'ঝড়
-------------------------------------
👉Text Book PDF
👉MCQ Online Exam
👉MCQ Answer
👉Paid Answer (For Membership User
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১. পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয় (গ্রীষ্ম/বর্ষা/শরৎ/শীত) ঋতুতে। (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)
উত্তরঃ পশ্চিমবঙ্গে কালবৈশাখী গ্রীষ্ম ঋতুতে হয়।
২. দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে —- (সকাল/ দুপুর/বিকেল/রাত) ।
উত্তরঃ দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে — দুপুর।
৩. যখন ঝড় ওঠে, তখন আকাশ থাকে (কালো/লাল/ নীল/সাদা)।
উত্তরঃ যখন ঝড় ওঠে, তখন আকাশ থাকে — কালো।
৪. গ্রীষ্মের একটি ফুল হল- (গাঁদা/গন্ধরাজ/চাঁপা/পদ্ম)।
উত্তরঃ গ্রীষ্মের একটি ফুল হল — চাঁপা।
২. ক্রিয়ার নীচে দাগ দাও:
২.১ কোথা থেকে বাতাস এল।
উত্তরঃ কোথা থেকে বাতাস এল।
২.২ আসলো মাঝি তাড়াতাড়ি।
উত্তরঃ আসলো মাঝি তাড়াতাড়ি।
২.৩ আমি তোমার মেঝের উপর ঢালি।
উত্তরঃ আমি তোমার মেঝের উপর ঢালি।
২.৪ পালিয়ে গেল অনেক দূরে।
উত্তরঃ পালিয়ে গেল অনেক দূরে।
২.৫ চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো।
উত্তরঃ চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো।
৩। কোল্টিন্ট বেমানান শব্দ তার নীচে দাগ দাও:
৩.১ হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড়, কালি।
উত্তরঃ হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড়, কালি।
৩.২ কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার।
উত্তরঃকালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার।
৩.৩ ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার।
উত্তরঃ ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার।
৩.৪ আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাতসমুদ্র, কালির দোয়াত।
উত্তরঃ আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাতসমুদ্র, কালির দোয়াত।
৩.৫ বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর।
উত্তরঃ বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর।
৪. শূন্যস্থান পূরণ করো:
৪.১ আকাশখানা —----------------- কালো।
উত্তরঃ আকাশখানা এক্কেবারে কালো।
৪.২ আসলো মাঝি—---------------------।
উত্তরঃ আসলো মাঝি তাড়াতাড়ি।
৪.৩ আমার যেন লাগল —--------------------- ভালো।
উত্তরঃ আমার যেন লাগল ভারী ভালো।
৪.৪ হাসল—-------------------------- ঠোঁট মেলে।
উত্তরঃ হাসল কোমল ঠোঁট মেলে।
৪.৫ কালির দোয়াত কেমন করে—------------------------।
উত্তরঃ কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে।
৫. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
৫.১ কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? (মহেশ হাইস্কুল)
উত্তরঃ 'ঝড়' কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে। সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমেষে।
৫.২ দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন?
উত্তরঃ দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে যাওয়ার কারণ হঠাৎ করে ঝড় ওঠে।
৫.৩ "পালিয়ে গেল অনেক দূরে" কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল?
উত্তরঃ "পালিয়ে গেল অনেক দূরে'- এখানে 'ঝড়' পালিয়ে গেল। আকাশে ঘুরপাক খেয়ে, সাতসমুদ্র পারে সেই ঝড় গেল পালিয়ে।
৫.৪ ঝড়ের সঙ্গে শিশুর মনে কীসের তুলনা কবিতায় ধরা পড়েছে?
উত্তরঃ ঝড় এলে যেমন সমস্ত কিছু কালো অন্ধকারে ছেয়ে যায়, তেমনই তার সঙ্গে মিল রেখে কল্পনা করা হয়েছে একটি। শিশু যেন হঠাৎ করেই মেঝের উপর কালির দোয়াত উল্টে দিল। ঝড়ের আসা আর শিশুর খেলতে খেলতে মেঝেতে কালির দোয়াত ফেলা-এ দুইই আকস্মিক।
৫.৫ 'ঝড়'-এর বর্ণনা দিতে 'মেঘ করে আসা' আর 'বিদ্যুৎ চমকানোর' কথা কবিতায় কোন্ কোন্ পঙ্ক্তিতে ফুটে উঠেছে?
