লিমেরিক
--------------------------------------------------------------
👉Text Book PDF
👉MCQ Online Exam
👉MCQ Answer
👉Paid Answer (For Membership User
১। অতিসংক্ষিপ্ত
প্রশ্নোত্তর:
১.১ 'বললে বুড়ো, "বোঝো ব্যাপারখানা”-বুড়ো কোন্ ব্যাপারটি বোঝাতে
চেয়েছেন?
উত্তরঃ তার দাড়ির মধ্যে মোরগ, শালিকছানা, হাঁড়িচাঁচা
ইত্যাদি পাখির বাসা বাঁধার ব্যাপারটা বুড়ো বোঝাতে চেয়েছেন।
Editing By:- Lipi Medhi