিট


(C) প্রায় ৪ মিনিট


(D) কোনোটিই নয়


2. সূর্যগ্রহণ দেখা উচিত-


(A) খালিচোখে


(B) পর্দা চোখে


(C) চশমা দিয়ে


(D) বিশেষ ধরনের চশমা দিয়ে


3. যখন সূর্য-পৃথিবী চাঁদ একই সরলরেখায় অবস্থান করে তখন হয়-


(A) সূর্যগ্রহণ


(B) চন্দ্রগ্রহণ


(C) পৃথিবী গ্রাস


(D) কোনোটিই নয়


4. সূর্যগ্রহণ হয়-


(A) পূর্ণিমা তিথিতে


(B) অমাবস্যা তিথিতে


(C) দুটিতেই


(D) কোনোটিই নয়


5. সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী-


(A) পৃথিবী


(B) চাঁদ


(D) মঙ্গল


(C) শনি


6. সূর্যগ্রহণের ক্ষেত্রে মাঝখানে অবস্থান করে-


(A) সূর্য


(C) চাঁদ


(B) পৃথিবী


(D) বুধ


7. আমাদের সামনে সূর্যকে আড়াল করতে আসে-


(A) চাঁদ


(C) প্লুটো


(B) বুধ


(D) শনি


৪. আমাদের কাছে অতিবেগুনি রশ্মির উৎস-


(A) চাঁদ


(C) বুধ


(B) সূর্য


(D) বৃহস্পতি


উত্তর: (1)-(C) প্রায় ৪ মিনিট, (2)- (D) বিশেষ ধরনের চশমা দিয়ে, (3)-(B) চন্দ্রগ্রহণ, (4)-(B) অমাবস্যা তিথিতে, (5)-(C) শনি, (6)-(B) পৃথিবী, (7)-(A) চাঁদ, (৪)-(B) সূর্য।


ঠিক বাক্যের পাশে ''ও ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও: 


1. মেঘ রোদকে আড়াল করতে পারে।(✓)


2. চাঁদকে সূর্য আড়াল করতে পারে না।(x)


3. চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে এলে চন্দ্রগ্রহণ হয়।(x)


4. সূর্যগ্রহণ পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস-এই দুধরনের হয়।(✔)


5. খালি চোখে সূর্যের দিকে তাকানো ভালো অভ্যাস।


6. অতিবেগুনি রশ্মি চোখের পক্ষেক্ষতিকর(✓)


শূন্যস্থান পূরণ করো:


1. চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে—------------------।


2. চাঁদ ছাড়াও —----------------সূর্যকে ঢাকতে পারে।


3. সূর্যগ্রহণ পূর্ণগ্রাস ও —--------------দুইই হতে পারে।


4. একরকম —--------------পরে সূর্যগ্রহণ দেখতে হয়।


5. পৃথিবী নির্দিষ্ট —---------------সূর্যের চারদিকে ঘোরে।


উত্তর: 1.- পৃথিবী, 2. মেঘ, 3.- খন্ডগ্রাস, 4.- চশমা, 5.-কক্ষপথ।


একটি বাক্যে উত্তর দাও:


1. কোন তিথিতে সূর্যগ্রহণ হয়?


উত্তর: অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়। 


2. সূর্যগ্রহণের সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী কীরকম অবস্থানে থাকে? 


উত্তর: সূর্যগ্রহণের সময় একই সরলরেখায় সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে।


3. পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়?


উত্তর: সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে সূর্যটাকে পুরো ঢেকে দিলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়।


4. পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কী বলে? 


উত্তর: পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে।


5. সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে?


উত্তর: সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে বারো মাস বা একবছর সময় লাগে।


6. সূর্যগ্রহণ কীভাবে দেখা উচিত?


উত্তর: সূর্যগ্রহণ চশমা পরে দেখা উচিত।


7. সূর্যের কোন্ রশ্মি আমাদের চোখের পক্ষে ক্ষতিকর?


উত্তর: সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের পক্ষে ক্ষতিকর।


৪. সূর্যগ্রহণ কত রকমের হয় ও কী কী?


উত্তর: সূর্যগ্রহণ পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস ও বলয়গ্রাস-এই তিন রকমের হয়।


9. পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে?


উত্তর: যে সূর্যগ্রহণে পৃথিবী থেকে সূর্যকে একদম দেখা যায় না, তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে।


10. খন্ডগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে?


উত্তর: যে সূর্যগ্রহণে পৃথিবী থেকে সূর্যকে আংশিক দেখা যায়, তাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে।


11. চাঁদের কক্ষপথ কাকে বলে?


উত্তর: যে উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে আসে, তাকে চাঁদের কক্ষপথ বলে।


12. পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে চলার ঘটনাকে কী বলে? 


উত্তর: পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে চলার ঘটনাকে পরিক্রমণ বলে।


সংক্ষিপ্ত প্রশ্ন (Short Questions)


দুই তিনটি বাক্যে উত্তর দাও:


1. সূর্যগ্রহণের সময় কত রকম ঘটনা ঘটে? 


উত্তর। সূর্যগ্রহণের সময় তিন রকমের ঘটনা ঘটতে পারে। যেমন-


(i) সূর্যকে একদম দেখা না যেতে পারে।


(ii) সূর্যকে আংশিক দেখা যেতে পারে।


(iii) সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় থাকে-এমনটাও দেখা যেতে পারে।


2. বলয়গ্রাস সূর্যগ্রহণ কাকে বলে?


উত্তর: যে ধরনের সূর্যগ্রহণে সূর্যের শুধুমাত্র মাঝখানটা চাপা পড়ে, তাকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলে। এই গ্রহণে সূর্যের মাঝখানটা অন্ধকার এবং চারপাশটা বলয়ের মতো ও উজ্জ্বল দেখায়।