ময়দানব ১৫
----------------------------------------------------
👉Text Book PDF
👉MCQ Online Exam
👉MCQ Answer
👉Paid Answer (For Membership User
১। সংক্ষেপে উত্তর দাও :
১.১ নির্জন মাঠে কে শালপাতা চাটে?
উত্তর: হাওয়া সুর নির্জন মাঠে শালপাতা চাটে।
১.২ কারা ঠেলা দেয়? কোথায় ফেলে?
উত্তরঃ আঁধার রাতে গা ঢাকা দিয়ে রাস্তার বাতিগুলো সকলকে ঠেলা দেয় ঠেলা দিয়ে সকলকে আঁদাড়ে পাঁদাড়ে ফেলে দেয়।
১.৩ তাঁবু ছেড়ে কারা বেরিয়ে আসে?
উত্তরঃ তাঁবু ছেড়ে ময়দানবেরা বেরিয়ে আসে।
১.৪ কী বলে ময়দানবরা ঠেসে ধরবে?
উত্তরঃ দে গোল দে গোল বলে ময়দানবেরা ঠেসে ধরবে।
১.৫ ময়দানবরা ছাড়া আর কারা ময়দানে আছে?
উত্তরঃ ময়দানে ময়দানবেরা ছাড়া অ্যাং, ব্যাং এবং চ্যাং আছে।
১.৬ কারা ঠ্যাং খুলে নেয়?
উত্তরঃ ময়দানে রাত্রে ঘুরে বেড়ায় অ্যাং, ব্যাং আর চ্যাং। তারা যেন ময়দানে হা-ডু-ডু খেলা করে। হা-ডু-ডু খেলতে খেলতে যাকে সামনে পায় তাকেই ধরে ঠ্যাং খুলে নেয়।
১.৫ জোনাকিরা কী করে?
উওরঃ আঁধার রাতে শূন্য ময়দানে জোনাকিরা তাদের শরীরে আগুন নিয়ে ঘুরে বেড়ায়। কেউ সামনে এলেই তার গায়ে নিজের গায়ের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়।
২.৬ কবির শেষ উপদেশ কী?
উওরঃ কবির শেষ উপদেশ হল নির্জন রাত্রে কেউ যেন ময়দানে একা একা না যায়।
২। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
২.১ রাস্তার—গা ঢাকে আঁধারে।
উওরঃ:রাস্তার বাতিগুলো গা ঢাকে আঁধারে।
২.২ ময়দানবেরা সব—ছেড়ে এসে।
উওরঃ ময়দানবেরা সব তাঁবু ছেড়ে এসে।
২.৩ আর আছে—।
উত্তরঃ আর আছে চ্যাং।
২.৪—উড়ে এসে– গায়ে দেবে 1
উওরঃ জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছ্যাঁকা।
২.৫—বলেই তারা খুলে নেবে ঠ্যাং।
উত্তর: হা-ডু-ডু বলেই তারা, • খুলে নেবে ঠ্যাং।
২.৬ যেয়ো না কো রাত্তিরে একা।
উত্তর: যেয়ো না কো রাত্তিরে ময়দানে একা।
Editing By:- Lipi Medhi