অধ্য়য়- ২০

মাস্টারদা

    👉Text Book PDF
    👉MCQ Online Exam
    👉MCQ Answer
    👉Paid Answer (For Membership User   

১. নিজে নিজে লেখো:


১.১ আমাদের দেশের নাম কী?


উত্তর: আমাদের দেশের নাম ভারতবর্ষ।


১.২ আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন্ দিনটিতে পালিত হয়ে থাকে?


উত্তর: আমাদের দেশে স্বাধীনতা দিবস ১৫ আগস্ট দিনটিতে পালিত হয়ে থাকে।


১.৩ আমাদের দেশ কবে স্বাধীনতা লাভ করে?


উত্তর: আমাদের দেশে ১৯৪৭ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে।


১.৪ স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। [OEQ]


উত্তর: স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম ক্ষুদিরাম বোস, ভগৎ সিং।


১.৫ চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন্ দেশে অবস্থিত?


উত্তর: চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত।


১.১ রচনায় - কলকাতা/ঢাকা/খুলনা/চট্টগ্রাম শহরের কথা আছে।


উত্তরঃ রচনায় চট্টগ্রাম শহরের কথা আছে।


১.২ বিপ্লবীরা রেললাইন ভেঙে ফেলেছিল-এক জায়গায়/ দু'জায়গায়/তিন জায়গায়/চার জায়গায়।


উত্তরঃ রেললাইন ভেঙে ফেলেছিল দু'জায়গায়।


১.৩ মাস্টারদা ছিলেন - বাংলা/অঙ্ক / ইংরাজি/বিজ্ঞান বিষয়ের শিক্ষক।


উত্তর: মাস্টারদা ছিলেন অঙ্ক বিষয়ের শিক্ষক।


১.৪ নোটিশ ঝুলছিল – অফিসে/আদালতে/ ক্লাবে/ রেস্তোরাঁয়।


উত্তরঃ নোটিশ ঝুলছিল রেস্তোরাঁয়।


১.৫ রবীন্দ্রনাথকে সূর্য সেন বলতেন-কবিগুরু/করিরাজ/ কবিরাজ/কবি সম্রাট।


উত্তরঃ রবীন্দ্রনাথকে সূর্য সেন বলতেন কবি সম্রাট।


১.৬ সূর্য সেনের প্রিয় কবি ছিলেন-নজরুল/সুকান্ত/ জীবনানন্দ/রবীন্দ্রনাথ।


উত্তরঃ সূর্য সেনের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ।


১.৯ মাস্টারদা বলেছেন-রবীন্দ্রনাথ/বিবেকানন্দ/রামকৃষ্ণ/ বঙ্কিমচন্দ্র-আমাদের ভারতবর্ষের এক মস্ত বড়ো সম্পদ। (রামনগর রাও হাই স্কুল)


উত্তর: মাস্টারদা বলেছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড়ো সম্পদ।


১.১০ নন্দী/চট্ট/সপ্ত/হাতিব্বর-গ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারার ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। (হুগলি ব্রাঞ্চ গভঃ স্কুল)


উত্তর: চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারার ধুতি- পরা মানুষটির নাম সূর্য সেন।


২। শূন্যস্থান পূরণ করো।


২.১ সেখানে -----------------


উত্তর: সেখানে  মালগাড়ি উলটে ট্রেন চলাচল বন্ধ। উলটে ট্রেন চলাচল বন্ধ।


২.২ এক  —---------  লড়ে তাদের নিয়েছে। বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে ভাণ্ডারটিকে দখল করে


উত্তর: এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভান্ডারটিকে দখল করে নিয়েছে।


২.৩ ইংরাজ-শাসন থেকে মুক্ত।


উত্তর: চট্টগ্রাম ইংরাজ-শাসন থেকে মুক্ত।


২.৪ হাইস্কুলের শিক্ষক সূর্য কুমার সেন।


উত্তর: উমাতারা হাইস্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন। 


২.৫ ছিলেন তাঁর আদর্শ পুরুষ।


উত্তর: বিবেকানন্দ ছিলেন তাঁর আদর্শ পুরুষ।


২.৬ জামা মাস্টারদা পড়তেন না।


উত্তর: রঙিন জামা মাস্টারদা পড়তেন না।


৩। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


৩.১ মাস্টারদার প্রকৃত নাম কী?


উত্তর: মাস্টারদার প্রকৃত নাম হল সূর্যকুমার সেন।-


৩.২ চট্টগ্রামের কিছু ছেলে কী করেছিল?


উত্তর: চট্টগ্রামের কিছু ছেলে মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজদের গোলবারুদের ভাণ্ডার দখল করে নিয়েছিল।


৩.৩ রেস্তোরাঁর গায়ে কী নোটিশ ঝুলত?


উত্তর: রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ।


৩.৪ মাস্টারদার পোশাক কেমন?


উত্তর: মাস্টারদার পোশাক খুবই সাদাসিধে। বাঙালির ধুতি-পাঞ্জাবি বা ধুতি শার্ট তিনি পরেন।


৩.৫ 'নতুন মাস্টার।' কার কথা বলা হয়েছে?


উত্তর: এখানে উমাতারা হাইস্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন-এর কথা বলা হয়েছে।


৩.৬ মাস্টারদা ছেলেদের কোন্ আদর্শে গড়ে তুলতে চেয়েছিলেন?


উত্তর: মাস্টারদা ছেলেদের রামকৃষ্ণ-বিবেকানন্দের ভক্তি-ত্যাগ- তেজস্বিতার আদর্শে গড়ে তুলতে চেয়েছিলেন।


৩.৭ কত দিনের জন্য মাস্টারদা চট্টগ্রামকে বিদেশি শাসন হতে মুক্ত করেছিলেন?


