বাংলা ভাষা পাঠ
হাতে কলমে
👉Text Book PDF
👉MCQ Online Exam
👉MCQ Answer
👉Paid Answer (For Membership User
১। নীচের বাক্যগুলি থেকে ব্যঞ্জন সন্ধিপদগুলি চিহ্নিত করো:
(ক) সংশয় পারাবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায়োনা বাইরে।
উত্তরঃ সংশয় = সম্ + শয়। উদ্বেগে = উৎ + বেগে।
(খ) ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকা আসে।
উত্তরঃ শান্ত = শাম্ + ত।
(গ) ঘোমটার ফাঁক রয় মন উন্মন্ গো।
উত্তরঃ উন্মন = উদ্ + মন।
(ঘ) চাঁদ যে ঝিমায় আকাশ কোণে সন্ধ্যা তারা স্বপন বোনে।
উত্তরঃ সন্ধ্যা = সম্ + ধা।
(ঙ) বড়োরা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন তাহলে নিশ্চয় চিৎকার করে উঠতেন।
উত্তরঃ বিপজ্জনক = বিপদ্ + জনক। নিশ্চয় = নিঃ+ চয়। ২। নীচের বাক্যগুলিতে যে পদগুলি ব্যঞ্জনসন্ধির নিয়মে বদ্ধ সেগুলি চিহ্নিত করে সন্ধি বিচ্ছেদ করো।
(ক) সংস্কৃত শ্লোক আবৃত্তি করো।
উত্তরঃ সংস্কৃত = সম্ + কৃত।
(খ) সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
উত্তরঃ মৃত্যুঞ্জয়ীদের = মৃত্যুম্ + জয়ীদের।
(গ) উল্লাসে ভরে যায় চারদিক।
উত্তরঃ উল্লাসে = উদ্ + লাসে।
(ঘ) আর শুরু হল বাচ্চা গাছের অঝোরে কান্না।
উত্তরঃ কান্না = কাঁদ্ + না।
(ঙ) তারা ভাবে ধনাই মামু গোঁয়ার তাই গোঁয়ার্তুমি করে কাটে।
উত্তরঃ গোঁয়ার্তুমি = গোঁয়ার + তুমি।
হাতে কলমে
১। নীচের বাক্যগুলির মধ্যে কোল্টি কী পদ চিহ্নিত করো।
১.১ রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন।
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি - সংজ্ঞাবাচক বিশেষ্য। লিখেছেন - ক্রিয়াপদ।
১.২ তিনি আমাকে তাঁর গল্পের বইগুলি দিলেন।
উত্তরঃ তিনি, আমাকে, তাঁর - সর্বনাম। গল্পের বই – বিশেষ্য। দিলেন – ক্রিয়া। বিশেষণ।
১.৩ তুমি চিঠিটি লিখে বাড়ি যাবে।
উত্তরঃ তুমি – সর্বনাম। চিঠিটা, বাড়ি- বিশেষ্য। লিখে - অসমাপিকা ক্রিয়া। যাবে - সমাপিকা ক্রিয়া।
১.৪ ঘুম ভেঙেছে?
উত্তরঃ ঘুম বিশেষ্য। ভেঙেছে ক্রিয়া।
১.৫ তুমি তো বললে কথাটা।
উত্তরঃ তুমি – সর্বনাম। তো - বাক্যালংকার অব্যয়। বললে অসমাপিকা ক্রিয়া। কথাটা - বিশেষ্য।
২। নীচের বাক্যগুলির মধ্যে ব্যবহৃত ক্রিয়াগুলি কোন্ শ্রেণির লেখো।
২.১ স্বাতী দিদি আমাদের ব্যাকরণ পড়ান।
উত্তরঃ পড়ান - (সকর্মক) সমাপিকা ক্রিয়া।
২.২ ফুল দেখে মনটা আনন্দে ভরে উঠল।
উত্তরঃ দেখে (সকর্মক) সমাপিকা ক্রিয়া।
ভরে - (অকর্মক) অসমাপিকা ক্রিয়া।
উঠল – (অকর্মক) অসমাপিকা ক্রিয়া।
২.৩ দাজিলিং থেকে রাবেয়া মীনাকে চিঠি লিখেছে।
উত্তরঃ লিখেছে- (সকর্মক) সমাপিকা ক্রিয়া।
২.৪ সৌম্য ঝড়ের মতো এল, ঝড়ের মতো চলে গেল।
উত্তরঃ এল (অসকর্মক) সমাপিকা ক্রিয়া।
৩। নীচের শূন্যস্থানগুলি নির্দেশ অনুযায়ী পূরণ করো।
৩.১ : কেমন আছিস? (অব্যয়)
উত্তরঃ আরে: কেমন আছিস?
৩.২ চলে আয়। (ক্রিয়া বিশেষণ)
উত্তরঃ শিগগিরি চলে আয়।
৩.৩ সঞ্জয় আর করেছে। (সর্বনাম) (বিশেষ্য) মিলে কাজটা
উত্তরঃ সঞ্জয় আর তার/ওর ভাই/বোন মিলে কাজটা করেছে।
৩.৪ আমি জানে! (অব্যয়) বললাম কী হবে কে (অব্যয়)
উত্তর: আমি তার/ওর বললাম ভাই/বোন কী হবে কে জানে!
৩.৫ শোনে না। (অসমাপিকা ক্রিয়া)
উত্তরঃ বললেও শোনে না।
Editing By:- Lipi Medhi