উত্তরঃ 'ঝড়'-এর বর্ণনা দিতে 'মেঘ করে আসা' আর 'বিদ্যুৎ চমকানোর' কথা কবিতায় তৃতীয় ও পঞ্চম অর্থাৎ শেষ পঙ্ক্তিতে ফুটে উঠেছে।
৫.৬ ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়?
উত্তরঃ ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে নদীতে বা সমুদ্রে নৌকাডুবি হতে পারে অর্থাৎ নৌকা উল্টে যেতে পারে। সম্পত্তিহানি হতে পারে। সর্বোপরি, প্রাণহানিও হতে পারে।
৫.৭ সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো।
উত্তরঃ পুরাণ উল্লিখিত সাত সাগর হল-লবণ সাগর, ইক্ষু সাগর, সুয়াসাগর, ঘৃতসাগর, দধিসাগর, স্বাদূদক সাগর।
অতিরিক্ত সংয়োজন
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ 'ঝড়' কবিতায় ঝড় এসেছিল- ভোরবেলা/সকালবেলা /দুপুরবেলা/সন্ধেবেলা।
উত্তরঃ 'ঝড়' কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা।
১.২ 'ঝড়' কবিতায় দিনটি ছিল-হাটবার/রবিবার/ সোমবার/ শনিবার।
উত্তরঃ 'ঝড়' কবিতায় দিনটি ছিল হাটবার।
১.৩ শিশুটি খেলা করতে গিয়েছিল-পুকুরপাড়ে/উঠোনে/ মাঠে/বাগানে।
উত্তরঃ শিশুটি খেলা করতে গিয়েছিল মাঠে।
১.৪ বকুলতলা হয়ে গিয়েছিল-কালো/লাল/সাদা/সবুজ।
উত্তরঃ বকুলতলা হয়ে গিয়েছিল কালো।
১.৫ 'ঝড়' কবিতার কোন্ শব্দটি বেমানান-বাতাস/মাঝি/ঘর/ জল (দ্য পার্ক ইনস্টিটিউশন)
উত্তরঃ 'ঝড়' কবিতায় 'জল' শব্দটি বেমানান।
২। শূন্যস্থান পূরণ করো:
২.১ ওমা, সেদিন—----------------- বারে, মাঠের ধারে।
উত্তরঃ ওমা, সেদিন হাটের বারে, মাঠের ধারে।
২.২ কোথা থেকে—--------------- এল।
উত্তরঃ কোথা থেকে বাতাস এল।
২.৩ বল্লে ওরা, ছুটে পালাই—------------------।
উত্তরঃ বল্লে ওরা, ছুটে পালাই ঘর।
২.৪ কালো হ'ল ------------------ , কালো চাঁপার বন।
উত্তরঃ কালো হ'ল বকুলতলা, কালো চাঁপার বন।
২.৫ যেমন ক'রে -------------------------- আমি তোমার মেঝের উপর ঢালি।
উত্তরঃ যেমন ক'রে কালি, আমি তোমার মেঝের উপর ঢালি।
২.৬ পালিয়ে গেল অনেক দূরে, ----------------------- সাগরের পারে।
উত্তরঃ পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের ধারে।
৩। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
৩.১ শিশুটি কখন খেলা করতে গিয়েছিল?
উত্তরঃ শিশুটি দুপুরবেলা খেলা করতে গিয়েছিল।
৩.২ "আকাশ বারে বারে"-আকাশ বারে বারে কী করছিল?
উত্তরঃ আকাশ বারে বারে কোমল ঠোঁট মেলে আগুন জ্বেলে হেসেছিল।
৩.৩ "আমি তোমার মেঝের উপর ঢালি।"-বক্তা কী ঢালে?
উত্তরঃ বক্তা মেঝের ওপর কালি ঢালে।
৩.৪ ঝড় আবার কোথায় পালিয়ে গিয়েছিল?
উত্তরঃ ঝড় দূরের সাতসাগরের পারে পালিয়ে গিয়েছিল।
৩.৫ যখন ঝড় ওঠে তখন আকাশের রং কী রকম হয়?
উত্তরঃ যখন ঝড় ওঠে তখন আকাশের রং হয় কালো।
Paid Answer (For Membership User)
Editing By:- Lipi Medhi