উত্তর: মাস্টারদা চট্টগ্রামকে তিন দিনের জন্য বিদেশি শাসনমুক্ত করেছিলেন।


৩.৮ 'সাথিদের তাঁর কবিতা পড়তে অনুরোধ করেছেন।' সাথিদের কার কবিতা পড়তে অনুরোধ করেছিলেন?


উত্তর: মাস্টারদা সাথিদের রবীন্দ্রনাথের কবিতা পড়তে অনুরোধ করেছিলেন।


৩.৯ মাস্টারদার কথামতো ছাত্ররা কী করত?


উত্তর: মাস্টারদার কথা মতো ছাত্ররা ভোর চারটার সময় উঠে ময়দানে ব্যায়াম করত, সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত।


৩.১০ মাস্টারদার এক উল্লেখযোগ্য বিপ্লবী কর্মকাণ্ডের উল্লেখ করো।


উত্তর: মাস্টারদার অন্যতম উল্লেখযোগ্য বিপ্লবী কর্মকাণ্ড হল চট্টগ্রামের ব্রিটিশ অস্ত্রগার লুণ্ঠন।


৩.১১ রবীন্দ্রনাথ সম্পর্কে মাস্টারদা বলতেন, 'কবিসম্রাট রবীন্দ্রনাথ'-এ থেকে তাঁর কোন্ মনোভাবের পরিচয় পাও? (পর্যদ নমুনা)


উত্তর: এ থেকে রবীন্দ্রনাথের কবিতার প্রতি মাস্টারদার অপার শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় পাওয়া যায়।


৪। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


৪.১ 'সাংঘাতিক কাণ্ড'। কোন্ কাণ্ডটিকে, কেন সাংঘাতিক বলা হয়েছে?


উত্তর: মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের কিছু ছেলে ইংরেজদের  বিরুদ্ধাচারণ করেছিল। এখানে সেই কাজের কথাই বোঝানো হয়েছে।


মাস্টারদার বুদ্ধিমতো কিছু ছেলে ইংরেজদের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডার দখল করে নিয়েছিল। আগুন। লাগিয়েছিল টেলিফোন আর টেলিগ্রামের অফিসে। দু'জায়গায় । ৬। রেলের লাইন ভেঙে ফেলেছিল। তাদের এই কাজগুলিকেই লেখক 'সাংঘাতিক কাণ্ড' বলে উল্লেখ করেছেন।


৪.২ "এ ভারি আশ্চর্যের কথা।”- ভারি আশ্চর্যের কথা কোন্টি?


উত্তর: মাস্টারদা সূর্য সেন একজন সাদাসিধে মানুষ। কথাবার্তা কম বলেন। পোশাক ধুতি-পাঞ্জাবি বা ধুতি শার্ট। হাঁটাচলাতে শব্দ হয় না প্রায়। এই চুপচাপ ধরনের মানুষ কী করে এত ছেলেদের ভারতমাতার মুক্তির নেশায় খেপিয়ে তুললেন, রাইফেল-বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন-তা ভারি আশ্চর্যের কথা। 


৪.৩ রবীন্দ্রনাথের প্রতি মাস্টারদার যে ভালোবাসার কথা রচনাংশে উল্লিখিত হয়েছে তা নিজের ভাষায় লেখো।


উত্তর: মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথকে 'কবিসম্রাট' বলতেন। অনেক কবিতাই তাঁর। মুখস্থ ছিল। জালালাবাদের লড়াইয়ের সময়েও তিনি রবীন্দ্রনাথের কবিতা শুনেছেন। জেলের মধ্যেই কবির কবিতা পড়েছেন। চিঠিতে উদ্ধৃত করেছেন রবীন্দ্রনাথের কবিতার অনেক লাইন। সাথিদের অনুরোধ করেছিলেন রবীন্দ্রনাথের কবিতা পড়তে। তিনি বলতেন রবীন্দ্রনাথ দেশের মহান সম্পদ।


৪.৪ মাস্টারদা কীভাবে ছেলের দলকে উদ্বুদ্ধ করেছিলেন?


উত্তরঃ মাস্টারদা দেশমাতৃকার শৃঙ্খল মোচনের পণ করেছিলেন। তিনি ছেলেদের বলেছিলেন দেশ হল 'মা'। সেই মা-কে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে হবে। তিনি ছেলেদের দেশ সম্পর্কে নানা কথা জানিয়েছিলেন। খেলাধুলা, বন্দুক চালানো শিখিয়ে ছেলেদের দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করে তুলেছিলেন।


৫। "রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড়ো। সম্পদ।"-সাথিদের একথা বলতেন মাস্টারদা সূর্য। সেন। কাব্যসাহিত্যে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে। একটি অনুচ্ছেদ লেখো। প্রশ্নমান-৫।


উত্তর: রবীন্দ্রনাথকে চিনতে হলে তাঁর কবিতা পড়া দরকার। তাঁর লেখা 'শিশু' কবিতার বইটি পড়লে বোঝা যায় যে। ছোটোদের মনের সঙ্গে তাঁর গভীর সংযোগ ছিল। 'বিজ্ঞ', 'মাস্টারমশাই', 'বীরপুরুষ'-এই কবিতাগুলি পড়লেই তা বোঝা যায়। এছাড়া সুন্দর ভাষা, আবেগ-সৃজনশীল চিন্তার প্রকাশও তাঁর এই লেখার মাধ্যমে ঘটেছে। এটাও বলা যায়, রবি ঠাকুরের কবিতা পড়লে কবিতা লিখতে চেষ্টা করার অনুপ্রেরণা পাওয়া যায়।

 


Paid Answer (For Membership User)

Editing  By:- Lipi Medhi